![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মেহরাব হাসান
নরেন্দ্র মোদি সরকার হয়েছে।
বেশ হয়েছে। এখন আর আমাদের কোন কষ্ট থাকবে না।
ঘরে ঘরে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ থাকবে। গ্যাস নিয়ে কোন টেনশন নাই।
ব্রিজ ওভারব্রিজ ফ্লাইওভার সব ধাক ধাক করে উঠে যাবে।
দেশে কোন জ্যাম থাকবেনা।
খাবারের কোন কষ্ট নাই। মোদি সরকার মুখে তুলে খাওয়াবে। ধর্ষণ, খুন, গুম বলে কিছু থাকবেনা। সাম্প্রদায়িক অসাম্প্রদায়িক কোন দ্বন্দ্ব হবেনা। সুখী সুখী একটা দেশ।
পানির কোন সমস্যা নাই।
টিউবওয়েল, পানির ট্যাংকি সব উপচে উপচে পরবে। পানির অভাবে আর ধানচাষ বন্ধ থাকবেনা।
উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ একটা সুখী সুখী দেশ।
পৃথিবীর অন্য দেশ গুলো দেখে আমাদের ঈর্ষা করবে।
নিউজ মিডিয়া বিরোধী, সরকারী, সুশীল, বুদ্ধিজীবী মহলের মোদি সরকার নিয়ে অতিরিক্ত আতলামি দেখে যা মনে হয়। চুলচেরা বিশ্লেষণ, মোদি সরকার কি করবে না করবে। সাম্প্রদায়িক না মানবিক। মোদি সরকারকে উষ্ণ অভ্যর্থনা, ইত্যাদি ইত্যাদিতে আলাপচারিতায় ব্যস্ত মিডিয়া, ব্যস্ত সুশীল সমাজ।
কথা একটাই মোদি হোক বা গদি হোক, কংগ্রেস বা বিজেপি ওনারা ভারতীয়। লাভলোকশানের হিশেব সময় হোক দেখতে পারবেন।
যা লাউ তাই কদু।
বি দ্রঃ ইহার সাথে বাস্তবের কোন মিল নেই।
১৭ ই মে, ২০১৪ ভোর ৫:৪৯
জাহিদ ১৯৯ বলেছেন: আপনারে মানা করছে কেডা? আলাপ করেন, পারলে মাইকিং করেন কোন মানা নাই।
২| ১৭ ই মে, ২০১৪ রাত ৩:৫৮
ক্ষতিগ্রস্থ বলেছেন: কংগ্রেস বা বিজেপি - যা লাউ তাই কদু
এইটাই আসল কথা.
৩| ১৭ ই মে, ২০১৪ ভোর ৫:৪৯
জাহিদ ১৯৯ বলেছেন: কথা এইটাই
৪| ১৭ ই মে, ২০১৪ সকাল ১০:২০
বোধহীন স্বপ্ন বলেছেন: যেই লাউ সেই কদু। তয় মোদি একটু বেশি ঝামেলা করতে পারে। বিম্পি'র লাফালাফির কারণটা ঠিক বুঝলাম না।
১৭ ই মে, ২০১৪ দুপুর ২:২৫
জাহিদ ১৯৯ বলেছেন: বিএনপি যে আশায় বুক বেঁধে আছে , ক্ষমতায় যাবে। দু দিন পর বুঝতে পারবে । কংগ্রেস বিজেপি দিয়ে কোন কথা নাই। নিজের স্বার্থসিদ্ধি যাকে দিয়ে হবে ভারতীয় রা তাকেই চাইবে
৫| ১৭ ই মে, ২০১৪ দুপুর ২:৪০
হু-কেয়ারস বলেছেন: কথা একটাই মোদি হোক বা গদি হোক, কংগ্রেস বা বিজেপি ওনারা ভারতীয়। লাভলোকশানের হিশেব সময় হোক দেখতে পারবেন।
যা লাউ তাই কদু ।
একমত..............।
আওয়ামিলীগ হলো ডিম পাড়া মুরগি, তাই মোদি ও চাইবেনা এই মুরগী মারতে।
ফ্রি'তে একটা গোলাম পেলে সমস্যা কী ?????????
১৮ ই মে, ২০১৪ ভোর ৫:১৮
জাহিদ ১৯৯ বলেছেন: ঘটনা সত্য
৬| ১৮ ই মে, ২০১৪ সকাল ৭:২৬
ডাইরেক্ট টু দ্যা হার্ট বলেছেন: মিডিয়া যেভাবে ক্যামেরা নিয়ে ভারতে দৌড়াদৌড়ি করছে তাতে আমিতো ভাবলাম কাঁটা তারের বেড়া আর নেই,ভারত বাংলাদেশ এক হয়ে গেছে, দেশে যাওয়ার সময় কোন দেশের ভিসা নেব ভাবছি ভারত নাকি বাংলাদেশের।
১৮ ই মে, ২০১৪ বিকাল ৩:৪৮
জাহিদ ১৯৯ বলেছেন: সময় হলে কাটা তারের বেড়া এমনিতেই চলে আসবে। টেনশন নিয়েন না।
©somewhere in net ltd.
১|
১৭ ই মে, ২০১৪ রাত ২:৫৫
পংবাড়ী বলেছেন: " পানির কোন সমস্যা নাই। "
মোদি কি গংগায় পেসাব করবে?
ভারত বিশ্বের সবচেয় বড় ডেমোক্রেসী; সেই দেশের ভোট দিয়ে প্রতিবেশী দেশে আলাপ হবে; আপনার সমসয়া কোথায়?