নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যেসব কথা এই সামু ব্লগে লিখতে পারি না নানা কারনে- সেসব কথা আমার পার্সোনাল জার্নাল ব্লগে লিখি -- https://journalofjahid.com/

জাহিদ অনিক

ভালোবাসি কবি ও কবিতাকে

জাহিদ অনিক › বিস্তারিত পোস্টঃ

এখন তুমি কোথায় শরৎ ?

১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০২

শরৎ তুমি কোথায় আছ ? দেশে নাকি বিদেশে ?
ক’ হাজার মাইল দূরে আছ ? রাজ্যে আছ কোন রাজার ?
কোন জলেতে ঝাঁপ দিয়েছ ? ফুল হয়েছ কার খোঁপাতে ?
তুমি কি সেই অনেক দূরের কাস্মীরেতে ?
কাঁচন চুলের এক কিশোরী যেখানটাতে দাঁড়িয়ে আছে,
তার দুহাতে তোমার তরে আছে কি গো কুলফি মালাই?
তুমি কি সেই ডাল হ্রদেতে ? সোনা লান্ক আর রূপা লাঙ্কে ?


শরৎ ঠিক এই মুহূর্তে আছ কোথায় তুমি ?
ভূমি নাকি ঊর্ধ্বপানে? শাসন করো কোন মেঘেরে ?
যে মেঘ আমায় ভিজিয়ে দিল ভর দুপুরে সন্ধ্যা রাতে,
তুমি বুঝি সেই মেঘেরেই করছ বারণ !
কদিন ধরেই দেখছি তো খুব, পড়ছি যে বেশ কাগজে,
তুমি নাকি এই শহরেই ঘাপটি মেরে লুকিয়ে ছিলে !
তুমিই বুঝি হুকুম দিলে শুভ্র ঐ আকাশটাকে মেঘ এড়িয়ে রোদটা তাড়াও!
তুমিই বুঝি চাকায় চাকায় প্যাঁচ লাগিয়ে আরও একটু ট্রাফিক বাড়াও ?


শরৎ তুমি কি গো বল ? মেয়ে নাকি ছেলে ?
সকাল বেলায় তুমিই বুঝি ভুলিয়ে দিতে সংগে করে ছাতা নিতে !
ভিজছি আমি মেঘের জলে,
তুমি আমায় দেখছ নাকি, হাসছ বুঝি খুব ?
আমার ঘরে আসবে তুমি ? থাকবে বলো বেশ ক’টা দিন ?
তোমায় কেন পাই না শরৎ সকাল কিংবা সাঁজের আলোয় ?
মেঘ ডাকলেই প্রশ্ন জাগে আমার মনে, তোমায় শরৎ পাব কোথায়?
আমার ঘরের রেলিং ধরে যে পাখিটা কুজন গাহে,
তুমিই কি সেই ছোট্ট বিহগ মস্ত আমার শরৎ নাকি !

মন্তব্য ৪৪ টি রেটিং +১০/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৮

শাহরিয়ার কবীর বলেছেন:

শরৎ তুমি কোথায় আছ ? দেশে নাকি বিদেশে ?

আমি এখন দেশে আছি কিন্তু ভীষণ ব্যস্ত ! :)



আবার আসিব ফিরে আপনার ব্লগে !

১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৩৫

জাহিদ অনিক বলেছেন: আচ্ছা তবে আপনারই নাম শরৎ বুঝি !


বিরতির পর আবার যেন আপনারেই খুঁজি !

২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৫

চাঁদগাজী বলেছেন:


গরম ও বর্ষার পর, শরৎ বাংলাকে মোহনীয় সকরে তোলে, মানুষ একটু প্রশান্তি পেতে পারে।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৩৮

জাহিদ অনিক বলেছেন: যাক ! প্রশান্তি এলেই ভাল।

পজেটিভ মন্তব্য বলেই ধরে নিলাম :-B

৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩০

নীলপরি বলেছেন: কবিতা দারুণ লাগলো ।

শরতের শুভেচ্ছা রইলো ।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৩৯

জাহিদ অনিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ নীলপরি আপু।


শারদীয় শুভেচ্ছা আপনাকেও

৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:০৭

সম্রাট ইজ বেস্ট বলেছেন: কবিতায় প্লাস।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৩৯

জাহিদ অনিক বলেছেন: কবিতা পাঠ ও প্লাসে কৃতজ্ঞতা ।


শারদীয় শুভেচ্ছা

৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:২৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দারুণ বলেছেন কবি, শরৎ আসলে কি!! ছেলে নাকি মেয়ে!!

অসাধারণ কবিতা গড়েছেন কবিবর

১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৪০

জাহিদ অনিক বলেছেন: শরৎ মেয়ে না ছেলে সেটা আপনিই ভেবে নিবেন নয়ন ভাই।


অনেক অনেক ধন্যবাদ। শারদীয় শুভেচ্ছা

৬| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:২৭

কথাকথিকেথিকথন বলেছেন:




এবার যেন শরৎ আসছেই না । বর্ষা বড্ড পাঁকা পেঁকেছে ! বর্ষা তো বুকে বন্যা বইয়ে দিল এখন শরতের পালা, নিদারুণ শুষ্ক আসক্তি !

কবিতা ভাল লেগেছে ।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৪১

জাহিদ অনিক বলেছেন: শরতের আকাশের কোন ঠিক ঠিকানা থাকে না। এই মেঘ তো এই ঝুম ! এটাই যে শরতের নিয়ম।


অনেক অনেক ধন্যবাদ কথা।


শারদীয় শুভেচ্ছা

৭| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৪৭

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন:

১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৪২

জাহিদ অনিক বলেছেন: শারদীয় শুভেচ্ছা

ছবিটা মুগ্ধ করল। সত্যিই। আমার একটা ক্যামেরা থাকলে আমি বোধ কবিতা লিখতাম না। ছবি তুলেই বেড়াতাম।

৮| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:১৭

শায়মা বলেছেন:

শরৎ তোমার কাছেই আছে... হাতটা বাড়াও জানালাতে
স্নিগ্ধ প্রাতে, হিমেল রাতে ঐ গগণের দ্বীপগুলিতে।
ঝকঝকে ঐ নীলাকাশে, শরৎ হাসে মেঘের ভাঁজে
মেঘের সাথে লুকোচুরি খেলায় মাতে, একটু হাসে
হাত গলিয়ে দূর আকাশে যায় পালিয়ে যায় পালিয়ে
আবার আসে, ভালোবাসে...... :)

১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৪৭

জাহিদ অনিক বলেছেন: একেই বলে স্বভাব কবি।

শারদীয় শুভেচ্ছা শায়মা আপু।


শ্যামা নামের লাগল আগুন :-B

৯| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৪৪

ধ্রুবক আলো বলেছেন: শরৎ আছে, দেশেই আছে।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৪৮

জাহিদ অনিক বলেছেন: আছে। নিশ্চয়ই আছে। আমার কাছে একটু আছে, আপনার কাছে একটু আছে।


অনেক ধন্যবাদ ধ্রুবক ভাই।


শারদীয় শুভেচ্ছা

১০| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:০৪

ভ্রমরের ডানা বলেছেন:






কবি বন্ধু জাহিদ অনিক,


এখন তুমি কোথায় শরৎ ? কবিতায় আমার উপলব্ধি.....






ইট কাঠ পাথরের নিচে শরতের কংকাল..
হরিপদ পাল দেখেছিল বহু আগে.
তখনো সেই কংকালে একটুকরো নীল মেঘ..
বেনামী কাশফুলের দোলা, মাঝিদের নৌকার
একটু ছেঁড়া পাল লেগে ছিল...
অবশ্য কেউ কেউ বলেছিল তারো বহু আগেই
দাফন কাজ শেষ হয়েছিল শরতের..
মাটির শত হাত নিচে যত্ন করেই পুঁতে দিয়েছিল
শহরের কিছু মাল্টিপ্লেক্স দানব আর মেদভুড়িওয়ালা..
সেদিন বৃদ্ধ বা বৃদ্ধা শরতের মৃত্যুতে শহরের কেউই কাঁদেনি..
জুই চামেলি বকুল হেনা কেউ নয়..
কি হবে কেঁদে?

শীততাপনিয়ন্ত্রত ঘরে বসে বেশ ভালই লাগছে..
নিয়ন্ত্রিত শরতের ফোয়ারায় আহ কি সুখ!
কত বাহারিয়া ফুল, বনসাই, ক্যামেলিয়া, গ্লাডিওলাস, কাশফুল অচ্ছুৎজাতি...
তাই শরতের সুরহতালে কেউ আসেনি, সবাই খুঁজেছে উপভোগ...
মান্টিপ্লেক্স সুখ.. ইট কাঠ এসবেস্টস সীসা ক্রোমিয়াম...
অবশ্য কিছু নামহীন গোত্রহীন বনস্পতিরর আর্তনাদ
হরিপদ পাল শুনেছিল..
কিন্তু সময় কই?
একে একে বসন্ত বৈশাখ হেমন্ত সব গ্রাসে..
জীয়নকাঠি ছুঁয়ে
কংকাল জীবিত করার কোন অমৃত কার কাছে কে জানে!
কবি তুমি জান কি?

১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৩৯

জাহিদ অনিক বলেছেন: ভ্রমরের ডানা,






জ্যান্তকে জিইয়ে রাখা সেটাই যখন যুদ্ধ যুদ্ধ
মরার আগেই যেখানে মরে যায় অন্তর,
ভিতর বাহির অন্দর;
কোথায় কি ঘটেছিল, রটেছিল বদনাম!
নামে নামে কয়েক বংশ ! অতল , বাও মেলে না ।


ডানা ছাড়া পেজ্জাপতি, কে শুনেছে হাহাকার
কে গুনেছে পঞ্জিকা !
এখন নাকি বৃষ্টি হলেই ইট-বালুতে ঝগড়া করে,
চুন সুরকি পলেস্তারা দেয়াল থেকেই খসে পরে!


সোনার কাঠি-রূপার কাঠি এসব আছে তা তো জানি,
জিয়নকাঠি ! সেও কি সম্ভব ?
সম্ভব হলে বণিক সেজে দু'চারটা তো নিতাম কিনেই,
কয় ঋতুর আর শব পোড়ালে কপলা পোড়া বলা যাবে !




বিশেষ মুগ্ধতা রইলো আপনার কাব্য মন্তব্যে।

১১| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৬:৪৬

শাহানাজ সুলতানা বলেছেন: শরৎ আছে, দেশেই আছে আছে মম অন্তরে ।

২০ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৫৩

জাহিদ অনিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ শাহানাজ সুলতানা আপা।

শারদীয় শুভেচ্ছা

১২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:৩৭

মোস্তফা সোহেল বলেছেন: বর্তমানের আকাশটা দেখলে শরৎ কাল শরৎ কাল মনে হয়।
কবিতা ভাল লেগেছে।
ভ্রমরের ডানা ভাইয়ের লেখাও ভাল লেগেছে।

২০ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৫৩

জাহিদ অনিক বলেছেন: অসংখ্য ধন্যবাদ মোস্তফা সোহেল ভাই।


শারদীয় শুভেচ্ছা রইল ।

১৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:০৩

শাহরিয়ার কবীর বলেছেন: একেই বলে স্বভাব কবি।

শারদীয় শুভেচ্ছা শায়মা আপু।
:P

আমাদের শুভেচ্ছা কই ??

২০ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৫৫

জাহিদ অনিক বলেছেন: আপনি তো সে যে পুত্তুম পিলাচ দিয়ে আসি বলে চলি গেলেন, আর তো আইলেন না !!



কবি শাহরিয়ার কবীর,

আপনাকে শরতের শারদীয় শুভেচ্ছা ।

১৪| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৫

শাহেদ খান বলেছেন: চমৎকার! কবিতায় অনেক ভাল লাগা জানাচ্ছি, কবি!

সেই সাথে অনুপ্রাণিত ক'টা লাইন লিখে দিলামঃ

শরৎ তুমি কবির হাতের অলস চায়ের ধোঁয়ায় থেকো,
বিশ্ব যখন অস্থিরতার, সময় যখন মানুষখেকো-
শরৎ তুমি সেই আগুনে জল-ঢালা নীল বাষ্পে থেকো!

লেখায় সবসময়ের শুভেচ্ছা!

২০ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৫৬

জাহিদ অনিক বলেছেন: যে তিনটি লাইন আপনি লিখেছেন তা কতটা আন্তরিক তা অনুভব করতে পারছি শাহেদ খান ভাই।


অনেক অনেক কৃতজ্ঞতা ও ধন্যবাদ।


শারদীয় শুভেচ্ছা রইলো ভাই।

১৫| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:২৪

আখেনাটেন বলেছেন: থিমটা ভালো ছিল। তবে পড়তে গিয়ে মাঝে মাঝেই ছন্দপতনের মতো কিছু একটা ধাক্কা লাগছে। তাই চমৎকার বলতে গিয়ে একটু দম নিচ্ছি। এরপর বলতে গিয়ে 'চমৎকার' শব্দটা ভুলে গেলে আমার দোষ দিতে পারবেন না।

ভালো থাকুন।

২১ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:১৬

জাহিদ অনিক বলেছেন: হুম ! আপনি ঠিক ধরেছেন ছন্দ পতন হয়েছে মাঝেমাঝেই। আমি ছন্দ মিলাতে গিয়ে হিমশিম খাই। আরও একটু সময় নেয়া উচিত ছিল। ততদিনে আবার শরত চলে যায়, এই ভয়টাও ছিল !! B-)


আপনাকে ধন্যবাদ প্রিয় আখেনাটেন

১৬| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:০২

তারেক ফাহিম বলেছেন: শরৎকে হারিয়েই পেললুম,
ত কবিতা পাঠের পর আকাশের দিকে তাকিয়ে শরৎএর আবাশটা ফিরে পেলুম,

কবির কবিতায়ও শরৎ ফিরে পাওয়া যায়।
কবিতায় প্লাস না দিয়ে পালাম না।

২১ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:১৭

জাহিদ অনিক বলেছেন: শরৎ কবিতা পড়েছেন এবং আকাশে তাকিয়ে শরৎ খুঁজে পেয়েছেন ! বাহ বেশ বেশ ।


অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা তারেক ফাহিম ভাই।


শুভ সন্ধ্যা।

১৭| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:০৮

শায়মা বলেছেন: স্বভাব অভাব জানিনেকো ছন্দ নিয়ে খেলি
ছড়িয়ে দেই সামুর বুকে শব্দকথার চেলি! :) :) :)

এই মুহূর্তে শরৎ আছে অমল ধবল পালে ?
মন্দমধুর হাওয়ায় ভেসে ঐ সুদূরের গাঁয়ে-
যেথায় বাঁধা একটি ডিঙ্গি ভোরের অপেক্ষাতে
নদীর কূলে জলের ছলাৎ সঙ্গী তাহার সাথে।

রাতের আকাশ মেঘেরা তাই চাঁদকন্যার সাথে
গভীর রাতের আহীর রাগে মন্ত্রনা যে সাধে।



:) :) :)

২১ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:১৮

জাহিদ অনিক বলেছেন: যেভাবে অভাবে কিংবা স্বভাবে শব্দ নিয়ে খেলছেন তাতে এটুকু বুঝতে বাকি নেই অচিরেই আমাদের মত পাতি কবিদের ভাত উঠে যাচ্ছে।

ভ্রমরের ডানা ঠিকই বলেছিল সেদিন !!!



শুভ সন্ধ্যা

১৮| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:৩৬

উম্মে সায়মা বলেছেন: ওয়াও! অসাধারণ হয়েছে শরৎকাব্য। আপনার ডাক শুনে শরৎ সুড়সুড় করে চলে আসবে :)
শায়মা আপু আর ডানা ভাইয়ের মন্তব্য ভালো লাগল।

২১ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:২০

জাহিদ অনিক বলেছেন: আপনার ডাক শুনে শরৎ সুড়সুড় করে চলে আসবে :) - হা হা হা হা বেশ হাসালেন।

সুড়সুড় করে আসবে কি! সে তো অলরেডি চলে এসেছে !!


শায়মা আপু ও ডানা ভাইয়ের মন্তব্য আমারও বেশ ভাল লেগেছে।


অনেক অনেক ধন্যবাদ উম্মে সায়মা আপু।

১৯| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৩:২০

মলাসইলমুইনা বলেছেন: শরৎ-এবার না এলে, নাই আসবে
হাসি গান এই কবিতা দিয়ে হবে
শারদ উৎসব
আনন্দ মচ্ছব
আসে আসুক নইলে কোথায় যাবে

শরৎ-এবার না এলে ক্ষতি নেই | শারদ উৎসব হোক এই কবিতা দিয়েই |শরৎ কাব্য চমৎকার | ধন্যবাদ |

২১ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:২২

জাহিদ অনিক বলেছেন: মলাসইলমুইনা ,


বেশ ভাল লাগলো আপনার কাব্যিক মন্তব্য।

শরৎ-এবার না এলে ক্ষতি নেই | শারদ উৎসব হোক এই কবিতা দিয়েই | - আপনারা সবাই যদি একটা করে শরতের কবিতা লিখে ফেলেন তাহলে আর কে ঠেকায় শরত উৎসব !


অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

২০| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৪৬

সুমন কর বলেছেন: অনেক প্রশ্ন !!

কবিতা ভালো লেগেছে।

২১ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:২৩

জাহিদ অনিক বলেছেন: অনেক প্রশ্ন, জ্বি সুমন কর ভাইয়া ! ঠিকই বলেছেন।


প্রশ্নগুলো তো আমিই করে দিলাম, আপনি উত্তর দিন B-)


মন্তব্যে খুশি হলাম ভাইয়া।



শুভ সন্ধ্যা ।

২১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৫৭

মলাসইলমুইনা বলেছেন: কবি, আমি মনে হয় আমার কথাটা বুঝাতে পারিনি | শারদ উৎসবের কবিতা আপনাদেরই লিখতে হবে | আপনাদের কবিতাতেই শারদ উৎসব হবে | আমিতো সে রকম কবিতা লিখতে পারিনা | আপনার লেখা যদি উৎসবের সুস্বাধু বিরিয়ানি হয় আমার লেখা খাবার পর "পান" বা "জিলিবি" হতেই পারে উৎসব আরো রসময় করে তোলার জন্য | তার বেশি নয় | মূল ব্যঞ্জন আপনাদেরই করতে হবে | তাই আরো শারদ কাব্য লিখুন, উৎসব হোক কাব্যে কাব্যেই | অনেক ধন্যবাদ |

২১ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:২৫

জাহিদ অনিক বলেছেন: ফিরতি মন্তব্যের জন্য ধন্যবাদ।


আপনার বক্তব্য প্রথমে বুঝে উঠতে পাড়ি নি ঠিক সেভাবে, দুঃখিত ।


এবারে বুঝেছি। কবিতায় শরত বন্দনা ও শরতকে আমন্ত্রণ। ব্যাপারটা বেশ উপভোগ্য।


আবারও কৃতজ্ঞতা।

২২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:০৩

শায়মা বলেছেন: ভ্রমর ডানা!!!!

বলছো কি এ!


ভ্রমর ভোলে ধানের খেতে উড়ে বেড়ায় আলোয় মেতে
শোনোনি গান ?
শরৎ আলোর আঁচল টুটে সেই ঝলকে নেচে ওঠে
মদির এ প্রাণ..

শরৎ সে তো কাঁশের মেয়ে, শুভ্রফুলের লেবাস ছেঁয়ে
দেয় ছড়িয়ে সুবাসী ঘ্রান
মেঘের সাথে আজকাল খুব সখ্যতা তার
তাই মেলেছে রূপের বাহার....
তাই হেঁসেছে তাই খেলেছে লুকোচুরি
একটু তোমায় ভিঁজিয়ে দিয়ে বাহাদূরী
তোমার ঘরে আছে কি এই সুনীল আকাশ?
আছে কি এই মন ভোলানো শারদ বাতাস!
তোমার ঘরের রেলিং পরে তাই একটু বসে
গান শুনিয়ে গেলো পাখির কুজন হয়ে ......

২১ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৪৪

জাহিদ অনিক বলেছেন: শরৎ সে তো কাঁশের মেয়ে, শুভ্রফুলের লেবাস ছেঁয়ে
দেয় ছড়িয়ে সুবাসী ঘ্রান
---


সত্যিই তো কাশ ফুলের ছোঁয়া না হলে শরত জমলো কই !!


এবার যেন জমে উঠছে।



ভ্রমরের ডানা কি বলেছিল সে কথা নাইবা বলি!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.