নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসি কবি ও কবিতাকে
আমি আমার কবিতার মত নই,
কবিতা আমার মত নয়।
কবিতা রাতে ঘুমোতে পারে
আমি পারি না।
কবিতা অনেক কিছুই বলতে পারে;
আমি পারি না।
কবিতা ছুঁয়েছে তোমার এঁটো ঠোঁট,
আমি পারি নি; ঘিনঘিনে শরীর।
কবিতা ঘুরে এসেছে সাইবেরিয়া এন্টার্কটিকা হিমালয়;
আমি পারিনি, পঙ্গুত্ব ধরেছে দেহ-মনে।
বিশ্বাস হয়!
আমার কবিতা কথা বলতে পারে অথচ আমি পারি না।
আমার,
হ্যাঁ আমার কবিতার সাথেই রোজ কথা হয় তোমার,
আমার সাথে নয়।
আমার মধ্যে কাব্য নেই, কাব্যের ভিতর কবি নেই,
আমি এবং আমার মধ্যে এইটকুই তফাত।
ছবিঃ গুগল
২৪ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪২
জাহিদ অনিক বলেছেন:
তারপর সকাল হলে রবীন্দ্রনাথের ইচ্ছেপূরনের মত দেখা যাবে কবিতার জামাকাপড়গুলো কবির গায়ে ফিটিং হচ্ছে না !
২| ২৪ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৩
কুঁড়ের_বাদশা বলেছেন: কবিতা, তুমি স্বপ্নচারিনী হয়ে খবর নিও না কবিতা, এই নিশাচর আমায় ভেবোনা সুখের মোহনা......।
+++++
২৪ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০০
জাহিদ অনিক বলেছেন: আমাদের
ভালবাসা হয়ে গেছে কখন
যেন
পদ্ম পাতার জল।
৩| ২৪ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৯
একজন সেলফিস বলেছেন: কবি নয় কবিতা হওয়ার শখ জাগলো
২৪ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫০
জাহিদ অনিক বলেছেন:
আপনি আসলেই সেলফিস !
চাঁদেরে কে চায় জোছনা সবাই যাচে।
ধন্যবাদ মিঃ সেলফিস।
৪| ২৪ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪১
রাজীব নুর বলেছেন: কবিতা পরে ভালো লাগলো।
দশে দশ দিলাম।
২৪ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৮
জাহিদ অনিক বলেছেন:
অনেক ধন্যবাদ রজীব নুর।
শুভ সন্ধ্যা
৫| ২৪ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১০
কুঁড়ের_বাদশা বলেছেন: প্রতিউত্তরে ধন্যবাদ, মেয়া বাই।
এক কবি বলেছেন..... বাবুরাম সাপুড়ে, কোথা যাস্ বাপুরে? আয় বাবা দেখে যা, দুটো সাপ রেখে যা !
যে সাপের চোখ নেই, শিং নেই নোখ্ নেই, ছোটে না কি হাঁটে না, কাউকে যে কাটে না, করে নাকো ফোঁস ফাঁস, মারে নাকো ঢুঁশঢাঁশ,
প্রেম করা ভাল না,মেয়া বাই। কারণ, সব মেয়ে মানুষ খালি ফোঁস ফাঁস, ঢুঁশঢাঁশ করে।।
আমি কখনো ফোঁস ফাঁস, মারে নাকো ঢুঁশঢাঁশ এমন মেয়ে
সন্ধান পাই নাই,তাই কুঁড়ের বাদশার জীবনে প্রেম হয় নাই।।
২৪ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৩
জাহিদ অনিক বলেছেন:
জীবনখানি কুঁড়ের বাদশার বারো আনাই মিছা !
৬| ২৪ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১২
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনার হয়ে আপনার কবিতাই কথা বলুক।
সুন্দর হয়েছে।
২৪ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৩
জাহিদ অনিক বলেছেন:
সেই ভালো।
ধন্যবাদ সম্রাট ইজ বেস্ট !
৭| ২৪ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৬
চাঁদগাজী বলেছেন:
কবিতা কি ক্লাশমেট, অফিসমেট, নাকি প্রতিবেশী মেয়ে?
২৪ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩০
জাহিদ অনিক বলেছেন:
প্রতিবেশী মেয়ে
৮| ২৪ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪০
কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: কবি ও কবিতার মাঝে আসলে কোনো তফাৎ নেই।
২৪ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:৪২
জাহিদ অনিক বলেছেন:
আছে আছে কংকাভাইয়া।
৯| ২৪ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:০৪
নূর-ই-হাফসা বলেছেন: যাক কবিতায় কিছু সত্যতা প্রকাশ পেল ।
ভালো লেগেছে ।
২৪ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:৪২
জাহিদ অনিক বলেছেন:
সত্য কথা, হবে হয়ত।
অনেক ধন্যবাদ নূর-ই-হাফসা।
১০| ২৪ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:১৯
সুমন কর বলেছেন: সুখপাঠ্য। সুন্দর হয়েছে। +।
* ২য় প্যারার প্রথম লাইনটা ঠিক করে দিয়েন।
২৪ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:৪৩
জাহিদ অনিক বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ সুমন দা।
২য় প্যারা ঠিক করে দিয়েছি।
১১| ২৪ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:৫০
এফ.কে আশিক বলেছেন: দারুন লিখেছেন...+++
লিখতে থাকুন কবি শুধু কবিতার সাথে নয় আপনার সাথেও কথা হবে...
শুভকামনা রইল...।
২৪ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:৩৪
জাহিদ অনিক বলেছেন:
নিশ্চয়ই কথা হবে।
অনেক ধন্যবাদ আশিক ভাই, ভালো থাকুন।
১২| ২৪ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:১০
ধ্রুবক আলো বলেছেন: দারুন লিখেছেন কবি ভাই।
প্লাস+
২৪ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:৩৫
জাহিদ অনিক বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ।
ভালো থাকুন নিরন্তর।
১৩| ২৪ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:১৮
মনিরা সুলতানা বলেছেন: ধ্রুবক আলো বলেছেন: দারুন লিখেছেন কবি ভাই।
প্লাস+
২৪ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:৩৬
জাহিদ অনিক বলেছেন: লেখক বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ।
ভালো থাকুন নিরন্তর।
১৪| ২৪ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:৫২
মনিরা সুলতানা বলেছেন: বিশ্বাস হয়!
আমার কবিতা কথা বলতে পারে অথচ আমি পারি না।
আমার,
হ্যাঁ আমার কবিতার সাথেই রোজ কথা হয় তোমার,
আমার সাথে নয়।
চমৎকার কিছু লাইন !!!!!!
সত্যই কবির কথা বলতে পারে ,কবির কবিতার সাথেই পাঠকের রোজ কথা হয়।
লেখায় ভালোলাগা জাহিদ !
২৬ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:৩৫
জাহিদ অনিক বলেছেন:
অনেক ধন্যবাদ কবি।
১৫| ২৫ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:৩২
তামান্না তাবাসসুম বলেছেন: বাহ্ ! মুগ্ধ পাঠ !
২৬ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:৩৬
জাহিদ অনিক বলেছেন:
কৃতজ্ঞতা তামান্না তাবাসসুম, ভালো থাকুন।
১৬| ২৫ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:০০
অর্ক বলেছেন: বাহ্ !
২৬ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:৩৭
জাহিদ অনিক বলেছেন:
ধন্যবাদ অর্ক।
১৭| ২৬ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:০৩
মোস্তফা সোহেল বলেছেন: আপনার মাঝে কবিতা নেই বলেই আস্ত একটা কবিতা লিখে ফেললেন!
কবিরা মনে হয় কখনই কবিতার মত হয় না।
কিম্বা কবিত কখনই কবির মত হয় না।
এটাই চিরন্তর সত্য।
২৬ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:৫৪
জাহিদ অনিক বলেছেন:
কবিতা যদি কবির মত হত তাহলে কবিতা হয়ে যেত রূক্ষ
আর কবি কবিতার মত হলে কবি হয়ে যেত দু:খ বিলাসী। ( আমার ক্ষেত্রে)
শুভেচ্ছান্তে
১৮| ২৬ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:১২
উম্মে সায়মা বলেছেন: খুব সুন্দর ভাবনা তো! সত্যিই কবিতাই তো কথা বলে। কবিতো কবিতা জন্ম দিয়েই শেষ। কবিতাই আবহমানকাল ধরে মানুষের মনে বাজে....
আগেই পড়েছিলাম। লগ ইন করা ছিল না বলে মন্তব্য করা হয়নি।
কবি এবং কবির কবিতার জন্য শুভ কামনা।
২৬ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:১৬
জাহিদ অনিক বলেছেন:
তাই ! খুব সুন্দর ভাবনা?
বাহ।
অনেক অনেক ধন্যবাদ কবি।
আপনার জন্যেও শুভকামনা।
১৯| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৬
খায়রুল আহসান বলেছেন: এঁটো ঠোঁট? -- বাহ!
কবিতায় ভাল লাগা + +
০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১০:২৪
জাহিদ অনিক বলেছেন:
কবিতা পাঠ ও প্লাস দিয়ে অনুপ্রেরণা দেয়ার ধন্যবাদ ও কৃতজ্ঞতা আহসান সাহেব।
ভালো থাকুন।
©somewhere in net ltd.
১| ২৪ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৪
শায়মা বলেছেন: এক কাজ করো।
তুমি হয়ে যাও কবিতা
আর কবিতারা হোক কবি!!!!!!