নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসি কবি ও কবিতাকে
যেহেতু বেঁচে আছি-
এখন;
এই সময়ে বড্ড অভাবে
নিত্যদিনের টুকটাক জীবনে
কিভাবে যেন
অসময়ে আসে কিছু প্রেম।
আসে যায়- যায় আসে;
টুপটাপ বৃষ্টি নামায়।
সেহেতু প্রাণ-
নিষ্প্রাণ জীবন;
কেটে যায় চুপচাপ-নির্জন
সকাল সন্ধ্যা রাত্তির,
সব আসে বেলা করে সময়ে;
কেবল অসময়ে আসে কিছু প্রেম।
©somewhere in net ltd.