নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যেসব কথা এই সামু ব্লগে লিখতে পারি না নানা কারনে- সেসব কথা আমার পার্সোনাল জার্নাল ব্লগে লিখি -- https://journalofjahid.com/

জাহিদ অনিক

ভালোবাসি কবি ও কবিতাকে

জাহিদ অনিক › বিস্তারিত পোস্টঃ

কবি- লেখক- ব্লগারদের সাক্ষাৎকার

০৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:০০






যারা ব্লগে কিংবা নানা প্রকার অনলাইন ফোরামে লেখলেখি করেন তাদের জন্য এই সাক্ষাৎকার পর্বের আয়োজন। মূলত ধরা হয়ে থাকে যে বর্তমান সময়ের লেখকদের চিন্তা-চেতনা বেশ এই সময়কে কেন্দ্র করেই এবং কখনো কখনো তা সময়ের বাইরে গিয়েও পাঠকদের ভাবাতে সাহায্য করে।
মূলত একজন লেখকের বা কবির সাথে পাঠকদের সরাসরি মিথোষ্ক্রিয়ার তেমন কোন সুযোগ থাকে না। পাঠক তার প্রিয় লেখকের লেখা হয়ত পড়তে পায় কিন্তু তার চিন্তা জগতের বৃহৎ একটা অংশ প্রায় বলতে গেলে অপ্রকাশিতই থেকে যায় সাধারণ পাঠকের কাছে।
পাঠক যেন কিছুটা হলেও লেখকের সেইসব চিন্তা সম্পর্কে জানতে পারেন এবং লেখক যেন কিছুটা হলেও পাঠকের নৈকট্যে যেতে পারেন সেই প্রায়াস রেখেই এই অনলাইন সাক্ষাৎকার পর্ব।
প্রশ্ন উত্তর পর্বে সাধারণ পাঠকদের বা সমালোচকদের পক্ষ থেকে প্রশ্নগুলো সাজিয়ে দিচ্ছি আমি জাহিদ অনিক।




এই গুগল ফর্মের লিংকে গিয়ে আপনি অংশ নিতে পারবেন সাক্ষাৎকারে।

কবি- লেখক- ব্লগারদের সাক্ষাৎকার


আপনাদের আন্তরিক অংশগ্রহণ কামনা করছি। সবাইকে ধন্যবাদ।





মন্তব্য ৫৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (৫৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:০৯

বাকপ্রবাস বলেছেন: কখনো গুগলে নিজের নাম লিখে সার্চ করেছেন ?

এই পয়েন্ট এ মজা পেলাম :D

০৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:১১

জাহিদ অনিক বলেছেন: হা হা !
ধন্যবাদ, আশা করি পুরো ফর্ম ফিলাপ করবেন।

২| ০৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৪০

বাকপ্রবাস বলেছেন: ইচ্ছে ছিলনা, আপনি যেহেতু বলছেন তায় যাচ্ছি ফিলাপ করার জন্য।

০৮ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৪৭

জাহিদ অনিক বলেছেন:

অনেক ধন্যবাদ। পেয়েছি আপনার মতামত

৩| ০৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৪০

রাজীব নুর বলেছেন: খুব ভালো।

০৮ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৪৭

জাহিদ অনিক বলেছেন:
আশা করি আপনিও অংশ নিবেন।

৪| ০৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৪৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: পুরো ফরম ফিলাপ করে সাবমিট করে তবেই মন্তব্য করলুম।

সুন্দর আইডিয়া।

০৮ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৪৮

জাহিদ অনিক বলেছেন:

অনেক ধন্যবাদ মাইদুল ভাই।
শুভেচ্ছান্তে

৫| ০৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৪৭

আখেনাটেন বলেছেন: বেশ বেশ। দেখি সময় পেলে লিখে দিব কিছু কবি।

০৮ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৪৮

জাহিদ অনিক বলেছেন:

সময় করে দিবেন আশা করি।
শুভেচ্ছা প্রিয়

৬| ০৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৪৯

চাঁদগাজী বলেছেন:


ভালো, ব্লগারদের বুঝতে সহজ হবে।

০৮ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৪৮

জাহিদ অনিক বলেছেন:
আশা করি আপনিও অংশ নিবেন।
ধন্যবাদ

৭| ০৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:২৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন: চূড়ান্ত স্কোর বিচারাধীন রয়েছে!!! :)

০৮ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৪৯

জাহিদ অনিক বলেছেন:
হা হা- কোন বিচার টিচার নেই। সবার সাক্ষাৎকার হয়ে গেলে ব্লগে সবাইকে পড়তে দেয়া হবে অবশ্যই।
ধন্যবাদ সত্যপথিক

৮| ০৮ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:০৫

পদাতিক চৌধুরি বলেছেন: আমি দেখলাম ফর্মাটটি। তবে সময় পেলে পূরণ করবো।

শুভকামনা প্রিয়কবিভাইকে।

০৮ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৫০

জাহিদ অনিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই পদাতিক চৌধুরি।
আশা করি আপনিও অংশ নিবেন।

৯| ০৮ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:০০

এ.এস বাশার বলেছেন: দেখলাম ফর্মাটটি।সুবিধা অসুবিধা জানাবেন। শুভকামনা প্রিয় ভাইকে।

০৮ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৫১

জাহিদ অনিক বলেছেন: সুবিধে হচ্ছে সবাই সবার লেখালেখি সম্পর্কিত কথাগুলো জানতে পারবেন। পারস্কারিক মিথষ্ক্রিয়া বাড়বে। উপরে চাঁদগাজী যেমন বললেন, ব্লগারদের বুঝতে সহজ হবে।
ধন্যবাদ। আশা করি আপনি অংশ নিবেন

১০| ০৮ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:১৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ভালো উদ্যোগ।

০৮ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৫১

জাহিদ অনিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আবুহেনা ভাই।
আশাকরি আপনি সময় করে অংশ নিবেন সাক্ষাৎকারে

১১| ০৮ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৩১

সুমন কর বলেছেন: পূরণ করেছেন !!

০৮ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৫৩

জাহিদ অনিক বলেছেন:
না না, সুমন দা। আমি তো প্রশ্নগুলো করে দিয়েছি আপনাদের সাক্ষাৎকার নেয়ার জন্য। আপনাদের হোষ্ট আমি।
অবশ্য আমিও দেব উত্তরগুলো।
সময় করে অংশ নিবেন আশা রাখি।
ধন্যবাদ ও কৃতজ্ঞতা

১২| ০৯ ই আগস্ট, ২০১৮ রাত ১:০১

প্রামানিক বলেছেন: ভালো উদ্যোগ। ধন্যবাদ

১০ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৫০

জাহিদ অনিক বলেছেন:
ধন্যবাদ প্রিয় ছড়াকার।
সময় করে অংশ নিবেন আশা রাখি।

১৩| ০৯ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৩৯

মনিরা সুলতানা বলেছেন: প্রশ্নগুলো চমৎকার !!
শুভ কামনা।

১০ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৫১

জাহিদ অনিক বলেছেন:

ধন্যবাদ ধন্যবাদ।
শুভ কামনা সতত

১৪| ০৯ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২৯

শায়মা বলেছেন: আমার সাক্ষাৎকার কি শেষ হয়নি!!!!!! #:-S

১০ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৫২

জাহিদ অনিক বলেছেন:
হয়েছে তো !
শ্যাষ শ্যাষ

১৫| ০৯ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৩২

উম্মে সায়মা বলেছেন: শুভ কামনা কবি কাম সাংবাদিক সাহেব!

১০ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৫২

জাহিদ অনিক বলেছেন:
হা হা সাংবাদিক ! কি উস্কানিমূলক কথা--- সাংবাদিকদের যা অবস্থা আজকাল !
থেঙ্কু আপু। সময় করে অংশ নিবেন আশা রাখি।

১৬| ০৯ ই আগস্ট, ২০১৮ রাত ৯:১৭

শাহারিয়ার ইমন বলেছেন: ফর্ম ফিলাপ করে কি হবে ?

১০ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৫৪

জাহিদ অনিক বলেছেন:
কিছুই হবে না তেমন।
একটা অনলাইন সাক্ষাৎকার যাষ্ট। ব্লগারদের বুঝতে সহায়ক হবে।
ধন্যবাদ ইমন ভাই

১৭| ১১ ই আগস্ট, ২০১৮ রাত ১১:১৯

ডার্ক ম্যান বলেছেন: আমার মত যারা শুধুমাত্র কমেন্ট করে তারা কি সাক্ষাৎকার দিতে পারবে।
কবি লেখকদের কথা বললেন কিন্তু আমার মত প্রডিউসার তথা প্রকাশকদের কথা বললেন না কেন????

১১ ই আগস্ট, ২০১৮ রাত ১১:২২

জাহিদ অনিক বলেছেন:
অবশ্যই পারবেন। কবি-লেখক-ব্লগারদের কথা বলা হয়েছে। আপনি অবশ্যই একজন ব্লগার। আমি সবার সাক্ষাৎকার আশা করি।
শুভেচ্ছান্তে ডার্ক ম্যান

১৮| ১৪ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:১৫

ভ্রমরের ডানা বলেছেন: মেরে দিলুম স্বাক্ষাতকার!

১৪ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৫০

জাহিদ অনিক বলেছেন: থেংকু কবি -
আপনি এত কিউট কেন ?
অচিরেই আপনাদের স্বাক্ষাতকার প্রকাশ পাবে

১৯| ১৬ ই আগস্ট, ২০১৮ সকাল ৮:২০

রেজওয়ান তানিম বলেছেন: সাক্ষাৎকার জিনিসটাকে আমি আলাপের মত মনে করি। ১ যেমন ২ কে চিনবে ঠিক তেমন ২ চিনবে ১ কে। এই না হলে ঠিক জমে না। আমার সাথে আলাপ করতে চাইলে আসবেন, জানেন নিশ্চয়ই কোথায় আমাকে পাওয়া যাবে।

শুভেচ্ছা.।

১৬ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৪৬

জাহিদ অনিক বলেছেন: সাক্ষাৎকার জিনিসটাকে আমি আলাপের মত মনে করি। - ঠিক বলেছেন একমদ। আমি আমার প্রশ্নের উত্তরে কিছুটা লিখেছি এই ভাবনা থেকে। আশা করি খুব শীঘ্রই ব্লগারদের সাক্ষাৎকার প্রকাশ করতে পারবো/

আপনার সাথে যোগাযোগ রাখব, নিশ্চয়ই রাখবো। না রেখে উওয়ায় নেই। আপনার পাঠকেরা আমার কাছে আপনার নামে নালিশও করেছে -- বলেছে আপনি এত শক্ত লিখেন যে তারা বুঝে না ------------- পাঠক/পাঠিকার নাম বলব না, চাকরী থাকবে না।

শুভেচ্ছান্তে

২০| ১৬ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:২১

নীলপরি বলেছেন: দিলাম ।এইমাত্র
ভালো লাগলো :)

১৬ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৪১

জাহিদ অনিক বলেছেন: অনেক ধন্যবাদ কবি-- আপনার লেখা পেয়েছি।
কৃতজ্ঞতা

২১| ১৬ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:১৫

রেজওয়ান তানিম বলেছেন: যেহেতু তারা আমাকে পড়েছে এবং বোঝার চেষ্টা করেছে, এইটা সত্যিই সুখের ব্যাপার। আমি আসলে কঠিন লেখি কিনা বলা কঠিন। যেমন ধরেন আমার লেখায় আপনি কোনদিনও তৎসম, তদ্ভব ও যুক্তবর্ণ এইসবের বাহুল্য পাবেন না। এমনকি ইংরেজিসহ বিদেশী শব্দের জগাখিচুড়িও নেই তেমন।

তবুও হয়ত কারো কারো কাছে কঠিন লাগে, একটাই কারণ, আমার যে কোন লেখাই চিন্তা করে লেখা আর প্রতিটা সোজা লাইনের পিছনে একটা অন্য অর্থ আছে। যার ইঙ্গিত যে কেউ টের পায় কিন্তু ধরতে গেলে সামান্য গোয়েন্দাগিরি করতে হয়.।

আশা করি সেটুকু তারা করবেন। বোঝা না গেলে অনেকেই অগ্রাহ্যের শিকার হয়, আমার বেলায় এটা হয়নি জেনে আনন্দবোধ করছি.।

১৭ ই আগস্ট, ২০১৮ রাত ১২:১৪

জাহিদ অনিক বলেছেন:
ধন্যবাদ তানিম ভাই।
কবিতার এরকম একনিষ্ঠ পাঠক পাওয়া অবশ্যই সুখকর।
আপনার কিছু কিছু লেখা পড়েছি।
ভালো থাকবেন

২২| ১৭ ই আগস্ট, ২০১৮ রাত ১:২৫

ভ্রমরের ডানা বলেছেন:

আমি দু বার দিয়েছি :D

১৭ ই আগস্ট, ২০১৮ রাত ১:৩১

জাহিদ অনিক বলেছেন:

তাই ! বেশ বেশ !! হা হা হা
থেংকু কবি

২৩| ১৭ ই আগস্ট, ২০১৮ রাত ১:৪৫

চাঙ্কু বলেছেন: অনেক আগে ব্লগের আলোচিত ব্লগারদের সাক্ষাৎকার ব্লগেই নেওয়া হত। একজন হোষ্ট ব্লগারকে পরিচয় করিয়ে দিতেন। তারপরে অন্য ব্লগারেরা তাকে প্রশ্ন করতেন আর উনি উত্তর দিতেন।

১৭ ই আগস্ট, ২০১৮ রাত ১:৫৩

জাহিদ অনিক বলেছেন:
বাহ ! এটা ভালো হত-- সবাই লাইভ দেখতে পেত! কিন্তু সমস্যা হলো সবাই মন্তব্য করলে একত্রে কার উত্তর কে দিচ্ছে সেটা বুঝতে অসুবিধে হত। যদিও সেটা মনে হয় পরে আড্ডা পোস্ট হয়ে যেত !


মন্তব্যের জন্য শুকরিয়া ও শুভেচ্ছা

২৪| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:১৯

মাহমুদুর রহমান বলেছেন: ব্লগারদের সাক্ষাৎকারগুলো বেশ ভালো লেগেছে আমার কাছে।

১১ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:২১

জাহিদ অনিক বলেছেন: ভালোলাগার কথা শেয়ার করার জন্য ধন্যবাদ মাহমুদুর রহমান

২৫| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:৫০

সনেট কবি বলেছেন: খুব ভাল বিষয়।

১১ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:২২

জাহিদ অনিক বলেছেন: ধন্যবাদ সনেট কবি

২৬| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৩৯

নতুন নকিব বলেছেন:



সুন্দর উদ্যোগ। ধন্যবাদ।

১১ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৪১

জাহিদ অনিক বলেছেন: আপনাকেও ধন্যবাদ ও শুভেচ্ছা

২৭| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:০১

ইব্‌রাহীম আই কে বলেছেন: সকলের সাক্ষাৎকারগুলো পড়ার অপেক্ষায় থাকলাম।

১১ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:০৫

জাহিদ অনিক বলেছেন:
আশা করি--------অপেক্ষার পালা শেষ হলে আপনিও আপনারটা অন্যদের পড়তে দিবেন।
শুভেচ্ছা ও শুভ কামনা।

২৮| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩০

পুলক ঢালী বলেছেন: ব্যতিক্রমধর্মী উদ্যোগ। মন্তব্য করার আগেই অতি উৎসাহে স্বাক্ষাৎকার দিয়ে ফেললাম হা হা হা। :D =p~

১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১৫

জাহিদ অনিক বলেছেন:
বাহ ! বেশ বেশ !!
আমি আপনার মন্তব্যে আপ্লুত
আপনার সাক্ষাৎকার পেয়েছি জনাব।
ধন্যবাদো শুভেচ্ছা পুলক ঢালী

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.