নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যেসব কথা এই সামু ব্লগে লিখতে পারি না নানা কারনে- সেসব কথা আমার পার্সোনাল জার্নাল ব্লগে লিখি -- https://journalofjahid.com/

জাহিদ অনিক

ভালোবাসি কবি ও কবিতাকে

জাহিদ অনিক › বিস্তারিত পোস্টঃ

বাহান্ন নম্বর পাতায় বুকমার্ক

০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৩

সামহোয়্যারইন ব্লগের কবি লড়াই সিরিজ এর ৫ম ও শেষ কবিতা প্রকাশিত

মনিরা সুলতানা এর একাকী পাখির ধ্যানী চঞ্চুর অভিলাষ এর উত্তর আমার শেষ কবিতা প্রতিউত্তর আজকে -

=======================================

বাহান্ন নম্বর পাতায় বুকমার্ক


আমার অনাহারী কবিতা থেকে তোমাকে দেয়ার মত অর্থবহ শব্দ;
নিখুঁত আর ঝকঝকে প্রেম ছিল না আমার হলদে মলাটের খাতায়
সময়ের বড্ড অভাবে পরিপাটি একটা প্রেমের আক্ষেপ আমার রয়েই গেল।
আমি বোধহয় সেসময়ে কিছুটা ভালবাসতেই চাইতাম তোমাকে
প্রেম তো আমাদের ছিল না সেসময় এসময় কোন সময়েই,
সময়টা যে আমাদের ছিল আরও পিছিয়ে; দুজনেই শুনতাম বাংলাদেশ বেতার ঢাকা (খ)


খা খা দুপুরে জ্বলন্ত সূর্যের সাথে চোখ মিলিয়ে খুব ভেবেছি তোমার কথা,
ভেবেছি কোন প্রেমই কি চিরকাল থাকে না ? নক্ষত্রেরাও তো একদিন মরে যায়!
অবহেলা আর উপেক্ষার কষাঘাতে নিপীড়িত হতে থাকে মহাবিশ্বের প্রতিটি প্রেম
ঠিক যতকাল সিলিং থেকে সিলিঙে গোত্তা খায় সম্পৃক্ত বাষ্প; সেই কালটাই চিরকাল।
ভাগ্যিস কোন প্রেম ছিল না আমাদের; ছিল কেবল ভালবাসতে চাইবার তীব্র আকাঙ্ক্ষা


হৃদয় পোড়া হীরকে কেটে যায় যে চোখ
ও চোখে চোখ রেখো না; বড্ড ভয় লাগে স্ব-অস্তিত্বের জানান দিতে;
অস্তিত্বের জানান দিতে হয় প্রেমিকার বুকে;
উথাল-পাথাল ঢেউ তুলে দিয়ে নিজেকে করে ফেলতে হয় গুম!
প্রেমিকার চোখের হাহাকার বলে দেয়, সেটাই নাকি সর্বকালের সার্থক প্রেম !
সার্থক প্রেমের অসাধারণ মুলতবী ঘোষণা করে আমি হয়ে রইলাম কালোত্তীর্ণ প্রেমিক!
তোমাতে অধিকার অর্জন করার মত সুপুরুষ তো ছিলাম না কোন কালেই ।



লবঙ্গ এলাচের ঝাঁজ তীব্র থেকে আরও তীব্রতর হয়
এক সময় তা বর্ণহীন সায়ানাইডের অম্লীয় স্বাদকেও হার মানায়
জীবন বলতে আমাদের আর থাকে না কিছুই অবশিষ্ট
পরিশিষ্ট জীবন বৃত্তান্তে রয়ে যায় একটি ভাঁজকরা পৃষ্ঠা;
বাহান্ন নাম্বার পাতায় একটি নীল ফিতার বুকমার্ক ।

=======================================





সংযুক্তিঃ

পুরো সিরিজটা পাওয়া যাবে এখানেঃ

আমার মৃত্যু তোমার হাতে – জাহিদ অনিক

"করুনা" শব্দটি আমার অধিকারে - মনিরা সুলতানা

প্রেমিক তো ছিলাম না কোন কালেই – জাহিদ অনিক

একাকী পাখির ধ্যানী চঞ্চুর অভিলাষ ! - মনিরা সুলতানা

বাহান্ন নম্বর পাতায় বুকমার্ক - জাহিদ অনিক


ছবিঃ গুগল

মন্তব্য ৬২ টি রেটিং +২০/-০

মন্তব্য (৬২) মন্তব্য লিখুন

১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:১২

ফয়েজ উল্লাহ রবি বলেছেন: আরে বাহ! কবি কবিতার লড়াই জমে উঠেছে বেশ!
আর এই থেকে তো কিছু কবিতার জন্ম হলো।
অভিনন্দন শুভ কামনা রইল কবিদ্বয়।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৭

জাহিদ অনিক বলেছেন: ফয়েজ উল্লাহ রবি ভাই,
পুরো সিরিজ জুড়ে সাথেই ছিলেন। আপনার মন্তব্য অনুপ্রেরণা জুগিয়েছে অনেকভাবে।

অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। ভাল থাকুন, সুস্থ্য থাকুন।

২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:২৮

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: শেষ বলাতে ছেদ পড়েছে।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৯

জাহিদ অনিক বলেছেন: শাহাদাৎ ভাই,

শেষ বলাতে ছেদ পড়েছে।
- শেষ বলাতে ছেদ বলতে ঠিক কোনটা বুঝিয়েছেন স্পষ্ট বুঝতে পারছি না। সিরিজটা শেষ হয়ে গেল সেটা নাকি বিয়োগাত্মক সমাপ্তির ছেদ?

যাইহোক, অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।

৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৩৭

মনিরা সুলতানা বলেছেন: সত্যি ই তাই আমাদের সবার পরিশিষ্ট জীবন বৃত্তান্তে রয়ে যায় একটি ভাঁজকরা পৃষ্ঠা;
বাহান্ন নাম্বার পাতায় একটি নীল ফিতার বুকমার্ক ।

অসাধারন !অসাধারন !

শুভ কামনা কবি চমৎকার সৃষ্টিশীলতায় সাফল্যের জয়গানে মেতে উঠার উৎসবের জন্য ।
উত্তরোত্তর সাফল্য কামনা করছি ।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২০

জাহিদ অনিক বলেছেন: শুভ কামনা কবি চমৎকার সৃষ্টিশীলতায় সাফল্যের জয়গানে মেতে উঠার উৎসবের জন্য ।
উত্তরোত্তর সাফল্য কামনা করছি ।
- আপনার মত একজন কবির সাথে এরকম উপভোগ্য একটা কবিতা সিরিজের শেষ করতে পেরে নিজেকে বেশ ধন্য বলে মনে হচ্ছে।

সাফল্য ও শুভ কামনা জানিয়েছেন, অনেক অনেক ধন্যবাদ ।

৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:১৬

উম্মে সায়মা বলেছেন: লবঙ্গ এলাচের ঝাঁজ তীব্র থেকে আরও তীব্রতর হয়
এক সময় তা বর্ণহীন সায়ানাইডের অম্লীয় স্বাদকেও হার মানায়
জীবন বলতে আমাদের আর থাকে না কিছুই অবশিষ্ট
পরিশিষ্ট জীবন বৃত্তান্তে রয়ে যায় একটি ভাঁজকরা পৃষ্ঠা;
বাহান্ন নাম্বার পাতায় একটি নীল ফিতার বুকমার্ক ।

ওয়াও! অসাধারণ। খুব সুন্দর ইতি টানলেন।
আগে থেকেই আপনার কবিতার ফ্যান ছিলাম। আপনাদের কবিতার লড়াই দেখে মুগ্ধ। জিনিয়াস :)
শুভ কামনা....

০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২২

জাহিদ অনিক বলেছেন: উম্মে সায়মা আপু,

কবিতার শেষটা আপনার কাছে ভাল লেগেছে জেনে খুবই আনন্দিত হচ্ছি।

আপনার মন্তব্যের কথা অনেকটা বিব্রতকর আমার কাছে।

আগে থেকেই আপনার কবিতার ফ্যান ছিলাম।
- একটু বেশিই বলে ফেলেছেন। B:-)

শুভ সন্ধ্যা।

৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৭

চাঁদগাজী বলেছেন:



বাংগালীর প্রেম চিরদিন ছিল লুকানো, আলোছায়ার মতো; আজকে কেন কবিরা তাকে রোমিও জুলিয়েট এর মতো সামনে টানছে, কে জানে!

০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৫

জাহিদ অনিক বলেছেন: আজকে কেন কবিরা তাকে রোমিও জুলিয়েট এর মতো সামনে টানছে, কে জানে! - রোমিও জুলিয়েট প্রেম কেন কবিরা সামনে টেনে আনছেন তা তো বোঝানো মুশকিল!

রাবেয়া বুবু আপনাকে একটা রিপ্লাই দিয়েছে,

রাবেয়া রাহীম বলেছেন: চাঁদগাজী বলেছেন:
বাংগালীর প্রেম চিরদিন ছিল লুকানো, আলোছায়ার মতো; আজকে কেন কবিরা তাকে রোমিও জুলিয়েট এর মতো সামনে টানছে, কে জানে!

আলো আঁধারের মায়াবি খেলায় যখন গোলোক ধাঁধাঁর সৃষ্টি হয় তখনি মনে হয় সামনে আসার তীব্র আকাঙ্ক্ষা কাজ করে। =p~

৬| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৯

রাবেয়া রাহীম বলেছেন: চাঁদগাজী বলেছেন:
বাংগালীর প্রেম চিরদিন ছিল লুকানো, আলোছায়ার মতো; আজকে কেন কবিরা তাকে রোমিও জুলিয়েট এর মতো সামনে টানছে, কে জানে!


আলো আঁধারের মায়াবি খেলায় যখন গোলোক ধাঁধাঁর সৃষ্টি হয় তখনি মনে হয় সামনে আসার তীব্র আকাঙ্ক্ষা কাজ করে। =p~

অস্তিত্বের জানান দিতে হয় প্রেমিকার বুকে;
উথলপাথল ঢেউ তুলে দিয়ে নিজেকে করে ফেলতে হয় গুম!
প্রেমিকার চোখের হাহাকার বলে দেয়, সেটাই নাকি সর্বকালের সার্থক প্রেম !
সার্থক প্রেমের অসাধারণ মুলতবী ঘোষণা করে আমি হয়ে রইলাম কালোত্তীর্ণ প্রেমিক!
তোমাতে অধিকার অর্জন করার মত সুপুরুষ তো ছিলাম না কোন কালেই ।


উথাল পাথাল ঢেউয়ে প্রেমিক বেঁচে থাকে সগৌরবে তবে প্রেমিকার অবস্থা হয় ত্রাহী ত্রাহী । এতটা নিষ্ঠুর কেন হয় প্রেমিক!!

লবঙ্গ এলাচের ঝাঁজ তীব্র থেকে আরও তীব্রতর হয়
এক সময় তা বর্ণহীন সায়ানাইডের অম্লীয় স্বাদকেও হার মানায়
জীবন বলতে আমাদের আর থাকে না কিছুই অবশিষ্ট
পরিশিষ্ট জীবন বৃত্তান্তে রয়ে যায় একটি ভাঁজকরা পৃষ্ঠা;
বাহান্ন নাম্বার পাতায় একটি নীল ফিতার বুকমার্ক ।


তাই হয়ত বার বার পেছন ফিরে দেখা ।

কি দারুণ কবিতা রচনা করলে কবি !! সত্যিই আবেগাপ্লুত !

যাকে ভেবে লেখা তাঁর অবস্থা না জানি কেমন যদি সে পড়ে থাকে !

০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৬

জাহিদ অনিক বলেছেন: উথাল পাথাল ঢেউয়ে প্রেমিক বেঁচে থাকে সগৌরবে তবে প্রেমিকার অবস্থা হয় ত্রাহী ত্রাহী । এতটা নিষ্ঠুর কেন হয় প্রেমিক!!
- শুধুমাত্র প্রেমিকারাই নিষ্ঠুর হবে আর প্রেমিক আজীবন তা হজম করে যাবে, তা হবে না, তা হবে না।


যাকে ভেবে লেখা তাঁর অবস্থা না জানি কেমন যদি সে পড়ে থাকে ! - হুম্মম্মম নাহ! সে পড়বে না। সে এসব পড়ে না।
সে হয়ত বার্নাড শ' পড়ে।


ধন্যবাদ বুবু।

৭| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৭

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: সমাপ্তি।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৯

জাহিদ অনিক বলেছেন: অহ। আচ্ছা আচ্ছা।

শাহাদাৎ ভাই,

সবকিছুরই তো শেষ থাকে তাই না। এটাও একদিন তো শেষ হতে হতই। যদিও অঞ্জন দত্ত তার গানে গানে বলেছেন, - শেষ বলে কিছু নেই


আবারও ধন্যবাদ ভাই।

৮| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩২

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: নতুন সিরিজের অপেক্ষায় রইলাম।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৫

জাহিদ অনিক বলেছেন: দেখা হবে শাহাদাৎ ভাই, হেথা নয় অন্য কোথা, অন্য কোন খানে।

অনেক কৃতজ্ঞ করলেন ভাই।

৯| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৫

উম্মে সায়মা বলেছেন: বিব্রতকর হবে কেন?? একদমই বেশি বলিনি। আপনার কবিতা একেবারে ইউনিক হয়। এটাই সবচেয়ে ভালো লাগে..... :)
শুভ সন্ধ্যা....

০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৬

জাহিদ অনিক বলেছেন: B-) B-)

লোকে বলে আমি অনেক বিনয়ী, আমি বলি না। আর অধিক বিনয় দেখাতে পারছি না B-)


শুভ সন্ধ্যা সায়মা আপু।

১০| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৭

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: সে আশায় রইলুম।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৮

জাহিদ অনিক বলেছেন: শুভ সন্ধ্যা B-)

১১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৯

উম্মে সায়মা বলেছেন: হাহাহা। বিনয় দেখাতে হবেনা :P
শুভ কামনা....

০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪০

জাহিদ অনিক বলেছেন: আপনার কবিতা কিংবা দার্শনিক পিঁপড়া কবে পাচ্ছি ?

১২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৬

উম্মে সায়মা বলেছেন: আপনাদের সবার দেখে এখন আমার কবিতা পোস্ট দিতে ইচ্ছে করছে B-)
ব্যস্ততার জন্য আপাতত ইচ্ছা দমন করছি :)
কিংবা দার্শনিক পিঁপড়া কবে পাচ্ছি
ওটা দার্শনিক পিঁপড়া জাতীয় কিছুনা। অল্প একটু পিঁপড়ার কথা আছে শুধু। গল্প মূলত পিঁপড়ার না :-B
ধন্যবাদ...

০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৮

জাহিদ অনিক বলেছেন: আপনাদের সবার দেখে এখন আমার কবিতা পোস্ট দিতে ইচ্ছে করছে B-) - হে কবি, ব্যস্ততার কাছে হেরে যাবেন না। ইচ্ছা অবদমিত করে রাখবেন না। কবিতা আসুক।


ধন্যবাদ আপনাকেও।

১৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:২২

শায়মা বলেছেন: খা খা দুপুরে জ্বলন্ত সূর্যের সাথে চোখ মিলিয়ে খুব ভেবেছি তোমার কথা,
ভেবেছি কোন প্রেমই কি চিরকাল থাকে না ? নক্ষত্রেরাও তো একদিন মরে যায়!

অবহেলা আর উপেক্ষার কষাঘাতে নিপীড়িত হতে থাকে মহাবিশ্বের প্রতিটি প্রেম
ঠিক যতকাল সিলিং থেকে সিলিঙে গোত্তা খায় সম্পৃক্ত বাষ্প; সেই কালটাই চিরকাল।
ভাগ্যিস কোন প্রেম ছিল না আমাদের; ছিল কেবল ভালবাসতে চাইবার তীব্র আকাঙ্ক্ষা


ঠিক ঠিক প্রেম বড়ই নশ্বর বস্তু!!!
যতদিন থাকে ততদিনই মঙ্গল! কাব্য গীত গল্প উপন্যাসের জন্য উহা এক অবিচ্ছেদ্য অংশ অথচ জীবনে তাহার মূল্য কতখানি!!!!!!

কে জানে!!!!!!! কে জানে !!!!!!!!

০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:২৫

জাহিদ অনিক বলেছেন: বাস্তব জীবনেও প্রেমের গুরুত্ব ও ফজিলত অসীম। আমি তো বলি, যত দ্রুত সম্ভব প্রেমে পড়া উচিত। যার তার নয়। যার মধ্যে প্রেমাযোগ্য প্রতিভা আছে তার প্রেমে পড়া উচিত। এতে করে, আমি যার প্রেমে পড়ছি সে তার নিজের উপযোগিতা সম্পর্কে সচেতন হতে পারে। B-) B-)


আমার মন কেমন করে কে জানে- এই গানটা দেয়ার জন্য শুকরিয়া। অনেকক্ষণ ধরে ইউটিউব ওপেন করে বসেছিলাম। কি গান শুনব ঠিক করে উঠতে পারছিলাম না।

১৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:২৩

সামিয়া বলেছেন: কবি লড়াই এর চমৎকার সৃস্টি ।।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৩২

জাহিদ অনিক বলেছেন: সামিয়া আপু,

কবি লড়াই আপাতত ইতি টেনেছি।

পাশে ছিলেন, সিরিজের শুরু থেকেই। অনেক অনেক ধন্যবাদ। কৃতজ্ঞতা।

১৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:২৮

শায়মা বলেছেন: ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:২৫ ০
লেখক বলেছেন: বাস্তব জীবনেও প্রেমের গুরুত্ব ও ফজিলত অসীম। আমি তো বলি, যত দ্রুত সম্ভব প্রেমে পড়া উচিত। যার তার নয়। যার মধ্যে প্রেমাযোগ্য প্রতিভা আছে তার প্রেমে পড়া উচিত। এতে করে, আমি যার প্রেমে পড়ছি সে তার নিজের উপযোগিতা সম্পর্কে সচেতন হতে পারে। B-) B-)



গেছি !!!!!!!!!! কবিজী প্রেমে একেবারে খেপিয়া উঠিয়াছেন!!!!!!!! ওকে ওকে তবে

https://www.youtube.com/watch?v=YiPuOm3M8e0' target='_blank' >তাই হোক তবে তাই হোক

০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৩৪

জাহিদ অনিক বলেছেন:
"কোনো আয়োজন নাই একেবারে, সুর বাঁধা নাই এ বীণার তারে,
তাই হোক তবে, এসো হৃদয়ের মৌনপারে।
ঝরোঝরো বারি ঝরে বনমাঝে, আমার মনের সুর ওই বাজে,
উতলা হাওয়ার তালে তালে মন উঠিছে দুলে।

১৬| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:২৯

শায়মা বলেছেন: তাই হোক তবে তাই হোক

০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৪৪

জাহিদ অনিক বলেছেন: কেন মেঘ আসে হৃদয়-আকাশে

১৭| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৪৬

জুন বলেছেন: বাপরে এযে দেখি রীতিমত কবির লড়াই জাহিদ অনিক ।
আর আমি এক ইবনে বতুতা দারুন সব কবি আর কবিতার মাঝে :(
খুব ভালোলাগলো বাহান্ন নম্বর পাতায় বুকমার্ক আমিও রেখে গেলাম :)
+

০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৪৮

জাহিদ অনিক বলেছেন: জুন আপু,

ব্লগে আপনার দেখা পাওয়া গেলে তুমুল উৎসাহ উদ্দীপনা পাই।
আপনি ইবনে বতুতা ব্লগ ভ্রমণ করে বেড়াচ্ছেন, বুক মার্ক রেখে গেলেন।

প্লাস ও মন্তব্য অনুপ্রেরণা দিল আপু।

অনেক অনেক ধন্যবাদ

১৮| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার সিরিজ উপহারে কবিদ্বয়কে ধন্যবাদ। কৃষ্ণ লীলা টাইপ প্রেম । আমার মতে আজীবন আরাধনা হলো প্রকৃত ভালোবাসা ।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:০৩

জাহিদ অনিক বলেছেন: কৃষ্ণ লীলা টাইপ প্রেম । - শ্রদ্ধেয় সেলিম আনোয়ার সাহেব,

কথাটা একটু কেমন কেমন দৃষ্টিকটু না ???


আমার মতে আজীবন আরাধনা হলো প্রকৃত ভালোবাসা । - এটুকু বেশ ভাল বলেছেন। অনেক অনেক ধন্যবাদ।

১৯| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:১৮

শাহরিয়ার কবীর বলেছেন: সময়টা যে আমাদের ছিল আরও পিছিয়ে; দুজনেই শুনতাম বাংলাদেশ বেতার ঢাকা (খ)


দারুণ লিখেছেন ++


গভীর চিন্তাবিদ মানেই জাহিদ ! !:#P

কবি লড়াই চলুক গ্যালারিতে বসলাম !! :P

০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:২৯

জাহিদ অনিক বলেছেন: বিশিষ্ট চিন্তাবিদ জাহিদ অনিকের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ শাহরিয়ার কবীর ভাই। B-) ;)


আমিও এবার বসলাম গ্যালারীতে। হাত তালি দিতে। এবার আপনার লেখার পালা।

২০| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:২৯

সুমন কর বলেছেন: সুন্দর ! সুন্দর হয়েছে।

+।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৩১

জাহিদ অনিক বলেছেন: অনেক ধন্যবাদ সুমন কর ভাই।

প্লাসে মুগ্ধতা ।

কৃতজ্ঞতা

২১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৩২

শাহরিয়ার কবীর বলেছেন: আমিও এবার বসলাম গ্যালারীতে। হাত তালি দিতে। এবার আপনার লেখার পালা।


মাফও চাই সাথে দোয়াও !! আমার সব ছ্যঁকা খাওয়া কবিতার সাথে, যে কবিতা লিখতে যাবে তার ঘুম হারাম হয়ে যাবে! :P

০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৩৬

জাহিদ অনিক বলেছেন: মাফও চাই সাথে দোয়াও !! আমার সব ছ্যঁকা খাওয়া কবিতার সাথে, যে কবিতা লিখতে যাবে তার ঘুম হারাম হয়ে যাবে! :P -- হা হা খুঁজে দিব ??? যার ঘুম আপনি হারাম করে দিতে চান !

২২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৪৬

শাহরিয়ার কবীর বলেছেন: অবশ্যই, কেন নয় ;দেখি না !! আমি যদি মনোযোগ দিয়ে লিখলে,তাহলে তার মুর্দা দিল !! খারাই যাইবো !! :P

০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৫২

জাহিদ অনিক বলেছেন: নিশ্চয়ই! নিশ্চয়ই।
মুর্দা দিল নিশ্চয়ই আপনার কবিতার ছোয়ায় বেঁচে উঠবে। দেখি কারে পাই, কারে পাই।

পাওয়া মাত্রই আপনার কাছে আমরা আবারও ফিরে আসব। সাথেই থাকুন।

২৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৫৪

ভ্রমরের ডানা বলেছেন:



কবিতায় সম্পৃক্ত হ'লাম! মায়াবী কাব্য কবি....

১০ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:১৬

জাহিদ অনিক বলেছেন: ভ্রমরের ডানা,

আপনার উপস্থিতি স্বস্তি এনে দেয় প্রিয় কবি।

২৪| ১০ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৫৬

সোহানী বলেছেন: আরে শেষ.. B:-) . এতো তাড়াতাড়ি..... ভালোইতো লাগছিল!!!

১০ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:১৫

জাহিদ অনিক বলেছেন: সোহানী আপু,

আপনার মন্তব্যটা দেখে নিজের কবিতা থেকেই তিনটা লাইন তুলে দিতে ইচ্ছে করছে,


অস্তিত্বের জানান দিতে হয় প্রেমিকার বুকে;
উথলপাথল ঢেউ তুলে দিয়ে নিজেকে করে ফেলতে হয় গুম!
প্রেমিকার চোখের হাহাকার বলে দেয়, সেটাই নাকি সর্বকালের সার্থক প্রেম !


অনেক ধন্যবাদ , পাশে থাকার জন্য। দেখা হবে অন্য কোথাও।

অনেক অনেক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা।

২৫| ১০ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:২৯

ব্লগ মাস্টার বলেছেন: ভালো লাগল।

১০ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৪২

জাহিদ অনিক বলেছেন: অনেক ধন্যবাদ ব্লগ মাস্টার।

২৬| ১০ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:১৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনার কবিতাটি পড়তে পড়তে হৃদয় কোথায় যেন কষ্টানুভূত হল। অনেক দীর্ঘশ্বাস মিশানো কবিতাতে, কবিতার কথামালায় অতৃপ্ত আত্মার বিচরণ। বুঝিনা, আমি একটু দুঃখ বিলাসী কিনা, তাই বুঝি এভাবে বুঝেছি।

ভালো লাগা জানবেন প্রিয় কবি, সিরিজটি ভালোই ছিল, শেষ করার প্রয়োজন বুঝলাম না! চলতে পারতো সময়ের ফাঁকেফাঁকে।
যাক, কবিদের যেমন ভালো মনে হয়েছে।

দু কবিকেই প্রাণঢালা অভিনন্দন, কৃতজ্ঞতা রেখে গেলাম কবি লড়াইয়ের কবিতাগুলিতে।
শুভকামনা সবসময়।

১০ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:২৩

জাহিদ অনিক বলেছেন: নয়ন ভাই,

ঠিকই বলেছেন আপনি, আপনি একটু দুঃখবিলাসী। আপনার গানে তার বহিঃপ্রকাশ আছে।

অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ভাই ।

২৭| ১০ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২২

নীলপরি বলেছেন: জীবন বলতে আমাদের আর থাকে না কিছুই অবশিষ্ট
পরিশিষ্ট জীবন বৃত্তান্তে রয়ে যায় একটি ভাঁজকরা পৃষ্ঠা;
বাহান্ন নাম্বার পাতায় একটি নীল ফিতার বুকমার্ক ।


অসাধারণ । প্রতিটা লাইনই মন ছুঁয়ে গেলো । +++++

শুভকামনা ।

১০ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:২৫

জাহিদ অনিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ নীলপরি আপু।

আপনার মন্তব্য সর্বদা প্রেরণা দেয়।

ভাল থাকুন, সুস্থ্য থাকুন নিরন্তর।

২৮| ১০ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৫৪

কথাকথিকেথিকথন বলেছেন:



কবিতার মুখোমুখি লড়াই । চমৎকার, কবিতাগুলো । চমৎকার জবাব শব্দে শব্দে, বিন্যাসে বিন্যাসে ।

১০ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৫৯

জাহিদ অনিক বলেছেন: ধন্যবাদ পরিচিত মুখ কথা।
মন্তব্যে খুশি হইলাম।

ভাল থাকুন, সুস্থ্য থাকুন।

২৯| ১২ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৬

ফয়সাল রকি বলেছেন: লড়াই কিন্তু ভালই চলছিল... আমাদেরও ভাল লাগছিল।

১২ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৫৯

জাহিদ অনিক বলেছেন: কবিতা লড়াই ভাল চলছিল, আপনাদের ভাল লাগছিল, এটুকুই আমার পরম প্রাপ্তি।

অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ফয়সাল রকি ভাই।

৩০| ১২ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:২৫

বিলিয়ার রহমান বলেছেন: পুড়ো কবিতাটাই পড়লাম!!

কিছুটা মোহ কাটার পরে এই মন্তব্যটা করলাম!!! বেশ লিখেছেন!:) ++


অফটপিক: প্রোপিকটা দারুণ হয়েছে!:)

১২ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৩২

জাহিদ অনিক বলেছেন: কিছুটা মোহ কাটার পরে এই মন্তব্যটা করলাম!!! বেশ লিখেছেন!:) ++ - মন্তব্যখানা অনেকদিন মনে থাকবে।

ধন্যবাদ বিলিয়ার ভাই।

৩১| ১২ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৩৪

বিলিয়ার রহমান বলেছেন: আপনাকেও ফিরতি ধন্যবাদ!:)

১২ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৩৯

জাহিদ অনিক বলেছেন: ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.