নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যেসব কথা এই সামু ব্লগে লিখতে পারি না নানা কারনে- সেসব কথা আমার পার্সোনাল জার্নাল ব্লগে লিখি -- https://journalofjahid.com/

জাহিদ অনিক

ভালোবাসি কবি ও কবিতাকে

জাহিদ অনিক › বিস্তারিত পোস্টঃ

জন্মদাহ

০৮ ই জুলাই, ২০১৮ রাত ৯:০০






আমরা যারা দিনশেষে বাঁচার জন্য অবলম্বন খুঁজি,
প্রেমিকার হাসি কিংবা ঈশ্বরের করুণা;
বিশ্বাস করো,
আমাদের মৃত্যুতে দুই পক্ষের কেউই শোকসভা আয়োজন করবে না।
আমাদের ফিউনারেলে যোগ দেবে হয়ত আরও কতিপয় আধামরা জীব,
যাদের শিঁড়দাড়াতেও নেই কোন অভিযোজন ক্ষমতা।


জীবন নদী নারী,
এসো মিলিত হও জলের মোহনায়
পুড়ে যাচ্ছে পৃথিবী,
আমার দহনকালে পোড়াবো বলো কার ঠোঁট !

মন্তব্য ৪৪ টি রেটিং +১০/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুলাই, ২০১৮ রাত ৯:০৯

স্রাঞ্জি সে বলেছেন: বাহ! চমৎকার কাব্য।

০৯ ই জুলাই, ২০১৮ সকাল ১০:৪৬

জাহিদ অনিক বলেছেন: কবিতা পড়ার জন্য ও প্রথম মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা স্রাঞ্জি সে

২| ০৮ ই জুলাই, ২০১৮ রাত ৯:১৩

মিথী_মারজান বলেছেন: বাহ্!
সুন্দর!

০৯ ই জুলাই, ২০১৮ সকাল ১০:৪৭

জাহিদ অনিক বলেছেন:

থেংকু মিথী আপু। শুভ সকাল।

৩| ০৮ ই জুলাই, ২০১৮ রাত ৯:১৩

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা সুন্দর হয়েছে++


শুভ কামনা রইলো।

০৯ ই জুলাই, ২০১৮ সকাল ১০:৪৭

জাহিদ অনিক বলেছেন:
অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা কবি।

৪| ০৮ ই জুলাই, ২০১৮ রাত ৯:১৯

নীলপরি বলেছেন: বাহ ! পুরো কবিতাটাই সুন্দর । শেষ প্যারাটা অপূর্ব । সবথেকে ভালো লাগলো কবিতায় ভাবনার প্রবাহটা ।

শুভকামনা

০৯ ই জুলাই, ২০১৮ সকাল ১০:৪৯

জাহিদ অনিক বলেছেন:

আপনার মন্তব্য ভালো লাগলো কবি।
শুভেচ্ছা ও কৃতজ্ঞতা। কবিদের মন্তব্যে অনুপ্রেরনা থাকে।

৫| ০৮ ই জুলাই, ২০১৮ রাত ৯:৪০

রাজীব নুর বলেছেন: আপনার কবিতা পড়ে আমি মুগ্ধ!
সহজ সরল ভাষা। প্রানবন্ত।

০৯ ই জুলাই, ২০১৮ সকাল ১০:৪৯

জাহিদ অনিক বলেছেন:

অনেক ধন্যবাদ রাজীব ভাই।
শুভ সকাল।

৬| ০৮ ই জুলাই, ২০১৮ রাত ৯:৪১

রাজীব নুর বলেছেন: ও আরেকতা কথা আমি প্রকাশক হলে আগ্রহ নিয়ে আপনার কবিতার বই ছাপতাম।
ইচ্ছা আছে একটা প্রকাশনী দেওয়ার।

০৯ ই জুলাই, ২০১৮ সকাল ১০:৫০

জাহিদ অনিক বলেছেন:
সো সুইট রাজীব ভাই।
যদি সত্যিই আপনার একটা প্রকাশনা থাকত !!!!

৭| ০৮ ই জুলাই, ২০১৮ রাত ৯:৫৯

ঋতো আহমেদ বলেছেন: ঈর্ষা করার মতো ভালো হয়েছে। শুভ কামনা জাহিদ অনিক। এইরকম আরও কবিতা লিখুন এই আশা রাখছি।

০৯ ই জুলাই, ২০১৮ সকাল ১০:৫১

জাহিদ অনিক বলেছেন:

এরকম কবিতা আমি লিখতেই পারি না--
আপনার মন্তব্যে ভালোলাগা ও কৃতজ্ঞতা রইলো ঋতো দা

৮| ০৮ ই জুলাই, ২০১৮ রাত ১০:২৮

চাঁদগাজী বলেছেন:


ভালোবাসা যদি থাকে হৃদয়ে, রেখে যেতে হবে নির্ভেজাল, স্বাক্ষর, কাহিনী ও ইতিহাস।
আধুনিকদের মাঝে আধুনিকতম ও সুক্ষ্ম অনুভবতার কাব্যিক প্রকাশ

০৯ ই জুলাই, ২০১৮ সকাল ১১:০৬

জাহিদ অনিক বলেছেন:

বাহ ! আপনার চমৎকার মন্তব্যে ভালো লাগলো। আপনি নিজেও মনে মনে একজন কবি। শুভেচ্ছা

৯| ০৮ ই জুলাই, ২০১৮ রাত ১০:৩০

ভ্রমরের ডানা বলেছেন:

স্যাভেজ কবি! স্যাভেজ কবিতা!


B-)

০৯ ই জুলাই, ২০১৮ সকাল ১১:০৭

জাহিদ অনিক বলেছেন:

ধন্যবাদ ! ধন্যবাদ কবি।

শুভেচ্ছা

১০| ০৮ ই জুলাই, ২০১৮ রাত ১১:০৪

কথাকথিকেথিকথন বলেছেন:





ব্যাপারটা হলো দুঃখী বুঝে দুঃখীর মর্ম। এই পথ যারা গড়ে চলে যায় তারা হয়তো অন্যকোথাও অন্য কারোর জন্য পথ বানাচ্ছে অথবা অন্য কারো বানানো পথে পড়ে গেছে! পৃথিবীতে কেউই শুধু সুখ নিয়ে চলতে পারে না, দুঃখ এসে তা পুষিয়ে দেয়।

০৯ ই জুলাই, ২০১৮ সকাল ১১:১৩

জাহিদ অনিক বলেছেন:
যে পথে একবার হেঁটে যাওয়া হয়, সেই পথের পথিকই তো জানে পথের ঠিকানা।

মন্তব্যে ভালোলাগা রইলো কবি।

১১| ০৯ ই জুলাই, ২০১৮ রাত ১২:৪৯

নিভৃতেনৈঃশব্দে বলেছেন: আছে আমাদের শিঁড়দাড়াতেও অবাক ক্ষমতার অভিযোজন ক্ষমতা
তাইতো ব্লগের সাধাৰণ এক ব্লগার ওমেরার সাথে ব্লগরাজাকার ব্লগের বিরহী কবি শাহরিয়ার কবিরের নোংরামির বিরুদ্ধে সোচ্চার হয়েছিইন্টারপোলের হুমকি পেয়েও ....আমাদের শিরদাঁড়ার অবাক অভিযোজন ক্ষমতার জন্য মার্ লেখাটা পড়ুন জাহিদ অনিক প্লিজ .... ওমেরার সাথে মাল্টি নিকে নোংরামি করার নাটেরগুরু ব্লগ রাজাকার কবি শাহরিয়ার কবীর ও তার নোংরামির ইতিহাস ও প্রমান (স্ক্রিনশট দেওয়া হবে অচিরেই)

০৯ ই জুলাই, ২০১৮ সকাল ১১:১৪

জাহিদ অনিক বলেছেন:

পোষ্টটি দেখেছি।
ব্লগ মডারেশনের উপর আমার আস্থা আছে।

১২| ০৯ ই জুলাই, ২০১৮ ভোর ৬:৫৯

সিগন্যাস বলেছেন: বিবর্তনের ফলে সব ঠিক হয়ে যাবে

০৯ ই জুলাই, ২০১৮ সকাল ১১:১৪

জাহিদ অনিক বলেছেন:

পরিবর্তনের প্রত্যয়ে নিরন্তর পথচলা।
ধন্যবাদ সিগন্যাস

১৩| ০৯ ই জুলাই, ২০১৮ রাত ৯:০৯

তারেক ফাহিম বলেছেন: আপনি প্রেমিকা হলে আপনার প্রেমিকও বুঝবে না ;)
না বোঝারই কথা, আপনিতো আর ২য় বার একই পথে হাঠছেন না। 8-|

০৯ ই জুলাই, ২০১৮ রাত ৯:১৩

জাহিদ অনিক বলেছেন:
কে বলেছে হাটব না!
আমরা তো জেনেবুঝেই হাটি।


ধন্যবাদ ভাই তারেক ফাহিম

১৪| ০৯ ই জুলাই, ২০১৮ রাত ১০:০৩

তামান্না তাবাসসুম বলেছেন: অসাধারন । প্রথম প্যারাটা বেশি ভাল লেগেছে।

০৯ ই জুলাই, ২০১৮ রাত ১০:১০

জাহিদ অনিক বলেছেন:
অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা তামান্না তাবাসসুম

১৫| ০৯ ই জুলাই, ২০১৮ রাত ১০:৩৭

সুমন কর বলেছেন: সুন্দর এবং +।

* ফিউনারেলে < শেষ যাত্রায় দিলে কেমন হতো ?

০৯ ই জুলাই, ২০১৮ রাত ১০:৩৯

জাহিদ অনিক বলেছেন:

অন্ত্যেষ্টিক্রিয়া দিলে ভালো হত।
ধন্যবাদ সুমন দা

১৬| ০৯ ই জুলাই, ২০১৮ রাত ১০:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

০৯ ই জুলাই, ২০১৮ রাত ১১:১২

জাহিদ অনিক বলেছেন:
ধন্যবাদান্তে :)

১৭| ০৯ ই জুলাই, ২০১৮ রাত ১১:৪০

শামচুল হক বলেছেন: চমৎকার কাব্য।

১০ ই জুলাই, ২০১৮ সকাল ১১:১৫

জাহিদ অনিক বলেছেন:

ধন্যবাদ ভাই

১৮| ১০ ই জুলাই, ২০১৮ রাত ১২:০৩

সুমন কর বলেছেন: হুম, সেটাও হবে ...

১০ ই জুলাই, ২০১৮ সকাল ১১:১৫

জাহিদ অনিক বলেছেন: :)

১৯| ১০ ই জুলাই, ২০১৮ রাত ১২:০৬

শৈবাল আহম্মেদ বলেছেন: ধন্যবাদ,জাহিদ অনিক ভাই।

হালহীন পালহীন পৃথিবীটা ভাসমান তরী
মাঝি নেই কভুতার নেই কোন দাড়ী
আত্নার আত্নীয় মোদের ভীন্নভীন্ন দৃষ্টি
ধাতু তার কর্মই করে যাবে সৃষ্টি
অবস্থান করছি সৃষ্টির কোন এক পর্বে
সকল সৃষ্টিই টিকে আছে একে অন্যের গর্বে

১০ ই জুলাই, ২০১৮ সকাল ১১:১৪

জাহিদ অনিক বলেছেন:

চমৎকার মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ শৈবাল আহম্মেদ

২০| ১০ ই জুলাই, ২০১৮ ভোর ৫:৪১

নূর-ই-হাফসা বলেছেন: কি সুন্দর করে চিরন্তন সত্যি তুলে ধরেছেন ।
দারুণ লাগলো ।

১০ ই জুলাই, ২০১৮ সকাল ১১:১৬

জাহিদ অনিক বলেছেন:

ধন্যবাদ ও শুভেচ্ছা নূর-ই-হাফসা

২১| ১১ ই জুলাই, ২০১৮ রাত ১২:২৮

মনিরা সুলতানা বলেছেন: ছোট্ট কবিতায় বেশ ভালোলাগার রেশ ছড়ালে !!!

১১ ই জুলাই, ২০১৮ রাত ১২:৩৪

জাহিদ অনিক বলেছেন:
অনেক ধন্যবাদ কবি

২২| ২৮ শে মে, ২০১৯ সন্ধ্যা ৭:৫৫

খায়রুল আহসান বলেছেন: বাহ! অতি চমৎকার একটি কবিতা লিখেছেন! কবিতায় প্লাস + +।
শিরোনামটা যেমন সুন্দর, ক্ষীণাঙ্গী কবিতার শরীরটাও তেমনি আকর্ষণীয় হয়েছে অসাধারণ কিছু কাব্যকথায় এবং ভাবনাপ্রবাহে। কবি নীলপরি যেমনটি বলেছেন, "সবথেকে ভালো লাগলো কবিতায় ভাবনার প্রবাহটা"
চাঁদগাজী এর অল্প কথার মন্তব্যটি চমৎকার লাগলো। আপনার ১১ নং প্রতিমন্তব্যটাও।

২৯ শে মে, ২০১৯ বিকাল ৩:৪০

জাহিদ অনিক বলেছেন:
অনেকদিন আগের লেখা কবিতাটা আপনি পড়েছেন দেখে খুবই আনন্দিত হচ্ছি। আসলে পুরানো লেখা যখন কেউ পড়ে ইতিবাচক কিছু জানায়, তখন মনে হয় যে আমার ভাবনাগুলো কেবলমাত্র ঐ সময়ের জন্য ছিল না। কিছুটা আশ্বস্ত হই। আপনার মত গুণীজনের থেকে এমন মন্তব্য পেলে তো আর কথাই নেই---- অন্যরকম ভালোলাগা কাজ করে।

অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি প্রিয় কবি। ভালো থাকবেন সুস্থ থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.