নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসি কবি ও কবিতাকে
যারে দেহি নাই, হুনি নাই ছুঁই নাই গতর,
বাঁইচা আছে না মইরা গেছে কিছুই যার জানি না।
যার লাইগ্যা,
আমবশ্যা রাইতে শরমের বাতাস দোলা দেয় গায়ে;
তার লাইগ্যা দাঁত কাঁপুনি দিয়া জ্বর ক্যান আহে কইতে পারো?
উজানের যে জল জোয়ায়ের লগে মিশ্যা যায়
কূলে কূলে বড়শি বাইয়া তারে কি আর ধরন যায়?
বিরাট গাঙে ডুইবা মরলে বাঁচাইবো ক্যাডায়!
বিনা জলেই যে মইরা গেছে
হেই হুগনা কইলজ্যা ভিজাইবা কোন গাঙের জলে !
উতরা বাতাস যের গায়ে একবার লাগে
হেরে আর বাঁধন যায় না,
আঁচলের বান্ধন খুইল্যা হে পলাইয়া যায় ।।
রাইত যায় দিন আহে,
অন্তরে খিল দেওয়া জং ধরা কপাট একদিন খুইল্যা যায়,
কোনহানে আর কোন পাও দেহা যায় না,
আর ফেরে না নাগর!
বুবু কবি রাবেয়া রাহীম এর লেখা কবিতা পিরিতের নজির থেকে অনুপ্রাণিত হয়েই উক্ত কবিতার যা তা একটা উত্তর !
মজার কথা হচ্ছে, কবিতাটি লেখার পর ভাবছিলাম এই কবিতার নাম কি দিব!
অনেক ভেবেচিন্তে ঠিক করলাম কবিতার নাম দিব সুখের অসুখ, এটা লিখে গুগলে সার্চ দেয়ার পর দেখা গেল এই শিরোনামেও বুবুর একটা লেখা আছে ! বুবুরে রাইখা আমি যে কই যাই !!!!!!!!!
দ্রষ্টব্যঃ
পরানের গহীন ভিতর - সৈয়দ শামসুল হক
এবং
পিরিতের নজির- রাবেয়া রাহীম যারা পড়েছেন তাদের কাছে এই কবিতা পানসে লাগবে।
০৮ ই ডিসেম্বর, ২০১৭
০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:১৩
জাহিদ অনিক বলেছেন:
কবিতা সুন্দর বলেছেন দেখে ভালো লাগলো।
অনেক ধন্যবাদ গিয়াস ভাই। ভালো থাকবেন।
২| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:০২
রূপক বিধৌত সাধু বলেছেন: লেখাটা পাঠ করে কোন এক পল্লীবালার কথা মনে পড়লো।
০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:১৪
জাহিদ অনিক বলেছেন:
সেটাই পাওয়ার কথা।
কবিতা পড়ার জন্য ধন্যবাদ সাধু।
৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:০৩
রাজীব নুর বলেছেন: আজকাল আপনাকে আমার পোষ্টে দেখি না!!!
কবিতা ভালো হয়েছে। সাথে একটা সামঞ্জস্য আছে এমন একটা ছবি দিলেন না কেন?
০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:০৬
জাহিদ অনিক বলেছেন:
দুইদিন ধরে একটু সুখ ও অসুখে আছি।
সুখ কমে গেলেই যাব সবার ব্লগে। আপনার ব্লগে সবার আগে যাব।
আপনি একটা ছবি সাজেস্ট করেন, আমি জুড়ে দিব।
৪| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:০৪
শায়মা বলেছেন: এক লাইন পড়েই বুঝেছিলাম কার লেখা পড়িয়া ইহা লিখিয়াছো বাবু!!!!!!
০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:১৪
জাহিদ অনিক বলেছেন:
আপনি না বুঝলে আর কে বুঝবে !
অগ্রিম বোঝার জন্য শুকরিয়া।
একবার ভাবছিলাম লিখব না, পরে ভাবলাম লিখাই ফালাই।
৫| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:০৬
শাহরিয়ার কবীর বলেছেন: প্রতিকব্যে ভালো লাগলো !! গভীর চিন্তাবিদ ও কবিতা স্পেশালিষ্ট মানেই জাহিদ অনিক !!
০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:১৫
জাহিদ অনিক বলেছেন:
ধন্যবাদ কবি !
আপনার কাছ থেকে যেন এই মন্তব্যই আমি আশা করে ছিলাম !
৬| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:০৮
সামিয়া বলেছেন: বাহ দারুন ভিন্ন ধারার কবিতা।
০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:১৬
জাহিদ অনিক বলেছেন:
অনেক ধন্যবাদ সামিয়া আপু।
কবিতাটা কিছুটা ভিন্ন ভাষার ও ভাবের।
পড়ার জন্য কৃতজ্ঞতা।
৭| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:১০
চাঁদগাজী বলেছেন:
এই প্রথম গ্রামগন্জের পথে
০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:১৬
জাহিদ অনিক বলেছেন:
না গিয়ে উপায় আছে ?
গ্রামই তো আমার শিকড় !
৮| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:১৪
নূর-ই-হাফসা বলেছেন: অন্যরকম একটা কবিতা । প্রথম ৫ লাইন মজার লাগলো ।
কবিতা সুন্দর হয়েছে ।
০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:১৭
জাহিদ অনিক বলেছেন:
পরের লাইনগুলো তাহলে ভালো লাগে নাই !
আহা !
কবিতা পড়ার জন্য ধন্যবাদ নূর-ই-হাফসা ভালো থাকুন।
৯| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪৮
শামচুল হক বলেছেন: দারুণ
০৯ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৪৭
জাহিদ অনিক বলেছেন:
অনেক ধন্যবাদ শামচুল হক সাহেব
১০| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৫২
আহমেদ জী এস বলেছেন: জাহিদ অনিক ,
সুন্দর কবিতা ও তার ভাবখানাও তেমন ।
আপনার এটা পড়ে আমার নিজের একটা কবিতার কথা মনে পড়ে গেলো , ----- এইখানে ------------
এই পুড়ার চক্ষে বড়ই পাপ রে বাজান ! বড়ই পাপ …
০৯ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৫২
জাহিদ অনিক বলেছেন:
আপনার কবিতাটা বেশ ভালো লাগলো জী এস ভাই।
স্মৃতিচারণায় বেশ ভালোই হল আপনার কবিতাটাও পড়া হলো।
ধন্যবাদ।
১১| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৪৪
মিথী_মারজান বলেছেন: অন্যরকম সুন্দর কবিতা।
অনেক বেশি ভাললাগা।
০৯ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৫৪
জাহিদ অনিক বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা মিথী_মারজান।
১২| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৪৫
রাবেয়া রাহীম বলেছেন: বুবুরে রাইখা আমি যে কই যাই——
ভাইরে ইহজিনদেগীতে আর ছারান নাই
এখন একটু ব্যস্ত আছি বাকি মন্তব্য পরে করবো
০৯ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৫৪
জাহিদ অনিক বলেছেন:
আচ্ছা ! আর ছারান নাই বুঝতে পারছি !
কবি ও কবিতাকে কে ছাড়ে !
১৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:০৫
কথাকথিকেথিকথন বলেছেন:
লেখা ভালো লেগেছে । আঞ্চলিকতার টিউন মুগ্ধ করছে ।
০৯ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৫৫
জাহিদ অনিক বলেছেন:
অনেক ধন্যবাদ প্রিয়মুখ কথা!
১৪| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:২২
মনিরা সুলতানা বলেছেন: লেখায় ভালো লাগা !!
ধন্যবাদ রাবেয়া বুবু কে ,না হয় এমন কিছু ও পেতাম না ।
০৯ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৫৬
জাহিদ অনিক বলেছেন:
কবিদের থেকে কবিতার প্রশংসা পেলে ভালোই লাগে!
রাবেয়া রাহীম ও আপনাকে দুজনকেই ধন্যবাদ !
১৫| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:১৫
ওমেরা বলেছেন: এটা কোন এলাকার ভাষা !!! কিছ্ছু বুঝলাম না !!
০৯ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৫৭
জাহিদ অনিক বলেছেন:
কি বলেন !!!!!!
কিছুই বুঝলেন না !
খুব দুঃখের কথা। আচ্ছা, দেখি আপনার জন্য কবিতার একটা সহজ ভার্শন বের করা যায় কিনা দেখি।
১৬| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৭:০৬
রাবেয়া রাহীম বলেছেন: চান্নি রাইতে বাঁশ বাগানে পাতার ফ্যাসফ্যাসানিতে
আমি বিশ্বাস যাই--
তুমি সত্য, তোমার কথা সত্য
কথা আছিলো ফেরত আইবা, কাত্তিক মাসের আগেই
কাত্তিক গেল আগ্রহায়ন গেল পৌষ মাস যায় যায়
বাইষ্যা মাসের গাঙ্গের লাহান
দুই পাড় উপচাইয়া উঠে পরান আমার
য্যান আসমান ভাইঙ্গা পড়ে—!!
গেরামের মানুষ কয় "ঐ পোলা ভাদাইম্মা"
বাজানও কয় --তোমার আশায় দিন যাইবো না
খালি পোড়ার যইবন জানে,
এই পরানের লগে তোমার পরান বান্ধা !!
কালি আন্ধার রাইতে কুপি জ্বালাইয়া চাইয়া রই
নাগর, এত দেরি যে আর সয় না।।
তোমার আজকের লেখা আমাকে ভীষণ আনন্দ দিয়েছে। শুধু মনে হচ্ছে আমি যখন থাকবনা তুমি আমার প্রতিটা লেখা এভাবেই ধরে রাখবে । তোমাকে আমাকে উত্তরসূরি মএন হচ্ছে। অনেক দোয়া রইল। ভাল থেক । অনেকদূর যাও ।
০৯ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৫৯
জাহিদ অনিক বলেছেন:
শুধু মনে হচ্ছে আমি যখন থাকবনা তুমি আমার প্রতিটা লেখা এভাবেই ধরে রাখবে । এইসব কথার কোণ মানেই হয় না।
এসব শুনতে ভালো লাগে না।
আপনার এখনও অনেক কিছু করা ও লেখা বাকী !
ছেলের বৌ আসবে, নাতি আসবে। সেসব নিয়ে মহা আনন্দে থাকবেন।
কবিতার উত্তর ভালো লেগেছে খুব।
১৭| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:৩১
সাদা মনের মানুষ বলেছেন: রাবেয়া আপুর কবিতা বাড়ির লিঙ্গ ধরে এখানে চইলা আইলাম। কবিতা কম বুঝা পাবলিক হইলেও কথাগুলো মন ছুয়েছে অনিক ভাই।
০৯ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:০২
জাহিদ অনিক বলেছেন:
অনেক ধন্যবাদ সাদামন ভাই।
কিছুটা অসুস্থতার জন্য আপনাদের কারও ব্লগেই যাওয়া হচ্ছে না। শুধু স্বার্থপরের মত নিজের ব্লগেই মন্তব্যের উত্তর দিচ্ছি।
১৮| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:৪০
কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: বাহ দুজনের কবিতাতেই ভালো লাগা।
০৯ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:০২
জাহিদ অনিক বলেছেন:
অনেক ধন্যবাদ কংকাভাইয়া !
১৯| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৫৫
জুন বলেছেন: জাহিদ অনিক আপনার কবিতা পড়ে সৈয়দ শামসুল হকের লেখা সব সময়ের প্রিয় কবিতা পরানের গহীন ভিতরের কথাই মনে পরে গেলো আরেক বার যা আপনি নিজেও উলেখ করেছেন । আপনার কবিতাটি কত অনাবদ্য হয়েছে এটাই তার প্রমান ।
এ বড় দারুন বাজি, তারে কই বড় বাজিকর
যে তার রুমাল নাড়ে পরানের গহীন ভেতর ।।
+
০৯ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:০৫
জাহিদ অনিক বলেছেন:
কবিতাটি আপনার কাছে অনবদ্য বলে মনে হয়েছে এটাই আমার কাছে বিরাট বড় পাওয়া।
অনেক ধন্যবাদ জুন আপু।
২০| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:১৯
মোঃ মাইদুল সরকার বলেছেন: কবিতাটা পড়ার সময়ই মনে হল সৈয়দ হকের কোন এক কবিতার কথা।
যাক পড়ে নীচে লিখে দিয়েছেন- পরাণের গহিন ভিতর।
বেশ ভাল হয়েছে।
অবশ্যই পরানের গহিন ভিতর সিরিজের কবিতাগুলো আমার অনেক ভাললাগার কবিতার মধ্যে অন্যতম।
০৯ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:২১
জাহিদ অনিক বলেছেন:
সৈয়দ হকের ও এক অনবদ্য সৃষ্টী !
কত নারী ঐ পরাণের গহীন ভিতরে আত্মহূতি দিয়েছে !
ধন্যবাদ মাইদুল ভাই।
২১| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৪
ধ্রুবক আলো বলেছেন: কবিতা খুব সুন্দর লাগলো। বুবু আর আপ্নে দুই জনের জন্য শুভ কামনা।
০৯ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৪২
জাহিদ অনিক বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ ধ্রুবক ভাই।
২২| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৯
শিখা রহমান বলেছেন: জাহিদ অনিক আমি কিন্তু রাবেয়া রাহীমের কবিতাটা পড়িনি। তাই কবিতা পড়ার সময়ে পাদটিকা দেখার আগে পর্যন্ত 'পরানের গহীন ভিতরে'র কথাই ভেবেছি।
"এ বড় দারুন বাজি, তারে কই বড় বাজিকর
যে তার রুমাল নাড়ে পরানের গহীন ভেতর।" আপনার কবিতা আসলেই পরানের গহীনে রুমাল নেড়েছে।
এত্তো ভালোলাগা আর একটু ঈর্ষা!! এত্তো ভাল লেখান কেন বলুনতো?? শুভকামনা বাজিকর!!
১০ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৩
জাহিদ অনিক বলেছেন:
রাবেয়া বুবুর কবিতাটি এখন এতক্ষণে পড়ে নিয়েছেন আশা করছি।
কবিতাটা পড়ার সময় যারা যারা পরাণের গহীন ভিতরে পড়েছেন এটার কথা মনে পড়তে বাধ্য। আপনার ক্ষেত্রেও তাই হয়েছে।
আপনার চমৎকার মন্তব্যে অনুপ্রাণিত হলাম। ধন্যবাদ এবং শুভেচ্ছা শিখা রহমান।
২৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৪২
তারেক ফাহিম বলেছেন: জন্মের কষ্টের কান্না থামাইবার কোন ঔষোধ কি আছে? সেটা কবি জানে না। জানে না বলেই আমবশ্যা রাইতে পুলে পুলে কান্দে। সহজে থামাইতে পারে না কেউ। তারপরেও কবি মানুষ। কবির মধ্যে কান্দন আছে, মায়া আছে, বিশ্বাস আছে, আরও আছে আশা একদিন খিল দেওয়া মনের দরজায় জং ধরা দরজা খুলবে।
১০ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৪
জাহিদ অনিক বলেছেন:
তারেক ফাহিম,
আপনার মন্তব্যটা আরেকটু বড় হলেই মনে হয় একটা পোষ্ট হয়ে যেত।
ভীষণ ভালোলাগা রইলো।
শুভেচ্ছা।
২৪| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৫১
উম্মে সায়মা বলেছেন: রাবেয়া আপুর কবিতাটাও পড়েছিলাম। মন ছুঁয়ে যাওয়া....
তোমারটাও ভালো লাগলো খুব। সমরেশ মজুমদারের 'কালবেলা' পড়ছি। কবিতাটা পড়ে অনিমেষের পিসীর কথা মনে হচ্ছে। আঞ্চলিক কবিতায় ভালো লাগা.....
১০ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৮
জাহিদ অনিক বলেছেন:
আপনি প্রথমে প্লাস দিয়ে পালিয়ে গিয়েছিলেন, তারপরে এসে এক ফাঁকে মন্তব্য করে গেছেন।
এর পরে আমিও পালিয়ে গেছিলাম।
সবাই কেমন নানামুখী ব্যস্ততায় আছি !
ভালো আছেন আশা করি।
সমরেশের কালবেলা মনে হয় খুব নাড়া দিয়েছিল আপনাকে তাই না ? আগেও একবার বলেছিলেন কালবেলার কথা।
কবিতা ভালো লেগেছে জেনে ভালো লাগলো।
ভাল থাকবেন উম্মে সায়মা আপু।
২৫| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৩
ফাহিমা জেরিন জেবা্ বলেছেন: ভালো হয়েছে।
১০ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৯
জাহিদ অনিক বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ ফাহিমা জেরিন জেবা।
মন্তব্যের জন্য কৃতজ্ঞতা। ভালো থাকুন।
২৬| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৫
সম্রাট ইজ বেস্ট বলেছেন: ভাই, আপনার কবিতায় আপনার বহুমুখী প্রতিভার প্রমাণ পাওয়া যায়। সুন্দর লিখেছেন।
১০ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৫০
জাহিদ অনিক বলেছেন:
যাক, আপনার থেকে একটা অনুপ্রেরণা পাওয়া গেল।
অনেক অনেক ধন্যবাদ সম্রাট ভাই।
২৭| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আমার দুর্ভাগ্য আপনার উল্লেখিত দুটো কবিতার একটাও পড়ি নাই!! তবে আপনার কবিতা পড়ে ভালোই লাগছে, সব হাছা কথা গুলান কইয়্যা গেছেন কবিতায়। খুবই ভালা লাগছে ভাই।
(এইসব গাঁও গেরামের ভাষায় একখান কবিতা লেহার সখ আমার বহুত দিনের, তা আর অইল না! এহন সময়'ই নাই!!)
১০ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৫২
জাহিদ অনিক বলেছেন:
উপরে উল্লেখিত কবিতা দুইটি সময় করে পড়ে নিবেন কবি নয়ন ভাই।
সৈয়দ হকের কবিতাটি তো অনবদ্য।
আর আপনিও একটা কবিতা লিখুন না ! আমি পড়তে চাই ।
ভালো থাকবেন।
২৮| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৩৬
মৌমুমু বলেছেন: চমৎকার কবিতা লিখেছেন অনিক ভাইয়া।
ভালোলাগা রইল।
১০ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৫
জাহিদ অনিক বলেছেন:
সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা
ভালো থাকুন মাশা এন্ড দি বিয়ার !
২৯| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৪১
বিদ্রোহী ভৃগু বলেছেন:
দুজনের কবিতাতেই ভালো লাগা।
+++
১০ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৬
জাহিদ অনিক বলেছেন:
ধন্যবাদ ভ্রাতা !
আপনার উপস্থিতই ধন্য মনে করছি নিজেকে।
৩০| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৪৫
সুমন কর বলেছেন: বাহ্....চমৎকার হয়েছে। +।
১০ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৭
জাহিদ অনিক বলেছেন:
ধন্যবাদ সুমন দা
অনেক অনেক ভালো থাকবেন। শুভ সন্ধ্যা।
৩১| ১০ ই ডিসেম্বর, ২০১৭ রাত ২:১৬
ফেরদৌসা রুহী বলেছেন: দারুণ কবিতা।
সুখের অসুখ ছোঁয়াচে।
১০ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৯
জাহিদ অনিক বলেছেন:
সুখের অসুখ ছোঁয়াচে, ঠিকই বলেছেন আপনি।
ধন্যবাদ ও কৃতজ্ঞতা ফেরদৌসা রুহী। ভালো থাকবেন।
আপনার সুইটজারল্যান্ড ভ্রমণের বাকী অংশ পড়ার অপেক্ষায় আছি।
৩২| ১০ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:১৬
মোস্তফা সোহেল বলেছেন: ভাল্লাগছে।প্লাস দিয়া গেলুম+++
১০ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:০০
জাহিদ অনিক বলেছেন:
কবিতা ভালো লেগেছে ভীষণ ভালো লাগলো আমারও।
প্লাস দিয়ে কৃতজ্ঞ করলেন। অনেক ধন্যবাদ মোস্তফা সোহেল ভাই।
৩৩| ১০ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:০৭
প্রামানিক বলেছেন: অন্যরকম কবিতা। অনেক অনেক ভালো লাগল।
১৪ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:১১
জাহিদ অনিক বলেছেন:
অনেক ধন্যবাদ প্রিয় ছড়াকার
অনেক ভালো থাকুন
৩৪| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:০৬
শাহানাজ সুলতানা অধরা বলেছেন: এই ভাষার সাথে আমি তেমন পরিচিত না, তবু যেটুকু বুঝেছি মন ছুঁয়ে গেছে।
১৪ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:১৫
জাহিদ অনিক বলেছেন:
ভাষাটা একটু অচেনা, তবুও কষ্ট করে পড়েছেন দেখে ভালো লাগলো।
চমৎকার মন্তব্যে অনুপ্রাণিত করলেন।
ভালো থাকুন শাহানাজ সুলতানা অধরা। শুভেচ্ছা।
৩৫| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৪৬
চাঁদগাজী বলেছেন:
বুবু কবি, ভাবী কবি, আপু কবি; কবিতার চেয়ে কবিদের কথা বেশী মনে পড়ে
১৪ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:১৯
জাহিদ অনিক বলেছেন:
শুধু কবিতার কথা মনে পড়লেই তো হবে না, কবিদের কথাও তো মনে রাখতে হয়।
কবি নজরুল তো বলেই গিয়েছে আক্ষেপ করে,
চাঁদেরে কে চায় জোছনা সবাই যাচে!
৩৬| ১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৫১
মলাসইলমুইনা বলেছেন: জাহিদ অনিক: কবিতার কথাগুলা এক্কেবারে বুকের ভিতর সিন্ধাইয়া দিলো ভালোলাগার আবেশটা | শীতের ঠান্ডা হাওয়ার নাহাল পড়ান জুড়াইলো কবিতা পইড়া |
১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৫৮
জাহিদ অনিক বলেছেন:
চমৎকার ও মুগ্ধকর মন্তব্যে ভাসালেন জনাব।
ভালো থাকবেন নিরন্তর।
শুভেচ্ছা।
©somewhere in net ltd.
১| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:০১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কবিতা সুন্দর হইছে, বুবু আর আপ্নে দুই জনের জন্য শুভ কামনা।