নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসি কবি ও কবিতাকে
রাতের মিহি কালো আকাশ,
হাজার মাইল দূরের নক্ষত্রের দিকে তাকিয়ে জিজ্ঞেস করি,
"কেমন আছিস রে নক্ষত্র?"
প্রতিউত্তরে নক্ষত্র জবাব দেয়,
"তোমার কাছে পয়সা আছে ? অনেকগুলো পয়সা?
আমি এখানে শূন্যে, বন্দী কেনা দাসী হয়ে আছি,
আমাকে আজাদ করে নিয়ে যাও তোমার গ্রহে,
কত রাত কতদিন আমি ঘুমাই না ! "
নক্ষত্র ঘুমাতে চায়,
পৃথিবীর জঞ্জাল বোধহয় তার আর ভাল লাগে না,
ঐ নক্ষত্রটাকেও কেউ আর বোধহয় ভালবাসে না।
আমি পাত্তা দিলাম না নক্ষত্রের কথায়।
বুঝতে পেরে নক্ষত্র চেঁচিয়ে উঠল,
যেন আমায় হুমকি দিল,
" আজাদ করে নাও, নয়ত ঝাঁপ দিলাম, কৃষ্ণগহ্বর হয়ে গেলাম। "
আঙুলের ডগা থেকে কয়েক ফোঁটা ঘাম ঝড়ে গেল,
কপালের উপর থেকে চুলগুলো সরিয়ে,
ভাল করে নক্ষত্রের দিকে তাকিয়ে বললাম,
"জাহিদ অনিক ভাল নেই,
ঝাঁপ দাও হে নক্ষত্র,
তোমার ভিতরে আমি, আমার ভিতরে তুমি ,
পুড়ে মরি , নীল লাল জীবনে বেঁচে থাকতে ভাল লাগে না । "
০৬ ই আগস্ট, ২০১৭ রাত ১:০৬
জাহিদ অনিক বলেছেন: ঢাকাতে কোন ট্রাম নেই । ট্রাম থাকলে ঝাঁপ দিতাম ।
২| ০৬ ই আগস্ট, ২০১৭ রাত ২:০০
উম্মে সায়মা বলেছেন: নক্ষত্র ঝাঁপ দিলেতো আপনি একা মরবেননা। আশেপাশের আরো মানুষ মরে যাবে। তারা কী দোষ করল?
সুন্দর হয়েছে। আপনার থিম সবসময় অন্যরকম হয় শুভ কামনা.....
০৬ ই আগস্ট, ২০১৭ রাত ১০:৪৮
জাহিদ অনিক বলেছেন: না না না, আর কেউ মরবে না। নিশ্চয়তা দিচ্ছি ।
খসে পড়া নক্ষত্রকে যতনে আলিঙ্গন করে নিব।
আপনার মন্তব্য আমাকে অনুপ্রাণিত করল ।
কৃতজ্ঞতা সায়মা আপু ।
৩| ০৬ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:৩২
ফয়েজ উল্লাহ রবি (পারিজাত) বলেছেন: একেলা তুমি ঝাঁপ দিতে চাও
আমি কী দেব বাধা,
এতো বিস্বাদ কেন গো জীবন
দেখ বসে আছে রাধা।
রাধার জন্য তো বাঁচতে হবে
থাকতে হবে ভবে,
তবেই মোরা খুঁজে পাব সত্যিকারের
জাহিদ অনিক দাকে।
০৬ ই আগস্ট, ২০১৭ রাত ১০:৫০
জাহিদ অনিক বলেছেন: সাধারণ ফয়েজ ভাই। দারুণ এক পদ্যের মাধ্যমে ঋনী করে গেলেন ।
অনেক অনেক কৃতজ্ঞতা ।
এতো বিস্বাদ কেন গো জীবন
দেখ বসে আছে রাধা। - রাধা নেই, দেখে এসেছি
৪| ০৬ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:২৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
"জাহিদ অনিক ভাল নেই,
ঝাঁপ দাও হে নক্ষত্র,
তোমার ভিতরে আমি, আমার ভিতরে তুমি ,
পুড়ে মরি , নীল লাল জীবনে বেঁচে থাকতে ভাল লাগে না । "
ভালো লাগলো।
আস্তে ধীরে ঝাঁপ দেন
০৬ ই আগস্ট, ২০১৭ রাত ১০:৫১
জাহিদ অনিক বলেছেন: আস্তে ধীরে ঝাঁপ দেন - তাই হবে তবে ভাইয়া ।
মন্তব্য বরাবরের মতই অনুপ্রাণিত করে গেল । কৃতজ্ঞতা ।
৫| ০৬ ই আগস্ট, ২০১৭ রাত ১১:০৯
শাহরিয়ার কবীর বলেছেন: এখনো কি কবির মন ভালো নেই ????
০৬ ই আগস্ট, ২০১৭ রাত ১১:১৪
জাহিদ অনিক বলেছেন: কবীর ভাই । ভাল আছি । ভাল আছি । আপনি কি সব সময়েই প্রাণবন্ত থাকনে ? তাই তো মনে হয়ে আপনাকে দেখে ।
কিভাবে থাকেন ভাই ??
৬| ০৬ ই আগস্ট, ২০১৭ রাত ১১:২৬
শাহরিয়ার কবীর বলেছেন: জীবনটা আমাদের ছোট !!!!!!!!!!!! এতো হতাশা নিয়ে বাস করে কি লাভ !!!!!!!!!!!! প্রতিটি মানুষের ক্ষিদে আছে !!! আমারও আছে !!! ক্ষিদে লাগলে খাই আর না লাগলে নাই !!! শুধূমাত্র পেটের চিন্তা ছাড়া আমার আর কোন চিন্তা আপাতত নাই ....!!! নিজে সুস্থ থাকার জন্য সময় পেলে আমি নিজে হাসি খুশি থাকি এবং অপরকে হাসাই !!
০৬ ই আগস্ট, ২০১৭ রাত ১১:৩১
জাহিদ অনিক বলেছেন: শুধূমাত্র পেটের চিন্তা ছাড়া আমার আর কোন চিন্তা আপাতত নাই সত্য কথা বলেছেন কবীর ভাই । আসেন কফি খাই ।
৭| ০৬ ই আগস্ট, ২০১৭ রাত ১১:৩৩
শাহরিয়ার কবীর বলেছেন:
০৬ ই আগস্ট, ২০১৭ রাত ১১:৩৯
জাহিদ অনিক বলেছেন:
৮| ০৬ ই আগস্ট, ২০১৭ রাত ১১:৩৯
শাহরিয়ার কবীর বলেছেন: আপনি কি জীবনের প্রতি বা কারো প্রতি বিরক্ত ? আর সবার জীবনের কাছে কিছু চাওয়ার থাকে; যদি তা অপূর্ণ থাকে তাহলে, সত্যিই অসহ্য লাগে ।মানুষ তার ভাগ্য ও দারিদ্রতার কাছে সবচেয়ে বড় অসহায় !! আপনি কি জানেন; পৃথিবীতে আজও ১ বিলিয়ন মানুষ ক্ষুধার্ত এবং আজও দাস- দাসী প্রথা রয়ে গেছে। নিশ্চয়, তাদের মধ্যে আপনার নাম নেই। এ ক্ষেত্রে আপনি সত্যিকারের সৌভাগ্যবান নয় কি ? সুতরাং,সবসময় ঈশ্বরের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা যাপন করা উত্তম।
নিক ভুইয়টসিক এর নাম শুনেছেন নিশ্চয়। ওর কিন্তু হাত ও পা নেই ! তারপরেও সে একজন অস্ট্রেলিয়ান খ্রিস্টান ধর্ম প্রচারক এবং অনুপ্রেরণাদায়ী বক্তা। তারও সৃষ্টিকর্তার কাছে অনেক প্রশ্ন ছিল । যদি ঈশ্বর আমাকে সত্যিকারের ভালোবাসবেন। তবে,কেন আমাকে এভাবে সৃষ্টি করবেন। তার জীবনী পড়ে দেখতে পারেন ।
বাংলা একটা প্রবাদ আছে ইচ্ছা থাকিলে উপায় হয় ।। নিজে ভালো রাখার উপায় খুজে বের করুন ।।
আর হতাশার বুলি দিবেন না !!!! কোনও কাজ আজ হচ্ছে না, তো কাল হবে !!! আপনি কোন কাজটি সবচেয়ে ভালো করতে পারেন, সেই কাজ করুন। তা দিয়ে সফলতাকে ছড়িয়ে দিন।
০৬ ই আগস্ট, ২০১৭ রাত ১১:৪২
জাহিদ অনিক বলেছেন: ঠিক আছে কবীর ভাই । পরামর্শকে উপদেশ বলে মাথায় নিলাম ।
নিক ভুইয়টসিক এর নাম শুনেছেন নিশ্চয় - শুনেছি। আমি ওর কথা যতবার শুনি ততবার অবাক হই ।
৯| ০৯ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:৩৯
বিজন রয় বলেছেন: কবির কষ্ট কে বোঝে নক্ষত্ররা ছাড়া।
তবে কবিদের ভাল থাকার পথ খুঁজে নিতে হয়।
ভাললাগা রেখে গেলাম।
১০ ই আগস্ট, ২০১৭ সকাল ৯:৫৫
জাহিদ অনিক বলেছেন: কবির কষ্ট কে বোঝে নক্ষত্ররা ছাড়া। - একদম সত্য কথা।
ভাললাগা রেখে যাওয়ায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।
১০| ১১ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:৪৭
প্রামানিক বলেছেন: কবির মনের কষ্ট এই কবিতায় প্রকাশ পেয়েছে।
১১ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:২৬
জাহিদ অনিক বলেছেন: ঠিকই বলেছেন প্রামানিক ভাই । কবির মনের কষ্ট
ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।
১১| ১১ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:২৬
শায়মা বলেছেন: নো ঝাঁপ দেওয়া দেয়ি!!!!!!!!!!!
তুমি ভালো আছো!!!!
আনন্দেই আছো ভাইয়ু!!!!!!!!
১১ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:৩৩
জাহিদ অনিক বলেছেন: নো ঝাঁপ দেওয়া দেয়ি!!!! - হা হা তবে তাই
১২| ১১ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:৪৮
চাঁদগাজী বলেছেন:
বিশব মানুষের চাপে তলিয়ে যাচ্ছে, আকাশ মন্ডলে ট্রিলিয়ন তারকা একাকী জ্বলছে
১১ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:২৫
জাহিদ অনিক বলেছেন: আপনার মধ্যে কাব্য প্রতিভা দেখা যাচ্ছে
১৩| ১২ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৪৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অসাধারণ বলেছেন ভাই! মুগ্ধতা কবিতায়।
বিষণ্ণতা সবার মাঝেই কমবেশি থাকেই !
১৩ ই আগস্ট, ২০১৭ রাত ১১:৪৪
জাহিদ অনিক বলেছেন: বিষণ্ণতা সবার মাঝেই কমবেশি থাকেই ! - হুম ঠিক বলেছেন কবি ।
১৪| ১৩ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:১১
সামু পাগলা০০৭ বলেছেন: "জাহিদ অনিক ভাল নেই,
ঝাঁপ দাও হে নক্ষত্র,
তোমার ভিতরে আমি, আমার ভিতরে তুমি ,
পুড়ে মরি , নীল লাল জীবনে বেঁচে থাকতে ভাল লাগে না । "
এটুকু পড়ে মনে হলো যে একজন গ্রেইড ফাইভের বোকাসোকা ছাত্র, চারকোনা চশমা পড়া, হোমওয়ার্কের চাপে পড়ে তারার সাথে গল্প করছে! বলছে, শোন তারা আমার হোমওয়ার্ক একটুও ভালো লাগে না। চল তুই আমি এক হয়ে খেলি! (ভেংচির ইমো হপে!)
এসব লিখো না তো! ইয়াং একটা ছেলে তুমি। প্রেম, আনন্দ, সুখ, স্বপ্ন এসব নিয়ে লিখবে! বুঝেছ?
ভালো থেকো!
১৩ ই আগস্ট, ২০১৭ রাত ১১:৪৩
জাহিদ অনিক বলেছেন: এটুকু পড়ে মনে হলো যে একজন গ্রেইড ফাইভের বোকাসোকা ছাত্র, চারকোনা চশমা পড়া, হোমওয়ার্কের চাপে পড়ে তারার সাথে গল্প করছে! - ভালোই বলেছ । এক প্রকার হোমওয়ার্কই তো বটে !
এসব লিখো না তো! ইয়াং একটা ছেলে তুমি। প্রেম, আনন্দ, সুখ, স্বপ্ন এসব নিয়ে লিখবে! বুঝেছ? -এসব লিখব। আরও লিখব । এসব ছাইপাশই লিখব । বুঝেছ ? ইয়াং ছেলে তো কি হয়েছে ? ইয়াং ছেলেরা নক্ষত্রের সাথে ঝাঁপ দেয় না !
©somewhere in net ltd.
১| ০৬ ই আগস্ট, ২০১৭ রাত ১:০৫
শাহরিয়ার কবীর বলেছেন: হা, হা, হা.... বুঝবার পারছি ! নিশ্চয় কোন দিকে চক্কর চলেছে !!! এ যুগের জীবন বাবুর আবার কী হল ?