নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসি কবি ও কবিতাকে
ভয় হয় বুঝি মেঘ কেটে যায়
এই বুঝি টুপ করে চলে আসে ভালোবাসা
সুখের দমকা হাওয়া এই বুঝি খেলে যায় পালে
অথৈ সাগরে অসুখের ডিঙা যায় এই ডুবে;
ভয় হয় সুখের মহাপ্লাবনে
এবার শ্রাবণে বুঝি ভেঙে যায় বাঁধ
ভয় হয় খুব ভয় হয়,
অসহায় মন দিনেদিনে জমিয়েছে যত শখ
সুখের তাণ্ডবে প্রবল উচ্ছ্বাসে
নিমিষেই বুঝি দিশেহারা হয়ে যায় সব আহ্লাদ।
কুয়াশিত ভোরে দূরে দেখে স্বাতি
প্রতিভাস পায়ে এসে পরিয়ে দেয় নূপুর
শিঞ্জনে শিঞ্জনে ডিবডিবে বুকে কি যে বাড়ে অবাধ্য নাচন;
যত কাছে আসে চলে আলো
আমি ভয়ে দূরে, আরও আরও দূরে যাই সরে
তাই রোজ ভোরে
রোদ তাড়াতে আমার ভীষণ ভয়।
১৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:০০
জাহিদ অনিক বলেছেন:
ঘরপোড়া গরু সিদুরে মেঘ দেখলেই ভয় পায়।
২| ১৮ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৮:২০
ওমেরা বলেছেন: ভয়কে কর জয়। জীবনে ভাঙ্গা - গড়া থাকবেই তাই বলে এত ভয় পেলে তো কিছুই করতে পারবেন না অনিক ভাইয়া।
১৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:০২
জাহিদ অনিক বলেছেন:
চমৎকার মন্তব্য ওমেরা।
ভয়কে জয় করতে হবে।
ভালো থাকুন।
৩| ১৮ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:১১
আটলান্টিক বলেছেন: আপনার মনে হয় ফোবিয়া আছে ভাইয়া নাহলে এতো ভয় থাকার তো কথা না
শিঞ্জনে শিঞ্জনে ডিবডিবে বুকে কি যে বাড়ে অবাধ্য নাচন;
"শিঞ্জনে" এর অর্থ কি?
১৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:০৪
জাহিদ অনিক বলেছেন:
শিঞ্জন অর্থ নুপুরের শব্দ।
হুম। আমার বেশ কিছু ফোবিয়া আছে। ভয়ে ভয়েই থাকি তাই সারাদিন।
অনেক ধন্যবাদ আটলান্টিক ভাই
৪| ১৮ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৪৫
মোস্তফা সোহেল বলেছেন: চাঁদ গাজী ভাইয়ের মন্তব্য ভাল লেগেছে।
১৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:০৫
জাহিদ অনিক বলেছেন:
ধন্যবাদ মোস্তফা সোহেল ভাই।
ভাল থাকবেন।
৫| ১৮ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৫০
নিয়াজ সুমন বলেছেন: ভয়কে জয় কর- ভালোবাসাকে জরিয়ে ধরো।
১৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:০৬
জাহিদ অনিক বলেছেন:
ভালোবাসাকে জড়িয়ে ধরতে অনেক ভয় অনেক দ্বিধা।
তবুও ভয়কে জয়।
ধন্যবাদ নিয়াজ সুমন ভাই।
৬| ১৮ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৫২
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সুন্দর।
১৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:০৭
জাহিদ অনিক বলেছেন:
ধন্যবাদ হাসু মামা
৭| ১৮ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:১০
রাজীব নুর বলেছেন: কবিতা পড়তে ভালো লাগে।
বড় মনোরম কবিতা লিখেছেন।
১৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:০৮
জাহিদ অনিক বলেছেন:
অনেক ধন্যবাদ রাজীব ভাই
৮| ১৮ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুবই সুন্দর হইছে ভাইয়া
শুভকামনা
১৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:১১
জাহিদ অনিক বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ ছবি আপু।
ভালো থাকবেন
৯| ১৮ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৩৮
মিথী_মারজান বলেছেন: কিছু কবিতা পড়া শেষে সাথে সাথে কমেন্ট করা যায়না।
কবিতা থেকে নিজেকে বের করে আনতে কিছুটা সময় প্রয়োজন হয়।
এটাও ঠিক তেমনই সুন্দর একটি কবিতা।
১৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:১২
জাহিদ অনিক বলেছেন:
সুন্দর চমৎকার ও কাব্যিকভাবপূর্ণ মন্তব্যে অনেক অনুপ্রাণিত করলেন মিথি আপু।
অনেক ধন্যবাদ
ভালো থাকবেন।
১০| ১৮ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:১৯
ধ্রুবক আলো বলেছেন: এই পার্থিব জীবনটাই সুখ দুঃখ আশা নিরাশার খেলা!
১৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:১৪
জাহিদ অনিক বলেছেন:
এই খেলাঘরে হার নেই, জিত নেই; আছে কেবল মান অভিমান।
১১| ১৮ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৩২
তারেক_মাহমুদ বলেছেন: সত্যি সুন্দর
১৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:১৫
জাহিদ অনিক বলেছেন:
সত্যি অনেক ধন্যবাদ তারেক মাহমুদ ভাই।
১২| ১৮ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৫৮
সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে।
১৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:১৫
জাহিদ অনিক বলেছেন:
ধন্যবাদ সুমন দা।
অনেকদিন ব্লগে আপনার কবিতা পড়ি না !
১৩| ১৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৩১
মোঃ মাইদুল সরকার বলেছেন: ভয়তো থাকবেই তবুও এগিয়ে যেতে হবে।
১৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:১৭
জাহিদ অনিক বলেছেন:
ঠিক বলেছেন।
সাহস করে এগিয়ে যেতে হয়। সাহসের সঞ্চার করার জন্য ভয় থেকে দূরে থাকা আবশ্যক।
ধন্যবাদ মাইদুল ভাই
১৪| ১৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:২৫
ট্রাম্প বিন পুতিন বিন হিটলার বলেছেন:
হিটলার বলছেন: এত ভ্য়?
১৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:২৯
জাহিদ অনিক বলেছেন:
পুতিন ও ট্রাম্প কি বলেন?
১৫| ১৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩৯
ভ্রমরের ডানা বলেছেন:
অপূর্ব কবি অপূর্ব!
১৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫১
জাহিদ অনিক বলেছেন:
অনেক ধন্যবাদ প্রিয় কবি।
১৬| ১৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫৯
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: একবার গায়ে মেখে দেখুন........ তারপর আবার আরেকটি কবিতা লিখুন, দেখবেন মনের মধ্যে শব্দ খেলা করবে।
১৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:২৪
জাহিদ অনিক বলেছেন:
বেশ আবার যখন কবিতা লিখব মাখিয়ে দেখব।
ধন্যবাদ শাহাদাৎ ভাই
১৭| ১৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:১৭
নতুন নকিব বলেছেন:
সুন্দর কবিতা।
অনেক ভাল থাকুন, প্রিয় কবি।
১৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:২৫
জাহিদ অনিক বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ প্রিয়
ভালো থাকুন
১৮| ১৮ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:০৯
তারেক ফাহিম বলেছেন: সুন্দর কবিতা
ভয় পাওয়া স্বাভাবিক।
১৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:২৫
জাহিদ অনিক বলেছেন:
ধন্যবাদ তারেক ফাহিম ভাই
১৯| ১৮ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৩৫
তাসবীর হক বলেছেন: ইহা একটি অসাধারণ কবিতা।ভয় নিয়ে লিখা এই কবিতা আমাকে ভয়াবহ রকমের মুগ্ধ করিয়াছে।তাছাড়া চশমা পরিয়া টাইপ করায় লেখার মহত্ত্ব প্রায় কয়েকশত গুন বৃদ্ধি পাইয়াছে।কিন্তু ভয় পাওয়ার ছবি না দেওয়ায় তার আংশিক বিয়োজন ঘটিয়াছে বলেই মনে হইতেছে..এত সুন্দর কবিতা লিখিবার জন্য আমি লেখককে ধনিয়াপাতা ভক্ষণ করাইতে চাই..লেখকের মর্জি হইলে আমাদের বাসায় আসিতে পারেন..(ধনিয়া পাতা রিজার্ভ রাখা হইবে)
১৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:২৬
জাহিদ অনিক বলেছেন:
উচ্চতর মন্তব্যের জন্য ধন্যবাদ তাসবীর হক।
২০| ১৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:৪০
আহমেদ জী এস বলেছেন: জাহিদ অনিক ,
আশঙ্কা করছি রোদের আলো মাঘ মাসটি জুড়েই পালিয়ে পালিয়ে বেড়াবে । তাড়াতে ভয় করবেনা বরং শীতের ভয়ে রোদ নিজেই পালাবে ।
যেমন যাবতীয় সুখ কেবল পালিয়েই বেড়ায় আমাদের উঠোন থেকো !
১৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:২৮
জাহিদ অনিক বলেছেন:
শীতের ভয়ে রোদ আর আমাদের ভয়ে সুখ দুটোই কেমন পালিয়ে পালিয়ে বেড়ায়; ঠিকই বলেছেন জনাব।
অসংখ্য ধন্যবাদ।
প্লাস দেখে আনন্দিত হলাম।
২১| ১৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:৩০
সোহানী বলেছেন: ইদানিং প্রেম বিরহ একটু খানি বাড়তির দিকে
হাহাহা মজা করলাম
১৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:৩১
জাহিদ অনিক বলেছেন:
উঠতি বয়সে একটু বাড়তি তো থাকবেই----------
ধন্যবাদ সোহানী আপু।
২২| ১৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:০৫
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +
১৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:২৮
জাহিদ অনিক বলেছেন:
ধন্যবাদ কবি
২৩| ১৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:১৩
নূর-ই-হাফসা বলেছেন: এতো ভয় পেলে কি চলে ।
কবিতা বেশ ভালো হয়েছে ।
১৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:২৯
জাহিদ অনিক বলেছেন:
না ভয় পেলে চলে না
ভয় কাটাতে হবে।
কবিতা লেখাও বাদ দিতে হবে; কবিতা না ছাড়লে ভয় যাবে না
ধন্যবাদ নূর-ই-হাফসা
২৪| ১৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:০৯
রূপক বিধৌত সাধু বলেছেন: হারানোর এত ভয়? সব কি স্বপনের মতো মনে হয়?
১৯ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫৭
জাহিদ অনিক বলেছেন:
না সব দুঃস্বপ্নের মত মনে হয়। যা দেখার পর হাঁপিয়ে গিয়ে ঘুম থেকে উঠে এক গ্লাস পানি খেতে হয়।
ধন্যবাদ সাধু
২৫| ১৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:১৩
অন্তরন্তর বলেছেন: কবিরা যদি এত ভয় পায় তাহলে আমাদের কি হবে? কবিদের কাছে আমরা পাব সাহস আর বেঁচে থাকার উদ্দীপনা। কবিতা খুব সহজ ও সুন্দর হয়েছে। শুভ কামনা রইল।
১৯ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫৮
জাহিদ অনিক বলেছেন:
কবিদের থেকে সর্বদা আশা ভরসা প্রত্যাশা করে থাকবেন না। কবিও অভাবী মানুষ।
ধন্যবাদ অন্তরন্তর। আপনার নিকটা সুন্দর।
২৬| ১৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:৫০
অর্ক বলেছেন: বেশ ভালো লাগলো কবিতাটি। শুভেচ্ছা নিরবচ্ছিন্ন। এগিয়ে চলুন এভাবেই।
১৯ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫৯
জাহিদ অনিক বলেছেন:
ধন্যবাদ প্রিয় অর্ক।
২৭| ১৯ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৩৩
মনিরা সুলতানা বলেছেন: রোদের মাঝে যদি কেউ রোদ হয়ে ই থাকতে চায় ;
রোজ ভোরে রোদ তাড়ানোর ভীষণ ভয় ও সে রোদ হয়ে ই থাকবে রৌদ্রজ্জ্বল কিংবা জোছনায়।
লেখায় ভালোলাগা জাহিদ ।
২০ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:৪৫
জাহিদ অনিক বলেছেন:
অনেক কঠিন মন্তব্য!
রোদের মধ্যে রোদ হয়ে থাকতে চায়
রোজ ভোরে রোদ তাড়ানোর ভয়, সে রোদ হয়ে থাকবে রৌদ্রজ্জ্বল আবার জোছনায়!
আমাকে আরও পড়াশুনা করতে হবে কবি!
ভালো লেগেছে জেনে কিছুটা আশ্বস্ত হলাম। শুকরিয়া
২৮| ২০ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৩৭
রাবেয়া রাহীম বলেছেন: ভয় হয়
রোদের আড়ালে কান্নার মেঘ যদি রয়
বড় ভয়++++++
দারুন
১৮ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:০৫
জাহিদ অনিক বলেছেন:
এই দ্যাখো এক বছর আমি এসেছি রিপ্লাই দিতে
২৯| ০৯ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:৪১
নাহিদ০৯ বলেছেন: যারা বলে "কবিতা ভাল্লাগেনা" তাদের কে আমি আপনার কবিতা পাঠায়।
০২ রা আগস্ট, ২০১৯ রাত ১২:৫৭
জাহিদ অনিক বলেছেন: নাহিদ ০৯, কিছুদিন আপনার দেয়া কোরা'তে ছিলাম-- পরে আর কোথাও যাওয়া হয় নাই।
আপনি কবিতা পড়েন আমি জানি, বুঝি--
ভালোবাসা ও কৃতজ্ঞতা রইলো।
©somewhere in net ltd.
১| ১৮ ই জানুয়ারি, ২০১৮ ভোর ৬:৫৮
চাঁদগাজী বলেছেন:
সুখ এলে চলে যায়, ভালোবাসা হলে হারাবার ভয় আছে; তার চেয়ে ভালো সবকিছু সামনের দিনের জন্য থাকুক