নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যেসব কথা এই সামু ব্লগে লিখতে পারি না নানা কারনে- সেসব কথা আমার পার্সোনাল জার্নাল ব্লগে লিখি -- https://journalofjahid.com/

জাহিদ অনিক

ভালোবাসি কবি ও কবিতাকে

জাহিদ অনিক › বিস্তারিত পোস্টঃ

প্রৌঢ় অশ্বত্থ

১৩ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫৭


মাথার উপর দাঁড়িয়ে থাকা অশ্বত্থ এক গাছ
বৈশাখ শ্রাবণ প্রবল ঝড়ে অটুট অবিচল
শেকড়ের গভীরে দুমড়ে মুচড়ে যায়
মাটি কামড়ে পাহারা দেয়
আমাকে আশ্বস্ত করে হার না মানা হাত
ডাল ভাঙার মত মটমট করে ভেঙে যায় পাজরের হাড়
আবার কশেরুকাতে জন্মায় লসিকা মজ্জা।

নিশ্বাসের চেয়েও শান্ত পাতার স্পন্দন
শীতল জলাশয়ে টুপটাপ পাতা নড়ে
কিছু রক্ত চুইয়ে পড়ে গাছের পাতা থেকে
বাকলে হেঁটে বেড়ায় আঠালি পোকা
কাঠের কস চুষে চুষে ধীরে ধীরে বড় হচ্ছি আমি।

হঠাত খুব বড় হয়ে গিয়ে হেটে চলে যাই অনেকটা দূর
অশ্বত্থ গাছের ডালপালা আর ছুঁতে পারে না আমায়
গাছ ঠায় দাঁড়িয়ে রয়
আমি হাঁটি ঘুরপাক খাই; বড় হই ছোট হই
উঠতি যৌবনেও এক সময় ক্লান্ত হয়ে যাই
মাথার উপরে ছায়া দেয়া বুড়ো সেই ফোকলা গাছটা খুঁজি
খুঁজি আর বুঝি -
আমার শেকড়েও লেগেছে টান
চৌকাঠ পেড়িয়ে দৌড়ে চলে যাই যত দূরে
তত আমায় কাছে টানে কালো হয়ে যাওয়া প্রৌঢ় সার কাঠ।






-

ছবিঃ ছবি এখান থেকে নেয়া

১৩ ই জানুয়ারি, ২০১৮

মন্তব্য ৬৮ টি রেটিং +২২/-০

মন্তব্য (৬৮) মন্তব্য লিখুন

১| ১৩ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:০৬

চাঁদগাজী বলেছেন:


পথিক বারে বারে ফিরে আসে পরিচিত ছায়ায়

১৩ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:১৮

জাহিদ অনিক বলেছেন:

দুরন্ত পথিক হেঁটে চলে অজানা পথে, পরিচিত পথে রয়ে যায় দুর্বা ঘাসের আক্ষেপ।

২| ১৩ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫১

নূর-ই-হাফসা বলেছেন: কবিতা সুন্দর হয়েছে । ভালো লাগলো কবি ভাই ।

১৩ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০২

জাহিদ অনিক বলেছেন:

অনেক ধন্যবাদ নূর-ই-হাফসা

৩| ১৩ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪২

আহমেদ জী এস বলেছেন: জাহিদ অনিক ,




কবিতার পটভূমি আগে দেখিনি , কেবল কবিতাটিই বারবার খুটে খুটে পড়ছিলুম আর ভাবছিলুম বক্তব্যটি কি কবিতার । একটা জিনিষই বুঝছিলুম যে, অশ্বত্থ গাছটি একজন পিতার রূপক । আর আটালি পোকার কথায় ধরে নিয়েছিলুম সন্তানের রূপ ।

নীচে নেমে দেখি আমার ভাবনাটাকেই আপনি কবিতার পটভূমিতে তুলে ধরেছেন ।

আপনার পিতা অশ্বত্থ গাছটির মতোই আরো অনেক অনেক বছর ঝড়-ঝাঁপটা সয়ে সয়ে নির্ভীক দাঁড়িয়ে ছায়া দিয়ে যাক আপনাকে , আপনার পরিবার কে ।
একজন পিতার জন্মদিনে সন্তানের কাছ থেকে এমন মহার্ঘ্য উপহারের তুলনা নেই ।

১৩ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:৫৭

জাহিদ অনিক বলেছেন:

আপনার মত গুণীজন কবিতার পটভূমি না দেখেই কবিতা বুঝেবন সেটা আশা করেই ছিলাম।পটভূমিটা আসলে দেয়ার ইচ্ছে ছিল না।তবুও কেন যেন দিয়ে দিলাম।

চমৎকার মন্তব্যের মাধ্যমে অনুপ্রাণিত করলেন।
ধন্যবাদ

৪| ১৩ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫২

মিথী_মারজান বলেছেন: জন্মদিনে বাবার জন্য সুন্দর শ্রদ্ধাঞ্জলী।
অসাধারণ!!!

আল্লাহ্ আপনার বাবাকে সুস্থতা এবং দীর্ঘ জীবন দান করুন।
পরম স্নেহে অশ্বত্থ ছায়ায় অতিবাহিত হোক আপনার জীবন।

১৩ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:০০

জাহিদ অনিক বলেছেন:

কবিতাটি পড়েছেন এবং চমৎকার মন্তব্যের মাধ্যমে অনেক অনুপ্রাণিত করলেন মিথি আপু।

ভালো থাকুক পৃথিবীর সকল বাবা।
ধন্যবাদ

৫| ১৩ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:২২

আটলান্টিক বলেছেন: ভাইয়া আপনার অবস্থা দিনে দিনে খারাপ হয়ে যাচ্ছে।আপনি উপলক্ষ ছাড়া আর কবিতা লিখছেন না।একদিন দেখবেন লেখার জন্য কোন উপলক্ষ খোজে পাবেন না,তখন কিন্তু আর কবিতাও লিখতে পারবেন না




ভয় পেয়েছেন? :) :) :)

১৩ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:০২

জাহিদ অনিক বলেছেন:
একটি আটলান্টিক আপনার মন্তব্য পড়ে হাসলাম। ভাল বলেছনে।উপলক্ষ ছাড়া লেখা হচ্ছে না।আসলে কিছুদিন ধরে লেখাই হচ্ছে না। রাইটার্স ব্লক চলছে। কলম কামড়ালেও কিছু বের হচ্ছে না।
তাই মন্দ কি যদি দুই একটা বের হয় নানা উপলক্ষে! নিজে অন্তত স্বস্তি পাই!

হুম ! অনেক ভয় পেয়েছি !!!!!!!!

৬| ১৩ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:৩৫

ধ্রুবক আলো বলেছেন: পিতাই সেই অশ্বথ গাছ যে চিরজীবন সন্তানকে ছায়া দিয়ে যান।
কবিতার পটভূমি অসাধারণ লাগলো।

১৩ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:০৩

জাহিদ অনিক বলেছেন:

কবিতার পটভূমি ভালো লেগেছে জেনে খুব ভালোলাগছে শামীম ভাই।
ঠিকই বলেছেন, পিতা সব সময়েই সন্তানকে ছায়া দেয়।

মন্তব্যে ভালোলাগা রইলো এবং ধন্যবাদ

৭| ১৩ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:৪৩

শায়মা বলেছেন: পটভূমি পড়ার আগেই বুঝেছিলাম এটি বাবাকে নিয়ে লেখা।

বাবার জন্য শুভজন্মদিন! অনেক অনেক শুভকামনা।

১৩ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:৫৮

জাহিদ অনিক বলেছেন:


তুমি না বুঝলে এই মহাবিশ্বে আর কে বুঝবে বলো !!!!!


ধন্যবাদ শায়মা আপু

৮| ১৩ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:৫৫

মলাসইলমুইনা বলেছেন: জাহিদ অনিক, খুব সুন্দর হয়েছে বাবাকে নিয়ে কবিতা | আপনার বাবাকে আল্লাহ আরো অনেক অনেক দিন সুস্থ্য রাখুন, সুখী রাখুন সেই দোয়া রইলো | বাবাকে জড়িয়ে ধরে আরো অনেক বেলা, অনেক দিন যেন কাটাতে পারেন সেই দোয়াও করছি | একটা কবিতাও জুড়ে দিলাম মন্তব্যে আমার অশথ্ব গাছটাকে নিয়ে | সেই গাছটা আজ আর নেই | গত মাসে ছিল তার মৃত্যু বার্ষিকী | আপনার কবিতার আনন্দ পরে কেন যেন এই স্নোময় শুভ্র সকালে তার কথা অনেক অনেক মনে পড়লো আবার |

অশ্বথ্ব গাছ

আমারও একটা অশ্বথ্ব গাছ ছিল অনেক আগে |
জীবনের সব ভূমিকম্প,ভূমিধ্বস,ধূলিঝড়,বন্যা থেকে
আগলে রেখেছিল সে আমাকে আশ্রয়ে, প্রশ্রয়ে, ছায়ায়
পরম যত্নে, কত আদরে !

চোখের জল বন্যা হয়ে ভাসিয়ে নিয়েছে কতবার,
আকাশ গঙ্গা থেকে কতবার নেমে এসেছে অগ্নি গোলক !
ঝলমল দিন শেষে ঈশান কোনে জমেছে কতবার কালো মেঘ !
রিখটার স্কেলে দশ ভূমিকম্পের কাঁপন নিয়ে পৃথিবী,
কতবার ঝাকিয়ে চূর্ণ বিচূর্ণ করতে চাইলো এই জীবন !
কিন্তু মাথার ওপর থাকা সেই অশ্বথ গাছ
অবিচল ঠেকালো জীবনের সব ভূমিকম্প, ভূমিধ্বস,ধূলিঝড়, বন্যা |
যেমন বুদ্ধের মাথার ওপরে থাকা সেই বোধিস্বত্ব বৃক্ষ স্থির,স্থিতধী!

ফোনে, স্কাইপে আমি বলতাম, বাবা আমার জন্য দোয়া করবেন,
বাবা বলতেন প্রতিদিন দোয়া করি আল্লাহর কাছে দুহাত তুলে |
আহ, যেন তথাস্তু বলে হাত তুলে দেবতা বর দিচ্ছেন,
কি যে এক শান্তিতে, পরম নির্ভরতায় মন ভরতো !

আজ জীবনের সেই বোধিসত্ব বৃক্ষ আর নেই-
তাই মেঘহীন দিনের বৃষ্টিতেও হয় প্লাবন |
নুড়ি পাথরের আঘাতেও হয়ে যায় জীবনে দশ মাত্রার ভূমিকম্প !
জীবন তাপে উত্তাপে কঠিনতর তবুও কোনো ছায়া নেই |
অশ্বথ্ব গাছের ডালের মতো দীর্ঘ হাত বাড়িয়ে কেউ আসেনা আর
আমার ছোট ছোট দুঃখ মোছাতেও-কত যে অপেক্ষায় থাকি!

১৩ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:০৬

জাহিদ অনিক বলেছেন:

ম্যান অফ লস এঞ্জেলেস,
আপনার বাবাকে স্মরণ করে স্মৃতিচারণমূলক কবিতাটা বেশ ভালো লাগলো।
কবিতায় বেশ সহজ সরল কিছু কথা বলেছেন যা অন্তরে গিয়ে ঘা দেয়।

আপনার বাবা যেখানেই থাকুক ভালো থাকুক।
ভালো থাকুক পৃথীবির সব বাবারা।
ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

৯| ১৩ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:২৯

মনিরা সুলতানা বলেছেন: অনেক সুন্দর লেখা জাহিদ !
একদম নিজেকে খুঁজে পাচ্ছি সব টুকু তে ।
বাবা 'র জন্মদিনে অনেক অনেক শুভ কামনা ।

১৩ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:৩৫

জাহিদ অনিক বলেছেন:


একদম নিজেকে খুঁজে পাচ্ছি সব টুকু তে । -চমৎকার মন্তব্যে ধন্যবাদ কবি।

ভাল থাকুন সর্বদা

১০| ১৩ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:০৯

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা ভালো লিখেছেন।

আপনার বাবা'র জন্মদিনের শুভেচ্ছা রইল।

আপনার বাবার প্রতি শ্রদ্ধা ও ভালবাসা রইল।

১৩ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:১০

জাহিদ অনিক বলেছেন:


ধন্যবাদ কবি।

১১| ১৩ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:৩১

কুঁড়ের_বাদশা বলেছেন: কবি ভাই, অনেক ভাল লাগার মত একটা কবিতা লিখেছেন।

১৩ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:৪৭

জাহিদ অনিক বলেছেন:

কুঁড়ের বাদশা ভাইএর আজ কি হইলো !
আমাকে লাইক প্রদান করা হইলো না !!!!!!!!!

১২| ১৩ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:৩৩

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আপনার বাবার প্রতি শ্রদ্ধা।

১৩ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:৪৬

জাহিদ অনিক বলেছেন:


অনেক ধন্যবাদ শাহাদাৎ ভাই

১৩| ১৩ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:৪৬

সুমন কর বলেছেন: ফেবুতে কিছুটা পড়ে, ব্লগে চলে এলাম। পুরোটা পড়ার জন্য।

বাবাকে নিয়ে যে কোন লেখাই দারুণ। এটাও.....+।

১৩ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:৪০

জাহিদ অনিক বলেছেন:

যথার্থই বলেছেন, বাবাকে নিয়ে লেখা সব লেখাই চমৎকার ।

আন্তরিক মন্তব্যে কৃতজ্ঞতা রইলো।
অনেক ধন্যবাদ সুমন দা

১৪| ১৪ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৩৪

সোহানী বলেছেন: অন্য রকমভাবে বাবাকে স্মরণ। অনেক ভালো লাগলো। তোমাদের এ ধরনের লিখা দেখলে খুব লিখতে ইচ্ছে করে। কিন্তু লিখতে বসলেই চোখ ঝাপসা হয়ে আসে হাজারো স্মৃতিতে, তাই কিছুতেই লিখতে পারি না। অসংখ্য ড্রাফট জমা হচ্ছে দিনে পর দিন।

১৪ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৪৭

জাহিদ অনিক বলেছেন:

আপনার সেই ড্রাফট করা লেখাগুলো এবার টেনে তুলুন একটা একটা করে, আর আমাদের একটা করে চমৎকার লেখা উপহার দিন।

এত সুন্দর চমৎকার মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ সোহানী আপু।

১৫| ১৪ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:১৬

মোস্তফা সোহেল বলেছেন: আপনার বাবার জন্য অনেক শুভকামনা রইল।

১৪ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:২০

জাহিদ অনিক বলেছেন:

অনেক ধন্যবাদ

১৬| ১৪ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:২২

রাজীব নুর বলেছেন: চমৎকার কবিতা।
সহজ সরল ভাষা।
দারুন আবেগ।

১৪ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:২১

জাহিদ অনিক বলেছেন: অনেক ধন্যবাদ

১৭| ১৪ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৩১

বৃতি বলেছেন: সুন্দর কবিতা, জাহিদ :) বাবা আর ছেলে- দুজনের জন্য অজস্র শুভকামনা রইল :)

১৪ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:২১

জাহিদ অনিক বলেছেন:

অনেক ধন্যবাদ
শুভেচ্ছা ও শুভকামনা সকল বাবাদের জন্য

১৮| ১৪ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৪৬

ওমেরা বলেছেন: বাবাকে স্মরনে সুন্দর লিখা খুব ভাল লাগল । বাবাও বাবার ছেলের জন্য অগণিত শুভ কামনা ।

১৪ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৪৭

জাহিদ অনিক বলেছেন:


অনেক ধন্যবাদ ওমেরা।
ভাল থাকুন, সুস্থ থাকুন। আপনাকেও শুভ কামনা সর্বদা

১৯| ১৪ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:২৬

রাজীব নুর বলেছেন: কবিতাটা আর একবার পড়লাম।
অভিবূত হলাম।

১৪ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩১

জাহিদ অনিক বলেছেন:

আমার পরম পাওয়া।

কৃতজ্ঞতা

২০| ১৪ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:১০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পিতা পুত্রের জন্য শুভ কামনা,

১৪ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:২৫

জাহিদ অনিক বলেছেন:
অনেক ধন্যবাদ গিয়াস ভাই।
কবিতা পড়েছেন দেখে ভালো লাগছে।

২১| ১৪ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:১৮

তারেক ফাহিম বলেছেন: প্রতিটি চরন ২-৩ বার পড়ে বুঝার চেষ্টা করলাম।
অশ্বথ গাছকে অনেকে বাবার সাথে তুলনা করে তাই বুঝলাম পিতাকে নিয়ে শ্রদ্ধাভাজন কবিতা।

অাপনার সারাংশ ভাবনাকে বাস্তব করল।

অাপনার পিতার দির্ঘায়ু কামনা করছি।

১৪ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:২৪

জাহিদ অনিক বলেছেন:

অনেক অনেক ধন্যবাদ প্রিয় তারেক ফাহিম।
প্রতিটা চরণ বুঝে পড়ার জন্য অনেক ধন্যবাদ। কৃতজ্ঞতা।
আমার কবিতা কেউ এত মন দিয়ে পড়ে জেনে সত্যিই খুব খুশি হলাম।

মন্তব্যে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা।

২২| ১৪ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:৩১

অর্ক বলেছেন: অপূর্ব! নিটোল মুগ্ধতা! এ ধরণের কবিতায় আসলে তাবৎ ব্যাকরণই গৌণ। যা যেমন লেখা হয়েছে তাই সর্বোৎকৃষ্ট।
শুভেচ্ছা ভরপুর কবিবর।

১৪ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:২৬

জাহিদ অনিক বলেছেন:


চমৎকার মন্তব্যে অনেক কৃতজ্ঞতা রাখছি প্রিয় অর্ক সাহেব।

মন্তব্যে ধন্যবাদ কবি।

২৩| ১৪ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:৩৭

অর্ক বলেছেন: আচ্ছা শিরোনাম তো বোধহয় প্রৌঢ় অশ্বথ হবে? আমার ভুলও হতে পারে!

১৪ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:২৬

জাহিদ অনিক বলেছেন:

মনে হয় অশ্বত্থ ঠিক আছে

২৪| ১৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ১:০৪

উম্মে সায়মা বলেছেন: তোমার বাবা নিশ্চয় অনেক খুশি হয়েছেন জন্মদিনে ছেলের কাছ থেকে এমন অসাধারণ কবিতা উপহার পেয়ে?
দুজনের জন্যেই অনেক অনেক শুভকামনা।

১৬ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৮:১৬

জাহিদ অনিক বলেছেন:

আসলে বাবাকে এখনো বলা হয়্য নাই কবিতাটার কথা।
হয়ত বলা হবেও না।

অনেক অনেক ধন্যবাদ উম্মে সায়মা আপু।
সুপ্রভাত।

২৫| ১৫ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:২২

রিনকু১৯৭৭ বলেছেন: ভালো হয়েছে।

আমি সিনেমা রিভিউ লিখেছিলাম কিন্তু কেন সেটা সরিয়ে নেওয়া হলো তা বুঝলাম না। এবং আমাকে "সেফ" ব্লগার থেকে কেন "জেনারেল" ব্লগার করা হলো সেটাও বুঝলাম না।

১৬ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৮:১৮

জাহিদ অনিক বলেছেন:
কবিতা পড়ার জন্য ধন্যবাদ।

আপনার সমস্যার কথা শুনে দুঃখ প্রকাশ করছি। আপানার সমস্যার কথা জানিয়ে ফিডব্যাক ইমেইলে মেইল করতে পারেন।
আপনি অনেক সিনিয়র ব্লগার। আপনার লেখা মুভি রিভিউ আমি পড়েছি। ভালো লেগেছিল।
শুভ কামনা। আশা করছি আপনার সমস্যার সমাধান হয়ে যাবে খুব শীঘ্রই।
শুভ সকাল।

২৬| ১৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:৩৭

প্রামানিক বলেছেন: চমৎকার কবিতা। খুব ভালো লাগল। ধন্যবাদ

১৬ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৮:১৫

জাহিদ অনিক বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় ছড়াকার।
ভালো থাকবেন।
সুপ্রভাত

২৭| ১৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:৪০

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +

১৬ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৮:১৫

জাহিদ অনিক বলেছেন:

ধন্যবাদ কবি।
সুপ্রভাত

২৮| ১৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:০৬

নীলপরি বলেছেন: বেশ কয়েকদিন পর ব্লগে এসে সুন্দর এবং গভীর একটা কবিতা পড়লাম । ++ ++

টাইপো হঠাত < হঠাৎ বোধহয় হবে ।

আপনার বাবার প্রতি শ্রদ্ধা ও শুভকামনা রইলো ।

১৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ১:৫৮

জাহিদ অনিক বলেছেন:
হ্যাঁ বেশ কয়েকদিন পরেই ব্লগে এলেন।
কবিতা পড়েছেন এবং প্রশংসায় ভাসিয়েছেন আপনি।
খুব অনুপ্রাণিত হলাম।


কবি শাহরিয়ার কবীর ভাইএর নিকট আপনার অসুস্থতার কথা শুনেছিলাম। এখন ভালো আছেন আশা করছি। সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন।

২৯| ১৭ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:০৭

পার্থ তালুকদার বলেছেন: বাবাকে নিয়ে কবিতা ভাল হয়েছে।
অবশ্য আপনি এমনিতেই ভাল লিখেন।

১৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ৩:৪৬

জাহিদ অনিক বলেছেন:

অনেক অনেক ধন্যবাদ পার্থ দা।
শুভ রাত্রি

৩০| ১৭ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৩৭

মো: নিজাম গাজী বলেছেন: নিশ্বাসের চেয়েও শান্ত পাতার স্পন্দন
শীতল জলাশয়ে টুপটাপ পাতা নড়ে
কিছু রক্ত চুইয়ে পড়ে গাছের পাতা থেকে
বাকলে হেঁটে বেড়ায় আঠালি পোকা
কাঠের কস চুষে চুষে ধীরে ধীরে বড় হচ্ছি আমি।

বাহ দারুন লেখনী। শুভকামনা প্রিয় লেখক।

১৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ৩:৪৬

জাহিদ অনিক বলেছেন:

অনেক অনেক ধন্যবাদ নিজাম গাজী

৩১| ১৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:১০

কথাকথিকেথিকথন বলেছেন:



বেঁচে থাকলে একসময় সবাই অশ্বত গাছ অথবা নির্মল আঁচল হয়ে যায় ।

আপনার বাবার প্রতি রইলো অশেষ শুভ কামনা ।

১৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ৩:৪৯

জাহিদ অনিক বলেছেন:

অনেক ধন্যবাদ প্রিয় কবি কথাকেথি--------

৩২| ১১ ই আগস্ট, ২০১৮ সকাল ৭:০৬

পদাতিক চৌধুরি বলেছেন: বাহা! অপূর্ব। অশ্বত্থের শান্ত স্নিগ্ধ ছায়ায় বাবা সন্তানের সম্পর্ক বয়ে চলুক আবহমান।

শুভকামনা জানবেন ।

১১ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৫৭

জাহিদ অনিক বলেছেন:
সুন্দর করে মন্তব্য রেখে যাওয়ায় কৃতজ্ঞতা ও শুভেচ্ছা রইলো ভাই।
ধন্যবাদ

৩৩| ১১ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:২৫

রাজীব নুর বলেছেন: কবিতা টা আবার পড়লাম।

১১ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:০২

জাহিদ অনিক বলেছেন:
এই নিয়ে তিনবার পড়লেন রাজীব ভাই ---
অনেক অনেক কৃতজ্ঞতা। আপনিও একজন বাবা। আপনি বুঝবেন নিশ্চয়ই। আমি সন্তানের জায়গা থেকে লিখেছি। পিতার ভাবনাগুলো হয়ত অন্যরকম।

৩৪| ০৪ ঠা জুন, ২০১৯ দুপুর ১২:০৭

খায়রুল আহসান বলেছেন: কবিতার "পটভূমি" টা বোধহয় মুছে দিয়েছেন, ভাল করেছেন।
যে কোন পাঠক এই কবিতাটি পড়ার সময় তার নিজ অশ্বত্থের শীতল ছায়ার মায়া অনুভব করবে। অনেক পাঠকের মন্তব্য থেকেই তা বুঝতে পেরেছি। চমৎকার শিরোনামে একটি চমৎকার কবিতা। কবিতার দুটো লাইন আমার মনে গভীর রেখাপাত করে গেছেঃ
১। ডাল ভাঙার মত মটমট করে ভেঙে যায় পাঁজরের হাড়
২। বাকলে হেঁটে বেড়ায় আঠালি পোকা
পিতা পুত্রের জন্য শুভ কামনা রইলো।

তুমি না বুঝলে এই মহাবিশ্বে আর কে বুঝবে বলো !!!!! - ৭ নং প্রতিমন্তব্যটি খুব ভাল লাগলো। ৮ নং মন্তব্যে মলাসইলমুইনা এর কবিতাটাও খুব হৃদয়স্পর্শী হয়েছে।

কবিতায় প্লাস + +

১৯ শে জুন, ২০১৯ দুপুর ২:৩৩

জাহিদ অনিক বলেছেন: হ্যাঁ পটভূমিটা মুছে দিয়েছি। কারণ আপনি ঠিক ধরেছেন, যে কোন পাঠক এই কবিতাটি পড়ার সময় তার নিজ অশ্বত্থের শীতল ছায়ার মায়া অনুভব করবে।

কোট করা লাইনদু'টি আপনার ভালো লেগেছে জেনে খুবই খুশী হলাম। শুভেচ্ছা ও কৃতজ্ঞতা আপনার জন্যও প্রিয় কবি।
মন্তব্য ও প্লাসে অনুপ্রাণিত হ'লাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.