নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসি কবি ও কবিতাকে
না দেখতে দেখতে না, অনেকটা দেরী করেই যেভাবে বর্ষার পরে শীত আসে তারচেয়েও অনেক দেরী করে সামু ব্লগে আমার আজকের এই পোষ্টটির মধ্য দিয়েই পূর্ণ হল শততম পোষ্ট।
ব্লগে কিভাবে কি জন্য এসেছিলাম সেকথা এতদিন পরে আর মনে নেই। মনে থাকার কথাও না কারণ আমি সামুতে একাউন্ট ওপেন করেই লাপাত্তা হয়ে যাই । একাউন্ট কবে খুলেছিলাম সেটা ঠিক মনে নেই, সম্ভবত ২০১৫ শেষ বা মাঝামাঝি দিকে। এরপরে হয়ত ব্লগে এসেছি কিন্তু লগইন আর করা হয়নি। তাই আমি জানতামও না আমার ব্লগের কি হালচাল, সেটা সেফ নাকি জেনারেল না কি অবস্থায় আছে। আসলে ঐ সময়টাতে কিছুটা উত্থান-পতনের মধ্যে দিয়ে যেতে হয়েছে। কিছু সমস্যা ছিল। সবকিছু মিলিয়ে আমি আবার এই সামু ব্লগে ফিরে এলাম ২০১৬ এর মাঝামাঝি। অর্থাৎ একাউন্ট খোলার প্রায় ১ বছর পরে!
ততদিনে আমি সেফ ব্লগার। কিছু লিখলে সেটা ১ম পাতায় চলে যাচ্ছে, অন্যরা দেখছেন, মন্তব্য করছেন, লাইক দিচ্ছেন; আমার কাছে এটা একটা বিরাট পাওয়া।
যেহেতু আমার অজান্তেই জেনারেল থেকে সেফ ব্লগার হয়ে গেছি তাই আমি জানি না জেনারেল স্ট্যাটাস থাকলে কতটা হতাশা কাজ করে!
২০১৬, ব্লগে আমি তখন কাউকেই চিনি না। মনে পড়ে ভ্রমরের ডানাকে একবার মন্তব্যে আপু বলে ডেকেছিলাম; এটা মনে পড়লে এখনো হাসি আসে।
ব্লগে কি করি:
একবার আমার এক ছাত্রকে জিজ্ঞেস করেছিলাম,
বলো তো, মাটির লবনাক্ততা বাড়ায় কোন উপাদান?
ছাত্রের সহজ উত্তর: লবণ, স্যার !
ঠিক তাই, ব্লগে আমি করি? ব্লগে ব্লগিং করি!
আমার মতে ব্লগিং এর কয়েকটা ধাপ আছে। যেমন লেখা, পড়া, মন্তব্য দেয়া, মন্তব্যের উত্তর দেয়া,সমালোচনা করা।
আমি কোন পোষ্টে কি ধরনের মন্তব্য করব সেটা নির্ভর করছে ব্লগারের সাথে ব্লগিক ও ব্যক্তিগত পরিচয় এবং লেখার কোয়ালিটির উপর। তবে চেষ্টা করি কূটনৈতিক কোন মন্তব্য না করে লেখা পড়ার পরে যেটা মাথায় আসে সেটাই লিখে দিতে। আসলে সত্যি বলতে অনেক ব্লগারকেই দেখেছি তারা যেন লেখা পড়ার সময় একটা লিস্ট তৈরি করতে থাকেন;ভুলের লিস্ট। তারপর সেই লিস্ট ধরে মন্তব্য করতে থাকেন। এটাকে আমি সমালোচনা পর্যায়ে নিয়ে সাধুবাদ জানাই। তবে মাথায় রাখতে হবে আপনার সমালোচনার তীব্রতার কারণে এই যেন ব্লগে লেখাই বন্ধ করে না দেন। এখন কে কতটা সমালোচনা সহ্য করতে পারবেন সেটা বুঝে তবেই মন্তব্য করা উচিত।
এইতো গেল, সমালোচনা এবার আসা যাক, স্তুতিমূলক মন্তব্যে।
ধরা যাক, আমি একটা কবিতা লিখেছি। কবিতাটা ভাল হয়নি। বা ভাল হলেও অতটা ভাল হয়নি। সেখানে এসে কেউ যদি মন্তব্য করেন, খুব ভাল লাগলো কবিতাটি পড়ে আপ্লুত হয়ে গেলাম। এই ধরনের কবিতা বাংলা সাহিত্যের জন্য সম্পদ।
সেক্ষেত্রে আমাকেই বুঝে নিতে হবে উনি তৈলমর্দন করতে খুব পটু।
সর্বদা চেষ্টা করি মন্তব্যের উত্তরগুলো যথাসম্ভব ভাল করে দিতে। কেননা, আমি যখন অন্য কারো ব্লগে মন্তব্য করি তখন আমি আশা করে থাকি আমি যেন ভাল একটা প্রতিউত্তর পাই। ভাল বলতে বিশদ নয়, যিনি মন্তব্য করেছেন তিনি যেন তুষ্ট থাকেন।
আসলে ব্লগের লেখার কোয়ালিটি কেমন এটাকে এত রূঢ় ভাবে দেখার কিছুই নেই আর একটু গঠনমূলক-ভাবে দেখলেই ভাল হয়। কেউ ভাল লেখে নি তার মানে এই না যে তাকে আমি বলব, কি যা তা লিখেছেন। অখাদ্য লেখা!
এখানে মাথায় রাখতে হবে যিনি পোষ্টটি লিখেছেন এটি তার ভাবনা, আমি তার সাথে একমত নাই হতে পারি।
লেখকেরও একটা স্বাধীনতা আছে যে তিনি ইচ্ছে করেই একটু কোয়ালিটি-লেস লেখা লিখবেন। তবে কেউই ব্যর্থ হতে চায় না।
সাম্প্রতিক সময়ে ব্লগে একটা জিনিস খুব ভাল লাগছে, একজনের গল্পের উত্তরে অন্য একটা গল্প, কবিতার উত্তরে অন্য একটা কবিতা। এই ব্যাপারটা আগেও ছিল। মাঝখানে অনেকদিন একটু দমে গিয়েছিল, এখন আবার সেই পালে হাওয়া লাগছে। এটা নিয়ে আমি বেশ আশাবাদী।
ব্লগে কি লিখব:
একলোক মাছ বাজারে গিয়ে মাছ বিক্রেতাকে বলল,
- এই ভাই মাছের দাম কত করে? একদাম বলবা মাছের বাজারের মত দামাদামি করতে পারব না।
আপনি ঢুকেই আছেন মাছ বাজারে, এসেছেন মাছ কিনতে আর বলছেন কিনা মাছ বাজারের মত দামাদামি করতে পারতে পারবেন না!
ব্লগটা আসলে একটা মাছ বাজার না হলেও মস্ত একটা মাছের পুকুর তো বলাই যায়। অনেক রকম মাছ চাষি এখানে হরেক রকমের মাছ চাষ করে থাকনে। একই পুকুরে রাক্ষুসে মাছ আছে, রুই মাছ আছে আবার পুটি মাছও আছে। আপনি কোন জাতের মাছ চাষ করবেন সেটা একান্তই আপনার ইচ্ছে। তবে মনে রাখতে হবে মাছের পোনা থেকে মাছ বড় হতে যেমন সময় লাগে তেমনি আপনার লেখার মানও ভাল হতে সময় লাগবে। অন্যদের মাছ বড় বড় আর আমার মাছ ছোট ছোট এটা দেখে মনে কষ্ট পেলে হবে না।
আর যাদের মাছ অলরেডি অনেক বড়, ওজনে তিন কেজি চার কেজি তারা যদি সব পুটি মাছ জল থেকে তাড়িয়ে দিতে চান কিংবা রাক্ষুসে মাছ হয়ে খেয়ে ফেলতে চান সেটাও কিন্তু অশোভন ও বেআইনি।
যাইহোক, একজন লেখকের কাছে তার সবগুলো লেখাই যেমন প্রিয় তেমনি পাঠকের কাছেও সব লেখাগুলোই প্রিয় হবে এমনটা ভাবা বোকামি ছাড়া আর কিছুই না। তবে লেখকের উচিত কোয়ালিটি লেখার দিকে নজর দেয়া। লেখা শেষ করার জন্য সময় নেয়া।
ফেসবুক ও ব্লগের মধ্যে সবথেকে বড় তফাত হল, বৃষ্টির দিনে এক লাইনে মেঘ ডাকছে বৃষ্টি হচ্ছে জলের গায়ে জল জমেছে এটা লিখে ফেসবুকে পোষ্ট দিলে আপনি হয়ত ফেসবুকে ১০০ প্লাস লাইক পেয়ে যাবেন কিন্তু ব্লগে এইরকম পোষ্ট দিলে দুই চারটা লাল পতাকা ছাড়া আর কিছুই পাবেন না।
কি লিখবেন? কেন লিখবেন ? কোন শ্রেণীর পাঠকের জন্য লিখবেন সেটা মাথায় রেখে তবেই লিখবেন।
কেউ কেউ অবশ্য বলে থাকনে এত ভেবেচিন্তে লেখা হয় না; কিবোর্ড হাতে নিলেই লেখা এসে যায়। তাদের অবস্থা কতটা ভাল সেটা আর বলার অপেক্ষা রাখে না।
আজ আর নাঃ
অলরেডি ৮২৭ শব্দ লিখে ফেলেছি আজ আর নয়। এইগুলো হজম করতে পারলে হয়।
যেহেতু এটা আমার শততম পোষ্ট তাই এখন আমার সময় এসেছে হাত উঁচিয়ে ব্যাট জাগিয়ে সেঞ্চুরি সেলিব্রেট করা !
আপনাদের জন্যঃ
এতক্ষণ যারা মনোযোগ দিয়ে বা না দিয়ে পোষ্টটি পরলেন কিংবা পড়লেন না তাদের সকলের জন্যই রয়েছে ছোট খাট কিছু ভার্চুয়াল উপহার।
নিচের এই QR কোডটি স্ক্যান করেই আপনারা পেয়ে যাবেন যার যার জন্য রাখা নির্ধারিত গিফট। মনে রাখবেন কেউ একটার বেশি নিতে পারবেন না।
QR কোড ১ঃ
QR কোড ২ঃ
QR কোড ৩ঃ
কে কি পেয়েছেন জানাতে ভুলবেন না।
সবাইকে ধন্যবাদ। শুভ অপরাহ্ণ।
শীতের সন্ধ্যায় একটি জমপেশ চায়ের আড্ডার নিমন্ত্রণ রইলো।
৩১ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:০২
জাহিদ অনিক বলেছেন:
না না, মাইদুল ভাই। QR কোডটি কোন ধাঁধা নয়।
আপনার প্লে স্টোরে গিয়ে qr code scanner লিখে সার্চ দিন। একটা এপস নামান। সেটা ওপেন করলেই রহস্য ফাঁস হয়ে যাবে।
জানিয়েন কি পেয়েছেন!
আর উপহার এর প্রয়জনীয়তা বলতে, কে উপহার পেতে পছন্দ করেন না বলেন !
২| ৩১ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৫৭
কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: চিন্তা করছি আমার মাছের নামটা কি?
৩১ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:০৩
জাহিদ অনিক বলেছেন:
আপনি রুই মাছ চাষ করেছেন। বেশ বড়সড়। ১ম পোষ্টেই আপনি বাজিমাত করেছেন।
৩| ৩১ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:০৫
তারেক ফাহিম বলেছেন: লিখার শিরোনামে ১০০টি পোষ্ট!!!!
ভাবনা আসলো কবে আমিও এমন শততম পোষ্টের নামকরণ করে পোষ্ট দিতে পারবো।
পরবর্তী লিখা গুলো আমার মত ব্লগারদের প্রেরণা দেয়।
কোডটি স্ক্যান করে কিছুই পেলাম না।
প্রথম মন্তব্যকারী হিসেবে স্ক্যান ছাড়াই অনেক কিছু পায়, আমি কি পামু
৩১ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:১১
জাহিদ অনিক বলেছেন:
কোডটি স্ক্যান করে কিছুই পেলাম না। সেকি ! কিছুই পান নি ?? আপনার ফোনে নেট সংযোগ ছিল তো !
তারেক ফাহিম, বেশ ভাল লাগলো আপনার মন্তব্য।
৪| ৩১ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:০৭
তারেক ফাহিম বলেছেন: এই যা, কিউ কোড করতে করতে ভাবলাম প্রথম মন্তব্যকারী দেখি ৩য় স্থান, ভাই আমি কিন্তু এই ব্লগের প্রথম পাঠক যত ঝামেলা করলো ঐ কিউ কোড, আমার কোন কসুর নাই আমিই ৩য় মন্তব্যকারী কিন্তু প্রথম পাঠক এই ব্লগের।
৩১ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:১২
জাহিদ অনিক বলেছেন:
হা হা হা;
আচ্ছা আমি মেনে নিচ্ছি আপনিই ১ম পাঠক। আপনার জন্য আরেকটা কোড প্রাইজ পাওনা রইল
৫| ৩১ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:২০
মোস্তফা সোহেল বলেছেন: জাহিদ অনিক ভাই অভিনন্দন।
৩১ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:২৩
জাহিদ অনিক বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ রইলো মোস্তফা সোহেল ভাই
৬| ৩১ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:২৪
তারেক ফাহিম বলেছেন: পাওনা???
৩১ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:২৫
জাহিদ অনিক বলেছেন:
হুম, আপনি পাবেন।
৭| ৩১ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:২৬
যূথচ্যুত বলেছেন: জেনারেল থেকে সেফ-এ উত্তরনটা আমারও অলমোস্ট একইভাবে হয়েছে। তাই আমিও জানি না জেনারেল স্ট্যাটাস থাকলে কতটা হতাশা কাজ করে!
শততম পোস্ট। সেজন্য কনগ্র্যাটস
৩১ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:২৮
জাহিদ অনিক বলেছেন:
ধন্যবাদ যূথচ্যুত।
তাহলে তো আপনি আর আমার এই ব্যাপারে কোন অভিজ্ঞতাই নাই। হা হা হা
ভাল থাকুন।
৮| ৩১ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:২৬
মোস্তফা সোহেল বলেছেন: অনেক ভাল ভাল কথা লিখেছেন। পড়ে বেশ ভাল লাগল।
এই কয়দিন মনে হয় একটু ব্যস্ত ছিলেন?
৩১ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৩১
জাহিদ অনিক বলেছেন:
দুই দিন কিছুটা ব্যস্ত ছিলাম সোহেল ভাই।
আপনি কেমন আছেন ?
৯| ৩১ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৩৪
যূথচ্যুত বলেছেন: তাহলে তো আপনি আর আমার এই ব্যাপারে কোন অভিজ্ঞতাই নাই। হা হা হা
চলুন, কন্ট্রোভার্সিয়াল কিছু লিখে দিই। মডুদের কৃপাদৃষ্টি পড়লে নতুন কিছু অভিজ্ঞতা হলেও হতে পারে!
৩১ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৩৬
জাহিদ অনিক বলেছেন:
আপনার মাথায় এসব ইন্টেলেকচুয়াল আইডিয়া আসে কোথা থেকে !
১০| ৩১ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৩৮
যূথচ্যুত বলেছেন:
৩১ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৩৯
জাহিদ অনিক বলেছেন:
১১| ৩১ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৪২
মোস্তফা সোহেল বলেছেন: এমনিতে ভাল আছি জাহিদ ভাই,
তবে গত রবিবার থেকে হালকা জ্বর।
৩১ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৪৪
জাহিদ অনিক বলেছেন:
ও কিছুনা, সিজনাল জ্বর। ঠিক হয়ে যবেন দ্রুত। সবারই হয়।
১২| ৩১ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:০২
শাহরিয়ার কবীর বলেছেন:
বার কোডের বিষয়টা কিছু বুঝিতে পারলাম না !!!
৩১ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:০৯
জাহিদ অনিক বলেছেন:
আপনার স্মার্ট ফোনের এপ স্টোরে যান, QR code scanner লিখে সার্চ দিন। একটা এপস পাবেন। ইনস্টল দিন।
এপস টা ওপেন করে এই পোষ্টের কোড ছবিগুলো স্ক্যান করুণ। ফোনের নেট অন রাখবেন। কিছু একটা লিঙ্ক স্ক্যান করে পাবে। সেটাতে ওপেন দিলেই আপনি আপনার পুরষ্কার পেয়ে যাবেন।
১৩| ৩১ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:০২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সেঞ্চুরি পোস্টের শুভেচ্ছা নিন।
আমি মলা ডেলা চাষি ।
৩১ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:১২
জাহিদ অনিক বলেছেন:
ধন্যবাদ জনাব,
আমার কাছে তথ্য আছে আপনি রুই কাতলা এবং বোয়াল মাছের চাষী। নিজেকে লুকাতে চাইলে লাভ নেই। এখানে সম্পদের উপর কর দিতে হয় না
১৪| ৩১ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:০৯
সম্রাট ইজ বেস্ট বলেছেন: পোস্টে সেঞ্চুরী করলেন, ভারচুয়াল গিফট দিয়ে দায় সারলেন, এটা তো মানা যায় না। কমপক্ষে একটা চায়ের আড্ডা তো পাওনা ছিল সবার।
৩১ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:১০
জাহিদ অনিক বলেছেন:
চায়ের আড্ডা আমার পক্ষ থেকে সর্বদা থাকে। আচ্ছা আপনার কথা মত দিয়ে দিচ্ছি ইডিট করে।
আপনি কিন্তু অবশ্যই আমন্ত্রিত
১৫| ৩১ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:১৩
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: এই উপলক্ষে ব্লগারদের নিয়ে মিট আপ চাই।
৩১ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:১৫
জাহিদ অনিক বলেছেন:
চায়ের আড্ডার নিমন্ত্রণ রইলো জনাব
১৬| ৩১ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:১৩
সম্রাট ইজ বেস্ট বলেছেন: ওকে ভাই। দাওয়াত কবুল।
৩১ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:১৪
জাহিদ অনিক বলেছেন:
শুকরিয়া
১৭| ৩১ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:১৭
শায়মা বলেছেন: মিঃ সেঞ্চুরিয়ানভাইয়া!
তোমার সাথে আমার পরিচয়ের দিনটা ভুলিনি!!!!!!
তবে সেটা এই তো সেদিন!
তুমি তার এত আগে এসেছো এখানে!!!!!!!!
কই দেখিনি তো!!!!!!!
৩১ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:২০
জাহিদ অনিক বলেছেন:
এসেছি, এসেছি। তার আগেও এসেছি। লোকচক্ষুর আড়ালে আবডালে ছিলাম।
শুভ সন্ধ্যা
১৮| ৩১ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:১৮
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ঠিকানা দেখি বললেন না। নিমন্ত্রণ দিয়া হাওয়া।
৩১ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:২২
জাহিদ অনিক বলেছেন:
ঠিকানা ! হা হা,
মিরপুরের যে কোন স্থানে। আর চা পার্টির খবর ব্লগে জানিয়ে দেয়া হইবে
১৯| ৩১ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:২০
রোমিওজনুরফিয়াস প্যারিছন্ডিএব্দাশ বলেছেন:
সেঞ্চুরির শুভেচ্ছা!
বার কোড দেখি নাই। যদি কিছু থাকে তো সেইটা গোপনই থাকুক। আপাতত কোন পার্টিপুর্টির ব্যবস্থা করতারবেন কিনা কইয়ালান। সাধারণত এই ধরনের ব্যাপার গুলা পার্টিপুর্টি-কেক্কুক ছাড়া জমে না।
৩১ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৩০
জাহিদ অনিক বলেছেন:
কোড স্ক্যান করলে কইরেন, ইচ্ছা।
পার্টি পুরটি হবে কিনা জানি না, হইলে দাওয়াত পাইবেন পাক্কা !
২০| ৩১ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:২১
শাহরিয়ার কবীর বলেছেন:
আপনার স্মার্ট ফোন নেই ভাইয়া !!! যদি কেউ এই অবুঝ শিশুকে একটা কিনে দিতো পোষ্ট খানা আরেক পড়ে চলে যাই.......
৩১ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:২৮
জাহিদ অনিক বলেছেন:
আরও একটা কাজ করতে পারেন, ছবিগুলো পিসিতে সেইভ করুণ। তারপর
http://www.onlinebarcodereader.com/ লিঙ্কে চলে যান। choose file এ ক্লিক করে ফাইল আপলোড করুণ। start বাটুনে ক্লিক করলে একটু লোড নিয়েই আপনাকে একটা লিঙ্ক দেবে। লিঙ্কটা খুব ছোট। ওটাতে গেলেই হবে।
২১| ৩১ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:২৮
অর্ক বলেছেন: আপনার জন্য একরাশ শুভেচ্ছা। তবে মনে কিছু না করলে একটা কথা বলি, আপনি নিজেও তৈল মর্দন করেছেন ব্লগে। বিভিন্ন ব্লগে বিস্তর মন্তব্যে আপনাকে যেভাবে প্রশংসায় ভাসাতে দেখেছি, তা ঠিক আপনার নামের সাথে সুবিচার করতে পারেনি।
যাই হোক। অফুরন্ত শুভকামনা।
৩১ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:২৯
জাহিদ অনিক বলেছেন:
হা হা হা, ভাল বলেছেন অর্ক সাহেব।
আপনার মন্তব্যকে সাধুবাদ জানাচ্ছি।
২২| ৩১ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৩৩
রাসেল উদ্দীন বলেছেন: পুরাতন ও পরিচিত ব্লগারদের লেখা সুন্দর না হলেও লাইক, কমেন্ট, ভিউ বেশী থাকে। নতুন ব্লগারদের লেখা ভাল হলেও ভিউ, কমেন্ট কম থাকে। কিন্তু কেন?
০১ লা নভেম্বর, ২০১৭ রাত ১২:৩৪
জাহিদ অনিক বলেছেন:
পুরাতন ব্লগারদের ভিউ লাইক কমেন্ট বেশি থাকে। আপনার কথা সত্য। কারনটাও সহজ, ধরুন যিনি পুরাতন ব্লগার তিনি অনেকদিন থেকেই লিখছেন। তিনি আগে বেশ কিছু ভাল লেখা দিয়েছেন। তাই তার পাঠকেরা তার থেকে একটা ভাল লেখা আশা করে, তাই তার পোষ্ট পাওয়া মাত্রই সবাই পড়তে যায়। তাই ভিউ বেশি হয়।
যেমন ধরুন, তৌকির আহমেদের সিনেমা "অজ্ঞাতনামা" বেশ ভাল হয়েছিল। এখন তিনি আবার নতুন সিনেমা বানালে আমিও তো দর্শক হিসেবে সেই প্রত্যাশা রেখেই হলে যাব। আর হলে গিয়ে সিনেমা দেখলে সেটা নিয়ে আলোচনা সমালোচনা হবেই।
আশা করি বোঝাতে পেরেছি।
অনেক অনেক ধন্যবাদ রাসেল উদ্দীন।
২৩| ৩১ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৩৩
আশরাফুল এষ বলেছেন: সামু পরিবারের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
আপনি এখানে ব্লগ গুলো কে বিভিন্ন সাইজের মাছের সাথে তুলনা করেছেন কিন্তু মাছের ডিম বা মাছের স্পাম এর কথা বলেন নাই।যদি বলতেন তাহলে হয়তো আমার লেখার একটা নামকরন করতে পারতাম ।
অনেক শুভকামনা ।
০১ লা নভেম্বর, ২০১৭ রাত ১২:৩৭
জাহিদ অনিক বলেছেন:
আপনার লেখা যে স্পাম বা মাছের ডিম এমন ভাবনা কেন? আপনার লেখা কেউ পড়ছে না এতে হতাশ হলে হবে না, হাল ছেড়ে দিতে হয় না। লিখতে থাকুন। আপনার পোষ্ট কন্টেন্ট ভাল হলে অবশ্যই পাঠক পাবেন।
মনে রাখবেন ব্লগের সবাই একদিনে পরিচিতি পায় নাই।
অনেক অনেক ধন্যবাদ আশরাফুল এষ, আপনার নামটা সুন্দর।
২৪| ৩১ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৪২
শায়মা বলেছেন: হা হা হা হা অর্কভাইয়া !!!!!!!!!!! কমেন্ট দেখে হাাসছি। পুরাই চাঁদগাজীভাইয়ার ছোটভাই স্টাইল মন্তব্য!!!!!!!
০১ লা নভেম্বর, ২০১৭ রাত ১২:৩৭
জাহিদ অনিক বলেছেন:
আই লাভ বোথ চাঁদগাজী এন্ড অর্ক ।
২৫| ৩১ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৫৬
মলাসইলমুইনা বলেছেন: সেঞ্চুরি করার পর ব্যাট তুলে উদযাপনের সাথে সাথে ভেবেছিলাম গরু মেরে একটা বিড়াট উৎসবেরই আয়োজন করবেন আর দাওয়াত দেবেন | সেটা না আবার সেলের দোকানে গিয়ে কত কিছু করে পুরস্কার নিতে বলছেন ! তাই যুদ্ধেই গেলাম না | তবুও অনেক ধন্যবাদ সেঞ্চুরির জন্য | আউটসুইং করে বেরিয়ে যাওয়া বলে ক্যাচ মানে কবিতা ভালো লাগায় মুগ্ধ -আউট |
০১ লা নভেম্বর, ২০১৭ রাত ১২:৩৯
জাহিদ অনিক বলেছেন:
আপনি বেশ ভাল ক্রিকেট বোদ্ধা বুঝতেই পারছি। সুইং বল বেশ ভাল খেলেন।
আউট সুইং ইন সুইং এসব অনেক প্যাচের কথা।
আউটসুইং করে বেরিয়ে যাওয়া বলে ক্যাচ মানে কবিতা ভালো লাগায় মুগ্ধ -আউট | আপনার মন্তব্যে আমিও মুগ্ধতা জানাচ্ছি
২৬| ৩১ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৯
জেন রসি বলেছেন: অভিনন্দন। শুভেচ্ছা। ব্রায়ান লারার রেকর্ড ভেঙে ফেলুন।
০১ লা নভেম্বর, ২০১৭ রাত ১২:৪১
জাহিদ অনিক বলেছেন:
বাংলাদেশী ব্যাটসম্যানদের মত কোনমতে একটা সেঞ্চুরি করেছি, এবার আর আমাকে পায় কে? এবার আমিই আগারাজা ! খুব শীঘ্রই মিড ফিল্ডে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যাচ্ছি
২৭| ৩১ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:০৬
উম্মে সায়মা বলেছেন: শততম পোস্টে অভিনন্দন জাহিদ অনিক ভাইয়া।
আমি আবার এই সামু ব্লগে ফিরে এলাম ২০১৬ এর মাঝামাঝি
আচ্ছা তাইতো বলি। আমি যখন সামুতে এলাম প্রথমদিকে আপনার ব্লগ দেখে ভাবছিলাম ছেলেটা এত ভালো লিখে কিন্তু এত কম পোস্ট কেন! পরে ভাবলাম হয়তো অন্য অনেকের মত শুধু আড্ডা আর অন্যেরটা পড়ার জন্য নিক খোলা। কমই লিখে। পরেরদিকে দেখলাম মোটামুটি নিয়মিতই লিখে যাচ্ছেন। এই তাহলে কাহিনী!
আমার ইহজনমে সেঞ্চুরী হাঁকানো হবে নাকি তা নিয়ে যথেষ্ট সন্দিহান!
শুভকামনা আপনার জন্য।
০১ লা নভেম্বর, ২০১৭ রাত ১২:৪৩
জাহিদ অনিক বলেছেন:
হা হা হা, জ্বি উম্মে সায়মা আপু। সেই ছেলেটাই ১০০ করে ফেলেছে !
আপনার প্রায় হাফ সেঞ্চুরি হয়ে গেছে। ক্রিজে টিকে আছেন, ব্যাটে রান আসছে। আপনার সেঞ্চুরি কে আটকায় !
ধন্যবাদ ও ভালোলাগা রইলো আপনার মন্তব্যে।
২৮| ৩১ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:০৬
ওমেরা বলেছেন: শততম পোষ্টে অনেক শুভেচ্ছা ।
উপহারের জন্য ধন্যবাদ ভাইয়া।
০১ লা নভেম্বর, ২০১৭ রাত ১২:৪৩
জাহিদ অনিক বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ ওমেরা। একমাত্র আপনিই গিফট বক্স খুলে দেখলেন !
ধন্যবাদ ধন্যবাদ।
২৯| ৩১ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:১৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আমার আজো হয়নি ডজন
মারলা তুমি একশো;
দিলেম নজর,বাঁচতে কি চাও
দাও তবে ট্রিট ট্যাকশো।
০১ লা নভেম্বর, ২০১৭ রাত ১২:৪৪
জাহিদ অনিক বলেছেন:
মিছা কথা কন ক্যা ! মিয়াবাই !
আপনে অনেক আগেই এক সতীন নিয়ে আছেন !
৩০| ৩১ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:২৪
চাঁদগাজী বলেছেন:
" একই পুকুরে রাক্ষুসে মাছ আছে, রুই মাছ আছে আবার পুটি মাছও আছে। আপনি কোন জাতের মাছ চাষ করবেন সেটা একান্তই আপনার ইচ্ছে। "
-অভিনন্দন, আপনি সুখী ব্লগার, ভালো থাকুন।
-উপরের রূপক কথাগুলো পোষ্টের ব্যাপারে পুরোপুরি সঠিক নয়, পুটি মাছ বড় হয়ে কোনদিন রুই মাছের সমান হবে না; কারণ, আলাদা প্রজাতি। সব কবিতাই কবিতা, সব গল্পই গল্প, সব পোষ্টই পোষ্ট; লেখার বিষয়-বস্তু, বক্তব্য, মান, ভাবনা, প্রকাশ ক্ষমতাই তাদেরকে আলাদা করে; সব ব্লগারই চান ও চেষ্টা করেন যাতে, উনার লেখা পাঠকের কাছে প্রিয় হোক; সেই চেষ্টা অব্যাহত রাখলে, একজন ব্লগার সফল হবেন।
০১ লা নভেম্বর, ২০১৭ রাত ১২:৪৫
জাহিদ অনিক বলেছেন:
পুটি মাছ রুই মাছ হয়ে না যাক, ছোট পুটিটা একদিন বড় পুটি হবে। সেটাই বলতে চেয়েছিলাম।
এত নেগেটিভিটি দেখালে হবে গাজী সাহেব !
৩১| ৩১ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৬
সত্যপথিক শাইয়্যান বলেছেন: অভিনন্দন।
ল্যাপটপ বা কম্পিউটার, নিদেনপক্ষে কি-বোর্ড উঁচানো একটি ছবির আশা করছিলাম পোস্টে।
শততম পোস্টে কিছু এডিট করা প্রয়োজন।
একলোক মাছ বাজারে গিয়ে মাছ বিক্রেতাকে বলল,
এক লোক মাছ বাজারে......হবে।
পরলেন কিংবা পড়লেন না
পড়লেন হবে
শুভেচ্ছা নিরন্তর।
০১ লা নভেম্বর, ২০১৭ রাত ১২:৪৭
জাহিদ অনিক বলেছেন:
হা হা হা, ২০০ তম হলে আপনার কথা মত কিবোর্ড উঁচিয়ে একটা ছবি দেব। মাথায় রাখলাম আপনার আইডিয়া।
বানান ভুলগুলো ধরিয়ে দেবার জন্য ধন্যবাদ।
আপনি আবার ছবি পালটিয়েছেন ! মশাই আপনাকে তো চিনে রাখাই দায় !
৩২| ৩১ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৭
বানেসা পরী বলেছেন: সেঞ্চুরী পোস্ট!!! ওয়াও!
শততম পোস্টে শুভেচ্ছা রইল।
০১ লা নভেম্বর, ২০১৭ রাত ১২:৪৭
জাহিদ অনিক বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ বানসো পরী।
গহর বাদশা ও বানসো পরী তাই না !
৩৩| ৩১ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৫২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দুর্দান্ত সেঞ্চুরি করার জন্য অভিনন্দন প্রিয় ব্যাটসম্যানকে। সেঞ্চুরি পর্বটি অমর হয়ে থাকুক সামু জুড়ে।
খুব ভালো বুঝিয়েছেন ব্লগ ব্লগিং নিয়ে। ভালো লাগলো আমার।
নিচের কোড সম্পর্কে আমি কিছু বুঝি না, তাই চেষ্টা করিনি, যদিও প্রথম মন্তব্যের প্রতিউত্তর থেকে কিছুটা বুঝেছি।
আমার মনে হয়, আমি সারাজীবন পুঁটীমাছ হয়েই রয়ে যাবো ...! চেষ্টা করেও রুই মাছ হতে পারবোনা।
তবে, পুকুরে মাছচাষে খুব যত্নবান, চেষ্টা করি যেন মাছগুলো ইস্টপোষ্ট হয়। এই চেষ্টা করার ইচ্ছেটা যদি থাকে বা ধরে রাখতে পারি তবে ভালো জাতের মাছচাষ করাটাও জেনে যাবো এই অাশা জিইয়ে রেখেছি। দোআ করবেন।
চাঁদগাজী ভাই দারুণ কিছু কথা বলে গেছেন, খুবই গুরুত্ববহন করছে। শুভেচ্ছা।
শুভ হোক আপনার ব্লগিং সময়, সচিনের মতো ব্যাটিংয়ে উজ্জল নক্ষত্র হয়ে থাকুন সামু আকাশ জুড়ে।
আবারো অভিনন্দন
০১ লা নভেম্বর, ২০১৭ রাত ১২:৪৯
জাহিদ অনিক বলেছেন:
আচ্ছা, কি আর কোড টোড থাক। ওসবে যেয়ে কাজ নেই।
আপনি মোটেই পুটিমাছ নয়। আপনি ব্লগে ইতোমধ্যে আপনার স্থান করে নিয়েছেন। সেকথা আমরা জানি।
তবুও আপনার বিনয়ের জন্য ধন্যবাদ।
চাঁদগাজী সাহেবের কথা ভাল লেগেছে জেনে ভাল লাগলো।
ভাল থাকুন কবি।
৩৪| ৩১ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:০৪
মৌমুমু বলেছেন: শততম পোষ্টের জন্য অভিনন্দন অনিক ভাইয়া।
শুভকামনা রইল। ভালো থাকুন।
০১ লা নভেম্বর, ২০১৭ রাত ১২:৫০
জাহিদ অনিক বলেছেন:
মৌমুমু, আবার ব্লগে ফিরে আসায় ধন্যবাদ রইলো।
আপনিও ভাল থাকুন। শুভ কামনা।
৩৫| ৩১ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:২০
কথাকথিকেথিকথন বলেছেন:
সেঞ্চুরির জন্য শুভেচ্ছা । করমর্দন !
ব্লগে লিখতে হলে মনকে অনেক বড় করে নিতে হয়। এখানে মুখোমুখি ইন্টার্যাকশান । তাই অনেক কিছুর সাথেই নিজেকে নিয়ে চলতে হয় । তাই মানিয়ে নেয়ার ব্যাপারটা সবার আগে আসে । মান সম্মত লেখার পাশাপাশি প্রাসঙ্গিক এবং অপ্রাসঙ্গিক সমালোচনা গ্রহণ করার মত সাহস এবং ধৈর্য্য দুটোই থাকা জরুরী ।
০১ লা নভেম্বর, ২০১৭ রাত ১২:৫২
জাহিদ অনিক বলেছেন:
আপনার সাথে করমর্দন করতে পারলে ভালই হত। কিছু খটমট শব্দ হাতের ভিতর দিয়ে নিজের মগজের মধ্যে চালান করে দিতে পারতাম।
ধন্যবাদ, আপনার মন্তব্য ভাল লেগেছে।
ভাল থাকুন।
৩৬| ৩১ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:২৩
আহমেদ জী এস বলেছেন: জাহিদ অনিক ,
খুব দ্রুততম একটা সেঞ্চুরী করে ফেললেন কি ? সেঞ্চুরীর জন্যে করতালি । সাথে শুভেচ্ছাও একরাশ ।
সহব্লগার চাঁদগাজীর মন্তব্যের কিছুটা কোট করছি ---- সব কবিতাই কবিতা, সব গল্পই গল্প, সব পোষ্টই পোষ্ট; লেখার বিষয়-বস্তু, বক্তব্য, মান, ভাবনা, প্রকাশ ক্ষমতাই তাদেরকে আলাদা করে; সব ব্লগারই চান ও চেষ্টা করেন যাতে, উনার লেখা পাঠকের কাছে প্রিয় হোক; সেই চেষ্টা অব্যাহত রাখলে, একজন ব্লগার সফল হবেন।
আর সহব্লগার অর্ক ও মনে হয় খারাপ কিছু বলেননি ।
পরবর্তী সেঞ্চুরীর অপেক্ষায় ............
০১ লা নভেম্বর, ২০১৭ রাত ১২:৫৪
জাহিদ অনিক বলেছেন:
না জী এস ভাইয়া মোটেই দ্রুততম সেঞ্চুরী নয়।
পাক্কা দুই বছর আট মাস ক্রিজে মাটি কামড়ে থাকতে হয়েছে। কখনও সিংগেল, কখনও ডাবল, মাঝে মাঝে বাউন্ডারি এবং ওভার বাউন্ডারি দিয়ে করতে হয়েছে সেঞ্চুরি !
অর্ক ও চাদগাজী দুজনকেই ধন্যবাদ। ওনারা ব্লগারদের সুধরে যেতে ভাল কাজ করছেন।
ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
৩৭| ৩১ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৫৮
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
ওয়াও... বিশাল বড় কাজ করেছেন, কবি জাহিদ অনিক.... অভিনন্দন গ্রহণ করুন
সহব্লগার চাদঁগাজী এবং আহমেদ জী এস ভাইয়ের মন্তব্যের সাথে সুর মিলিয়ে বলতে চাই, নো সিনিয়র নো জুনিয়র। একটি পোস্ট তার নিজ গুণে দাঁড়াবে। নতুন ব্লগারও অনেক ভালো একটি লেখার মালিক হতে পারেন। ব্লগার নতুন মানে লেখক নতুন না-ও হতে পারে। আবার দশটি লেখার ন’টিই হয়তো গড়পরতা, কিন্তু একটি হতে পারে সব সিনিয়র লেখকের দৃষ্টি আকর্ষণের বিষয়।
ব্লগে আমি এমন কিছু লেখা পড়েছি, যা অত্যন্ত উচ্চমানের এবং পরিপক্ক মানসিকতার প্রতিনিধিত্ব করে। কিন্তু ব্লগারের সাথে দেখা হবার দেখি, তিনি বয়সে অনেক তরুণ। তখন আমার সামাজিক সংস্কার আমাকে দিকভ্রষ্ট করার চেষ্টা করে। সেখান থেকে আমি শিখেছি, লেখকের বয়স নেই।
তবে বয়স যাদের বেশি, ভালো লেখার জন্য তারা একটু সুবিধাজনক অবস্থানে থাকেন - সেটি ঠিক। সেখানেও আমি একবার উচোট খেয়েছি। কিছু হালকাপাতলা ছড়া বা কবিতা পড়ে ভেবেছি তার বয়স অন্তত আমার চেয়ে বেশি হবে না। ফেবু বন্ধু হবার পর দেখলাম তিনি ষাটোর্ধ্ব! এবার বুঝুন!
আরও শত শত পোস্টের অপেক্ষায় রইলাম...
০১ লা নভেম্বর, ২০১৭ রাত ১২:৫৭
জাহিদ অনিক বলেছেন:
অনেক ধন্যবাদ মাঈনউদ্দিন মইনুল ভাই।
আপনার বিস্তারিত মন্তব্য ভাল লাগলো।
আপনি যেটা বলেছেন তার সাথে আমি শতভাগ একমত।
কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানবেন।
৩৮| ৩১ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:২১
বিদ্রোহী ভৃগু বলেছেন: ইয়েস!!
অভিনন্দন
০১ লা নভেম্বর, ২০১৭ রাত ১২:৫৭
জাহিদ অনিক বলেছেন:
এইবার দেখবেন খুব দ্রুতই সাজঘরে ফিরে যাচ্ছি !
৩৯| ৩১ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৩২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: তবুও ভাল যে, ব্লু হোয়েল চাষি বলেন নি
০১ লা নভেম্বর, ২০১৭ রাত ১২:৫৮
জাহিদ অনিক বলেছেন:
হা হা,
ব্লু হোয়েল না হলেও দুই এক পিস হাঙ্গর যে পোষ মানিয়েছেন সেকথা তো স্বীকার না করে উপায় নেই!
৪০| ৩১ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:০৮
সামিয়া বলেছেন:
সেঞ্চুরিয়ান পোষ্টের জন্য গোলাপ গ্রামের গোলাপ ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন ।।।
০১ লা নভেম্বর, ২০১৭ রাত ১২:৫৯
জাহিদ অনিক বলেছেন:
গোলাপ গ্রামের গোলাপীয় শুভেচ্ছা পেয়ে ধন্য হলাম।
আমি কেবল গোলাপটা নিলাম, কাটা আপনার কাছে থাক !
আপনাকেও ধন্যবাদ।
৪১| ৩১ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:১১
ধ্রুবক আলো বলেছেন: QR code এর সম্পর্কে আমার ধারণা নেই। আমি ভাই এগুলা খুব কম বুঝি!
০১ লা নভেম্বর, ২০১৭ রাত ১:০০
জাহিদ অনিক বলেছেন:
ঐ দিকে না গিয়ে ভালই করেছেন ।
আপনি পোষ্টটা পড়েছেন এটা দেখেই ভাল লাগছে। পরিচিতদের দেখলে ভাল লাগে।
ধন্যবাদ ধ্রুবক আলো ভাই। ভাল থাকুন।
৪২| ০১ লা নভেম্বর, ২০১৭ রাত ১:৩৯
সচেতনহ্যাপী বলেছেন: অনেক শুভেচ্ছা সেষ্ণুরীর জন্য।। আশা করছি একদিন শচিনও ফেলটুস হবে।। কামনাও তাই।।
০৪ ঠা নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৪
জাহিদ অনিক বলেছেন:
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইলো সচেতনহ্যাপী
৪৩| ০১ লা নভেম্বর, ২০১৭ সকাল ৮:০২
খায়রুল আহসান বলেছেন: মেইডেন সেঞ্চুরী অর্জনে আন্তরিক অভিনন্দন এবং শুভকামনা! এর আগে বড় বড় সেঞ্চুরীয়ানরাও শূণ্য করে মাঝে মাঝে সাজঘরে ফিরে এসেছেন, এ কথাটা মনে থাকলে মাঝপথে হোঁচট খাবেন না। একটা দীর্ঘ ইনিংস এর আশীর্বাদ রইলো।
ব্লগে কি লিখব অনুচ্ছেদে খুব চমৎকার কথা বলেছেন।
আমার মত প্রায় সবাই আপনাকে অভিনন্দন জানিয়েছেন, শুধু কথাকথিকেথিকথন করমর্দনের জন্য হাত বাড়িয়েছেন। তার এ উষ্ণতাটুকু আপনার প্রাপ্য হলেও আমারও অন্তর ছুঁয়ে গেছে। সেজন্য আমার তরফ থেকে তাকে একটা বিশেষ ধন্যবাদ। +
মাঈনউদ্দিন মইনুল এর চমৎকার মন্তব্যটাও উপভোগ করেছি। +
ব্লগের এ সাগরে আশাকরি আমার পুঁটিমাছগুলোও নিরাপদে সন্তরণ করে যাবে!
০৪ ঠা নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৯
জাহিদ অনিক বলেছেন:
আপনি ভাল ধরেছেন মেইডেন সেঞ্চুরী। । ১ম শতক বলে কথা।
মাঝপথে যেন হোঁচট না খাই সে জন্য আপনার উপদেশটা মনে রাখবো।
সবগুলো মন্তব্য বেশ মন দিয়েই দেখেছেন বুঝতে পারছি।
ধন্যবাদ রইলো আহসান সাহেব। শুভ সন্ধ্যা।
৪৪| ০১ লা নভেম্বর, ২০১৭ সকাল ৮:১৫
খায়রুল আহসান বলেছেন: তখন আমার সামাজিক সংস্কার আমাকে দিকভ্রষ্ট করার চেষ্টা করে। সেখান থেকে আমি শিখেছি, লেখকের বয়স নেই - এ কথাটার জন্য মাঈনউদ্দিন মইনুলকেও জানাচ্ছি একটা বিশেষ ধন্যবাদ। +
০৪ ঠা নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৪
জাহিদ অনিক বলেছেন:
ধন্যবাদ
৪৫| ০১ লা নভেম্বর, ২০১৭ সকাল ৮:২১
খায়রুল আহসান বলেছেন: আপনি আরেকটা ব্যাপারে ভাগ্যবান। মন্তব্য করার চেয়ে আপনি ২০০টা বেশী মন্তব্য পেয়েছেন। এ বিষয়ে আমার ৭০০+ ঘাটতি রয়েছে। তবে পাওয়ার চেয়ে মন্তব্য করাতে এগিয়ে থাকাতেই আমার বেশী আনন্দ।
০৪ ঠা নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৪
জাহিদ অনিক বলেছেন:
আমার যে ২০০ টার মত মন্তব্য বেশি আছে, সেটা আপনি বলার পরেই দেখলাম।
আপনি মারাত্মক বিচক্ষণ।
৭০০ টা বেশি মন্তব্য করতে আপনার যে আনন্দ লেগেছে তা বুঝতে পেরেছি, আপনি আপন মনে আনন্দে আনন্দে মন্তব্য করে থাকনে সম্ভবত।
আবারও ধন্যবাদ।
৪৬| ০১ লা নভেম্বর, ২০১৭ সকাল ৯:৪৯
সোহানী বলেছেন: শেষ পর্যন্ত তুমি মাছ বাজারের সাথে ব্লগের তুলনা.......... হায় হায় আর কিছু কি পাইলা না??
যাহোক অভিনন্দন.... শুভ হোক পথচলা (সরি ব্লগচলা)।
তবে কথা হলো ব্লগে নিয়মিত বা অনিয়মিত যেভাবেই হোক চালিয়ে যাবার অনুরোধ থাকলো ..........
০৪ ঠা নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৭
জাহিদ অনিক বলেছেন:
হা হা হা
মাছের সাথে ব্লগের তুলনা করেই যখন ফেলেছি তখন আর কি করা ! সে হিসেবে আপনি একজন রুই কাতলা পর্যায়ের ব্লগার।
রুই কাতলাদের নিজের ব্লগে দেখলে ভাল লাগে
ধন্যবাদ রইলো সোহানী আপু।
৪৭| ০১ লা নভেম্বর, ২০১৭ সকাল ১০:২৩
দি রিফর্মার বলেছেন: ১০০০তম পোষ্টের অপেক্ষায়। অভিনন্দন ও ধন্যবাদ। আমিও যেন একটি বৃহৎ রুই মাছ হতে পারি সেই চেষ্টা চালিয়ে যাব।
শুভ কামনা রইল।
০৪ ঠা নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৯
জাহিদ অনিক বলেছেন:
আপনার জন্য অবশ্যই শুভ কামনা রইলো।
অনেক ধন্যবাদ দি রিফর্মার
৪৮| ০১ লা নভেম্বর, ২০১৭ দুপুর ১২:২৮
নীলপরি বলেছেন: সেঞ্চুরীর জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইলো ।
০৪ ঠা নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৮
জাহিদ অনিক বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ নীলপরি আপু
৪৯| ০১ লা নভেম্বর, ২০১৭ রাত ১১:০৯
সুমন কর বলেছেন: QR কোড ১ঃ লাল গোলাপ
QR কোড ২ঃ ডায়েরী
QR কোড ৩ঃ কলম এবং কালি।
সবগুলো বুঝিয়া পাইলাম। লেখা ইউনিক। মাঝে মাঝে কিছু মজাও ছিল। বিশেষ করে মাছের ব্যাপারটা।
আমি ভালো লাগলে বলি, না হলে বলি না। সেটা প্রায় সামুর সবাই জানে। এটা শুধু আমার ব্যক্তিগত পছন্দ। ভিন্ন জনের কাছে ভিন্ন লাগাটাই স্বাভাবিক।
ব্লগ চলা দীর্ঘ হোক। +।
০৪ ঠা নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩১
জাহিদ অনিক বলেছেন:
বাহ ! আপনি তিনটা গিফটই দেখে ফেলেছেন !
অনেক ধন্যবাদ জানাচ্ছি সুমন কর দা।
আপনার মন্তব্য ভাল লাগে আমার।
৫০| ০২ রা নভেম্বর, ২০১৭ রাত ২:৩৯
নীহার দত্ত বলেছেন: আমিও ভাল লাগলে ভাল বলি, ভাল না হলে ভাল বলি না।
যেহেতু ১০০ তম পোষ্ট, তাই কবিতা আশা করি নাই। ভাল লিখছেন। তবে অতটা নয়।
০৪ ঠা নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৫
জাহিদ অনিক বলেছেন:
ধনবাদ দত্ত; ব্লগিং শুভ হোক।
৫১| ০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ৩:৫৬
মাহমুদ০০৭ বলেছেন: অভিনন্দন । চলুক কলম নিরবধি ।
শুভেচ্ছা ।
০৪ ঠা নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩২
জাহিদ অনিক বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ মাহমুদ ভাই
৫২| ০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ১১:৩৫
ভ্রমরের ডানা বলেছেন:
অভিনন্দন কবি!
০৪ ঠা নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩২
জাহিদ অনিক বলেছেন: ধন্যবাদ কবি
৫৩| ০৪ ঠা নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৭
নান্দনিক নন্দিনী বলেছেন: অভিনন্দন জাহিদ অনিক !!!
০৪ ঠা নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪০
জাহিদ অনিক বলেছেন:
ধন্যবাদ নান্দনিক নন্দিনী !
৫৪| ০৪ ঠা নভেম্বর, ২০১৭ রাত ১১:০০
দীপংকর চন্দ বলেছেন: অনেক পরিপাটি।
শততম পোস্টের জন্য অভিনন্দন।
শুভকামনা। অনেক শুভকামনা।
০৫ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৫২
জাহিদ অনিক বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ দীপংকর দা !
৫৫| ০৪ ঠা নভেম্বর, ২০১৭ রাত ১১:৪৬
মনিরা সুলতানা বলেছেন: অভিনন্দন হে কবি _
শততম পোষ্ট !!!!!
ভাবতেই দারুন লাগে ;
চমৎকার গিফট এর জন্য ধন্যবাদ
অভিনন্দন হে কবি _
শততম পোষ্ট !!!!!
ভাবতেই দারুন লাগে ;
চমৎকার গিফট এর জন্য ধন্যবাদ
আনন্দময় ব্লগ জীবন এবং সাফল্য ময় লেখক জীবনের শুভ কামনা ।
০৫ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৫৪
জাহিদ অনিক বলেছেন:
বাহ ! এবার তাহলে লেগে পড়ুন !
ডাইরিটা ভরে ফেলতে হবে যে !
অনেক অনেক ধন্যবাদ কবি
৫৬| ০৫ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:৪০
জুন বলেছেন: সেন্চুরির জন্য অভিনন্দন জাহিদ অনিক
০৫ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৫৪
জাহিদ অনিক বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ জুনাপু।
আপনাদের ব্লগিং দেখেই না ব্লগে এলাম !
ভাল থাকুন।
৫৭| ১১ ই নভেম্বর, ২০১৭ রাত ২:২৮
কালীদাস বলেছেন: বুঝিনা কেউ কেউ কমেন্ট নিয়ে এত ভয় পায় কেন! পাবলিক এখন অনেক ভদ্র, দুয়েকটা স্বঘোষিত মহাজ্ঞানী (মহাগাধা) ছাড়া। মাঝে মাঝে এমন কিছু পোস্ট দেখি, আজ থেকে আট বছর আগে হলে বাকি ব্লগারদের হাসিতামাশার ঠেলায় ঐ ব্লগাররা আর জিন্দেগীতে ব্লগের ছায়াও মাড়াত না।
যাউকগা, "চেইন-চুরির" জন্য অভিনন্দন
১১ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:০০
জাহিদ অনিক বলেছেন:
ভাগ্যিস ৮ বছর আগের পরিবেশ আর নেই ব্লগে।
চেইন চুরির দায়ে অভিযুক্ত করার জন্য ধন্যবাদ ব্রাদার!
শুভ কামনা।
©somewhere in net ltd.
১| ৩১ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৫৪
মোঃ মাইদুল সরকার বলেছেন: QR কোডটি স্ক্যান করব কি ভাবে সেটাই এতক্ষন চেষ্টা করে বিফল হলাম।
নাকি এটিও একটি ধাধা কিংবা পরীক্ষা নেওয়া-কে কে উপহার প্রত্যাশী?
লেখা ভাল লেগেছে।
পুরস্কার/উপহার প্রাপ্তির কি প্রয়োজন ?