নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসি কবি ও কবিতাকে
একটি অসমাপ্ত গল্পের নায়ক যেন কবিতায় ফিরে আসে বারংবার
কখনো মাঝরাতে দূরের তারা হয়ে আবার কখনো ভরাট কণ্ঠের কবিতায়।
মাঝেমাঝে সে রাতের তারা কিংবা কবিতার ধার ধারে না
সে যেন চলে আসে অধিকার বোধ নিয়ে- দুরন্ত ঝঞ্ঝা হয়ে;
একটা কালবৈশাখী ঝড় এসে চলে যায়,
জানে না সে কোথা দিয়ে বয়ে গেছে
সে শুধু বয়ে যেতে জানে;
কি কি লণ্ডভণ্ড করে দিয়ে গেল সে হিসেব তার রাখবার কথাও নয়।
ঝড় চলে গেলে -- রয়ে যায় ক্ষত।
কখনো'বা বাসায় কিংবা অফিসে;
সকালে কিবা সাঁজে
ব্যস্ততা অথবা অবসরে সুপ্ত অভিমানী সে ক্ষত জেগে ওঠে
মনে হয়, হায়!!!
কেউ যদি ছুঁয়ে দিত জাদুর কাঠির মতন, সেরে যেত দগদগে ঘা!
অতখানি দূরে থেকেও কিভাবে ছুঁয়ে দেয়া যায় বেহিসাবি মন জানে না তার হিসেব,
উচ্চাভিলাষী নয় অথচ মেতেছি তোমাকে পাওয়ার এক দারুণ বিলাসিতায়।
ঝড়,
যদি কখনও একা হও,
ঠিক আমার'ই মত একা;
মেপে দেখো ঝড়ের নিঃশ্বাস
সাইক্লোন হয়ে বয়ে গেছ উত্তর পশ্চিমে,
মাইলের পর মাইল শুধু লাশের স্তূপ,
কারও চোখ নেই, কারও হাত নেই, পা নেই- কারও বা থেঁতলে গেছে মগজ !
অথচ চেয়ে দেখ, সবার হৃদয়েই আছে কি দারুণ ভালোবাসা।
যারা ভালোবাসতে জানে, তারা জানে--
রাতের তারা, সন্ধ্যার কবিতা- এসব কেবল সময় কাটানোর ফন্দি
ভালোবাসায় বন্দি মন পড়ে থাকে দূরে,
ডানা মেলে যায় উড়ে মাইল হাজার বারো।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৩৪
জাহিদ অনিক বলেছেন: ধন্যবাদ বিজন'দা
২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৩৩
বিজন রয় বলেছেন: এমন সুন্দর কবিতা পড়ার কি কেউ নেই ব্লগে?
আপনি পোস্টে ছবি ব্যবহার করছেন না কেন জাহিদ?
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৩৬
জাহিদ অনিক বলেছেন: এইত একটু আগেই দিলাম কবিতাটি। পড়বে নিশ্চয়ই কেউ কেউ। আপনি যেমন পড়ে ফেললেন!
পোষ্টে ছবি দেয়াটা আসলে হয়ে ওঠে না, আলসেমি হতে পারে!
৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৪০
চাঁদগাজী বলেছেন:
অসমাপ্ত গল্লের নায়কেরা কি টাইফুনের মত, হ্যারিকেনের মত, কিংবা ঝরেপড়া উল্কার মতো উদ্দেশ্যহীন, শুধু শুধু প্রকৃতির কারণহীন ক্ষোভ; এবং তারা বাস করে কবিতায়?
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৪২
জাহিদ অনিক বলেছেন: জ্বি জ্বি জ্বি
আপনি ঠিক ঠিক বলেছেন
৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৪৫
শাহরিয়ার কবীর বলেছেন: আজকাল কবিতা না বুঝেই পড়ে ফেলি !
যদি এটি প্রেমের কবিতা হয়; তবে প্রেমের ঝড় থাকবেই.।
কবিতা সুন্দর হয়েছে++
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:০৭
জাহিদ অনিক বলেছেন: এটি প্রেমের কবিতা
প্রেম পর্ব নিয়েই তো কথা
ধন্যবাদ কবি
৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৪৫
সুমন কর বলেছেন: ছোট-বড় লাইন মিলিয়ে কবিতাটি পড়তে দারুণ লাগিল.............
+।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:১১
জাহিদ অনিক বলেছেন: সুন্দর মন্তব্যে বেশ ভালোলাগা রইল সুমন দা।
ধন্যবাদ
৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৫৯
অর্ক বলেছেন: চমৎকার! অনেক লিখেছেন, তারপরও মনে হলো, অসমাপ্ত। পাঠান্তে নিটোল মুগ্ধতা নিয়ে যাচ্ছি... এভাবে আরও লেখা হোক। নিরবচ্ছিন্ন শুভকামনা কবি। এগিয়ে যান লক্ষ্যে এভাবেই।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:১২
জাহিদ অনিক বলেছেন: আপনার মন্তব্য সুন্দর ও চমৎকার। অনুপ্রেরণা পাই।
ধন্যবাদ কবি
৭| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:০৩
অর্ক বলেছেন:
আমিই একটি ছবি দিয়ে মন্তব্যে অলংকৃত করলাম ভালো কবিতাটি।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:১৫
জাহিদ অনিক বলেছেন: চমৎকার ছবি।
ধন্যবাদ
৮| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৩১
ঋতো আহমেদ বলেছেন: দারুণ লিখেছেন অনিক। তবে, শুরুতে বারংবার এ হোঁচট খেতে হয়েছে। বারবার হলে ভালো হতো।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:১৭
জাহিদ অনিক বলেছেন:
আপনার সাজেশন টা ভেবে দেখব কবি।
ধন্যবাদ
৯| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:১১
ভ্রমরের ডানা বলেছেন:
হয়ত এমাসের সেরা তিনটে কবিতার একটি পড়ে ফেললাম। কবিতায় কি বলব বুঝছি না শুধু বলি অনবদ্য কবিতা!
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:১৮
জাহিদ অনিক বলেছেন:
কবি, আপনার মন্তব্যে অনেক কৃতজ্ঞতা রইল
১০| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:৪৯
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনার কলমের ধার বেড়েই চলেছে। অসাধারণ লিখেছেন! আরও লিখুন। শুভকামনা কবি।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:১৯
জাহিদ অনিক বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ সম্রাট ইজ বেস্ট
১১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:২৬
কালীদাস বলেছেন: কবিতাটা সুন্দর। খুবই সু্ন্দর। ভাল লেগেছে আমার
অফটপিক: শিরোনামহীনের গান শোনেন নাকি? শুনলে নতুন একটা গান শুনলাম "জাদুকর", ট্রাই করতে পারেন। আপনার জন্য পারফেক্ট ঠান্ডা কিসিমের
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:২১
জাহিদ অনিক বলেছেন: শিরোনামহীন এর গান শুনি।
একা পাখি বসে আছে----
রোদ উঠে গেছে --- এগুলোর তো লিরিক অসাধারণ।
আপনার সুপারিশ করা গানটাও শুনব। শুনে ফিডব্যাক দিব।
ধন্যবাদ প্রিয়
১২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:৪৮
নূর-ই-হাফসা বলেছেন: কবিদের বিরহের কবিতা বেড়েই চলেছে ।
অসমাপ্ত গল্পের নায়কের গল্প সমাপ্ত হোক সেই কামনা র ইলো ।
কবিতা চমৎকার হয়েছে ।
আপনার কবিতা অনেক ভালো হচ্ছে ।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:২২
জাহিদ অনিক বলেছেন: অনেক অনেক অনেক ধন্যবাদ নূর-ই-হাফসা।
ভালো থাকুন
১৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:৩৬
কুঁড়ের_বাদশা বলেছেন: কবিতা পড়িয়া লাইক প্রদান করা হইল কবি ভাই।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:২৩
জাহিদ অনিক বলেছেন:
ধন্যবাদ
অনেক ধন্যবাদ বাদশা ভাই!!
১৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৩:০৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দারুণ বলেছেন।
ভালোবাসা সবসময় অবাধ্য, দুর্বোধ্য দুর্দম দুরন্তর কর তুলে মানুষ অন্তর।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:২৫
জাহিদ অনিক বলেছেন:
বাহ! ভালোবাসার আরেকটা রূপ বলে দিলেন।
ধন্যবাদ কবি
১৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৭:১৬
রাবেয়া রাহীম বলেছেন: চাঁদগাজী বলেছেন:
অসমাপ্ত গল্লের নায়কেরা কি টাইফুনের মত, হ্যারিকেনের মত, কিংবা ঝরেপড়া উল্কার মতো উদ্দেশ্যহীন, শুধু শুধু প্রকৃতির কারণহীন ক্ষোভ; এবং তারা বাস করে কবিতায়?
লেখক বলেছেন: জ্বি জ্বি জ্বি
আপনি ঠিক ঠিক বলেছেন এইবার তোমাদের সাথে আমিও একমত
অসমাপ্ত গল্পের নায়কের জন্য আবেগ সত্যই বিলাসিতার অপর নাম।
আবেগ আর অভিমানে হৃদয়ের গভীরে জমা হয় কান্নার যত জল--
ভালোবাসাতে লীন হওয়ার শেষ ইচ্ছেতেই কি!
রাতের নিস্তব্ধতা ভাঙ্গে সাগরের গর্জন, তোমার আমন্ত্রণ কি!
কেন জানি ইদানিং হঠাৎ চমকে উঠি, মনে হয় এই নাম ধরে ডাকলে বুঝি !
তুমি ডাকো কি ?
আজকাল মনে হয় তোমাকে ভালোবেসে যাওয়া ছাড়া,
আমার অন্য কোনও পথ আর নেই,
ঘরোয়া আড্ডায় কবিতার আসরে তোমাকে নিয়ে কথা হয়
আমি আনন্দিত হই,
পুলকিত হই;
আবৃত্তি করি অনিকেত কে--একটা শেষ না হওয়া গল্পের নায়ক,
যে ভালবেসে ছিল, ভালবাসতে শিখিয়েছিল,
না ছুঁয়েও কি করে সারাক্ষণ ছেয়ে থাকা যায় বুঝিয়েছিল----
সে আমার অনিকেত !
২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:৫৮
জাহিদ অনিক বলেছেন:
অসমাপ্ত গল্পের নায়কের জন্য আবেগ সত্যই বিলাসিতার অপর নাম। -- সত্যিই এ এক দারুণ বিলাসিতা
১৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:০০
ধ্রুবক আলো বলেছেন: সবার হৃদয়েই আছে কি দারুন ভালোবাসা।, হৃদয়ের ভালোবাসা গুলো একটা সময় ব্যাধি হয়ে ধরা দেয় প্রকাশ না হওয়ার আর্তনাদে।
গাজী ভাইয়ের মন্তব্যটা দারুন লাগলো। অসমাপ্ত গল্পের নায়কেরা গল্প কবিতায় বাসা বাঁধে।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:৫৯
জাহিদ অনিক বলেছেন:
উত্তর দিতে দেরী করে ফেললাম শামিম ভাই----------
গাজী ভাইএর মন্তব্য সব সময়েই দুর্দান্ত !
আপনাকে অনেক অনেক ধন্যবাদ
১৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:২৭
আটলান্টিক বলেছেন: ভালোবাসায় বন্দি মন পড়ে থাকে দূরে,
ডানা মেলে যায় উড়ে
দুই লাইনে দুই হাজার কথা বলে দিলেন।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:০০
জাহিদ অনিক বলেছেন:
অনেক ধন্যবাদ প্রিয় অ্যাটলান্টিক
১৮| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:২৪
রাজীব নুর বলেছেন: আমি ভাবছি প্রকাশনীর ব্যবসা করবো।
দোয়া করবেন।
আপনার বই প্রকাশ করবো।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:২৭
জাহিদ অনিক বলেছেন: রাজীব ভাই, আপনার ভালোবাসাপূর্ণ মন্তব্যে আমি বেশ আনন্দিত ও কৃতজ্ঞ।
আমি মনে করি আমার এখনো বই বের করার সময় আসে নি। ব্লগে লিখছি,আপনাদের ভালোবাসা পাচ্ছি, এই আমার পরম পাওয়া।
১৯| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:০৬
মোঃ মাইদুল সরকার বলেছেন: কে সে অসমাপ্ত গল্পের নায়ক ?
আপনি না অন্য কেউ ?
নাকি আমরা সবাই এমন একজন গল্পের নায়ক।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৩১
জাহিদ অনিক বলেছেন: ঠিক ধরেছেন, আমি আপনি আমরা সবাই এই মহানায়ক
২০| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৪২
মোস্তফা সোহেল বলেছেন: জাহিদ ভাই কবিতার সাইক্লোন বইয়ে দিচ্ছেন ব্লগে!
খুব সুন্দর কবিতা।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:২৯
জাহিদ অনিক বলেছেন: হাহাহা!
ধন্যবাদ মোস্তফা সোহেল ভাই
২১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৪৬
আখেনাটেন বলেছেন: চমৎকার; চমৎকার; চমৎকার;
হুম, যারা ভালোবাসতে জানে, তারা জানে...।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:২৮
জাহিদ অনিক বলেছেন: আমি জানি, আপনিও জানেন!
২২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩৫
উম্মে সায়মা বলেছেন: সবাই সব প্রশংসা করে ফেলল। এখন আমি কি বলি!
থাক তবুও বলি.... অসাধারণ লিখেছ ভাই!!
অনেক বড় হও। শুভ কামনা রইল।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:২৮
জাহিদ অনিক বলেছেন: আপনি কিছুটা নিন্দা করতে পারতেন আপু!!!
২৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৫১
ওমেরা বলেছেন: আপনার কবিতা তো দিন দিন শুধু ভাল থেকে ভাল হচ্ছে । ধন্যবাদ অনিক।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:০০
জাহিদ অনিক বলেছেন:
ধন্যবাদ ওমেরা
২৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:০১
পদাতিক চৌধুরি বলেছেন: আপনার শেষ তিনটি কবিতায়(paradise lady থেকে) অসম্ভব প্রেমের আকুতি, যা মোদের হৃদয়কে দোলা দিয়ে গেল।বাসন্তিক শুভেচ্ছা রইল।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:০১
জাহিদ অনিক বলেছেন:
তিনটি কবিতাই মনে রেখেছেন !!!!!!!
এইত আমার পরম পাওয়া
ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রিয়
২৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:০২
কামরুননাহার কলি বলেছেন: কবিতা দারুন।
আচ্ছা এই কবিতার নায়ক আছে বাট নাইকা নেই কেনো?
২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:০২
জাহিদ অনিক বলেছেন:
নায়িকা আছে তো !!!!!!
নায়িকার জন্যই তো নায়কের এত কিছু !!!!!!!!!
অনেক ধন্যবাদ
২৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: বাপ্রে বাপ!!
তুমিতো হৈ চৈ ফেলে দিয়েছ হে খোকা!!!
২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:০৯
জাহিদ অনিক বলেছেন:
হই হই কান্ড রই রই ব্যাপার !!!!!!!
একটা পেপসি হবে গুরু !!!!!!!!!!!
২৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩০
রেবন্ত বলেছেন: অসাধারণ। বিশেষ করে শেষের ৪ লাইন। শুভকামনা রইলো।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:১০
জাহিদ অনিক বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা
ভালো থাকবেন
২৮| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩৫
আহমেদ জী এস বলেছেন: জাহিদ অনিক ,
সে যেন এক দূরন্ত বৈশাখী ঝড় ! সবকিছু এলোমেলো করে দিয়ে যায় বটে আবার তারই ধ্বংসস্তুপ থেকে জাগায় নতুন করে জেগে ওঠার নেশা ! সাইক্লোনের ভেতর এটাই কবিতা !
২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:১১
জাহিদ অনিক বলেছেন:
এই নেশা যেন একমাত্র কবিদেরই পায় !
ধন্যবাদ প্রিয় কবি
২৯| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:০০
তারেক ফাহিম বলেছেন: বৈশাখ না অাসতেই ব্লগে ঝড় তুললেন কবিতায়।
অসাধারণ কবিতা পাঠে মুগ্ধ++
২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:১২
জাহিদ অনিক বলেছেন:
অনেক অনেক অনেক ধন্যবাদ তারেক ফাহিম ভাই
ভালো থাকবেন সব সময়
৩০| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:০৯
আলভী রহমান শোভন বলেছেন: শেষের স্তবকটি বেশী মন ছুঁয়ে গিয়েছে।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:১৩
জাহিদ অনিক বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা আলভী ভাই !!!!!!!!!!!!
৩১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:১২
শায়মা বলেছেন: কে দুরন্ত বাঁজাও ঝড়েরও ব্যাকুল বাঁশী!!!!!!
২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:১৩
জাহিদ অনিক বলেছেন:
আকাশ কাঁপে সে সুর শুনে সর্বনাশী।।
৩২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:০৫
দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো লেগেছে।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:১৪
জাহিদ অনিক বলেছেন:
ধন্যবাদ রাজপুত্র
৩৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৪৩
মনিরা সুলতানা বলেছেন: উম্মে সায়মা বলেছেন: সবাই সব প্রশংসা করে ফেলল। এখন আমি কি বলি!
থাক তবুও বলি.... অসাধারণ লিখেছ ভাই!!
অনেক বড় হও। শুভ কামনা রইল
আমি সায়মার মত করেই বলি ,অনেক অনেক বড় হও।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:১৪
জাহিদ অনিক বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ কবি -- শুভ জন্মদিন
৩৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:০০
কথাকথিকেথিকথন বলেছেন:
ঝড়ের পর্ব বেশ লেগেছে । হৃদয় কখনো মরে না !
২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:১৫
জাহিদ অনিক বলেছেন:
সে ঝড় যেন ফুঁসে ওঠে কেবল কবিদের মনেই-------
ধন্যবাদ কবি
৩৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:৫০
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর । একুশের শুভেচ্ছা ।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:১৮
জাহিদ অনিক বলেছেন:
ধন্যবাদ কবি।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা
৩৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৭:২২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: শুভ সকাল
০২ রা মার্চ, ২০১৮ রাত ১০:২৪
জাহিদ অনিক বলেছেন:
শুভ সন্ধ্যা ভাই
৩৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৫৩
নীলপরি বলেছেন: কবিতার সাইক্লোন ভালো লাগলো । +++++++
০২ রা মার্চ, ২০১৮ রাত ১০:২৫
জাহিদ অনিক বলেছেন:
ধন্যবাদ নীঃপঃ
ভালো থাকবেন
৩৮| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:০৩
জাহিদুল ইসলাম চৌধুরী শান্ত বলেছেন: চমৎকার কবিতা। শুভ কামনা রইল....
০২ রা মার্চ, ২০১৮ রাত ১০:২৬
জাহিদ অনিক বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ জাহিদুল শান্ত !
৩৯| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫০
খায়রুল আহসান বলেছেন: কবিতাটা তো মনে হচ্ছে বেশ ঝড় তুলে গেল।
অসমাপ্ত গল্পের নায়ক যেন আমরা সবাই, যার যার জীবনের গল্পের নায়ক, যে গল্পের শেষ নেই।
ঝড় চলে গেলে রয়ে যায় ক্ষত - যাদের হাতে সে ক্ষত সারাবার জাদুর কাঠি ধরা থাকে, তারা ধরা দেয় না।
সাইক্লোন হয়ে বয়ে গেল উত্তর পশ্চিমে -- উত্তর পশ্চিমে কথাটা ঠিক ধরতে পারলাম না মনে হয়। একটু ব্যাখ্যা দেয়া যায় কি?
কবিতায় ভাল লাগা + +
০২ রা মার্চ, ২০১৮ রাত ১০:৩০
জাহিদ অনিক বলেছেন:
কবিতাটি এত মন দিয়ে পাঠ করেছেন--
গতবছর আমার বইমেলা নিয়ে একটা পোষ্টে আপনি বলেছিলেন, প্রায় ১২/১৩ দিন আপনি ছিলেন মেলায়। সেবার আমিও ছিলাম বেশ কিছুদিন। এবং আরও বলেছিলেন হুট করে দেখা হয়ে গেলে ভালো লাগত।
এবার আমি সত্যিই মনে মনে চাইছিলাম আপনার সাথে দেখা হয়ে যাক। এক সহব্লগারের কাছে আপনার বিনয় আন্তরিকতার নাম শুনেছি খুব। দেখা হলে চক্ষু কর্ণের বিবাদ ভঞ্জন হইত।
যাইহোক, উত্তর পশ্চিম কেন লিখেছি জানি না। সব কিছু জানতে নেই, তাই না কবি ?
৪০| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:৪৬
শিখা রহমান বলেছেন: কবিতাটা পড়ার সময়ে ঝড়োয়া বাতাস বইছিলো। শব্দেরা মাদলের য়াওয়াজ তুলছিলো। আপনি এমন সব্যসাচী কেন বলুনতো? কবিতা, গল্প সব কিছুই এত্তো ভালো কিভাবে যে লেখেন!! মুগ্ধতা আর একরাশ ভালোলাগা রইলো।
০২ রা মার্চ, ২০১৮ রাত ১০:৩২
জাহিদ অনিক বলেছেন:
শিখা রহমান,
কেমন চলছে আপনার বাচ্চাদের পড়ানো। ভার্সিটির ত্যাঁদড় ছাত্রদের সামলে, ব্লগেও সময় দিতে পারেন এটা একটা আন্তরিকতাই বটে!
আপনার আগের পোষ্টে বলেছিলেন, আমার কবিতাগুলো অনেকদিন পড়েন না। সেটা মনে রেখেই আজ এখানে আসা ! আমি খুব আপ্লুত !
আপনার আন্তরিক মন্তব্যে অনেক অনেক মুগ্ধতা ও ভালোলাগা রইলো।
শুভকামনা।
©somewhere in net ltd.
১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৩১
বিজন রয় বলেছেন: জীবনের সবকিছুর হিসেব রাখা যায় না। সম্ভবও না।
দারুন!!