নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ অনেক নীল । মানুষ অনেক লাল । মানুষ অনেক বাদামী ।

মানুষ অনেক নীল । মানুষ অনেক লাল । মানুষ অনেক বাদামী ।

জাহিদ ১৯৯

মেহরাব হাসান

জাহিদ ১৯৯ › বিস্তারিত পোস্টঃ

জিরা ধরে, শাড়ি ধরে, ফেন্সিডিল ধরে না

০৫ ই মে, ২০১৪ রাত ১১:৪৮

বগুড়ার সান্তাহার

রেলওয়ে জংশনের স্টেশন

কলোনিতে এক হাজার

কেজি ভারতীয় জিরা জব্দ

করেছে চোরাচালান

বিরোধী ট্রাস্কফোর্স।



এখন ভারত বিদ্বেষী বলে গালি দিতে পারেন।

আবার যদি চূপ করে থাকি তাহলে বলবেন, ভারতীয় দালাল।



দালাল অদালাল, যাক সে প্রশ্ন।

এই সান্তাহার

রেলওয়ে জংশনের স্টেশনে একটু এদিক ওদিক চোখ ঘুরালেই হয়তো লাখ লাখ বোতল ফেন্সিডিল বের হয়ে আসতে পারে।

যারা বগুড়া বা পাশ্ববর্তী এলাকার মানুষ, তারা জানে এসব এলাকায় কি পরিমান ইন্ডিয়ান ফেন্সিডিল অহরহ অবাধে পাওয়া যায়।

এত অবাধ ফেন্সিডিল চোরাচালান

বিরোধী ট্রাস্কফোর্স এর চোখে পরেনা, চোখ ফাঁকি দিয়ে যায়। ধরা পরে শুধু কিছু জিরা, কিছু ইন্ডিয়ান শাড়ি।

রাঘব বোয়ালরা ধরা ছোঁয়ার বাহিরে থাকে, থাকবে।



নিশ্চয় এখন ভারত বিদ্বেষী বলে গালি দিতে শুরু করবেন।

Click This Link

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৬ ই মে, ২০১৪ রাত ১২:১৩

শামীম আনসারী বলেছেন: পেঁয়াজ, চিনি এবং গরুও ধরে না। আর ‘দফারফা’ না করলে সূঁইও ছাড়ে না!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.