নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসি কবি ও কবিতাকে
ঝিলমিল ?
কেমন আছ ? ভালো ? তোমার ওখানে বৃষ্টি কেমন আছে ?
এখানের নির্লজ্জ বেহায়া বৃষ্টির মত ওখানেও কি যখন তখন বৃষ্টি পড়ে?
ওখানেও কি রাস্তাঘাট এখানের মতই কাদা-মাখামাখি হয়ে যায় ?
তোমার সুন্দর পা জোড়াও কি লুকাতে হয় ছুঁইয়ের গুহায় ?
ঝিলমিল,
গনগণে গ্রীষ্মে কেমন করে পথ চলো তুমি ?
মাথার উপরে বহ্নি-তাপ তোমার মাথা খায় না ?
নাকি মাথামোটা তুমি টেরই পাও না যে মাথার উপরে জ্বলছে জীবনানন্দের জীবন সঞ্চয়ী নক্ষত্র !
তুমিও কি আমার মতই ছাতাটা কেবল বর্ষাকালেই বের করো ?
বসন্ত !
বসন্তে কি করো তুমি ঝিলমিল ?
তোমার ওখানেও কি আমার জলবায়ুর মত ছয় ছয়টা ঋতু ?
এতগুলো ঋতুতে কেউ কি তোমায় জিজ্ঞেস করেনি "কেমন আছ ঝিলমিল?"
তুমি ঠিক কি উত্তর দিয়েছ?
এক কথায় সোজা সাপটায় "ভাল আছি" ,
নাকি একটু বাঁকিয়ে, বাম হাতে ঈষৎ নাক চেপে ধরে একটু হেসে বলেছ,
"এই বেশ ভাল আছি"।
জবাব তুমি যাই দাও না কেন ঝিলমিল,
আমি জানি ছয়টা কেন, তিন ছয় আঠারোটা ঋতু এলেও কোন ঋতুতেই তুমি ভাল থাকবে না ।
চলো না ঝিলমিল,
বিরহের নদী পেড়িয়ে, লাফিয়ে পড়ি সুখের সমুদ্রে ,
সাঁতার কাটি অমৃত সুখের নহরে ! পিয়ে নেই কিছুটা মিঠা জল, তৃষ্ণা মেটাই।
ঠোঁটে রেখে ঠোঁট, হাতে রেখে হাত, কণ্ঠে মিলিয়ে কণ্ঠ
আকণ্ঠ জলে দাঁড়িয়ে একই তাল লয়ে গেয়ে উঠি,
"আমরা ভাল আছি, তোমরাও ভাল থেক হে পৃথিবী-বাসী । "
৩০ শে জুলাই, ২০১৭ রাত ৩:৪৩
জাহিদ অনিক বলেছেন: হা হা, কবীর ভাই ! কেমন আছেন ?
২| ৩০ শে জুলাই, ২০১৭ রাত ৩:৩১
রাবেয়া রাহীম বলেছেন: ব্যস্ততম শহরের ব্যস্ততার জীবনে কার-ই বা এতোটা সময় আছে
জানতে চাওয়ার আমি কেমন আছি !!
আট মাস শীতের তিন মাস তুষার ঝরা সময়ে
বিরহকাল কতটা লম্বা হয় তুমি কি বুঝতে পারো অনি!
-----
অনেকদিন পর একটা দুর্দান্ত ভাল লাগার কবিতা পড়লাম । আপনার ঝিলমিল ভাল থাকুক সেই সাথে ভাল থাকুক সব অনিরা
অনেক অনেক শুভেচ্ছা জানবেন কবি।
৩০ শে জুলাই, ২০১৭ রাত ৩:৪৬
জাহিদ অনিক বলেছেন: আপনার আন্তরিক মন্তব্য বেশ আপ্লুত করেছে আমাকে । অনেক দিন পরে একটা দুর্দান্ত কবিতা পড়লেন এটা জেনে বেশ ভাল লাগল। মূলত আমি আপনার কবিতার ভক্ত । আপনার কবিতার সিডি আমি শুনেছি ইউটিউবে ।
যেকটা পেয়েছি সেগুলো অসংখ্যবার শুনেছি ।
আজ যখন জানালেন আমার কবিতা আপনার কবিতা ভাল লেগেছে, সেটা সত্যি আমার জন্য প্রেরণা ।
আচ্ছা আপনি কি দুই জায়গায় "ক" মিস করে গেছেন ? নাকি আমার বোঝার ভুল ?
ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
৩| ৩০ শে জুলাই, ২০১৭ রাত ৩:৩৬
চাঁদগাজী বলেছেন:
অনেকেই হঠাৎ করেই ঝিলমিল হতে চাইবে; কিন্তু কিন্তু আছে:
"জবাব তুমি যাই দাও না কেন ঝিলমিল,
আমি জানি ছয়টা কেন, তিন ছয় আঠারোটা ঋতু এলেও কোন ঋতুতেই তুমি ভাল থাকবে না । "
৩০ শে জুলাই, ২০১৭ রাত ৩:৪৮
জাহিদ অনিক বলেছেন: অনেকেই হঠাৎ করেই ঝিলমিল হতে চাইবে; কিন্তু কিন্তু আছে:
---- হুম কিন্তু , কিন্তু তো আছেই ।
কেউ কেউ চাইবে এটাও ঠিক, কিন্তু ঝিলমিল কেন ঝিলমিল হতে চায় না ?
৪| ৩০ শে জুলাই, ২০১৭ রাত ৩:৪৮
শাহরিয়ার কবীর বলেছেন: আমি ভালো আছি.....
"একজন কবির এতো ব্যস্ততা কিসের."... এটাও ছিল অসাধারণ।।
৩০ শে জুলাই, ২০১৭ রাত ৩:৪৯
জাহিদ অনিক বলেছেন: তো কবি ঘুমাচ্ছেন না কেন ? আপনার কি ব্যস্ততা নেই ??
৫| ৩০ শে জুলাই, ২০১৭ রাত ৩:৫২
রাবেয়া রাহীম বলেছেন: অনি আমার কবিতায় ভীষণ প্রিয় একটি চরিত্র বা কবিতার নায়কও বলতে পারেন। আমিও এই ধাঁচের অনেক লেখা লিখেছি । সত্যি আপনার লেখা আমাকে আবেগ তাড়িত করেছে । অনেক সুন্দর করে আবেগ ফুটিয়ে তুলেছেন যা সহজেই মন ছুয়ে যায় ।
আচ্ছা আপনি কি দুই জায়গায় "ক" মিস করে গেছেন ? নাকি আমার বোঝার ভুল ?
ঠিক ধরতে পারছিনা কোথায় মিস করেছি --- লাইনটা তুলে দিলে ভাল হত।
৩০ শে জুলাই, ২০১৭ রাত ৩:৫৫
জাহিদ অনিক বলেছেন: না না না, আপনি কোথায় ক মিস করেন নি। আমিই ভুল ভেবেছি । ভেবেছিলাম আপনি আমার নাম লিখতে চেয়েছেন অনিক।
পরে এখন জানলাম অনি আপনার চরিত্রের নাম ।
কি বোকা আমি তাই না ?
আমিও এই ধাঁচের অনেক লেখা লিখেছি - আমি বোধহয় পড়েছি ।
৬| ৩০ শে জুলাই, ২০১৭ রাত ৩:৫৯
রাবেয়া রাহীম বলেছেন:
হা হা হা --ভাল বললেন ।
অনিক আর অনি খুব কাছাকাছিই তো
অনি কে নিয়ে আমার অনেক কবিতার একটি কবিতার প্রথম স্তাবক দিলাম -----
শহর জুড়ে সাদা সাদা বরফের পাহাড়
শৈত্য-উষ্ণতার অনুভব আর পাইনা যেন
বিষন্নতার প্রহরে পুড়ে পুড়ে নি:শেষিত এই আমি
তোমাকে ছোঁয়ার আশায় অন্তর কেঁদে মরে,
খুব জানতে ইচ্ছে করে...নিঃশব্দ গভীর রাতে
এখনো কি খোলা পড়ে থাকে তোমার পাশে
আমার কবিতার পাতাখানি ?
এত কষ্ট কেন থাকে...অনি !!
৩০ শে জুলাই, ২০১৭ ভোর ৪:০৪
জাহিদ অনিক বলেছেন: আপনার কবিতায় আপনার আট মাস শীতের আর তিন মাসের তুষার ঝড়ের বিরহের দেখা পাওয়া যাচ্ছে ।
অনি'র কাছে যদি আপনার কবিতার পাতা খোলা থাকে তবে ধরে নিন তুষারের শুভ্রতায় সে পৃষ্ঠা ভিজে চুপচুপে ।
বিষন্নতার প্রহরে পুড়ে পুড়ে নি:শেষিত এই আমি
তোমাকে ছোঁয়ার আশায় অন্তর কেঁদে মরে, - ছোঁয়া জিনিসটা ভাল । একটু ছুঁয়ে দিলেই অনেক রাগ, অভিমান , একাকিত্ব দূর করে দেয়া যায় ।
৭| ৩০ শে জুলাই, ২০১৭ ভোর ৪:০২
কাছের-মানুষ বলেছেন: অসাধারণ একটা কবিতা পড়লাম।
ধন্যবাদ রইল কবির প্রতি।
৩০ শে জুলাই, ২০১৭ ভোর ৪:০৮
জাহিদ অনিক বলেছেন: কবিতাটি আপনার কাছে ভাল লেগেছে জেনে খুবই ভাল লাগল।
আপনার ধন্যবাদ আমাকে ঋণী করেছে ।
কৃতজ্ঞতা রইলো ।
৮| ৩০ শে জুলাই, ২০১৭ সকাল ১০:৪৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুন কবিতা
মন ছুয়ে গেলো। খুব সুন্দর
ভাল লাগা রেখে যাব না আবার আসবো কিন্তু নতুনকিছু পড়ার জন্য
শুভেচ্ছাকবিকে
০১ লা আগস্ট, ২০১৭ বিকাল ৪:০৯
জাহিদ অনিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ছবি আপু ।
ভাল লাগা রেখে গেলেন না আবার আসিবেন বলে । কন্সেপ্টটা দারুণ ।
ভাল থাকুন । সুস্থ্য থাকুন ।
শুভেচ্ছা আপনাকেও । শুভ অপরাহ্ন
৯| ৩০ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:৫০
আখেনাটেন বলেছেন: সমুদ্রের অাকণ্ঠ জলে দাঁড়িয়ে কীভাবে একই তালে গেয়ে উঠবেন? সুখের তীব্র স্রোত কি তা হতে দিবে???
কবিতার ভিতর দিয়ে যেতে যেতে অামারও কিছু প্রশ্ন ঝিলমিলকে করতে ইচ্ছে করছিল। কিন্তু সহসাই মনে পড়ল অামি তো কবি নয়।
বেশ লেগেছে পড়তে। ভালো থাকুন। ভালো লিখুন।
০১ লা আগস্ট, ২০১৭ বিকাল ৪:১০
জাহিদ অনিক বলেছেন: কবিতার ভিতর দিয়ে যেতে যেতে অামারও কিছু প্রশ্ন ঝিলমিলকে করতে ইচ্ছে করছিল।
ইচ্ছে করলে অবশ্যই প্রশ্ন গুলো করে ফেলা উচিত । আপনি নিশ্চয়ই কবি। যার মনে কবিতা পড়ে প্রশ্ন জানে সে কবি না তো কি ?
অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।
১০| ৩০ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৫৯
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ভাল লিখেছেন।
০১ লা আগস্ট, ২০১৭ বিকাল ৪:১১
জাহিদ অনিক বলেছেন: ধন্যবাদ ও অশেষ কৃতজ্ঞতা শাহাদাৎ ভাই । ভাল থাকুন । সুস্থ্য থাকুন ।
১১| ৩০ শে জুলাই, ২০১৭ রাত ৮:০৭
রাবেয়া রাহীম বলেছেন:
লিঙ্ক দুইটি ঘুরে আসার আমন্ত্রণ রইল
http://www.somewhereinblog.net/blog/su15/30107847
https://www.youtube.com/watch?v=ROIpzt3yJCc
০১ লা আগস্ট, ২০১৭ বিকাল ৪:১৫
জাহিদ অনিক বলেছেন: অশেষ অশেষ কৃতজ্ঞতা রাবেয়া বুবু । আমিও আপনাকে বুবু বলেই ডাকি ?
সেদিনই লিংকে গিয়ে কবিতাটি পড়া হয়েছিল মোবাইল থেকে । আজ আবৃত্তি টা শোনা হল ।
এক সমুদ্র ব্যকুলতা ।
একই সাথে অডিও শুনতে পেয়ে চক্ষু-কর্ণের বিবাদ ভঞ্জন হইলো ।
আচ্ছা, আপনার অনি, কোন প্রশ্নের উত্তর দেয় ? এই যে তাকে আপনি এত এত প্রশ্ন করেন ?
১২| ৩০ শে জুলাই, ২০১৭ রাত ৮:০৯
শাহরিয়ার কবীর বলেছেন: আপনার কি ব্যস্ততা নেই ??
না, ব্যস্ততা নেই ! একদম ফ্রি !!
০১ লা আগস্ট, ২০১৭ বিকাল ৪:১৬
জাহিদ অনিক বলেছেন: কবীর ভাই, আমারে কিছু সময় দেন না !!! আমার ২৪ ঘন্টায় হচ্ছে না । একেবারেই হচ্ছে না ।
১৩| ৩০ শে জুলাই, ২০১৭ রাত ৮:৫৪
উম্মে সায়মা বলেছেন: অনেকদিন পর জাহিদ অনিক ভাইয়া কবিতা নিয়ে এলেন। কবিতায় অনেক ভালো লাগা....
০১ লা আগস্ট, ২০১৭ বিকাল ৪:১৮
জাহিদ অনিক বলেছেন: অনেক অনেক দিন পরে । কেমন আছেন সায়মা আপু ? ভাল ?
আশা রাখি ভাল ।
কবিতায় অনেক ভাল লাগা - কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ ।
ভাল থাকুন , সুস্থ্য থাকুন নিরন্তর ।
১৪| ০১ লা আগস্ট, ২০১৭ বিকাল ৪:২৩
ওমেরা বলেছেন: কবিতায় এত প্রশ্ন !! দেখি ঝিলমিল এসে যদি উত্তর দেয় , তখন আবার এসে উত্তর গুলো জেনে যাব ।
কবিতা সুন্দর হয়েছে ধন্যবাদ ।
০১ লা আগস্ট, ২০১৭ বিকাল ৪:৩২
জাহিদ অনিক বলেছেন: ঝিলমিল উত্তর দেবে না । ঝিলমিলেরা উত্তর দেয় না । উত্তরগুলো তাই আর বোধ হয় জানা যাবে না । আপনি নিজের মত করে নিজেকে ঝিলমিল ধরে নিয়ে প্রশ্নের উত্তর দিয়ে দিন । সেগুলোই না হয় ধরে নিন কবিতার ঝিলমিলের উত্তর !
অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।
১৫| ০১ লা আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৫০
রাবেয়া রাহীম বলেছেন: অনিরা কখনোই কিছু বলেনা তাই। ঝিলমিলরাও ভালো থাকে না।
সে কারনেই কি কবির এমন লেখনি? এই সাইট ভিজিট করলেই জানতে পারবেন
http://www.bangla-kobita.com/rabeya/post20160625015228/
০১ লা আগস্ট, ২০১৭ রাত ৮:৩১
জাহিদ অনিক বলেছেন: কিছুক্ষণ আগেই এই সাইট থেকে ভিজিট করে এলাম । ফেসবুকেও জানতে পারলাম বুবু তুমি হয়ে গেছ বাংলা-কবিতার মস্ত একজন সম্পাদক ।
অনিরা কখনোই কিছু বলেনা তাই। ঝিলমিলরাও ভালো থাকে না। --- একেবারে সেটাই, উপরের ১৪ নং মন্তব্যে ওমেরা আপুও জিজ্ঞেস করছিল ঝিলমিল উত্তর দিবে কিনা ।
তার উত্তরটাও তুমি দিয়ে দিলে ।
১৬| ০১ লা আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৫৭
রাবেয়া রাহীম বলেছেন: হ্যা অবশ্যই আমাকে বুবু ডাকতে পারেন।
০১ লা আগস্ট, ২০১৭ রাত ৮:৩৩
জাহিদ অনিক বলেছেন: হ্যা অবশ্যই আমাকে বুবু ডাকতে পারেন।
আমায় তুই তুকারি করে বলো না বুবু!
আপনি আমার শয় না , ওসব আমার সাথে যায়ও না !!
১৭| ০১ লা আগস্ট, ২০১৭ রাত ৮:৫৫
রাবেয়া রাহীম বলেছেন: ফেসবুকে আমি জেসন ছবি একজন আরেকজনের সাথে লেগেই আছি টম এন্ড জেরির মত। আজ থেকে তুমিও এই টম এন্ড জেরি গ্রুপের একজন।
ভালো থেকো
আর একটি কথা -- অনি ও ঝিলমিল আছে বলেই দারুন দারুন কাব্যের জন্ম
০১ লা আগস্ট, ২০১৭ রাত ৯:০৯
জাহিদ অনিক বলেছেন: টম এন্ড জেরী পরিবারের সদস্য হতে পেরে আমি বেশ গর্বিত । মনে হচ্ছে কোন একটা সাংবিধানিক পদ পেয়ে গেছি ।
অনি ও ঝিলমিল আছে বলেই দারুন দারুন কাব্যের জন্ম - একদম সত্য কথা ।
১৮| ০১ লা আগস্ট, ২০১৭ রাত ১০:১৬
শায়মা বলেছেন: সেখানে এতগুলো ঋতু নেই নিশ্চয়!
০২ রা আগস্ট, ২০১৭ দুপুর ২:৩৭
জাহিদ অনিক বলেছেন: উহু । তবে ঋতু চাইলেই পাঠিয়ে দেয়া যায় । নজরুলের মত, পরদেশী মেঘ যাও রে ফিরে। বলিও আমার পরদেশী রে
১৯| ০১ লা আগস্ট, ২০১৭ রাত ১১:১২
শাহরিয়ার কবীর বলেছেন: কবীর ভাই, আমারে কিছু সময় দেন না !!!
সময় আকাশের ঠিকানায়- বিকাশ করুম !! কুনু সমস্যা নেই ।
০২ রা আগস্ট, ২০১৭ দুপুর ২:৩৮
জাহিদ অনিক বলেছেন: হা হা, আইচ্চা দিয়েন ভাই বিকাশ করেই দিয়েন ।
২০| ০৩ রা আগস্ট, ২০১৭ দুপুর ২:৫৫
প্রামানিক বলেছেন: ভালো লাগল। ধন্যবাদ
০৩ রা আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:০৭
জাহিদ অনিক বলেছেন: অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রিয় ছড়াকার ।
২১| ০৩ রা আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:২২
চাঁদগাজী বলেছেন:
"কেউ কেউ চাইবে এটাও ঠিক, কিন্তু ঝিলমিল কেন ঝিলমিল হতে চায় না ? "
-মেয়েদেরকে প্রকৃতি কিছু গুণ দিয়েছে, তারা ঘর বাঁধতে চায়
০৩ রা আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৩৬
জাহিদ অনিক বলেছেন: মেয়েদেরকে প্রকৃতি কিছু গুণ দিয়েছে, তারা ঘর বাঁধতে চায় - ঝিলমিল কি তবে ঘর বাঁধতে চায় না ?
২২| ০৩ রা আগস্ট, ২০১৭ রাত ৮:১৫
রাবেয়া রাহীম বলেছেন: অনিকেত আর ঝিলমিল কখনোই ঘর বাঁধতে পারেনা । খুব বেশী আবেগ দুজনকে এক হতে দেয়না তাইতো শেষের কবিতার মত কবিতার জন্ম হয়। ঝিলমিল হলো অনিকেতের পুকুর ভর্তি জল। ঝিলমিলরা ঘর বাঁধে আবেগহীন মানুষের সাথে আর ধরে রাখে অনিকেতের জন্য গভীর আবেগ।
০৩ রা আগস্ট, ২০১৭ রাত ৮:২৪
জাহিদ অনিক বলেছেন: মোর লাগি করিয়ো না শোক,
আমার রয়েছে কর্ম, আমার রয়েছে বিশ্বলোক।
বিশ্বলোক রয়েছে বলেই ছেড়ে দিচ্ছে নাকি নিজেকে বিশ্বলোকের কাছে সমার্পন করে ভালবাসাকে দূরে ঠেলে দিচ্ছে। এটা কি তবে মহৎ ভালবাসার ফল ।
মহৎ ভালবাসা নাকি কাছেই টানে না, দূরেও ঠেলে দেয় ।
২৩| ০৩ রা আগস্ট, ২০১৭ রাত ৯:২৯
শামচুল হক বলেছেন: আকণ্ঠ জলে দাঁড়িয়ে একই তাল লয়ে গেয়ে উঠি,
"আমরা ভাল আছি, তোমরাও ভাল থেকে হে পৃথিবী-বাসী । "
ভালো লাগল।
০৩ রা আগস্ট, ২০১৭ রাত ১০:৪১
জাহিদ অনিক বলেছেন: ধন্যবাদ ও কৃতজ্ঞতা
২৪| ১৩ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:১০
সামু পাগলা০০৭ বলেছেন: এই কবিতাটি আমার খুবই ভালো লেগেছে। পড়েছিলাম বেশ আগেই, আলসেমীতে কমেন্ট করা হয়ে ওঠেনি।
এমন লেখা আরো লিখতে থাকো।
ভালো থেকো।
১৩ ই আগস্ট, ২০১৭ রাত ১১:৪১
জাহিদ অনিক বলেছেন: পড়েছিলাম বেশ আগেই, আলসেমীতে কমেন্ট করা হয়ে ওঠেনি। - আলসে মেয়ে । ঘুমিয়ে তুমি থাকো ।
২৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:০৫
কথাকথিকেথিকথন বলেছেন:
শেষ চরণে কিছুটা সুখের বাতাস বইছে বৈকি, কারণ দু'জনই একই জগতে !
ভালবাসার আক্ষেপ হয় না শেষ, দহনে দহনে রয়ে যায় রেশ...
১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:৫১
জাহিদ অনিক বলেছেন: কথা,
অসংখ্য ধন্যবাদ।
ভাল থকুন প্রিয় চেনা মুখ।
©somewhere in net ltd.
১| ৩০ শে জুলাই, ২০১৭ রাত ৩:২৪
শাহরিয়ার কবীর বলেছেন: সুন্দর হয়ছে মনু!