নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যেসব কথা এই সামু ব্লগে লিখতে পারি না নানা কারনে- সেসব কথা আমার পার্সোনাল জার্নাল ব্লগে লিখি -- https://journalofjahid.com/

জাহিদ অনিক

ভালোবাসি কবি ও কবিতাকে

জাহিদ অনিক › বিস্তারিত পোস্টঃ

বিব্রত বোধ - কবিতা

১০ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৫

আমি বিব্রত ,
আমি প্রতিদিন অজস্র কারনে বিব্রত হই ,
আমি বিব্রত তোমাদের চাকচিক্যে
আমি বিব্রত তোমাদের অভ্যাসে
আমি হতাশ তোমাদের আচরনে ।
আমি আরো একবার বিব্রত হব
তোমাদেরই কারনে । ।


অতি ঠুনকো বিষয়েও আমি সদাই বিব্রত ,
প্রিয়জনকে শুভ সকাল বার্তা পাঠাতেও আমি বিব্রতবোধ করি,
সাহস করে তাকে ভালবাসার কথা বলা ,
সে তো n সংখ্যক বিব্রতকর অবস্থার সমষ্টি ।।


আমি বিব্রত ,
আমি সদাই বিব্রত ।
আমার সিজিপিএ কম বলে ,
আমি বিব্রত আমার মায়ের কাছে ,
যে অনেক স্বপ্ন নিয়ে বসে আছে ।
আমি সত্যি বিব্রত আমার পিতার কাছে ,
যে এখনো একটি পুরানো নকিয়া ফোন ব্যবহার করছে ।।


বাসায় গ্যাস নেই বলে,
আমি আমার স্ত্রীর কাছে বিব্রত ।
আমার বেতন বাড়ে না বলে,
আমি আমার ছেলের কাছে বিব্রত ।
পত্রিকায় ন্যাংটো মেয়ের ছবি ছাপায় বলে ,
আমি আমার ছোট মেয়েটার কাছেও বিব্রত ।।


আমি বিব্রত ,
আমি একজন তরুন যুবক ,
যে পুরো জাতির কাছে সর্বদা বিব্রতবোধ করে থাকে ।
আজ যে ছেলেটা গাড়ি চাপায় মারা গেল ,
কাল যে কুমারী মেয়েটা ধর্ষিত হল ,
তাদের মৃত্যুর জন্যও আমি বিব্রত ।
আজকে পৃথিবীর তাপমাত্রা দুই ডিগ্রী কম বলেও ,
আমি বিব্রত ।

আমি বিব্রত,
আমি সত্যি সত্যি বিব্রত ,
আমি বিব্রত সৃষ্টিকর্তার কাছেও ।
আমি বিব্রত , আমি সত্যি বিব্রত ।
আমি প্রতিদিন হাজার বার বিব্রতবোধ করি ।
আমি কামিনী রায়ের কাছেও বিব্রত ,
যিনি বলেছিলেন ,
আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনী পরে।।

# এ কবিতা যদি আপনাকে বিব্রত করতে না পারে , তবে আমি আরো একবার বিব্রতবোধ করব ।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১০ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৪

চাঁদগাজী বলেছেন:


"সে তো n সংখ্যক বিব্রতকর অবস্থার সমষ্টি ।। "

-অংক বিশারদ কবি! আমাকে তো ক্যালকুলাসের ক্লাশে ফেরত যেতে হবে, দেখছি

১০ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৮:১২

জাহিদ অনিক বলেছেন: আহ , চাঁদগাজী । আপনার মন্তব্য দেখে ভাল লাগল । :P
কেন ! কবিরা ম্যাথ পারতে পারে না ? অথবা ম্যাথম্যাটিশিয়ানরা কবি হতে পারেন না ?
ক্যালকুলাসের অ আ ক খ ক্লাসটা করে নিতে পারেন ফ্রিতে । চমক ভাইএর কাছে

২| ১০ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৮:০৯

আনিসা নাসরীন বলেছেন: এক রাশ বিব্রত। ভালো লাগলো।

১০ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৮:১৩

জাহিদ অনিক বলেছেন: ধন্যবাদ আনিসা নাসরীন, একই সাথে ভাল লাগা ও বিব্রত বোধ করার জন্য

৩| ০৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ৩:২৪

পথে-ঘাটে বলেছেন: পত্রিকায় ন্যাংটো মেয়ের ছবি ছাপায় বলে ,
আমি আমার ছোট মেয়েটার কাছেও বিব্রত
খুবই বিব্রতকর অবস্থায় পড়তে হয় মাঝে মাঝে।

কেউ বিব্রত বোধ করলে আমার খুব খারাপ লাগে। ভাল কথা, আপনার ছবি দেখে কিন্তু মনে হয় না, আপনার ইয়ে মানে বিবি বাল-বাচ্চা আছে।

০৫ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৪৭

জাহিদ অনিক বলেছেন: আমার ছবি কেন দেখেন বলুন তো ! ছবি মানেই তো ইলিউশন । B-)
বাল বাচ্চা বিবি অবশ্য নেই এখনো :P

মাঝে মাঝে বিব্রতকর অবস্থায় সেটাই বড় কথা ।

অসংখ্য ধন্যবাদ পথে-ঘাটে

৪| ২৪ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:১২

খায়রুল আহসান বলেছেন: আমিও প্রতিদিন আপনার মত অজস্র কারণে বিব্রত হই। তবে তা নিয়ে কখনো এত সুন্দর কবিতা লিখতে পারিনি।
কবিতায় ভাল লাগা + +

২৪ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:০৪

জাহিদ অনিক বলেছেন:

এরকম বিব্রত হয়ত আমরা সবাই হই--
কবিতাটা অনেক আগের লেখা। আপনি এসে পড়লেন; লেখাটা কিছুটা সার্থক হলো।
প্লাসে এবং মন্তব্যে অনুপ্রাণিত হলাম।
অনেক ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.