নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যেসব কথা এই সামু ব্লগে লিখতে পারি না নানা কারনে- সেসব কথা আমার পার্সোনাল জার্নাল ব্লগে লিখি -- https://journalofjahid.com/

জাহিদ অনিক

ভালোবাসি কবি ও কবিতাকে

জাহিদ অনিক › বিস্তারিত পোস্টঃ

বিব্রতবোধ

৩১ শে আগস্ট, ২০১৭ রাত ৯:০৪

আমি বিব্রত,
প্রতিদিন অজস্র কারণে আমি বিব্রত হই।
আমি বিব্রত তোমাদের চাকচিক্যে
আমি বিব্রত তোমাদের অভ্যাসে
আমি হতাশ তোমাদের আচরণে,
আমি আরও একবার বিব্রত হব; তোমাদেরই কারণে।


অতি ঠুনকো বিষয়েও আমি সদাই বিব্রত ,
প্রিয়জনকে শুভ সকাল বার্তা পাঠাতেও আমি বিব্রতবোধ করি,
সাহস করে তাকে ভালবাসার কথা বলা ,
সে তো সহস্র সংখ্যক বিব্রতকর অবস্থার সমষ্টি ।।


আমি বিব্রত ,
আমি সদাই বিব্রত
আমার মায়ের স্বপ্নগুলো পূরণ করতে পারিনি বলে,
আমি বিব্রত আমার বোকা মা’টার কাছে ,
আমি সত্যি সত্যি বিব্রত আমার পিতার কাছে ,
যিনি এখনো একটি পুরানো নকিয়া মোবাইল ব্যবহার করছেন ।।


বাসায় গ্যাস, পানি ও বিদ্যুৎ নেই বলে
আমি আমার স্ত্রীর কাছে বিব্রত।
আমার বেতন বাড়ে না বলে,
আমি আমার বড় ছেলেটার কাছে বিব্রত।
পত্রিকায় ন্যাংটো মেয়ের ছবি ছাপায় বলে,
আমি আমার ছোট মেয়েটার কাছেও বিব্রত ।।


আজ যে তরুণ ছেলেটা গাড়ি চাপায় মারা গেল,
গতকাল যে কুমারী মেয়েটা ধর্ষিত হল,
তাদের মৃত্যুর জন্যও আমি বিব্রত।
আমি বিব্রত ,
আমি একজন তরুণ যুবক,
যে পুরো জাতির কাছে সর্বদা বিব্রতবোধ করে থাকে।


পৃথিবীর তাপমাত্রা দুই ডিগ্রী বেশি বলে,
দেশে বিদেশে বন্যা হয়, ঘূর্ণিঝড় হয়, নিত্য নতুন দুর্যোগ হয়।
না খেয়ে থাকে এক সময় মরে যায় নিস্তেজ মানুষগুলো ।
সীমান্তে নির্দোষ প্রাণগুলো পাখির মত গুলি খেয়ে মরে যায়,
খেতে না পেয়ে কিংবা গুলি খেয়ে যারা মরে যাচ্ছে প্রতিদিন,
তাদের অসহায় ও নির্দোষ মৃত্যুর জন্যও আমি বিব্রত।


আমি বিব্রত,
আমি সত্যি সত্যি বিব্রত।
আমি বিব্রত সৃষ্টিকর্তার কাছেও,
যিনি বলেছিলেন আমরাই নাকি সৃষ্টির সেরা জীব!
সেই সেরা আমাদের সেরা পাশবিকতাই বিব্রত করে আমাকে।


প্রতিদিন অজস্র কারণে হাজার বার আমি বিব্রতবোধ করি,
আমি কামিনী রায়ের কাছেও বিব্রত,
যিনি বলেছিলেন,
আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনী পরে।


ট্যাগ লাইনঃ
এই কবিতা যদি আপনাকে বিব্রত করতে না পারে,
তবে আমি আরও একবার বিব্রতবোধ করব।



কবিতাটি ২০১৬ সালে লেখা হয়েছিল। এটি মূল লেখার পরিবর্তিত, পরিবর্ধিত ও পরিমার্জিত রূপ।

মন্তব্য ৫৮ টি রেটিং +১২/-০

মন্তব্য (৫৮) মন্তব্য লিখুন

১| ৩১ শে আগস্ট, ২০১৭ রাত ৯:২৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: প্রতিদিন অজস্র কারণে হাজার বার আমি বিব্রতবোধ করি,

দারুন কাব্য

++++++++

৩১ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৩০

জাহিদ অনিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ বিদ্রোহী ভৃগু ।

আপনার মন্তব্য ও প্রথম প্লাসটা অনুপ্রেরণা দিল।

২| ৩১ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৪৪

আহমেদ জী এস বলেছেন: জাহিদ অনিক ,




আমি আরও একবার বিব্রত হব; তোমাদেরই কারণে। বিব্রতবোধ করছি কারনটি কি তা বলেননি বলে !

তবে এতো এতো বিব্রতবোধ করা সুস্বাস্থ্যের লক্ষন নয় । যেমন কবিতার ও তেমন স্বাস্থ্য দেখা গেলোনা । গড়পড়তা শরীর । নিত্যদিনের খেটে খাওয়া শরীর -স্বাস্থ্যের মতোই ।

ভালো লিখেছেন । হতাশায় বিব্রত হওয়া একটি কবিতা ।

৩১ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৫৩

জাহিদ অনিক বলেছেন: আচ্ছা, কবিতায় মনে হয় বিব্রতবোধ করার কারনটি ঠিক সেইভাবে স্পষ্ট করে বলা নেই।

বিব্রতবোধ করার কারনটা হচ্ছে, নিত্যদিনের নানা প্রকার অপ্রীতিকর ঘটনা প্রেক্ষিতে আমার অক্ষমতার বহিঃপ্রকাশ ।

ধন্যবাদ আহমেদ জী এস ভাই।

৩| ৩১ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: আমি বিব্রতবোধ করছি। ফেলে আসা সময়ের জন্য । এই ব্লগে আজ পাচ বছর পূর্ণ হলো । মানে জীবন থেকে পাচটা বছর চলে গেলো । :(

৩১ শে আগস্ট, ২০১৭ রাত ১০:০১

জাহিদ অনিক বলেছেন: আপনার ব্লগ দেখে এলাম ।



প্রাণঢালা অভিনন্দন সেলিম আনোয়ার ভাই। ব্লগে দীর্ঘ্য ৫ টি বছর অতিক্রম করেছেন। আপনার অর্জন অনেক অনেক বেশি।

ফেলে আসা সময়ের জন্য বিব্রতবোধ করছেন, কেন ? ভাবছেন সময়টাকে ঠিকমত কাজে লাগানো গেল না? প্রাপ্তি আর আশার পার্থক্য অনেক বেশি সেজন্য?
এসব বিষয়ে আমাদের সবার আফসোস হয় কম বেশি।

আগামীদিনের পথ চলা ও ব্লগিং হোক শুভ কামনা ।

৪| ৩১ শে আগস্ট, ২০১৭ রাত ১০:১৩

আহমেদ জী এস বলেছেন: জাহিদ অনিক ,



প্রতিমন্তব্যে বিব্রতবোধ করছি ।
নিত্যদিনের নানা প্রকার অপ্রীতিকর ঘটনার প্রেক্ষিতে এটা যে আপনার অক্ষমতার একটি বহিঃপ্রকাশ , তা বুঝতে পেরেছি । কিন্তু আপনাকে বিব্রত করতেই প্রথম মন্তব্যে এটা লিখেছি - "আমি আরও একবার বিব্রত হব; তোমাদেরই কারণে। বিব্রতবোধ করছি কারনটি কি তা বলেননি বলে ! "
আরো একবার কিসের কারনে বিব্রত হবেন তা বলেননি বলেই বিব্রত হয়েছি ।
এবারে নিশ্চয়ই আরো বিব্রত বোধ করবেন ? সেই "আরও একটা কারণ হলো" এইটা ................ :(
( সবটাই জাষ্ট কিডিং )

৩১ শে আগস্ট, ২০১৭ রাত ১০:২৪

জাহিদ অনিক বলেছেন: ওরে বাবা, জী এস ভাই,

( সবটাই জাষ্ট কিডিং ) এটা না লিখে দিলে আমি হয়ত এবারেও আঁতেলগিরি করতাম !

আগের প্রতিমন্তব্যটা ভুলবোঝাবুঝির ফল। দুঃখিত ভাইয়া।

৫| ৩১ শে আগস্ট, ২০১৭ রাত ১০:১৬

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ভাই খুব সুন্দর ভাবে বাস্তবতাগুলো তুলে ধরেছেন। পড়তে ভালো লাগছে খুব। চালিয়ে যান এরকম লেখা। যখন যখন একা একা অনেক কিছু ভাবি তখন সত্যিই বিব্রত হই।

৩১ শে আগস্ট, ২০১৭ রাত ১০:২৩

জাহিদ অনিক বলেছেন: আপনার পর পর তিনটা মন্তব্য দেখে আমি শুরুতে বিব্রতবোধ করছিলাম B-) :) হা হা হা

আপনার মন্তব্যটি ভাল লাগলো। একা একা ভাবলে আমাদের সকলেরই খারাপ লাগে এই দেশটার জন্য।

আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা অয়ন ভাই

৬| ৩১ শে আগস্ট, ২০১৭ রাত ১০:২৮

জেন রসি বলেছেন: কবিকে গুল্লি মারতে বলেন। যে কবি বিব্রত বোধ করে। ;)

৩১ শে আগস্ট, ২০১৭ রাত ১০:৩৬

জাহিদ অনিক বলেছেন: কবির হাতে গুল্লি মারার মেশিন নেই,থাকলে মারত নির্ঘাত ।

৭| ৩১ শে আগস্ট, ২০১৭ রাত ১০:৩৩

মোহেবুল্লাহ অয়ন বলেছেন:

আপনার কবিতা পড়ার পর পরই এটা দেখে আবারো বিব্রত হয়ে গেলাম।

৩১ শে আগস্ট, ২০১৭ রাত ১০:৩৭

জাহিদ অনিক বলেছেন: সত্যি বলতে বিব্রত হতে হতে আমরা অভ্যস্ত হয়ে হয়ে গেছি।

৮| ৩১ শে আগস্ট, ২০১৭ রাত ১০:৪৭

রিকতা মুখাজীর্র্ বলেছেন: আপনার কবিতা অনেক ভালো লাগল..

৩১ শে আগস্ট, ২০১৭ রাত ১০:৫২

জাহিদ অনিক বলেছেন: কবিতা ভাল লেগেছে সত্যি খুব ভাল লাগছে।

অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা রিকতা মুখর্জী

৯| ৩১ শে আগস্ট, ২০১৭ রাত ১০:৪৯

জেন রসি বলেছেন: কবির কবিতাই গুল্লি মারার মেশিন। সেটা দিয়েই মারা যেতে পারে। যেমন,

যারা আমায় বিব্রত করতে আসে
তারা আমায় দেখে বিব্রত হয়! :P

৩১ শে আগস্ট, ২০১৭ রাত ১০:৫৫

জাহিদ অনিক বলেছেন: হাঃ হাঃ ভাল বলেছেন । B-)

১০| ৩১ শে আগস্ট, ২০১৭ রাত ১১:৪৭

চাঁদগাজী বলেছেন:


ব্লগে আপনার ৫ বছর পুর্তি উপলক্ষ্যে অভিনন্দন ও শুভেচ্ছা

৩১ শে আগস্ট, ২০১৭ রাত ১১:৫৪

জাহিদ অনিক বলেছেন: আমার না,আমার না । সেলিম আনোয়ার ভাইয়ের :-B

১১| ০১ লা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৪৭

সোহানী বলেছেন: বিব্রতবোধের লিস্ট দেখে সত্যিই বিব্রতবোধ করছি!

স্বয়ং বিচাপতি বিব্রতবোধ করেন বিচার করতে যেয়ে আর আমরাতো কোন তেলাপোকা। তবে এখন আর বিব্রতবোধের সময় না এখন দরকার এ্যাকশান। অনেক বিব্রতবোধ করেছি জীবনভর কিন্তু কোন লাভ হয়নি........ তাই দরকার এ্যাকশান।

০১ লা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:২২

জাহিদ অনিক বলেছেন: বাঙালির দেয়ালে পিঠ একেবারে ঠেকে না গেলে সামনে আগায় না।আমার ধারনা পিঠ ঠেকে যেতে আমাদের মত ভদ্রলোকদের আরো একটু পিছিয়ে যেতে হবে।

একশন অবশ্যই 'হতে হবে।

১২| ০১ লা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৫৯

ভ্রমরের ডানা বলেছেন:





আমিও বিব্রত কবি.....

০১ লা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:২৩

জাহিদ অনিক বলেছেন: B:-)

১৩| ০১ লা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:৩২

ভ্রমরের ডানা বলেছেন:

আমরা সবাই বিব্রত....


টক শোয়ের সুশীল বাবুগন তারাও কি বিব্রত? কি দেখছেন.... আমি তো তাদের চকচকে চোখ দেখি...

০১ লা সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:১৭

জাহিদ অনিক বলেছেন: গতকাল টক-শো দেখতে পারি নাই।
ইদের ছুটিতে বাড়িতে এসেছি। এখানে খুব দ্রুত ঘুম এসে যায়।

টক শোর বাবুরা প্রধানত আসে মজা নিতে। আমরা যারা দেখি তারাও মজা পাবার জন্যই দেখি।

১৪| ০১ লা সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:০০

মনিরা সুলতানা বলেছেন: বিব্রত আজ জাতী ; লেখায় ভালোলাগা ।

০১ লা সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:১৭

জাহিদ অনিক বলেছেন: ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

১৫| ০১ লা সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:১৭

আলভী রহমান শোভন বলেছেন: পড়ে ভালো লাগলো ভাইয়া। প্রতিটি স্তবকে ভিন্ন ভিন্ন গল্প। অসাধারণ।

০১ লা সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৫৭

জাহিদ অনিক বলেছেন: মন্তব্য দেখে ভাল লাগলো আলভী রহমান শোভন। ধন্যবাদ

১৬| ০১ লা সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:১৪

নীলপরি বলেছেন: বিব্রত বোধ করলাম ।

০১ লা সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:২৪

জাহিদ অনিক বলেছেন: ধন্যবাদ :-B

১৭| ০১ লা সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৪৩

শাহরিয়ার কবীর বলেছেন: বাহ!! বাহ!!



দারুণ!!! দারুণ!!!

ভালো লিখেছেন।


০১ লা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:১৩

জাহিদ অনিক বলেছেন: হাচা নি ! :-B B:-)


ধইন্যবাদ

১৮| ০১ লা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:২৫

বিজন রয় বলেছেন: কবিতায় জীবন ধরেছেন। জীবনের গান গেয়েছেন।
এটি সত্যিকার জীবনমুখি কবিতা।

++++

০১ লা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:২৭

জাহিদ অনিক বলেছেন: জীবনই কবিতা। কবিতাই জীবন।

অসংখ্য ধন্যবাদ বিজন দা ।

প্লাসে কৃতজ্ঞতা ।

১৯| ০১ লা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৯

ওমেরা বলেছেন: এক সময় অনাকাংখিত কিছু দেখলেই খুব বিব্রতবোধ করতাম ।
খুব বেশী দেখতে দেখতে এখন আর বিব্রত হই না,
আমি জেনেছি পৃথিবীটা এরকমই ,এটা শুধু ভাল মানুষের আবাসই নয়।
এখানে খারাপ ও খারাপের চেয়েও খারাপ কিছ মানুষ থাকবে ।
আমাকে শিখতে হবে এই খারাপের মাঝে থেকেও কি ভাবে আলোকিত হতে হয় ।
একটু একটু করে সেই আলো ছড়িয়ে দিব চারিদেকে, যদিও না পারি অন্তত চেষ্টা তো থাকবে।

তাই কোন হতাশা নয় বন্ধু আমরা চেষ্টা করব বন্ধু।

ঈদ - মোবারক বন্ধু ।

০১ লা সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৩৪

জাহিদ অনিক বলেছেন: তবে বন্ধু তাই হোক, পথা হারাবার নয়। হতাশার কিছু নয়- ইদ মোবারাক।

আমি ঈ -কার থেকে ই-কার লিখতে বেশি পছন্দ করি B-)

যাক গে, আপনার বিশদ মন্তব্যটি বেশ বেশ ভাল লাগলো।

আমাকে শিখতে হবে এই খারাপের মাঝে থেকেও কি ভাবে আলোকিত হতে হয় ।
একটু একটু করে সেই আলো ছড়িয়ে দিব চারিদেকে, যদিও না পারি অন্তত চেষ্টা তো থাকবে।
- দারুন,দারুন।

২০| ০১ লা সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৪৩

উম্মে সায়মা বলেছেন: সামুতে রেজিষ্ট্রেশনের প্রথম দিকে আপনার এ কবিতাটি পড়েছিলাম। এখন পরিবর্ধিত রূপও ভালো লাগছে....
বিব্রত না হয়ে বলি....
ঈদ মুবাররক!

০১ লা সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৩৭

জাহিদ অনিক বলেছেন: হ্যাঁ, এটা অনেক আগের লেখা।
কিছুটা পরিবর্তন এনেছি সময়ের সাথে তাল মিলিয়ে আর সমসাময়িক ঘটনার আলোকে।

বিব্রত না হয়ে তবে তাই বলি- ইদ মোবারাক ।

২১| ০১ লা সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৪১

শাহরিয়ার কবীর বলেছেন: ঈদ/ইদ মোবারক!!!! !:#P


০১ লা সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৪২

জাহিদ অনিক বলেছেন: ইদ মোবারাক কবি B-)

২২| ০১ লা সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৪৮

শাহরিয়ার কবীর বলেছেন: উপরে দেখি সবাই ভাল কথা বলেছেন। এখন আমি কি বলি তাই ভাবছি.... :P

০১ লা সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৫৬

জাহিদ অনিক বলেছেন: আপনি খারাপ কিছু বলেন।
পরিচিত ও প্রিয় মানুষেরা ভাল ভাল কথা বললে গা কামড়ায় :D

২৩| ০১ লা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:০১

শাহরিয়ার কবীর বলেছেন: জাহিদ সাহেব, আপনি সবসময় ভারী ভারী কথা বলেন।। ইশ!!! যদি আপনার মত হতে পারতাম।। :P

০১ লা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:০৬

জাহিদ অনিক বলেছেন: চৌধুরী সাহেব !!!!!!

আপনার মন্তব্য মেলাক্ষন ধরে হাসালো। গ্রামে আসি বিদ্যুৎ খালি আসে আর যায়। নেট তাও থাকে না।
৯৪ টাকায় তিন জিবি কিনে ফোন থেকে হটস্পট করে ল্যাপটপে চালাচ্ছিলাম। এক দিনেই দেখি সব হাওয়া।

খবর নিয়ে দেখলাম আগামী সরকারের আমলে গ্রামেও ব্রডব্যান্ড আসবে।

দেখছেন কত ভারী ভারী কথা কইলাম !

ইদ কোথায় করছেন ভাই ?

২৪| ০১ লা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:১৪

শাহরিয়ার কবীর বলেছেন: ঈদ দেশে!!! আমি আমার ল্যাপটপ গুলো ঢাকার বাসায় রেখে আসি। এগুলো বহন করা ঝামেলা ।আর আমার বাসায় সৌর বিদুৎ আছে বলে এখনো ভালো আছি।কারেন্ট মামা যায় আর আসে।। :P হুম ফোন কোম্পানি গুলোর নেট একটু ঝামেলা করে।।

০১ লা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:২০

জাহিদ অনিক বলেছেন: গত দুই দিনের বিদ্যুতের ঝামেলা দেখে আজকে আইপিএস কেনা হয়েছে। আমি সেই সন্ধ্যা থেকে এই পর্যন্ত সবকিছু গুছাইয়া বইসা আছি কখন বিদ্যুৎ যাবে আর কখন আমার আইপিএস চালু হবে !
কই এখন আর বিদ্যুৎ যায় না ।

২৫| ০১ লা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:২৪

শাহরিয়ার কবীর বলেছেন: চিন্তা করেন না!!! সরকারি ছুটি শেষ হলে আবার ভানুমতির খেল শুরু।।। :P

০১ লা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:২৬

জাহিদ অনিক বলেছেন: সেটাই ভাবছি। ইদের ছুটি শেষ হলেই বিদ্যুৎ খেলা শুরু করবে।

আমার এই কবিতাটা(!) একজন কে যেন প্রিয়তে রাখছে। কিন্তু কে রাখছে কিছুতেই বুঝতে পারছি না। যারা যারা লাইক কমেন্ট করছে প্রত্যেকের ব্লগে দেখছি তারা কেউ রাখে নাই।

এখন আমি ক্যমতে বুঝুম কে রাখলো হেন পোষ্ট প্রিয়তে !!

২৬| ০১ লা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:২৯

শাহরিয়ার কবীর বলেছেন: জটিল সমস্যা পড়েছেন দেখি!!! এনিয়ে একটা কবিতা লিখে ফেলুন।।।

০১ লা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৩২

জাহিদ অনিক বলেছেন: হ। ঠিকই কইছেন। আমি ঘুমাতে গেলে একটা কবিতার জন্ম হয়, ঘুম থেকে উঠলে একটা কবিতার জন্ম হয়।তাহলে এ নিয়ে কেন হবে না ।


ধন্যবাদ কবি।

২৭| ০১ লা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:১৯

সনেট কবি বলেছেন:






কবি জাহিদ অনিকের ‘বিব্রতবোধ’ কবিতায় মন্তব্য

আপনার সাথে হয়ে সহমত কবি
আমরাও হই সদা ভীষণ বিব্রত
আমাদের ব্যর্থতায় আর অনিয়মে
মনটা মুষড়ে পড়ে এমনটা হয়।
এখানে কোথাও নেই আশা ভরসার
বাস্তবতা কোন ভাবে, সকলি অলিক
কল্পনার চালচিত্র বিরাজিত হয়ে
ভেঙ্গে করে খান খান হতাশ জীবন।

সাফল্যের দেখা যদি কখনো না মিলে
চলতেই থাকে শুধু বিরস কাব্যের
অচল ধারা তখন হতাশা আসেই।
অপারগতা নিত্য এসে ভিড় করে
যদি মন আঙ্গিনায় তখন বিব্রত
বোধের দেখা নামিলে উপায় থাকেনা।


০১ লা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৩০

জাহিদ অনিক বলেছেন: ফিরদ উদ্দিন চৌধুরী সাহেব, আপনার মন্তব্য পেলাম অনেক দিন পরে। আপনার সনেট দেখি মাঝেমাঝেই অন্যদের পোস্টে !
আজ নিজের পোষ্টে পাইলাম।

কবিতার সে মন্তব্য সনেট কবিতায় দিয়েছেন তা অনবদ্য। ভাবের পরিনতিতে বলেছেন বোধের দেখা মিলুক। আমিও তাই চাই, আর বিব্রত হতে চাই না। বোধ উদয় হোক।

ইদ মোবারাক । ইদের শুভেচ্ছা।

২৮| ০১ লা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৩৭

সনেট কবি বলেছেন: প্রিয় কবি এ সনেট মন্তব্য আমি পোষ্ট আকারে উপস্থাপন করেছি সময় পেলে একপাক দেখে আসবেন।

০১ লা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৪৭

জাহিদ অনিক বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা সনেট কবি

২৯| ১২ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:২২

মোস্তফা সোহেল বলেছেন: এই কবিতা যদি আপনাকে বিব্রত করতে না পারে,
তবে আমি আরও একবার বিব্রতবোধ করব।

খুব বিব্রত বোধ করছি। আমাদের কত অক্ষমতা ভাবলেই বিব্রত বোধ করি।
বেঁচে থাকাটাই কি বিব্রতবোধ নয়?

১২ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৪১

জাহিদ অনিক বলেছেন: যাক, আমি তাহলে একবার অন্তত কম বিব্রতবোধ করতে পারব।

কবিতা পাঠ ও আন্তরিক মন্তব্যে অনেক ধন্যবাদ মোস্তফা সোহেল ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.