নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসি কবি ও কবিতাকে
ওরা যারা প্রকাশ্য দিবালোকে রক্তের মিছিলে যোগ দেয়
প্রতিহিংসা ক্রোধে এর ওর চোখ উপড়ে ফেলে;
হলফ করে বলতে পারি- ওরা কেউ কবিতা পড়ে না।
ওরা পড়তে জানে না।
ওরা লড়াকু নয়, ওরা লোরকা’র কবিতা পড়ে নাই
ওরা ফাঁসির মঞ্চে পাটাতনের মড়মড় শব্দ শোনে নাই
ওরা ঝড় ও জলোচ্ছ্বাসের শব্দ শুনে নাই-
প্রেমিকার চোখে ওরা সাগরের জল দেখিনি
ওরা কেউ সন্ধ্যাবেলায় সাগর জলে ঝাঁপিয়ে পড়েনি;
ওরা কেউ কবিতার বই পড়েনি।
আমিও এক ভেতো ও ভীতু কবি-
আমিও অনেক কিছু পড়িনি -
যা যা পড়ার ছিল- বই পুস্তক-দলিল দস্তাবেজ;
সেসব না পড়ে হাতে পড়েছি কাঁচের চুড়ি।
ওদের আর আমার পার্থক্য কোথায় ?
ওরা মারছে- আমি মরছি;
ওরা পড়ছে না- আর আমি ভুলভাল পড়ছি;
আমি এক বিপর্যস্ত ভেতো ও ভীতু কবি-
আমার হত্যা হবে কাপুরুষের মত;
অথচ !
ওদের রাইফেলের শব্দের আমার মৃত্যু হলে -
তিনবার তোপধ্বনি বাজতে পারত;
বিউগলে করুণ সুর বাজতে পারত !
০৬ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৪৫
জাহিদ অনিক বলেছেন:
ধূর্তরা সব নিয়ে নিচ্ছে
২| ০৬ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:৫২
বিজন রয় বলেছেন: বিউগলের করুন সুর শুনতে শুনতে আমরা মানুষ হচ্ছি বোধহয়!
+++
০৬ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৪৬
জাহিদ অনিক বলেছেন:
হয়ত হচ্ছি মানুষ-----
ধন্যবাদ বিজন দা
৩| ০৬ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:০১
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।
০৬ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৪৬
জাহিদ অনিক বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই !
৪| ০৬ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৫৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমরা ভেতো ও ভীতু বাঙালি।
থাক বাদ দিন। একটা গান শুনে মন ভালো করুন।
০৬ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৪৭
জাহিদ অনিক বলেছেন:
কিছু ভালো লাগছে না। গান কবিতা কিছুই না।
ধন্যবাদ সোনাবীজ ভাইয়া
৫| ০৬ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৩১
নীলপরি বলেছেন: এক কথায় অসাধারণ কবিতা । ++++++
তবে সেই 'কাঁচের চুড়ি' দিয়ে বিভেদ কেনো কবি ? মানুষ তো দুধরনের । একদলের মনুষ্যত্ব আছে । আরেক দল মনুষ্যত্বহীন ।
কাপুরুষের হাত বাস্তবে বলিষ্ঠ হতে পারে ।
আর কবি সাহসী বলেই এতো দৃঢ় কবিতা লিখতে পেরেছেন ।
শুভকামনা
০৬ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৪৯
জাহিদ অনিক বলেছেন: কাঁচের চুড়ি যখন হাতে পড়তেই হয়েছে তখন আর সাহসী কাব্য দিয়ে কি হবে !
ধন্যবাদ ও শুভেচ্ছা কবি
৬| ০৬ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৪৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: গানটা শোনেন, প্রথম এক বা হাফ লাইন শুনলেই মন ফুরফুরে হয়ে যাবে।
০৬ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৫৩
জাহিদ অনিক বলেছেন:
পুরোগানটাই শুনেছি ভাইয়া।
বন্দি কারাগারে
৭| ০৬ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৫৫
সেলিম আনোয়ার বলেছেন: টানেলের শেষ প্রান্তে আলো দেখা যায়
ভয় নাই কে যেন ধরিয়েছে আগুণ
বাঙালির চেতনায়।
০৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:০৫
জাহিদ অনিক বলেছেন:
টানেলটা কত বড়? কবি
৮| ০৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:২৯
সামিয়া আক্তার শেহা বলেছেন: এক কথায় অসাধারন ।
০৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৩২
জাহিদ অনিক বলেছেন:
অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা সামিয়া আক্তার শেহা
৯| ০৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:০৭
ভ্রমরের ডানা বলেছেন:
শান্তি আছে কাব্যে! কাব্যের অর্গল বাজুক সকল বুকে! শুভকামনা কবি!
০৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:১০
জাহিদ অনিক বলেছেন:
শুভেচ্ছা ও ধন্যবাদ কবি।
মুক্তি হোক এই ধরা
১০| ০৬ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৪৫
পদাতিক চৌধুরি বলেছেন: অসারণ!! মন ছুঁয়ে গেলো।
++++
প্রিয়কবি ভাইকে শুভেচ্ছা।
০৬ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৫২
জাহিদ অনিক বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।
শুভেচ্ছান্তে
১১| ০৬ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৪৯
পদাতিক চৌধুরি বলেছেন: আমি অবাক হয়ে গেলাম এমন একটি কবিতায় এত কম পাঠক দেখে।
০৬ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৫২
জাহিদ অনিক বলেছেন: কবিতা অনেক সময় পড়ার মত অবস্থা থাকে না।
আপনার মন্তব্যে দারুণ অনুপ্রেরণা পেলাম !
১২| ০৬ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৩৭
সুমন কর বলেছেন: অনেক সুন্দর এবং ঝাঁঝালো হয়েছে।
+।
০৬ ই আগস্ট, ২০১৮ রাত ১০:১২
জাহিদ অনিক বলেছেন: অনেক ধন্যবাদ সুমন দা।
১৩| ০৬ ই আগস্ট, ২০১৮ রাত ১১:২৪
মনিরা সুলতানা বলেছেন: লেখা সুন্দর হয়েছে!
০৬ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৩৯
জাহিদ অনিক বলেছেন: ধন্যবাদ ও কৃতজ্ঞতা
১৪| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৫
খায়রুল আহসান বলেছেন: সময়ের দাবী মিটিয়ে একটি অসাধারণ কবিতা লিখে ফেলেছেন। তাই আপনাকে আর ভেতো ও ভীতু কবি বলা যায়না।
আমাদের দেশে স্বল্প সংখ্যক ব্যতিক্রম ছাড়া শিক্ষিত মানুষ মাত্রই ভীতুর ডিম হয়ে থাকে। তাদের বুকে যদি অশিক্ষিত বা অনতিশিক্ষিত মানুষগুলোর মত সাহস থাকতো, তবে দেশটা অন্যরকম হয়ে যেত।
নীলপরি এর মন্তব্যটা (৫ নং) ভাল লেগেছে। তার সাথে আমি একমত।
কবিতায় সপ্তম ভাল লাগা + +।
০২ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:১৭
জাহিদ অনিক বলেছেন:
আপনাকে আর ভেতো ও ভীতু কবি বলা যায়না।
প্রিয় কবি, আপনি বললেন বটে, আশ্বস্ত হলাম তবুও মন যে মানে না- নিজেকে যে ভীতু ও ভেতোই ভাবি বারে বারে।
যদি অশিক্ষিত বা অনতিশিক্ষিত মানুষগুলোর মত সাহস থাকতো, তবে দেশটা অন্যরকম হয়ে যেত। চমৎকার ! চমৎকার ! কথা বলেছে, এরকম বেপরোয়া সাহস থাকলে সত্যিই সত্যিই দেশটা বদলে যেত।
কবিতা পাঠ ও চমৎকার মন্তব্যে ভালো লাগা রইলো । কৃতজ্ঞতা
১৫| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৩২
শাহরিয়ার কবীর বলেছেন:
কবি আজকে কোন গরম গরম কবিতা উপহার দিবেন আমাদের?
০২ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৩৫
জাহিদ অনিক বলেছেন: আজ এখানে অনেক শীত --------------- শীতনীদ্রায় যাচ্ছি-- শুভ রাত্রি
©somewhere in net ltd.
১| ০৬ ই আগস্ট, ২০১৮ ভোর ৪:৫৭
স্রাঞ্জি সে বলেছেন:
ওরা আমরা আস্ত এক বোকা।