নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যেসব কথা এই সামু ব্লগে লিখতে পারি না নানা কারনে- সেসব কথা আমার পার্সোনাল জার্নাল ব্লগে লিখি -- https://journalofjahid.com/

জাহিদ অনিক

ভালোবাসি কবি ও কবিতাকে

জাহিদ অনিক › বিস্তারিত পোস্টঃ

কবি অথবা রজনীগন্ধা

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৪৮

প্রিয়,
আমার আর কবিতার এই অসংলগ্নতা বুঝবে না তুমি
তুমি জানবে না, কেউ জানবে না কি চাই
একবিন্দু প্রেম চাই-
এক রত্তি কামনা চাই-
যা চাই, না পেয়ে কবিতায় যাই
তুমি বুঝবে না প্রিয়,
কবি ও কবিতার এই মিথস্ক্রিয়া তুমি বুঝবে না ।

বিষক্রিয়ার চেয়ে ভয়ানক
ধনুর চেয়েও তীক্ষ্ণ
যতটা যায় বলা তারও অকথ্য ।
না প্রিয়,
তোমাকে অবহেলা নয়, অবজ্ঞা নয়-
মাই লাভ ! সত্য বলছি -
তোমাকে বোঝ না তুমি, আমাকে তো নয়ই !

তুমি ঘরের লক্ষ্মী'র চেয়েও লক্ষ্মী !
ঋতু-জলে ফুলে ওঠে ফ্যালোপিয়ান টিউব - ভেতরে কি দারুণ দহন,
অথচ আমার মুখে ঠেলে দাও স্তনবৃন্ত ।

প্রিয়,
এই শঠতা ! এই মর্মাঘাত ! পুরুষের এই হাস্য-লাজ !
এ তুমি বুঝবে না, কেউ তোমাকে বোঝাবে না ।

দ্রুতবেগে পড়ে যাওয়া পাঠকের মত-
আমাকে তুমি কোথায় করবে ধারণ?
সে সাধ্য কই তোমার !
তবুও,
তুমি আমি; তোমাতে আমাতে-
কি এক অব্যক্ত ভালোবাসায় যাই জড়িয়ে আষ্টেপৃষ্ঠে !
আমি যে কবি অথবা রজনীগন্ধা ।




মন্তব্য ৫৮ টি রেটিং +২০/-০

মন্তব্য (৫৮) মন্তব্য লিখুন

১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৫৭

অর্ক বলেছেন: কবিতাটি দারুণ ভালো লাগলো! সহজভাবে চমৎকার প্রকাশ! এভাবেই এগিয়ে চলুন। ভরপুর শুভেচ্ছা রইলো।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:১৫

জাহিদ অনিক বলেছেন:

অনেক ধন্যবাদ প্রিয় কবি

২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:১১

উম্মে সায়মা বলেছেন: কবির হঠাৎ এত প্রেম! জয় হোক কবি অথবা রজনীগন্ধার :)
সামিয়া আপুর তোলা ছবিটি অননেক সুন্দর!

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:১৬

জাহিদ অনিক বলেছেন:

কই ! কই ! প্রেম কই !!!!!!
আমি তো কিছুই দেখি না !


সামিয়া আপুর ছবিটা আসলেই সুন্দর।
ধন্যবাদ উম্মে আপু

৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:১৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: কে কবে বুঝেছে এ শুন্যতার দহন!
কেবলই যাপিত জীবনে নিত্য মেনে নেয়া
ইচ্ছায় বা অনিচ্ছায়

ভালবাসা অধরা চিরকাল :)

ভাললাগা রইল কবি
+++++++

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:২১

জাহিদ অনিক বলেছেন:

শূন্যরে পূর্ণ করতে জানে শূন্যতা দিয়ে সেইতো আসল কবি!


আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা কবি।

৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:২২

অর্ক বলেছেন: তৃতীয় স্তবকে প্রেমিকার প্রতি শ্রদ্ধা ও ভালবাসার অনবদ্য প্রকাশ। কবিতার নিগূঢ় অর্থ হয়তো ভীষণ মর্মভেদী! মনোযোগ দিয়ে পাঠ করলে কবিতার করুণ রস আস্বাদন করে পাঠক মাত্রই তৃপ্ত হতে পারেন। ভালো লাগলো রজনীগন্ধা'র সাথে কবিকে তুলনা!
সবমিলিয়েই সুন্দর! এভাবে আরও আসুক। শুভকামনা বরাবর। তবে ছবি নির্বাচন ভালো লাগেনি। ওই ভদ্রমহিলা'র অনুমতি নিয়েছেন তো! নাহলে আবার চুরির অভিযোগে অভিযুক্ত করে হুমহুম.. পোস্ট দিবে আপনার বিরুদ্ধে।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৩৯

জাহিদ অনিক বলেছেন:

কবিতার রস আস্বাদন এর কথা শুনে ভালো লাগলো। কবিতায় একটা কিছু বলতে চেয়েছি। কিছুটা ঝাপসা।

ছবিটা থাক। আমার ভালো লেগেছে। ছবি সম্পর্কে আপনার মন্তব্যটা মনে হয় রম্য ছিল তাই না ?

৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:১৯

মিথী_মারজান বলেছেন: ওরে বাবা!
মারাত্মক কবিতা।
খুব সুন্দর হয়েছে কবি।
না কি ভুল বললাম!
খুব সুন্দর হয়েছে প্রিয় রজনীগন্ধা।:)

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:০৯

জাহিদ অনিক বলেছেন:

নাহ মিথি আপু ভুল বলবেন কেন! আপনি যখন বলেছেন তখন কবিতা অবশ্যই কিছু একটা হয়েছে ।

খুব সুন্দর হয়েছে প্রিয় রজনীগন্ধা - আপনি ঠিকই ধরেছেন।

ধন্যবাদ মিথি আপু।

৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩১

মনিরা সুলতানা বলেছেন: আহা!!
আনাগত বসন্ত কবি'দের কে ঠিক ঠিক প্রানে হায় হায় এনে দিচ্ছে ;
থাক না ;
কিছু ঝাপসা কথা কবি 'র কবিতায় ।

শুভ কামনা জাহিদ।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:১১

জাহিদ অনিক বলেছেন:

কবিতার কথা কিছুটা ঝাপসা বটে-- আপনি ঠিক ধরেছেন।
তবু বসন্ত আগমনী বার্তা শোনা যাচ্ছে-- গাছে গাছে নতুন পাখি আসছে--

অনেক ধন্যবাদ প্রিয় কবি

৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৪৬

অপ্‌সরা বলেছেন: ও রজনীগন্ধা তোমার গন্ধ সূধা ঢালো
চাঁদের হাসির বাঁধ ভেঙ্গেছে উছলে পড়ে আলো ..... :)

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:১৩

জাহিদ অনিক বলেছেন:

আমি রজনীগন্ধা ফুলের মত
গন্ধ বিলিয়ে যাই
আমি মেঘে ঢাকা চাঁদের মত
জোছনা ঝরিয়ে যাই
আমি গানে গানে প্রানের যত
বেদনা লুকাতে চাই।।



ধন্যবাদ অপসরা আপু!!!!!

৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২৫

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:১৪

জাহিদ অনিক বলেছেন:


ধন্যবাদ রাজীব ভাই !

৯| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩৫

ধ্রুবক আলো বলেছেন: আপনি কবি রজনীগন্ধা হওয়ার দরকার নাই। ফুল বেলা শেষে ঝরে পরে।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:০৫

জাহিদ অনিক বলেছেন:

কবিরাও অনেকাংশে ফুলের মতই, নিজের সুবাস দিয়ে অন্যের মনের উঠানে রোদ ছড়ায়।
একটা গান আছে না, আমি রজনীগন্ধা ফুলের মত গন্ধ বিলিয়ে যাই--

অনেক ধন্যবাদ শামিম সাগর ভাই। :)

১০| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫৮

ওমেরা বলেছেন: fantastic !!

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:১৫

জাহিদ অনিক বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ ওমেরা!

১১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:২৭

সোহানী বলেছেন: বুঝবে না মানে............. বুঝতেই হবে ;) না বোঝার ভান করলে কি চলবে!!!!!!!!!!!! হাহাহাহাহা ... কবিতায় ভালোলাগা কবি।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:১৬

জাহিদ অনিক বলেছেন:


বাহ ! দারুণ বলেছেন সোহানী আপু।

না বোঝার ভান করলে সত্যিই আর চলবে না।


ধন্যবাদ আপু।

১২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৪০

সুমন কর বলেছেন: হুম; আপনি কবি, আমরা তা মানি.........

সুন্দর হয়েছে।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৫২

জাহিদ অনিক বলেছেন:


ধন্যবাদ সুমন দা!

আপনি কি পাঠকদের সাথে আড়ি করেছেন কবি? কতদিন কবিতা দিচ্ছেন না !!!!!!!!!!!!

১৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:২৮

সম্রাট ইজ বেস্ট বলেছেন: কবি হয়েই থাকুন। রজনীগন্ধার তো মিইয়ে যাওয়ার ভাগ্য। আপনার ভাগ্য নিশ্চয়ই তার চেয়ে ভাল। সুন্দর কবিতা।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৪৮

জাহিদ অনিক বলেছেন:

আমার ভাগ্য! কেমন সেটা এখন আর জানি না। আগে খুব ভাগ্যের কথা চিন্তা করতাম।

ধন্যবাদ সম্রাট ইজ বেস্ট

১৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৩০

করুণাধারা বলেছেন: যা চাই, না পেয়ে কবিতায় যাই
তুমি বুঝবে না প্রিয়
কবি ও কবিতার এই মিথস্ক্রিয়া তুমি বুঝবে না


চমৎকার। চমৎকার কবিতা। ++++++

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৪৯

জাহিদ অনিক বলেছেন:


অনেক অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন খুব

১৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৩৯

নূর-ই-হাফসা বলেছেন: কবির প্রেমের জন্য আর্তনাদ শেষ হোক সেই কামনা রইলো ।
কবিতা সুন্দর হয়েছে ভালো লাগলো ।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৫১

জাহিদ অনিক বলেছেন:


চমৎকার কামনা করেছেন- প্রেমের জন্য কবির আর্তনাদ শেষ হোক।
আর্তনাদ ছাড়া কবির আর আছেই বা কি!

ধন্যবাদ। ভালো থাকবেন।

১৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৪০

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ।্

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৫২

জাহিদ অনিক বলেছেন:

অনেক ধন্যবাদ কবি

১৭| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:২৭

ভ্রমরের ডানা বলেছেন:





একজন প্রেমিক চায় প্রেমিকা! প্রেম কখনোকখনো দৈহিক দহনের বাইরে ভেতরে ভেতরে পুড়ে। খাটি সোনার মত কবিতা কবি! চমৎকার!

১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৪:১৯

জাহিদ অনিক বলেছেন:





প্রেমিক চায় প্রেমিকা
কবি একটি কবিতা চায়
রাত একটি ভোর চায়
দেহ চায় আরকটি দেহ--


ধন্যবাদ জানবেন কবি

১৮| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৩২

সপ্তাংশু বলেছেন: "তোমাকে বোঝ না তুমি,আমাকে তো নয়ই!"

সত্যি দারুণ হয়েছে কবিতাটি!

১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:০১

জাহিদ অনিক বলেছেন:

সত্যি অনেক অনেক ধন্যবাদ

১৯| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:০৭

রাজীব নুর বলেছেন: কবিতা একবার পড়লে আমি বুঝি না।
তাই আর একবার পড়লাম।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:০২

জাহিদ অনিক বলেছেন:

তাই !!!!!
আরও একবার ধন্যবাদ রাজীব ভাই

২০| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:০৯

নতুন নকিব বলেছেন:



অনবদ্য 'কবি অথবা রজনীগন্ধা'।

প্রত্যেক কবিমনেই কি লুকিয়ে থাকে এরকম কিছু অব্যক্ত কথা- যা বলা হয় না, বলা যায় না। কবিকে পড়তে না পারা, কবিকে বুঝতে না পারার অব্যক্ত বেদনারা মনের গহীনেই হয়তো বাসা বেধে থেকে যায়। আজীবন। কদাচিত কেউ প্রকাশ করেন। তারই বিমুগ্ধ প্রকাশ ছত্রে ছত্রে।

অভিনন্দন!

১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:০৬

জাহিদ অনিক বলেছেন:

শুধু কবি কেন, সবার মনেই কিছু না কিছু অব্যক্ত কথা থাকে------
যে কথা নয়নে আগুন আলপনা আঁকে,
স্মৃতির পাপিয়া চোখ গেল বলে ডাকে--


অনেক ধন্যবাদ প্রিয়

২১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৪৪

কালীদাস বলেছেন: মারহাবা! মারহাবা! খোশ আমদেদ B-))

১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:০৬

জাহিদ অনিক বলেছেন:


ইদ মোবারাক ! ইদ মোবারাক ! ইদ মোবারাক !

২২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৪৫

আহমেদ জী এস বলেছেন: জাহিদ অনিক ,




ঠিকই বলেছেন , আপনাকে আর এই কবিতাকে কেউ বুঝবেনা । কেউ জানবেনা, প্রেম ও কামনার ধ্বংস হলে কী দহন জ্বালায় এমন কবিতা লেখা হয় !
কেউ বুঝবেনা, দিনের শঠতা থেকে কী করে ধীরে ধীরে জন্ম নেয় রাতের এক রজনীগন্ধ্যা !

১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:০৮

জাহিদ অনিক বলেছেন:


আপনি একজন কবি বলেই হয়ত এতটা গভীরে ভেবেছেন--
যতটা ভেবেছেন তার কিছুটা হয়ত বলেছেন।


অনেক অনেক ধন্যবাদ

২৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫৪

কুঁড়ের_বাদশা বলেছেন: মুগ্ধ!! ;)


লাইক প্রদান করা হইল। ;)

১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:০৯

জাহিদ অনিক বলেছেন:



ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ--
লাইক পেয়ে খুশি হইলাম !

২৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:২৮

মোস্তফা সোহেল বলেছেন: খুব সুন্দর কবিতা।
সুমনদার মতই বলি,আপনি কবি আমরা তা মানি.........
সত্যি সুমনদার কবিতা পড়িনা অনেক দিন।আমিও সুনমদাকে বলি কবিতা দিন ব্লগে কিন্তু উনি মনে হয় পন করে বসে আছেন ব্লগে আর কবিতা দিবেনই না।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪২

জাহিদ অনিক বলেছেন:

আমিও অধীর আগ্রহে সুমন দা'র কবিতা পড়ার অপেক্ষায় আছি।

অনেক ধন্যবাদ মোস্তফা সোহেল ভাই।

২৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৩৬

আটলান্টিক বলেছেন: আপনার শব্দজ্ঞান প্রখর ।প্রতিটা জায়গায় শব্দের নিখুত ব্যবহার করেছেন।
কবিতার কথা বাদ দেন আপনি কেমন আছেন?

১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:০৮

জাহিদ অনিক বলেছেন:


আমি ভাল আছি ভাইজান।
আপনি কেমন আছেন???

২৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩২

কথাকথিকেথিকথন বলেছেন:





প্রেম অথবা মায়া যদি হয় কবি অথবা রজনীগন্ধা ! কবির জন্য না পাওয়ার পরিপূরক কবিতা হতে পারে ।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:২২

জাহিদ অনিক বলেছেন:
হ্যা পরিপূরক হতেই পারে, যেখানে কবি নিজেই রজনীগন্ধা
অনেক ধন্যবাদ কবি।

২৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:১৫

শায়মা বলেছেন: ফাল্গুনে রজনীগন্ধার শুভেচ্ছা ভাইয়া!!!!!!!!

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:২৩

জাহিদ অনিক বলেছেন:


অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা শায়মা আপু।

২৮| ০৫ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:২৭

খায়রুল আহসান বলেছেন: সদ্য প্রস্ফূটিত রজনীগন্ধার মতই কবিতাটি সুরভি ছড়াচ্ছে।

০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৩৩

জাহিদ অনিক বলেছেন:


সদ্য প্রস্ফূটিত রজনীগন্ধার মতই কবিতাটি সুরভি ছড়াচ্ছে।
- মন্তব্যটি বেশ কাব্যিক যা আমাকে আপ্লুত করেছে।
অনেক ধন্যবাদ কবি

২৯| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২৬

স্রাঞ্জি সে বলেছেন:

প্রতিটি লাইন যেন মনের ভিতর দোলতেছে।

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২৪

জাহিদ অনিক বলেছেন: স্রাঞ্জি সে
এতদিনের পুরানো একটা লেখা খুঁজে খুঁজে পড়লেন
রজনীগন্ধার ডাঁঁট ভেঙে রস হাতে নিলেন যেন।

কৃতজ্ঞতা ও শুভেচ্ছা নিরন্তর

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.