নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসি কবি ও কবিতাকে
আমার ভেতরে এক নারী বাস করে
তার ভেতরেরটা আমার চেনাজানা,
যেন পরিচিত কোন পার্কের দাগ কাটা রাস্তা
সে হাঁটে পায়ে মিলিয়ে পা, আমি হাঁটি
সে হাসে কণ্ঠে মিলিয়ে কণ্ঠ, আমিও হাসি
তার বিছানা বালিশ চাদর বড্ড পরিপাটি।
আমার ভেতরে এক নারী বাস করে-
তাকে আমি দেখতে পাই না
ছুঁতে পাই না;
আবছায়া দেখে দৌড়ে ছুঁটে যাই না।
পুরুষের অন্দরে থাকে যে নারী,
পর হলেও কখনো ছাড়ে না ঘর।
ভোররাতে আচ্ছন্ন মন ও মগজ ভারী হয়ে উঠলে-
প্রতিযোগিতা শুরু হয় ঈশ্বরের সাথে;
মুয়াজ্জিন দিনে ডাকে পাঁচবার,
আমারও তো ইচ্ছে হয় শুধু একবার
খাটো স্বরে কানেকানে জপে দেই বীজমন্ত্র!
কান্না পেলে আমার ভেতরের নারী কেঁদে উঠে,
কেননা পুরুষ কাঁদতে পারে না।
আমার ভেতরে যে কবি শব্দে দিচ্ছে বুনট
অকাতরে বিলিয়ে দিচ্ছে দু:খ-বিলাস,
আদ্যোপান্ত বুঝেনি যে, শিখেছে কেবল শব্দ গোটাকতক!
সত্যিকারের সুখের বানানে শুরুতে দন্ত-স; জানে না সে,
জানলে একদিন মস্ত করে লিখত সুখ-কাব্য।
সুখপাখী আকাশে উড়ে না
ঝিম ধরে বসে থাকে মনের উঠানে-
যেন একটু ওম রোদ পেলেই পাখনা ঝাড়া দিয়ে উঠবে।
আমার ভেতরের নারী বালুচরি শাড়ি পড়ে,
পাড়ের আঁচল পানিতে ভিজিয়ে, কপালে ও সিঁথিতে লাগিয়ে দেয়ালের সাদা চুন
চিনি হাঁসের পালক ধরে উড়িয়ে দিয়েছে শরতের মেঘ।
আমার ভেতরে এক নারী বাস করে-
আবাদ করে অনাবাদী জমি,
সে আমার হাত ধরে - ধরেই থাকে শক্ত করে;
হাতের মধ্যেই রাখছে যেন একটি ঋদ্ধ পুরুষ।
১৭ ই মে, ২০১৮ দুপুর ১২:০৯
জাহিদ অনিক বলেছেন:
কিছু কিছু পাখি জোনাক পোকার মত, প্রদ্বীপের দরকার হয় না। যার নীড়ে যায় সে নীড় আলোকিত করে দেয়। কিছু পাখি আবার কেন যেন নীড়েই ফেরে না।
ধন্যবাদান্তে
২| ১৭ ই মে, ২০১৮ ভোর ৫:৫৮
কাওসার চৌধুরী বলেছেন: মানুষের মনোজগৎ নিয়ে চমৎকার সুন্দর একটি কবিতা। বেশ ভাল লেগেছে।
১৭ ই মে, ২০১৮ দুপুর ১২:১১
জাহিদ অনিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কাওসার চৌধুরি। মানুষের মনোজগৎ কিনা জানি না, তবে জগতের বাইরে কিছুই নেই।
কৃতজ্ঞতা
৩| ১৭ ই মে, ২০১৮ সকাল ৭:৩০
সোহাগ তানভীর সাকিব বলেছেন: শুভ সকাল।
সকাল বেলা সুন্দর একটি প্রেমের কবিতা পড়ে ভালো লাগলো।
১৭ ই মে, ২০১৮ দুপুর ১২:১৮
জাহিদ অনিক বলেছেন:
সকাল বেলাতেই কবিতাটি পড়ার জন্য অনেক ধন্যবাদ
পাঠান্তে চমৎকার মন্তব্যের জন্য কৃতজ্ঞতা
৪| ১৭ ই মে, ২০১৮ সকাল ৭:৫৭
আকিব হাসান জাভেদ বলেছেন: সুন্দর কবিতা যেখানে নারীতে নারীর কন্দন। ভালো লাগলো।
১৭ ই মে, ২০১৮ দুপুর ১২:২২
জাহিদ অনিক বলেছেন: কবিতা পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ কৃতজ্ঞতা।
ভাল থাকুন আকিব হাসান জাভেদ
৫| ১৭ ই মে, ২০১৮ সকাল ৮:১৮
তারেক_মাহমুদ বলেছেন: বাহ দারুণ লাগলো, সবার ভিতরেই একটি নারী সত্ত্বা থাকে সে একাএকাই কাদে, একাএকাই হাসে। যে সবাইকে ভালবাসে নিঃস্বার্থভাবে। লাইক দিলাম।
১৭ ই মে, ২০১৮ দুপুর ১২:২৫
জাহিদ অনিক বলেছেন:
একাএকা হাসা, একাএকা কাঁদা সেগুলো আবার অন্য লক্ষণ, তবে কমবেশি আমরা সবাই একাএকা কথা বলি। অবচেতনভাবে।
আমার মস্তিষ্কের দুইটা অংশ থাকে। আমাদের অবচেতন মনে সেখানে অনেকেই বাস করে আমরা টের পাই।
চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ তারেক মাহমুদ ভাই
৬| ১৭ ই মে, ২০১৮ সকাল ৮:৫৪
মোস্তফা সোহেল বলেছেন: কবিতা ভাল লেগেছে জাহিদ ভাই।+++
১৭ ই মে, ২০১৮ দুপুর ১২:২৮
জাহিদ অনিক বলেছেন: ভালোলাগা জানানোয় কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি মোস্তফা সোহেল ভাই
ভালো থাকুন
৭| ১৭ ই মে, ২০১৮ সকাল ৯:১৪
রাজীব নুর বলেছেন: সারারাত না ঘুমালে ভোর রাতে মন তো আচ্ছন্ন হবেই।
কবিতা সুন্দর হয়েছে।
১৭ ই মে, ২০১৮ দুপুর ১২:৩০
জাহিদ অনিক বলেছেন: সারারাত বসে থাকি---- অপেক্ষায় থাকি কখন ঘুম আসবে।
ধন্যবাদ রাজীব ভাই
৮| ১৭ ই মে, ২০১৮ সকাল ৯:৫০
মিথী_মারজান বলেছেন: মাশাআল্লাহ্!
এটা কি ভাইয়া?
কবিতা নাকি ম্যাজিক!!!
একবার পড়লেই আচ্ছন্ন হয়ে আরেকবার পড়তে ইচ্ছা করবে সবার।
অন্নেক অন্নেক সুন্দর!
১৭ ই মে, ২০১৮ বিকাল ৪:৪২
জাহিদ অনিক বলেছেন: বলেছেন:
মিথি আপু, আপনি সব কিছুতেই প্রায় মুগ্ধতা রাখতে পারেন। ইহা আপনার একটা বিশেষ গুণ।
আপনার নাম দেয়া উচিত, মুগ্ধ বালিকা। হাহা
কবিতা পাঠ ও মন্তব্যে পর্যাপ্ত পরিমাণ ধন্যবাদ ও শুভেচ্ছা।
৯| ১৭ ই মে, ২০১৮ দুপুর ১২:২৭
সম্রাট ইজ বেস্ট বলেছেন: বাহ্! এ যে দেখছি কবিতার বদলে নেশা ধরানো মাদক! ব্রাভো!
আপনার কবিতা দিনে দিনে আরও উপাদেয় হয়ে উঠছে!
লিখতে থাকুন। আমরাও বিমোহিত হই কাব্যের মূর্ছনায়।
১৭ ই মে, ২০১৮ দুপুর ১২:৩৭
জাহিদ অনিক বলেছেন:
একটা নজরুলগীতি মনে পড়ল আপনার মন্তব্য দেখে।
এ কোন মধুর সরাব দিলে আল আরাবী সাঁকী!
কবিতা পাঠ ও পাঠান্তে চমৎকার মন্তব্য রেখে যাওয়ায় অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
ভালো থাকুন সম্রাট ইজ বেস্ট
১০| ১৭ ই মে, ২০১৮ দুপুর ১২:৩৪
শাহরিয়ার কবীর বলেছেন:
পাখি সব করে রব রাতি পোহালো
তবু সব পাখি নীড়ে ফিরে না ।।
কবিতা ভলো লিখেছেন কবি ।।
১৭ ই মে, ২০১৮ দুপুর ১২:৪০
জাহিদ অনিক বলেছেন: কাননে কুসুম কলি সকলি ফুটিলো --
কবিতা পাঠ ও মন্তব্যে ধন্যবাদ ও শুভেচ্ছা কবি
১১| ১৭ ই মে, ২০১৮ দুপুর ১:৪২
সুমন কর বলেছেন: চমৎকার হয়েছে।
১৭ ই মে, ২০১৮ বিকাল ৪:৪২
জাহিদ অনিক বলেছেন:
ধন্যবাদ সুমন দা
ভালো থাকবেন
১২| ১৭ ই মে, ২০১৮ বিকাল ৪:৫৩
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: সারারাত বসে থাকি---- অপেক্ষায় থাকি কখন ঘুম আসবে।
ধন্যবাদ রাজীব ভাই
একসময় আমার সারারাত ঘুম আসতো না। সারারাত। দিনের পর দিন, বছরের পর বছর।
সাইক্রিয়াস্টিকের কাছে গেলাম। বললাম, ঘুম আসে না।
এই কথা শুনে সাইক্রিয়াস্টি রেগে মেগে অস্থির। এতটাই রেগে গেল যে আমাকে মারবে।
আমি তো অবাক, এত টাকা দিয়ে ডাক্তার দেখাতে আসলাম। আর আমাকে তেড়ে মারতে আসে!!!
শেষে ডাক্তার বললেন, বিছানায় ঘুমাও। মাথার উপর ফ্যান ঘুরে। নরম বালীশ বিছানা। তারপরও বলো ঘুম আসে না।
আর হাজার হাজার মানুষ রাস্তায় ঘুমায়। ঘর বাড়ি নাই। তারা সোয়া মাত্র ঘুমিয়ে পড়ে। আর তুমি আসছো ফাজলামো করতে!!!!
যাও প্রচুর পরিশ্রম করো। এমনিতেই ঘুম চলে আসবে।
১৭ ই মে, ২০১৮ রাত ৯:২৩
জাহিদ অনিক বলেছেন: ব্যাপারটা সঠিক প্রচুর পরিমানে কায়িক পরিশ্রম করলে ক্লান্তিতে ঘুম চলে আসে।
আপনার কি এখন রাতের ঘুমে সমস্যা কেটে গেছে?
১৩| ১৭ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:০৬
সোহানী বলেছেন: হুম এইটা ভালো বল্লা.... পুরুষের মধ্যে নারীর মনের বসত..........
১৭ ই মে, ২০১৮ রাত ১০:৪৬
জাহিদ অনিক বলেছেন:
আমাদের প্রত্যকের মধ্যেই অপজিট জেন্ডার সুপ্ত অবস্থায় আছে।
ধন্যবাদ সোহানী আপু
১৪| ১৭ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:১৩
ওমেরা বলেছেন: কবিতাটা সুন্দর পড়তেও বেশ মিষ্টি মিষ্টি লাগল । ধন্যবাদ অনিক।
১৭ ই মে, ২০১৮ রাত ১০:৪৮
জাহিদ অনিক বলেছেন:
অনেক ধন্যবাদ ওমেরা
ভালো থেকো।
১৫| ১৭ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫৫
খায়রুল আহসান বলেছেন: শিরোনামসহ কবিতাটি খুব ভাল লেগেছে। + +
সব পুরুষের অভ্যন্তরে একজন নারী বাস করে, যে তার হয়ে কাঁঁদে- চমৎকার ভাবনা। তবে, সব নারীর অভ্যন্তরেও কি একজন পুরুষ বাস করে, যে তার হয়ে যুদ্ধ করে? ভাববার বিষয় বটে!
১৭ ই মে, ২০১৮ রাত ১০:৫৭
জাহিদ অনিক বলেছেন:
তবে, সব নারীর অভ্যন্তরেও কি একজন পুরুষ বাস করে, যে তার হয়ে যুদ্ধ করে? ভাববার বিষয় বটে!
- চমৎকার একটি প্রশ্ন করেছেন। এর উত্তর কবিতার শেষ দুই লাইনে একটু আবছা করে দিয়েছি।
সে আমার হাত ধরে - ধরেই থাকে শক্ত করে;
হাতের মধ্যেই রাখছে যেন একটি ঋদ্ধ পুরুষ।
হাত ধরে রাখতে চায় যে নারী, তার মধ্যে আমার একটা হাত ধরে রাখার- খুঁটি হিসেবে একটি হাত পেতে চাইবার আকাঙ্ক্ষা থেকেই যায়।
অনেক ধন্যবাদ কবিতা পাঠ ও বিশ্লেষণধর্মী মন্তব্যে।
১৬| ১৭ ই মে, ২০১৮ রাত ৯:১৬
আহমেদ জী এস বলেছেন: জাহিদ অনিক ,
নার্সিসাস কবিতা নাকি ট্রান্সজেন্ডার ? সাইকোলজিকাল প্যারাডক্স ?
সহ-ব্লগার খায়রুল আহসান এর মন্তব্যে আমার মতোই এমন প্রশ্ন প্রচ্ছন্ন হয়ে আছে মনে হয় ।
বেশ দাপটের সাথে লিখেছেন । মনের অনাবাদী জমিনে আবাদ করে গেছেন কানে কানে জপার বীজমন্ত্র ।
১৭ ই মে, ২০১৮ রাত ১১:০১
জাহিদ অনিক বলেছেন:
নার্সিসাস কবিতা নাকি ট্রান্সজেন্ডার ? সাইকোলজিকাল প্যারাডক্স ? - অত্যন্ত চমৎকার একটা প্রশ্ন !
নার্সিসাস নয়, ট্রান্সজেন্ডারও নয়। কিছুটা সাইকোলজিকাল প্যারাডক্স বলা যেতে পারে।
চমৎকার আপনার বিচক্ষণ ক্ষমতা।
সহ-ব্লগার খায়রুল আহসান এর মন্তব্যে আমার মতোই এমন প্রশ্ন প্রচ্ছন্ন হয়ে আছে মনে হয় । উপরেই তাঁকে একটা উত্তর দিয়েছি। সেটাই এখানে কপি করে দিচ্ছি।
তবে, সব নারীর অভ্যন্তরেও কি একজন পুরুষ বাস করে, যে তার হয়ে যুদ্ধ করে? ভাববার বিষয় বটে!
এর উত্তর কবিতার শেষ দুই লাইনে একটু আবছা করে দিয়েছি।
সে আমার হাত ধরে - ধরেই থাকে শক্ত করে;
হাতের মধ্যেই রাখছে যেন একটি ঋদ্ধ পুরুষ।
হাত ধরে রাখতে চায় যে নারী, তার মধ্যে আমার একটা হাত ধরে রাখার- খুঁটি হিসেবে একটি হাত পেতে চাইবার আকাঙ্ক্ষা থেকেই যায়।
কবিতা পাঠ ও মন্তব্যে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। ভালো থাকুন
১৭| ১৭ ই মে, ২০১৮ রাত ১০:০৩
ধ্রুবক আলো বলেছেন: কবি দন্ত-স মনে রাখতে পারে না। তাহলে একটা সুখ কাব্য লেখা হত।
কবিতা ভালো লাগলো +++
১৭ ই মে, ২০১৮ রাত ১১:০২
জাহিদ অনিক বলেছেন: কবি দন্ত-স মনে রাখতে পারে না। তাহলে একটা সুখ কাব্য লেখা হত। ঠিক করেছেন। আলাভোলা কবি কিছুই পারে না মনে রাখতে।
কবিতা পাঠ মন্তব্যে ও প্লাসে অনেক ধন্যবাদ কবি
১৮| ১৭ ই মে, ২০১৮ রাত ১১:২৩
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: @"আমার ভেতরে এক নারী বাস করে"
-- কবি কি কমন জীন্ডার নাকি??
# কবি!!
শামা আপাকে পাচ্ছি না!!
দিনে ব্যস্ত থাকছি! তাই কথাও হয়নি!!
কষ্টকরে একটু খোঁজ নিতে পারতেন নাকি??
১৭ ই মে, ২০১৮ রাত ১১:২৯
জাহিদ অনিক বলেছেন:
দিনে ব্যস্ত থাকলে তাঁকে রাতে খুজুন। খুজন যেভাবে ইচ্ছে। দরকার হলে খুঁজে নিবেন। আমার কাছে কারও খোজ নেই।
সবাই নিখোজ।
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: @"আমার ভেতরে এক নারী বাস করে"
-- কবি কি কমন জীন্ডার নাকি?? - রসিকতা পছন্দ হয়নি। দুঃখিত
১৯| ১৭ ই মে, ২০১৮ রাত ১১:৩৯
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: এমনিতেই কবিদের সাথে আমার জমে না।
ওদের সাথে ভাব জমাব বলে অনিচ্ছা সত্ত্বেও মন্তব্য করি!
কবিরা জাস্ট....,
একেকটা আবেগের খনি! প্রেস্টিজের জাহাজ!!
কবিদের সাথে পাঠকের বিদ্রোহ!!
কবিরা ভাল থাকুক।
ওদের জন্য শুভকামনা।।
১৭ ই মে, ২০১৮ রাত ১১:৪২
জাহিদ অনিক বলেছেন:
কবিরা জাস্ট....,
একেকটা আবেগের খনি! প্রেস্টিজের জাহাজ!! কবিদের ভুল বুঝবেন না প্লিজ।
কবিদের জন্যই অনেক কিছু আমরা বুঝতে পারি নিজের মত করে।
আবেগ আর প্রেস্টিজ ছাড়া কবিদের কিছুই থাকে না। ওটুকুতে খোচা দিলে আর কিছুই থাকে না।
ভালো থাকুন আপনিও। কবিদের সাথে কারও কোন বৈরীতা নেই। থাকতে পারে না। সবাইকে যে ভালোবাসতে না পারে সে কবি নয়। কবিরা কখনো খুন করতে পারে না।
২০| ১৭ ই মে, ২০১৮ রাত ১১:৫৭
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
ওরে কবুতর(কবি)!!
আমি কি এক কথায় রাগ করার মানুষ??
নো ম্যান!! অমন কথায়.....
কবির রিঅ্যাক্ট বোঝার জন্য ঐ মন্তব্য করেছি!
পাঠক ঠান্ডা মাথার মানুষ।
@"কবিরা কখনো খুন করতে পারে না।"
-- কবিদের জন্য বড় মায়া হয়।
তাহলে ব্লগের সব কবিদের সাথে আমি একাই লড়তে পারবো???
বি. দ্রঃ কবিতা লেখা বা বোঝা, সে আমার কম্ম নয়!!
১৮ ই মে, ২০১৮ রাত ১২:০২
জাহিদ অনিক বলেছেন:
তাহলে ব্লগের সব কবিদের সাথে আমি একাই লড়তে পারবো???
-- লড়াই করতে চান কেন ? যুদ্ধ , ফাইট এসব তো কেউ সাধ করে করে না।
ভালো থাকুন
২১| ১৮ ই মে, ২০১৮ বিকাল ৫:২২
মনিরা সুলতানা বলেছেন: বাহ !!!
সব সময়ের মত,চমৎকার কবিতা!!!
১৮ ই মে, ২০১৮ বিকাল ৫:৪৩
জাহিদ অনিক বলেছেন:
বরাবরের মতই পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ কবি
২২| ১৮ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:৩৯
নীলপরি বলেছেন: এককথায় অপূর্ব ।++++++
১৯ শে মে, ২০১৮ রাত ১:৫৬
জাহিদ অনিক বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ নীলপরী।
কেমন আছেন ? অনেকদিন কোন কবিতা দিচ্ছেন না
ভালো থাকুন
২৩| ১৮ ই মে, ২০১৮ রাত ৮:২৪
নীহার দত্ত বলেছেন:
বাহ কবিতা তো আপনি লিখে ফেলেছেন, এবার সেই নারীর কি হবে যে রয়ে গেছে আমাদের অভ্যন্তরে; যে বাহির হতে চায় কিন্তু আমরাই তাঁকে অভ্যন্তরে রাখতে চাই।
১৯ শে মে, ২০১৮ রাত ১:৫৯
জাহিদ অনিক বলেছেন:
কবিতায় মানব মনের লুকানো নারীর কথা বলেছি, এরকম নারীর মনেও লুকানো পুরুষ আছে। অর্থাৎ আমাদের মধ্যে দ্বৈত ক্যারেকটার থাকে।
এখানে কেউ বের হয়ে আসবে না।
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ দাদা
২৪| ২১ শে মে, ২০১৮ দুপুর ১২:৩৯
বৃষ্টি বিন্দু বলেছেন:
চমৎকার কবির চমৎকার কবিতা।
ভাল লাগলো খুব
২১ শে মে, ২০১৮ বিকাল ৪:২৮
জাহিদ অনিক বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ বৃষ্টি বিন্দু
ভালো থাকুন
২৫| ২১ শে মে, ২০১৮ রাত ৮:২৬
কাইকর বলেছেন: এই প্রথম আপনার কবিতা পড়লাম। পড়েই আপনার প্রেমে পড়ে গেলাম। একটা বাস্তব জীবন তুলে ধরেছে আপনার কবিতার মাধ্যমে। খুব ভালো লাগলো পড়ে। ধন্যবাদ আপনাকে
২১ শে মে, ২০১৮ রাত ৮:২৯
জাহিদ অনিক বলেছেন:
কাইকর, এত সুন্দর করে মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
মন্তব্যে ভালোলাগা রইলো।
ভালো থাকুন।
©somewhere in net ltd.
১| ১৭ ই মে, ২০১৮ ভোর ৫:৫৮
চাঁদগাজী বলেছেন:
সব পাখী যখন ফেরে কুলায়, দিবাশেষ যখন ধরণী ক্লান্ত হয়ে উঠে, সে কি সন্ধ্যা প্রদ্বীপ জ্বালে আপন গৃহে?