নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসি কবি ও কবিতাকে
পার্থিব ভালোবাসার একদম আদি পর্ব থেকে শুরু করি-
নারীদের পক্ষ থেকে প্রথম চুমু মা'ই হয়ত খেয়েছিলেন;
আমার পরম পাওয়া- এই মনুষ্য জনম -
জোয়ার ভাঁটার মত মায়ের মুখ থেকে নির্গত শব্দের টানে
কানে ভাসা আধো-আধো ঐহিক মহাকাব্য-
সময়ের প্রেক্ষিতে কিছু কবিতা হয় ভাষা ও শব্দের নৈপুণ্যহীন,
প্রয়োজন শুধু কথক হয়ে জিহ্বামূল থেকে শব্দগুলো বলে যাওয়া।
মা’র মুখের আলো-আধারিতে
চেখে দেখা তাঁর চোখে সবচেয়ে পবিত্রতম জল।
পরিবর্তনশীল সময়ের এরকম যুগলবন্দী হাসি
একজনমে দু’বার কেউ দেখে না।
আমার বুকের মধ্যে কান লাগিয়ে যিনি এনে দিলেন হৃদস্পন্দন;
দরজার একপাশ ধরে যিনি তাকিয়ে থাকেন মহাকালের দিকে-
আমার সবচেয়ে অবাধ্য প্রেমিকা;
আমার দেখা সবচেয়ে ভীতু নারী-
প্রথম দেখা পূর্ণাঙ্গ নারী, আমার মা।
বাবা নিয়ে একটা কবিতা লিখেছিলেম, চাইলে পড়তে পারেন -- পৌঢ় অশ্বত্থ
ছবিঃ Click This Link
১১ ই আগস্ট, ২০১৮ রাত ৩:৫৫
জাহিদ অনিক বলেছেন: জানি না। কোন এক ইসলামী স্কলারকে জিজ্ঞেস করুন।
২| ১১ ই আগস্ট, ২০১৮ ভোর ৪:০২
চাঁদগাজী বলেছেন:
কবিতায় মানব জীবনের মুল ভালোবাসার সৌন্দয্য ও অনুভবতা আছে, ভালো
১১ ই আগস্ট, ২০১৮ ভোর ৪:০৭
জাহিদ অনিক বলেছেন:
শুকরিয়া জনাব।
ভালো থাকবেন। শুভেচ্ছা
৩| ১১ ই আগস্ট, ২০১৮ ভোর ৫:২৭
আরণ্যক রাখাল বলেছেন: অসাধারণ!
১১ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:০৩
জাহিদ অনিক বলেছেন:
ধন্যবাদ হে আরণ্যক রাখাল।
৪| ১১ ই আগস্ট, ২০১৮ ভোর ৬:৫৯
পদাতিক চৌধুরি বলেছেন: সুন্দর মাতৃবন্দনা ।
শুভকামনা প্রিয়কবিভাইকে।
১১ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:০৪
জাহিদ অনিক বলেছেন: মতৃবন্দনা কিনা জানি না, আমি মা এর রূপ যেভাবে দেখে অভ্যস্ত সেটাই লিখেছি। অন্য কেউ লিখেলে সেটা অবশ্যই আলাদা হবে। কিংবা মা এর দৃষ্টিকোন হয়ত আরও বিস্তৃত।
ধন্যবাদ ব্রাদার
৫| ১১ ই আগস্ট, ২০১৮ সকাল ৮:৩৫
মিথী_মারজান বলেছেন: খুব স্নিগ্ধ, অত্যন্ত পরিশীলিত আর সেইসাথে অকৃত্রিম এক ভালোবাসার কবিতা।
মা-বাবা প্রতিটি সন্তানের জন্য এক বিশেষ ভালোবাসা, তাই আমার মনেহয় মা-বাবাকে নিয়ে সুন্দর করে লিখতে পারাটা একটু বেশি কঠিণ।
এত শব্দ, এতো স্মৃতি আর এত ভালোবাসায় উনারা ঘিরে থাকেন যে অল্প কথায় কোনটা ছেড়ে কোনটা লিখবো এমন একটা বোধ লেখার সময় খুব যন্ত্রণা করে।
মিষ্টি একটা কবিতা।
মা ও ছেলে দুজনের জন্যই শুভেচ্ছা।
আন্টিকে জোর করে হলেও কবিতাটা পড়াবেন ভাইয়া।
আন্টি কি-যে খুশি হবেন!!!
সেই মুহূর্ত দেখাটাও হবে আপনার জন্য বিশেষ এক পাওয়া।
১১ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:০৬
জাহিদ অনিক বলেছেন:
মিথী_মারজান বলেছেন: খুব স্নিগ্ধ, অত্যন্ত পরিশীলিত আর সেইসাথে অকৃত্রিম এক ভালোবাসার কবিতা। বাহ ! কি চমৎকার মন্তব্য, লেখায় যেখানে যেটুকু ঘাটতি আছে মন্তব্যের মাধ্যমে সেই আক্ষেপও যেন ঘুচিয়ে দিলেন।
থেংকু সো মাচ মিথী আপু।
আন্টিকে কবিতা পড়তে দেয়া যাবে না। কস্মিনকালেও না
৬| ১১ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:২৩
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা। মনোমুগ্ধকর।
১১ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:০৭
জাহিদ অনিক বলেছেন:
ধন্যবাদ ও শুভেচ্ছা রাজীব ভাই।
সুস্থ থাকুন। ভালো থাকুন -- শুভেচ্ছান্তে
৭| ১১ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:২৮
এ.এস বাশার বলেছেন: আজ অবদি স্নেহ ভালোবাসার নেইকো কমতি,
মা যে আমার কমল মতি- নয়ন যোতি।
কখনো আদর কখনো অকথ্য শাসন
মা যে মায়ের মতই যা দিয়েই করুক সম্ভাষন।।
জাহিদ অনিক ভাই কবিতাই ভাল লাগা জানবেন...
শুভ সকাল....
১১ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:০৮
জাহিদ অনিক বলেছেন:
বাহ ! সুন্দর কাব্যিক মন্তব্যের জন্য ধন্যবাদ এ.এস বাশার
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কৃতজ্ঞতা ও শুভেচ্ছা
৮| ১১ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:১০
বিজন রয় বলেছেন: নারীদের পক্ষে....... , ঠিকই তো!
নতুন ভাবনা পেলাম।
১১ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:১৪
জাহিদ অনিক বলেছেন: বিজন দা, আপনার মন্তব্যে সব সময়েই একটা প্রেরণা পাই।
কৃতজ্ঞতা কবি
৯| ১১ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:০০
আহমেদ জী এস বলেছেন: জাহিদ অনিক ,
মা'য়েদের মতোই মোলায়েম এবং পূর্ণাঙ্গ ।
১১ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:১৫
জাহিদ অনিক বলেছেন:
আপনার থেকে এমন একটা মন্তব্য যেন দুপুরের ভাত খাওয়ার পরে একটা সুখের ঘুমের মত--- কৃতজ্ঞতা
১০| ১১ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:২৯
ডার্ক ম্যান বলেছেন: এর পর কোন পর্ব নিয়ে কবিতা লিখবেন
১১ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:১৬
জাহিদ অনিক বলেছেন:
আদি পর্ব বলতে মূলত অরিজিন কে বুঝিয়েছি-- পরে আরকোন পর্ব নিয়ে লিখব কিনা জানি না ডার্ক ম্যান।'
শুভেচ্ছান্তে
১১| ১১ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:৫২
অপ্সরা বলেছেন: তার মায়ায় ভরা মধুর হাসি
সে কি কভু হারায়
সে যে ছড়িয়ে আছে
সন্ধ্যা রাতের তারায় .....
১১ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:৫৭
জাহিদ অনিক বলেছেন:
প্রদীপ হয়ে মোর শিয়রে,
কে জেগে রয় দুখের ঘরে
১২| ১১ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:২৬
দৃষ্টিসীমানা বলেছেন: ভাল লাগল ।
১১ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৪৪
জাহিদ অনিক বলেছেন: ধন্যবাদ দৃষ্টিসীমানা
১৩| ১১ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৩২
নীলপরি বলেছেন: আদি ও অকৃত্রিম কবিতা ।
অসাধারণ ++++
শুভকামনা কবি
১১ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৪৪
জাহিদ অনিক বলেছেন: বাহ ! সুন্দর মন্তব্যে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা রইলো কবি।
১৪| ১১ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৫৯
আখেনাটেন বলেছেন: মাকে নিয়ে আপনার ভাবনাটুকু হৃদয় ছুঁয়ে গেল।
১১ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৪৯
জাহিদ অনিক বলেছেন: মন্তব্যে প্রীত হ'লাম। ধন্যবাদ প্রিয় আখেনাটেন
১৫| ১১ ই আগস্ট, ২০১৮ রাত ১১:২৫
রাকু হাসান বলেছেন:
শেষ স্তবক অসাধারণ ,ভীতু নারী-ঠিক ই তো মায়েরা সব সময় সন্তানের প্রতি ভীতু হয় । এবং পূণাঙ্গ নারীও সেই মা ,প্রথম দেখা । সবমিলিয়ে ভাল একটি কবিতা পড়লাম। ++
১১ ই আগস্ট, ২০১৮ রাত ১১:২৭
জাহিদ অনিক বলেছেন:
সবমিলিয়ে ভাল একটি কবিতা পড়লাম - সুন্দর মন্তব্য অবশ্যই কবিতা লেখায় অনুপ্রেরণা যোগায়।
ধন্যবাদ ও শুভেচ্ছা রাকু হাসান। ভালো থাকুন
১৬| ১১ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৩৫
রাকু হাসান বলেছেন:
জাহিদ সাহেব ,আপনাকে বুকমার্ক করে রাখলাম ,অন্যতম সেরা কবি নীলপরি আপুর মাধ্যমে । তা না হলে হয়তো জানতাম আপনাকে তবে ধেরি হতে পারতো । আমার রাত যত গভীর তত নতুন কবিতা আবৃত্তি শুনতে ,পড়তে মন চাই । তাই আপনাকে পেয়ে খুশি হয়েছি । কিছু কবিতা দেখছি ,বেশ ভাল মানের । ব্লগ বাড়িতে আক্রমণ হবে ।
১১ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৪০
জাহিদ অনিক বলেছেন:
ব্লগ বাড়িতে আক্রমণ হবে । -- রাকু হাসান, আপনার আন্তরিকতায় আমি মুগ্ধ হলাম। একজন কবি সব সময়েই চায় কেউ না কেউ তাঁর কবিতা পড়ুক।
আপনাকে এখন পেলে এক কাপ চা বানিয়ে খাওয়াতুম।
শুভেচ্ছা ও ধন্যবাদ ভাই
১৭| ১২ ই আগস্ট, ২০১৮ রাত ১:৪৮
উম্মে সায়মা বলেছেন: যেকোন মানুষের প্রথম ও অকৃত্রিম ভালোবাসা মা।
খুব সুন্দর হয়েছে ভালোবাসার আদি পর্ব।
পৃথিবীর সব মায়েরা ভালো থাকুক।
১৩ ই আগস্ট, ২০১৮ রাত ২:২৯
জাহিদ অনিক বলেছেন:
অনেক ধন্যবাদ কবি।
ভালো থাকুক সকল মা।
১৮| ১২ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৪৫
সুমন কর বলেছেন: দারুণ এবং +।
১৩ ই আগস্ট, ২০১৮ রাত ২:৩০
জাহিদ অনিক বলেছেন: ধন্যবাদ ও কৃতজ্ঞতা সুমন দা
১৯| ০৩ রা জুন, ২০১৯ বিকাল ৩:৪২
খায়রুল আহসান বলেছেন: শৈশবে আপনার মা কি আপনাকে খুব কড়া শাসনে রেখেছিলেন? মা কে নিয়ে অন্য কারো লেখা পড়ে আপনি কি কখনো চোখের জল ফেলেছেন?
আপনার এ কবিতাটি আমাকে স্পর্শ করে গেছে। কবিতায় প্লাস + +
০৪ ঠা জুন, ২০১৯ সকাল ৭:৩৭
জাহিদ অনিক বলেছেন: আসলে ছোটবেলায় অনেক কম বয়স থেকেই মায়ের সাথে স্কুলে যেতাম, স্কুলেই কেটে গেছে শৈশব। ডিসিপ্লিন মেইনটেন করতে করতে ক্লান্ত হয়ে যেতাম। সেটা শাসন কিনা তখন বুঝতাম না। এখন যতটা বুঝি, শাসন না বোধহয়।
মা কে নিয়ে লেখা খুব একটা পড়ি নাই। কিছু কিছু পড়েছি। হয়ত সেগুলো তেমন ভালো লেখা না বলেই চোখ দিয়ে জল আসে নি। অথবা অন্যকিছুও হতে পারে।
কবিতাটি পড়েছেন এবং চমৎকার বিশ্লেষণী মন্তব্যে আপ্লুত হলাম। ভালো থাকবেন প্রিয় কবি। শুভেচ্ছা ও কৃতজ্ঞতা।
শুভ সকাল।
২০| ০৩ রা জুন, ২০১৯ বিকাল ৩:৪৫
খায়রুল আহসান বলেছেন: "পৌঢ় (নাকি প্রৌঢ়?) অশ্বল্থ" কবিতাটি সরিয়ে ফেলেছেন কেন?
০৪ ঠা জুন, ২০১৯ সকাল ৭:৩৯
জাহিদ অনিক বলেছেন: আসলে ব্লগ থেকে অনেক লেখা ড্রাফট করে নিতে হয়েছিল। তখন এটাও মনে হয় ড্রাফট হয়ে গেইয়েছিল। আমি এটাকে আবার অনলাইন করে দিচ্ছি। দেখি দেয়া যায় কিনা।
ধন্যবাদ প্রিয় কবি।
০৪ ঠা জুন, ২০১৯ সকাল ৭:৪২
জাহিদ অনিক বলেছেন: প্রৌঢ় অশ্বত্থ কবিতাটি অনলাইন হয়েছে।
২১| ০৪ ঠা জুন, ২০১৯ দুপুর ১২:৩৮
খায়রুল আহসান বলেছেন: প্রৌঢ় অশ্বত্থ কবিতাটি পড়ে এলাম। খুব সুন্দর।
বাকী কথা সেখানেই।
১৯ শে জুন, ২০১৯ দুপুর ২:৩০
জাহিদ অনিক বলেছেন: অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রিয় কবি। ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১| ১১ ই আগস্ট, ২০১৮ রাত ৩:৫৪
চাঁদগাজী বলেছেন:
হযরত আদম (দ: )'কে কে চুমু খেয়েছিলেন, খোদা?