নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসি কবি ও কবিতাকে
সারাটা দিন-
আমি তোমার মুখাবয়বের দিকে তাকিয়ে থাকি
সারাটা দিন মানে বোঝ?
সারা দিনমান ---
সকাল হয়- দুপুর হয় - বিকেল যায় - রাত আসে-যায়;
সারাটা দিন আর যায় না।
একটা স্থির ফটোগ্রাফ ছাড়া তোমার আর কোন্ স্মৃতিটুকুই বা আছে?
আমার সাথে তোমার কথা বলতে ইচ্ছে করে না ?
এইযে আমার এখন এত ইচ্ছে- এত আহ্লাদ!
সারাটা দিন তাকিয়ে থাকি তোমার মুখের দিকে,
তুমি কি দেখতে পাও আমার চোখদুটো?
কখনো অনাহারী - ক্ষুৎপীড়িত কোন মানুষ দেখেছো?
পেটের ও পিঠের চামড়ার মধ্যে অভুক্ত পাকস্থলী -
কোটরে বসে গেছে চোখ;
তোমার ভরা চোখ যদি দিঘী হয় -
তোমাকে না দেখার তৃষ্ণায় তৃষিত আমার চোখ তবে কৃষ্ণগহ্বর।
তোমার ফটোগ্রাফের দিকে তাকিয়ে থাকি-
কেবল তাকিয়েই থাকি---
ও মরার ছবি পুরনো হয় না, কথাও কয় না--
নতুন মুখ যেমন উন্মুখ হয়ে থাকে কথা বলবার
আমিও তেমনই অধীর আগ্রহে দেখতেই থাকি তোমার স্থির ওষ্ঠ-অধর;
হয়ত তোমার মুখের ভেতরে জিহ্বা নড়েচড়ে - কেবল স্থির অনড় রয়ে যাও তুমি।
জেনে গেছো তুমি,
আমাকে বধ করার মোক্ষম অস্ত্র তোমার মৌনতা
আমিও বুঝে গেছি—
নক্ষত্রের আনাগোনা কমে গেছে আকাশে-
স্থির তাকিয়ে থাকা ছাড়া আর কোন উপায় নেই আমার।
১৩-৮-২০১৮
ছবিঃ Click This Link
১৩ ই আগস্ট, ২০১৮ রাত ৩:০২
জাহিদ অনিক বলেছেন:
ঠিক ধরেছেন,
জীবন বাবু আগেই লিখেছিলেন এমন কিছু;
ফুরায় এ-জীবনের সব লেনদেন;
থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন।
২| ১৩ ই আগস্ট, ২০১৮ ভোর ৬:১৩
সূচরিতা সেন বলেছেন: ভালো লিখেছেন। সব শেষ হয়েও শেষ হয়না এটাই মনে হয় প্রেমের ব্যাথতা।
১৩ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:২৯
জাহিদ অনিক বলেছেন: প্রেমের তো নানামুখী সফলতা ও ব্যর্থতা আছে।
ধন্যবাদ সূচরিতা সেন
৩| ১৩ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:০৮
বিজন রয় বলেছেন: এই কবিতার শুধু শেষ ৫ লাইন হলেই চলতো। তার আগের লাইনগুলোর দরকার ছিল না।
আপনার কাছে আমার প্রত্যাশা অনেক উঁচুতে।
১৩ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:২৮
জাহিদ অনিক বলেছেন: আচ্ছা! তাহলে কবিতার শেষ পাঁচ লাইন বাদে বাকীটুকু পঞ্চত্ব প্রাপ্ত হয়েছে-------
পরেরবার প্রত্যাশা পূরণে শতভাগ চেষ্টা থাকবে
৪| ১৩ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:১৫
রাজীব নুর বলেছেন: জাহিদ ভাই
কবিতা পড়ে আরাম পেলাম।
১৩ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:৩০
জাহিদ অনিক বলেছেন:
আহ ! ধন্যবাদ নুর ভাই
৫| ১৩ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:২১
রাজীব নুর বলেছেন: নারীর বুকে অস্থির ভালোবাসা!
আমি চাই নাই।
১৩ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:৩০
জাহিদ অনিক বলেছেন: কি চেয়েছেন তবে ?
৬| ১৩ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৩০
মিথী_মারজান বলেছেন: হৃদয়ছোঁয়া কবিতা।
প্রতিটা লাইনের ভাঁজে ভাঁজে অভিমান আর প্রতীক্ষা।
খুব সুন্দর।
১৩ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:৩২
জাহিদ অনিক বলেছেন:
কবিতা পাঠ ও সব সময়ে সুন্দর মন্তব্যের মাধ্যমে অনুপ্রাণিত করার জন্য অনে-ক অনে---ক ধন্যবাদ মিথী আপু।
৭| ১৩ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:০৩
পদাতিক চৌধুরি বলেছেন: বাহা!! কবিতায় বিমুগ্ধ ভালোবাসা, ভালোলাগার চিহ্ন রেখেগেলাম। ++
শুভেচ্ছা প্রিয়কবিভাইকে।
১৩ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:৩২
জাহিদ অনিক বলেছেন: অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা প্রিয় ভাই পদাতিক চৌধুরি।
ভালো থাকুন
৮| ১৩ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৫৮
বাকপ্রবাস বলেছেন: খুব সুন্দর +++
১৩ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:৩৩
জাহিদ অনিক বলেছেন: আপনি কবিতা কম পড়েন, তবুও এটা পড়েছেন-
অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা ভাই বাকপ্রবাস
৯| ১৩ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৫৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: তোমার ফটোগ্রাফের দিকে তাকিয়ে থাকি-
কেবল তাকিয়েই থাকি---
ও মরার ছবি পুরনো হয় না, কথাও কয় না-- আগামীতে দেখা হলে ভিডিও করে নিবেন কবি।
কবিতা ভাল হয়েছে।
১৩ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:৩৪
জাহিদ অনিক বলেছেন: হা হা
মনে থাকবে গিয়াস ভাই পরেরবারের জন্য
অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা
১০| ১৩ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৫২
মোস্তফা সোহেল বলেছেন: কবিতা ভাল লাগল অনিক ভাই।
১৩ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:২১
জাহিদ অনিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মোস্তফা সোহেল ভাই
ভাল থাকুন
১১| ১৩ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:০১
রাতু০১ বলেছেন: খুব সুন্দর +++
১৩ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:২২
জাহিদ অনিক বলেছেন: থ্যাংকস রাতু০১৷
১২| ১৩ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:২৯
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ।+
১৩ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৫৮
জাহিদ অনিক বলেছেন:
১৩| ১৪ ই আগস্ট, ২০১৮ রাত ১২:৪২
শাহারিয়ার ইমন বলেছেন: সত্যই কি তাকিয়ে থাকেন ?
১৪ ই আগস্ট, ২০১৮ ভোর ৬:১৪
জাহিদ অনিক বলেছেন: হ্যা, ফিল্ড ওয়ার্ক খুব জরুরী।
ধন্যবাদ শাহরিয়ার ইমন
১৪| ১৪ ই আগস্ট, ২০১৮ রাত ২:১৯
আরণ্যক রাখাল বলেছেন: সুন্দর
১৪ ই আগস্ট, ২০১৮ ভোর ৬:১৫
জাহিদ অনিক বলেছেন:
ধন্যবাদ আরণ্যক রাখাল
১৫| ১৪ ই আগস্ট, ২০১৮ রাত ২:৩১
জুনায়েদ বি রাহমান বলেছেন: এই তাকিয়ে থাকার ''আরাম" যারা ভোগ করেছে কবিতা'টা তাদের হৃদয় স্পর্শ করবেই।
ভালো লেগেছে।
১৪ ই আগস্ট, ২০১৮ ভোর ৬:১৬
জাহিদ অনিক বলেছেন:
বাহ! সুন্দর বলেছেন! তাকিয়ে থাকার "আরাম" ----
ধন্যবাদ জুনায়েদ বি রহমান
১৬| ১৪ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৩৬
প্রথমকথা বলেছেন: অনেক সুন্দর আপনার মনের অভিব্যক্তি, সুন্দর উপলব্দি। শুভকামনা।
১৪ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৪৯
জাহিদ অনিক বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা প্রথমকথা
১৭| ১৪ ই আগস্ট, ২০১৮ রাত ৮:১৬
মনিরা সুলতানা বলেছেন: মুখপানে চেয়ে থাকি ভয় হয় মনে মনে
ফিরেছ ! কী ফেরো নাই বুঝিব কেমনে!
রবীবাবু ও চেয়ে ই থাকতেন -
আর তুমি তো থাকবাই।
দারুন কবিতা।
১৫ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:০৪
জাহিদ অনিক বলেছেন:
হা হা, ভালো বলেছেন, আমি কোন ছাই।
ধন্যবাদ কবি
১৮| ১৪ ই আগস্ট, ২০১৮ রাত ৮:২৩
আখেনাটেন বলেছেন: অাশা করি মৌন কুমারীর মৌনতা শীঘ্রই অবসান হবে। অামাদের কবি সাবেরও একাকিত্ব দূর হবে।
১৫ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:০৬
জাহিদ অনিক বলেছেন:
মৌন-কুমারী; হা হা ভালো নাম দিয়েছেন।
শুভেচ্ছা আখেনাটেন !
১৯| ১৪ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৩১
শায়মা বলেছেন: হায় হায় !
সারাদিন আর কোনো কাজ নাই!!!!
১৫ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:০৭
জাহিদ অনিক বলেছেন: তোমার যে কাজের অভাব নাই তাহা আমাদের জানা !
তুমি হচ্ছো- গুনোবতী, গানোবতী, মেঘোবতী, ফুলোবতী---
২০| ১৪ ই আগস্ট, ২০১৮ রাত ৯:২৭
সুমন কর বলেছেন: অনেক কথা বলেও কি, শেষ করা যায় !!! কবিতা পড়তে ভালো লাগল।
১৫ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:০৮
জাহিদ অনিক বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ সুমন দা।
হ্যাঁ ঠিকই বলেছেন-- কথা শেষ করা যায় না, আবার এমনো সময় যায়-- বেলা চলে যায়; কথা খুঁজে পাওয়া যায় না।
২১| ১৪ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৪৩
ল বলেছেন: একটি হৃদয়স্পর্শী কবিতা---
ভালোলাগা +++
১৫ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:০৮
জাহিদ অনিক বলেছেন:
বাহ ! চমৎকার আপনার মন্তব্যে অনুপ্রাণিত হলাম।
ধয়বাদ ল।
২২| ১৫ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৩২
নীলপরি বলেছেন: তোমার ফটোগ্রাফের দিকে তাকিয়ে থাকি-
কেবল তাকিয়েই থাকি--- --
অসাধারণ । মন ছোঁয়া কবিতা +++++
শুভকামনা
১৫ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৫৯
জাহিদ অনিক বলেছেন:
কবিতা সাধারণ মানুষের জন্য হলেও, আমি বিশ্বাস করি, একজন কবি যেভাবে একটা কবিতা নিতে পারেন পারেন, সাধারণ আর পাঁচ জন সেভাবে পারেন না।
ধন্যবাদ কবি
২৩| ১৫ ই আগস্ট, ২০১৮ রাত ১০:২৩
নীলপরি বলেছেন: প্রতিউত্তর পড়ে আপ্লুত হলাম । আপনাকেও ধন্যবাদ কবি ।
প্রতীক্ষারতই টের পায়
প্রকাশ্য মৌনতার আড়ালে
নির্মম বিদ্রূপের তীরের আঘাত ........
কবিতায় আবারও ভালো লাগা জানিয়ে গেলাম কবি
১৬ ই আগস্ট, ২০১৮ রাত ২:২৬
জাহিদ অনিক বলেছেন:
ফিরে এসে পুণরায় মন্তব্যের জন্য কৃতজ্ঞতা নীলপরি।
২৪| ১৬ ই আগস্ট, ২০১৮ ভোর ৫:০৪
সোহানী বলেছেন: হুম বুঝলাম......
১৬ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৪০
জাহিদ অনিক বলেছেন:
বাহ ! সোহানী আপু !
ধন্যবাদ ও শুভেচ্ছা
২৫| ১৬ ই আগস্ট, ২০১৮ সকাল ৮:০৬
রাবেয়া রাহীম বলেছেন: কবিতাটি পড়েছি বেশ কয়েকদিন আগেই। কিন্তু সময়ের অভাবে কমেন্ট করতে পারছিলাম না। তোমার সাথে মানসিক যোগাযোগ অদ্ভুতভাবেই ঘটে যায় এটাই অবাক ব্যাপার।
ভালোবেসে ভক্তি ভরে কত ভক্ত তোমায় করে নৈবেদ্য দান
শত ভক্তের ভীড়ে কখনও কি খুঁজে থাক আমার মুখটি ?
মনে পড়েনা না?
তুমি কি এখনো সম্মুখে আসন পেতে ধুপ শিখার গন্ধ গায়ে মেখে
দেবতার আলোকে দ্যুতি ছড়াও ?
কখনো কি মন্ত্র ভুলে আমার নামটি চলে আসে ?
স্পর্শ বোঝ ?
বসন্ত বাতাসে শিহরণ খেলে যায় কি ?
সর্বাঙ্গে ঔদ্ধত্য মেখে বর চাইতে গিয়ে আমি তোমাকেই চেয়েছিলাম,
আমার স্পর্শে জেগে ওঠেছিল তোমার হাজার বছরের কামনা
আর আমি হয়েছি আজ অসুচী, অস্পৃশ্য ।।
একটু ঘুরে আসো এই লিঙ্কে
আবেগী মেঘ
১৬ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৪৪
জাহিদ অনিক বলেছেন:
তোমার সাথে মানসিক যোগাযোগ অদ্ভুতভাবেই ঘটে যায় এটাই অবাক ব্যাপার। - এই ব্যাপারে আমি আগে অবাক হতাম । এখন বেশ ভালো লাগে। কবিতায় ভাবনা মিলে গেলেই বরং ভাল লাগে। বুঝতে পারি আমি যেভাবে ভাবি সেটা আগেও কেউ হয়ত ভেবে গেছেন
অনেকদিন পরে ব্লগে এলেন, ভালো আছেন আশা করি।
শুভেচ্ছা ও কৃতজ্ঞতা বুবু
২৬| ১৯ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:০০
ভ্রমরের ডানা বলেছেন:
ধুর! এত মৌন কেন মিনাক্ষী.....
২০ শে আগস্ট, ২০১৮ রাত ১:১৩
জাহিদ অনিক বলেছেন:
যে ছিল আমার স্বপনচারিণী. তারে বুঝিতে পারি নি।
২৭| ২০ শে জুন, ২০১৯ সকাল ৮:১৭
খায়রুল আহসান বলেছেন: চমৎকার কবিতা! + +
প্রেমানুভব মানুষের পঞ্চেন্দ্রিয়কে বিভোর রাখে।
চাঁদগাজী এও মন্তব্যটাও চমৎকার! +
০২ রা আগস্ট, ২০১৯ রাত ১২:৫৭
জাহিদ অনিক বলেছেন:
এই কবিতাটা কোন ঝোকে লিখেছিলাম আর মনে করতে পারছি না--
যার ফটোগ্রাফ মনে মনে ভেবে লিখেছিলাম তাকেই আর মনে পড়ে না।
তবুও, আপনার ভালোলাগা পেয়ে কেন যেন ভালো লাগছে। ধন্যবাদ প্রিয় কবি। শুভেচ্ছা ও কৃতজ্ঞতা
©somewhere in net ltd.
১| ১৩ ই আগস্ট, ২০১৮ রাত ৩:০০
চাঁদগাজী বলেছেন:
সবকথার শেষ হয়, সব দেখার শেষ হয়, থাকে শুধু অনুভবতা, আর একটা অন্তহীন পৃথিবী