নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যেসব কথা এই সামু ব্লগে লিখতে পারি না নানা কারনে- সেসব কথা আমার পার্সোনাল জার্নাল ব্লগে লিখি -- https://journalofjahid.com/

জাহিদ অনিক

ভালোবাসি কবি ও কবিতাকে

জাহিদ অনিক › বিস্তারিত পোস্টঃ

আমার দেখা ব্লগের সাড়ে তিন বছরঃ ব্লগারদের ধরণ-

১৫ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৪৫





বাংলা ব্লগে মোটামুটি পাঁচ ধরনের ব্লগার রহিয়াছেন। (মতান্তরে ছয় ধরনের)। যাহারা সবাই নিজ নিজ স্থান হইতে ব্লগে উজ্জ্বল ভূমিকা পালন করিয়া যাইতেছেন ।

১) আম জনতার ব্লগারঃ
ইহারা রেগুলার পোষ্ট করিয়া থাকেন, কখনো দিনে দুইটা কিংবা তিনটাও হইয়া যায়। অন্যের ব্লগে মন্তব্য করিয়া থাকেন, নিজের ব্লগেও মন্তব্যের জবাব দিতে বিলম্ব করেন না । খুঁজিয়া খুঁজিয়া অন্যের পুরানো লেখায়ও মন্তব্যে করিয়া থাকেন। ইহারা মোটামুটি আমুদে, তেমন কোন কাজকর্ম ইহাদের থাকে না বলিয়া ইহারা সারাদিন ব্লগে পড়িয়া থাকিতে পারেন।

২) জনতার মাঝে নির্জনতার ব্লগারঃ
ইহারা শুধুমাত্র নিজের পোষ্টে মন্তব্য পাইলে অমনি ধরে সেইটাতে উত্তর দিয়া থাকেন। অন্যের পোষ্টে মন্তব্য করেন না। ইহারা এক সময়ের সেলিব্রেটি ব্লগার ছিলেন, তবে এক্ষন আর তাহাদের ব্লগে মাক্ষীও বসেন না।

৩) উদাস ব্লগারঃ
ইহারা যে কবে কোনদিন ব্লগে লগিন দিয়েছিলেন তাহা নিজেরাও ভুলিয়া যান, যখন মনে পড়ে, হায় ! অনেকদিন ব্লগে যাওয়া হয় না তক্ষুনি পোষ্ট দিইয়া তৎক্ষণাৎ আবার লগ আউট করিয়া দেন এবং ইহা নিশ্চিত থাকে যে আগামী ঈদের চন্দ্র দেখিবার পূর্বে তাহাদের মুখ আর দেখা যাইবে না ।

৪) ওয়াচম্যান ব্লগারঃ
ইহারা সারাদিন সারারাত ব্লগে লগিন দিয়া থাকনে-- কিন্তু না কোন পোষ্ট করেন, না কোণ মন্তব্য করেন- না কাহারও লেখায় লাইক দিয়া থাকনে !
ইহারা যে কাহার উপর এমন অভিমান করিয়া থাকেন আর কে যে আসিয়া উহাদের রাগ ভাঙ্গাইবেন তাহা কেহ না জানে।

৫) আপদকালীন সময়ের ব্লগারঃ

ইহাদের নাম যেমন উদ্ভট হইয়া থাকে কাজকর্মও তেমনই উদ্ভট হইয়া থাকে। সারা বছর ইহাদের কোন হদিস থাকে না, কিন্তু যদি দেখা যায় যে ব্লগে কোন ধরনের কোন ক্যাচাল লাগিয়াছে তাহা হইলেই কেবল ইহাদিগকে দেখা যায়। ইহারা কে যে কাহার পক্ষ হইয়া কথা বলেন সেটাও বোঝা দায় ! ইহারা যে মাল্টিধারী ব্লগার তাহা বুঝিতে রকেট সায়েন্স পড়তে হয় না।


যদি কেহ নিজ নিজ ক্যাটাগরি খুঁজিয়া না পাইয়া থাকেন তবে অনুগ্রহ করিয়া আপনার ক্যাটাগরির নাম ও দুই লাইনে বর্ণনা লিখিয়া দিবেন- পোষ্টে জুড়ে দেব।


ছবিঃ Click This Link



মন্তব্য ১৬৪ টি রেটিং +২১/-০

মন্তব্য (১৬৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৫২

কাওসার চৌধুরী বলেছেন:



ব্লগারদের নিয়ে আপনার অভিজ্ঞতা থেকে চমৎকার বিশ্লেষণ; ভাল লাগলো +++৷

১৫ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:২২

জাহিদ অনিক বলেছেন: বাহ ! শুরুতেই আপনার মত গুণী ব্লগারের মন্তব্য পাওয়া বিশাল কিছু।
ধন্যবাদ কাওসার চৌধুরী

২| ১৫ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৫৩

চাঁদগাজী বলেছেন:


ইন্টারেষ্টিং সব ক্যাটেগরী! ব্লগার "সুখী মানুষ", "টোকন ঠাকুর", "শ্মশান ঠাকুর" ও "মুনিম মজলিস"দের কোন ক্যাটেগরীতে ফেলা যয়?

১৫ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:২৩

জাহিদ অনিক বলেছেন:

হা হা, নিচে শায়মা আপু বলেছেন ইহারা জনতার মাঝে নির্জনতা ক্যাটাগরী।
তবে আপনি কিন্তু ১ম ক্যাটাগরি

৩| ১৫ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৫৪

বাকপ্রবাস বলেছেন: :D B-) আপনি কোনটাতে আছেন?

১৫ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:২৪

জাহিদ অনিক বলেছেন:
সেটা আপনারা বলবেন ----------
ধন্যবাদ বাকপ্রবাস

৪| ১৫ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৫৪

আখেনাটেন বলেছেন: হা হা হা; =p~


হঠাৎ কবি ক্ষেপিয়া উঠিলেন কেন? ভাদর মাঝে কালবৈশাখীর ঘনঘটা।

১৫ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:২৫

জাহিদ অনিক বলেছেন: ছিঃ ছিঃ কি বলেন---
ক্ষেপিবো কেন ? কাহার উপর ক্ষেপিবো-- সবাই তো আপনা আদমি !
যা গরম ! ঝড় টর হয়ে গেলে মন্দ হত না।
ধন্যবাদ আখেনাটেন

৫| ১৫ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৫৭

শায়মা বলেছেন: ২. ১৫ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৫৩ ০

চাঁদগাজী বলেছেন:


ইন্টারেষ্টিং সব ক্যাটেগরী! ব্লগার "সুখী মানুষ", "টোকন ঠাকুর", ................... <<<<<<<<<< কোন ক্যাটাগরী আবার !!! জনতার মাঝে নির্জনতার ক্যাটাগরী! :)

১৫ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:২৫

জাহিদ অনিক বলেছেন:

আজকাল তুমিও অনেক----------ক কম পোষ্ট দাও

৬| ১৫ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৫৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: একেক জন একেক রকম, এটাই আসল মজা!!!;)


কবি? একটা লড়াই হয়ে যাক?:P

১৫ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:২৬

জাহিদ অনিক বলেছেন:

কবি? একটা লড়াই হয়ে যাক?:P
---------------------- নাআআআআআআআআআআআআআআআআআআ
আপনি লড়াই করার আর লোক খুঁজে পাইলেন না ! আমার মত শান্ত নিরীহ লোকের সাথে কেন ! হোয়াই ম্যান হোয়াই !

৭| ১৫ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:০০

শাহিন-৯৯ বলেছেন:


শেষের লাইনটি একদম বাস্তব। এই মাল্টি নিকের কারণেই ক্যাঁচাল বেশি খারাপের দিকে যায়।

১৫ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:২৮

জাহিদ অনিক বলেছেন: হ্যাঁ !
এর থেকে মুক্তি নাই

ধন্যবাদ শাহিন ৯৯

৮| ১৫ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:০১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আমি ঠিক করেছি, "লেখালেখি বাদ, পোস্ট পড়ব আর মন্তব্য করবো, আড্ডা দেব!" তাই, আমাকে একটা স্পেশাস ক্যাটাগরিতে ফেলা হোক। :P

১৫ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:২৯

জাহিদ অনিক বলেছেন:

হা হা হা হা, পোষ্ট পড়া আর মন্তব্য কারও কিন্তু একটা বেশ কঠিন কাজ। কজনায় পোষ্ট পড়তে পারে!
সবাই যদি লিখে তাহলে পড়বে কে !!!


শায়মা পাউ যদিও বলেছেন আপনাকে---------
নিজুভাইয়ুর জন্য আড্ডাবাজ ওরফে গাঁয়ে মানেনা আপনি মোড়ল টাইপ ক্যাটাগরী বানানো যেতে পারে ! :P

৯| ১৫ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:০৬

শায়মা বলেছেন: ৬।যে তোমায় ছাড়ে ছাড়ুক আমি তোমায় ছাড়বোনা ...... নাছোড়বান্দা ব্লগার- :)- ইহারা তেঁদোড় টাইপ বাঁদর প্রকৃতির। কারো পিছে লাগিলে আর রক্ষা নাই। একের পর এক পোস্ট, কমেন্ট, গালাগালি, দলাদলি, ছবি ফ্লাডিং, স্ক্রিন শট ফ্লাডিং, বাবা মা ভাই বোন চোদ্দ গুষ্ঠি ফ্লাডিং ও কাঁদা ছোঁড়াছুড়ি বা মাডিং করিতেই থাকেন করিতেই থাকেন। মডু আসিয়া ঘাড়ে ধাক্কা না দিবা পর্যন্ত তাহাদের ক্লান্তি নাই।

৭। পেনপেনানি ঘেনঘেনানি বা থোড় বড়ি খাড়া, খাড়া বড়ি থোড় ব্লগার- ইনারা কাহারো প্রেমে ছেকা খাইয়া একের পর এক ঘেন ঘেনানি, পেন পেনানি ছড়া, কবিতা বা গল্প লিখিয়া থাকে। আমি ইহা মানি ছেকা কাব্য লেখার মহৌষধ তথাপি এই সকল কাব্যকে ঘেনঘেনানী পেন পেনানি বলিবার উদ্দেশ্য সেই সকল কাব্য সাহিত্যে একই বিষয়, একই প্রতিপাদ্য, একই টাইপ থোড় বড়ি খাড়া, খাড়া বড়ি থোড় দিয়া বিরক্তির উপাদানে পরিপূর্ণ থাকে।

৮, ৯ , ১০ আসিতেছে বালক তাহার আগে আরও দুইটা ফুল্ল বানাইয়া আসি। :)

১৫ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩৩

জাহিদ অনিক বলেছেন:

৬।যে তোমায় ছাড়ে ছাড়ুক আমি তোমায় ছাড়বোনা
------ আমি জানি জানি-- কাহার কথা বলিতেছো ! আমি জানি জানি



৭। পেনপেনানি ঘেনঘেনানি বা থোড় বড়ি খাড়া, খাড়া বড়ি থোড় ব্লগার ব্লগের কবি সমাজ তোমার উপর অনাস্থা জ্ঞাপন করতে পারে- সাবধান !


৮, ৯ , ১০ আসিতেছে বালক তাহার আগে আরও দুইটা ফুল্ল বানাইয়া আসি। :)
ফুল নিয়ে পোষ্ট দাও- তোমার কাগজের ফুল, ইহাও বলে দিও যে আমার ঘিলু নাই।

১০| ১৫ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:০৮

শায়মা বলেছেন: ৮. ১৫ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:০১ ০

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আমি ঠিক করেছি, "লেখালেখি বাদ, পোস্ট পড়ব আর মন্তব্য করবো, আড্ডা দেব!" তাই, আমাকে একটা স্পেশাস ক্যাটাগরিতে ফেলা হোক। :P

নিজুভাইয়ুর জন্য আড্ডাবাজ ওরফে গাঁয়ে মানেনা আপনি মোড়ল টাইপ ক্যাটাগরী বানানো যেতে পারে ! :P

১৫ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩১

জাহিদ অনিক বলেছেন:

উনি ভালো লোক------- ব্লগ জমিয়ে রাখেন।

১১| ১৫ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:১৩

মোঃ আল মামুন শাহ্ বলেছেন: চমৎকার সব ক্যাটাগরি। ভালো লিখেছেন।++++

১৫ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩১

জাহিদ অনিক বলেছেন:

পড়ার জন্য অনেক ধন্যবাদ
হ্যাপি টাইম !
ধন্যবাদ মোঃ আল মামুন শাহ

১২| ১৫ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:২৯

শায়মা বলেছেন: ১৫ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:২৫ ০

লেখক বলেছেন:

আজকাল তুমিও অনেক----------ক কম পোষ্ট দাও


ভুল ভুল ভুল......


এই নিক না হলেও সেই নিক সেই নিক না হলেও হেই নিকে দেই তো!!!!!!

১৫ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩০

জাহিদ অনিক বলেছেন:

তোমার বৈধ অবৈধ সম্পত্তির হিসেব দাও ------------

১৩| ১৫ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩৭

বিজন রয় বলেছেন: যে ধরনগুলি বললেন তার সাথে উদাহরণ মানে সেই ধরনের ব্লগারদের নাম দিলে জমতো ভাল।

যাক, এটাকে বিনোদন পোস্ট হিসেবে ধরে নিচ্ছি।

১৫ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৪০

জাহিদ অনিক বলেছেন:
না না-- ব্লগারদের নাম বলে দিলে তো রোষানলে পড়ে যাব।
চেনা বামুনের পৈতা লাগে না।
যাক, ফান পোষ্ট হিসেবে নেয়াই ভালো।

১৪| ১৫ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩৯

উম্মে সায়মা বলেছেন: হাহাহা৷ আমি আগামী ঈদের চাঁদ দেখার অপেক্ষায় রইলাম ;)

১৫ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৪১

জাহিদ অনিক বলেছেন: আপনি আজকেই একটা কবিতা পোষ্ট করেছেন !
আগামী চাঁদ দেখা যাবে ২২ তারিখে, ৬ দিনের ছুটি নেয়াই যায় :)

১৫| ১৫ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৪৫

উম্মে সায়মা বলেছেন: আরে না। এই ঈদের চাঁদ তো ৪ দিন আগেই উঠে গেছে! আচ্ছা থাক আগামী মাসের চাঁদের জন্য অপেক্ষা করি B-)

১৫ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৫৬

জাহিদ অনিক বলেছেন:
হা হা-- চাঁদ তো রোজ রাতেই ওঠে।
কাঙ্ক্ষিত চাঁদ কেবল এক রাতেই ওঠে, যাইহোক- মিথী আপুর ভাই দেখে চাঁদ দিয়ে কিছু বলার সাহস পাচ্ছি।
বাকীটা মিথী আপু এসে বলবে-----------

১৬| ১৫ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৪৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: @শায়মা,
মন্ডল মানেই তো মোড়ল। আমি ডোডোপাখি মোড়লগিরি করবো নাতো কে করবে? তুমি????:P
হিরো হতে চাইলে, আসো দেখি ফাইট করো, দেখি কে জিতে!!!;)


ব্লগে প্রতিদিন একটা আড্ডাপোস্ট দেয়া দরকার। পড়ে পড়ে এত জ্ঞানী হয়ে হবে কী??

১৫ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৫৫

জাহিদ অনিক বলেছেন:
ব্লগে প্রতিদিন একটা আড্ডাপোস্ট দেয়া দরকার। পড়ে পড়ে এত জ্ঞানী হয়ে হবে কী??
-- সামু পাগলা তো আড্ডা পোষ্টের জন্য বিখ্যাত !!!!!!!!!! তবে সবদিন একজন আড্ডা পোষ্ট দিলে সেটা একঘেয়ে হয়ে যাবে।
এত পড়ে পড়ে সত্যিই কিছু হবে না। একটা সময়ে ধারনা করা হতো লিখে লিখে দেশ বদলে দেয়া সম্ভব- আসলে কাচকলা।
এই সময়ে রবীন্দ্রনাথ জন্মালে তিনিও বোধকরি সেন্ট্রাল লাইব্রেরীতে গিয়ে বিসিএস এর পড়া পড়তেন।


@শায়মা,
মন্ডল মানেই তো মোড়ল। আমি ডোডোপাখি মোড়লগিরি করবো নাতো কে করবে? তুমি????:P
হিরো হতে চাইলে, আসো দেখি ফাইট করো, দেখি কে জিতে!!!;)
এতক্ষণে আপনি উপযুক্ত প্রতিপক্ষ খুঁজে পেয়েছেন/ আপনারা রাজায় রাজায় যুদ্ধ করুন, আমি পালাই-- উলোখাগড়ার প্রাণের ভয়

১৭| ১৫ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৫৯

শায়মা বলেছেন: হাহাহা সেই জন্যই বলিলাম মন্ডল ওরফে মোড়ল তবে প্রবলেম হইলো কেহ মানুক না মানুক .....

হিরো হবার জন্য তুমি ফাইট করিয়া জয়ী হইয়াছো আমার ফাইটের দরকার নাই ..... হি হি :)

আমি তো অলরেডি .........

আড্ডা দেবার সময় নাই । আই এ্যাম অলওয়েজ বিজি..... ইজি কাজে বিজি.......

তুমি কর্মহীন...... আড্ডা নিয়ে বিজি থাকো...আর মোড়লীর চেরেষ্টা করো ... B-)



১৫ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:০৬

জাহিদ অনিক বলেছেন:


আড্ডা দেবার সময় নাই । আই এ্যাম অলওয়েজ বিজি..... ইজি কাজে বিজি.......
- মেহেরবানি ! আপনার অশেষ ব্যস্ততার মধ্য থেকে আমাদের সময় দিয়েছেন ! ;) ;) :)

১৮| ১৫ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:০৩

শায়মা বলেছেন: @শায়মা,
মন্ডল মানেই তো মোড়ল। আমি ডোডোপাখি মোড়লগিরি করবো নাতো কে করবে? তুমি????:P
হিরো হতে চাইলে, আসো দেখি ফাইট করো, দেখি কে জিতে!!!;) এতক্ষণে আপনি উপযুক্ত প্রতিপক্ষ খুঁজে পেয়েছেন/ আপনারা রাজায় রাজায় যুদ্ধ করুন, আমি পালাই-- উলোখাগড়ার প্রাণের ভয় ..........

আরে নিজুভাইয়া কি ছড়ার রাজা নাকি!!!!!!!

সে তো ছড়ার দুধ ভাত!!!!!!!!!

আমিও নাই দুধভাতের সাথে লড়তে ......... :P

শেষে ভ্যা করে কেঁদেই ফেলবে নইলে তেড়ে মারতে আসবে।

১৫ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:০৪

জাহিদ অনিক বলেছেন:

হা হা হা !! জেশন ভাইকে ডাকবো ???????

১৯| ১৫ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:০৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমি কোন ক্যাটাগরিতে পড়ি কিছুই বুঝতেছিনা ! |-) |-)

১৫ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:১৪

জাহিদ অনিক বলেছেন: আপনি তো ব্লগের রম্যগুরু------------
আপনি অবশ্যই ফার্স্ট ক্লাস !

২০| ১৫ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:০৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমার ক্যাটাগরিটা খুজে পেতে শায়মা কি আমাকে হেল্প করবে?

১৫ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:১৩

জাহিদ অনিক বলেছেন: আমরা আপনার ক্যাটাগরী নিশ্চিত হবার জন্য আপনার ফাইলটি আমাদের কাষ্টমার কেয়ার এক্সিকিউটিভ অফিসারের নিকট হস্তান্তর করেছি-- অনুগ্রহ করে অপেক্ষা করুন।

২১| ১৫ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:০৭

শায়মা বলেছেন: ১৫ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:০৪ ০

লেখক বলেছেন:

হা হা হা !! জেশন ভাইকে ডাকবো ???????




ফুহ!!!! তখন হবে গুরু সাগরেদ যুদ্ধ।

তবে এখন তিনি গুরু মারা বিদ্যায় নিজেই গুরু হয়ে গেছেন...... :( :((

১৫ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:১২

জাহিদ অনিক বলেছেন:
থাক ! থাক !! কে কার গুরু সেই প্রশ্নে না যাই !!
জেশ্যন ভাইএর সাথে পুলিশের ভালো ভাও আছে- আমার কাছে তথ্য আছে।

তুমি বরং গিয়াস ভাইএর ক্যাটাগরী ঠিক করে দাও !!

২২| ১৫ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:০৯

উম্মে সায়মা বলেছেন: হাহাহ। মিথী আপু তো এসে চাঁদের আট দশা ব্যাখ্যাসহ বুঝিয়ে দেবে B-)

১৫ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:১৬

জাহিদ অনিক বলেছেন:
মিথী আপু চাঁদের উপরে পিএইচডি করেছেন, তার থিসিস টপিক ছিল "লুনার ইফেক্ট ইন ব্যাংগোলি প্রয়েট্রি"

২৩| ১৫ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৩৮

শায়মা বলেছেন: গিয়াসভাইয়ার ক্যাটাগরী এইখানে তোমার পোস্টে বা আমার কমেন্টে উল্লেখিত হয় নাই....

গিয়াসভাইয়া হলো বিবর্তনবাদী ব্লগার তবে সেটা এইখানে তাহার কর্মকান্ড দেখিয়া বিবেচিত নয় তাহা উনার যাবতীয় পোস্ট পড়িয়া ছেলেবেলা হইতে এ যাবৎকালে সকল রকম কান্ড কারখানা বিবেচিত করিয়া আমি এই সিদ্ধান্তে উপনীত হইয়াছি।

তাহার সকল শৈশব কৈশোর পড়িয়া বুঝিয়া গিয়াছি- ছোটবেলায় ভাইয়ার একখানা লেজ ছিলো ( শৈশব কৈশোরের বাঁদরামী পোস্টের সকল বিবরণ)

যৌবনে উনি মিচকা টাইপ ভালোমানুষী মুখোশ পরিয়াছিলেন- ( জেসনভাইয়ার কানে কানে বলা কুলসুম বিবি উপাখ্যান) :P

এখন বর্তমানে পুত্র কন্যার বাবা হইয়া এবং ভাবীর ভয়ে সিদা হইয়া নিজেই পড়ালেখায় মনোনিবেশ করিয়াছেন। ( ভালো ভালো জ্ঞান গর্ভ পোস্টিং এন্ড অসাধারণ সব জ্ঞানী গুনীদের কথা লইয়া বুক রাইটিং, পাবলিশিং)


তবে লেজটা পকেটে লুকানো আছে আজও খসিয়া পড়ে নাই! :)

১৫ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯

জাহিদ অনিক বলেছেন:

হা হা হা হা
গিয়াস ভাই তোমাকে তো কিছু বলবে না-- মারব এসে আমাকে--

২৪| ১৫ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৩৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

বিশ্লেষণ খাপার হয়নি !!
আপনি কোন ক্যাটাগরিতে আছেন ?

১৫ ই আগস্ট, ২০১৮ রাত ৮:০১

জাহিদ অনিক বলেছেন:

আমার ক্যাটাগরি !
আমার তো মনে হয় আপনি আমি আম জনতার ক্যাটাগরি--
আপনি চাইলে আমার ক্যাটাগরি বলতে পারেন
ধন্যবাদ নূর মোহাম্মদ নূরু ভাই

২৫| ১৫ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৪৯

কথাকথিকেথিকথন বলেছেন:






আমার ক্যাটাগরি বাদ পড়েছে৷ মাঝে মাঝে এসে কিছু পোস্ট পড়া, লাইক কমেন্ট করা। তেমনি মাঝে মাঝে এসে কিছু পোস্ট করা!

তবে ক্যাটাগরিগুলো সিংহভাগ কাভার করে।

১৫ ই আগস্ট, ২০১৮ রাত ৮:০০

জাহিদ অনিক বলেছেন:

তাই তো! আপনি মনে হয় মাঝেমাঝে তব দেখা পাই ক্যাটাগরি !!
ধন্যবাদ কথাকেথি

২৬| ১৫ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৫৩

সম্রাট ইজ বেস্ট বলেছেন: নাহ্, আমি কোন ক্যাটাগরীতেই নেই। তাই আপনার ক্যাটাগরী আরও বাড়াতে হবে। আপাতত আমার মত যারা আছে তারা অপেক্ষায় থাকুক। কী বলেন কবি?

১৫ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৫৮

জাহিদ অনিক বলেছেন:
আপনি বলেন কবি----- আমি যোগ করে দেব

২৭| ১৫ ই আগস্ট, ২০১৮ রাত ৮:০৩

শায়মা বলেছেন: ১৫ ই আগস্ট, ২০১৮ রাত ৮:০০ ০

লেখক বলেছেন:

তাই তো! আপনি মনে হয় মাঝেমাঝে তব দেখা পাই ক্যাটাগরি !!
ধন্যবাদ কথাকেথি

আরে না!!!!!!!!!!! ভাইয়া কথাকথিভাইয়া তোমার থেকেও ভীতু ক্যাটাগরী! :P

ভাইয়াকে আমার থেকে কেহ বেশি জানে নাই!
ভাইয়াজী নিজেও নহে! দেখো এখনই এসে বলবে কে বলেছে আমি ভীতুর ডিম! আমি সাহসী অনেক তাহতি!!!!! :P

১৫ ই আগস্ট, ২০১৮ রাত ৮:১৩

জাহিদ অনিক বলেছেন:

মোদ্দা কথা, তুমি আমাকে আর কথাকেথি দুইজনকেই ভীতু বলছ !
দেখা আছে তোমার সাহস !!!!!!!!!!!!!!!!!!

ভাইয়াকে আমার থেকে কেহ বেশি জানে নাই!
ভাইয়াজী নিজেও নহে! দেখো এখনই এসে বলবে কে বলেছে আমি ভীতুর ডিম! আমি সাহসী অনেক তাহতি!!!!! :P
বাহ ! তুমি তো অন্তর্জামী !

২৮| ১৫ ই আগস্ট, ২০১৮ রাত ৮:০৭

পদাতিক চৌধুরি বলেছেন: সুপ্রিয় কবিভাই,

বড্ড সরলীকরণ করা হয়েছে। আমি আপাতত কোনও গ্রুপে পড়ছিনা। আপনি ধরে বেঁধে হয়তো একটা গ্রুপে দিয়ে দেবেন। তবে কোনওটাতেই আমি ম্যাচ করবোনা তা বলতে পারি। তবে আপনার বিশ্লেষণ ইতিবাচক। মজা পেয়েছি। লাইকও দিয়েছি ।


শুভকামনা জানবেন ।



১৫ ই আগস্ট, ২০১৮ রাত ৮:১১

জাহিদ অনিক বলেছেন:

হা হা হা, না ভাইয়া ধরে বেঁধে কোন ক্যাটাগরীতে ফেলে দেব না। আপনি চাইলে আপনার ক্যাটাগরীর নাম ও দুই এক লাইনে সেই ক্যাটাগরি সম্পর্কে বলে দেন- আমি জুড়ে দেব।

পোষ্টটা ফান পোষ্ট হিসেবে নেয়াই ভালো। ধন্যবাদ ব্রাদার

২৯| ১৫ ই আগস্ট, ২০১৮ রাত ৮:১৯

স্রাঞ্জি সে বলেছেন: প্রীশু।


আমি কোন ক্যাটাগরিতে পরলাম। ভাবতে গিয়ে মাথায় আণ্ডা ভাঙতে হইবেক। =p~

ব্লগ + মন্তব্য পড়ে মজা পাচ্ছি। দেখা যাক রসের হাড়ি কতটুক গড়িয়ে পড়ে।

১৫ ই আগস্ট, ২০১৮ রাত ৮:২৫

জাহিদ অনিক বলেছেন:
মামার বাড়ি
রসের হাড়ি-----------


প্রীশু প্রীশু স্রাঞ্জি সে

৩০| ১৫ ই আগস্ট, ২০১৮ রাত ৮:১৯

পদাতিক চৌধুরি বলেছেন: আমি ডাক্তার বাবুর কাছে গেলাম রোগ জানতে। উল্টে উনিই আমাকে বললেন প্রেসক্রিপশনে রোগ লিখে নিতে। ঠিক আছে দেখি এখন শায়মাপু কী লেখেন। উত্তরের জন্য বরং অপেক্ষা করি। হা হা হ।

১৫ ই আগস্ট, ২০১৮ রাত ৮:২৭

জাহিদ অনিক বলেছেন:

হা হা হা হা --- এখানে কেউ ডাক্তার না !!!! ভাই
শায়েমা আপুর উত্তরের অপেক্ষায় রইলাম আমিও

৩১| ১৫ ই আগস্ট, ২০১৮ রাত ৮:২০

কথাকথিকেথিকথন বলেছেন:





আপনার পোস্টে অন্যকে ভীতু বলে নিজেকে সাহসী প্রমাণ করতে চাওয়া একজন (শায়মা) ঢুকে পড়েছে!

দেখুন কেমন রাজনৈতিক কথা বলছে, একবার আমাকে বলছে ভীতু আবার নিজেই উত্তর দিচ্ছে আমাকে ভীতু বলায় আমি নাকি এসে নিজেকে সাহসী বলবো! যেন আমি কোন উত্তর না দিতে পারি!

আবার বলছে আমাকে নাকি অনেক জানে! কোয়াইট ইন্টারেস্টিং!

১৫ ই আগস্ট, ২০১৮ রাত ৮:২৮

জাহিদ অনিক বলেছেন:

ইন্টারেস্টিং ! বেশ ইন্টারেস্টিং !
আমি এই বেলা গ্যালারিতে বসলুম

৩২| ১৫ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৩০

মৌরি হক দোলা বলেছেন: নিজেই বলে দেই, কয়েকমাস পর পর ব্লগে আসব, এক মাস, দুই মাস বা তিন মাস......উমমমমম...৮ থেকে ১০ দিনের মতো ......নিয়মিত বা অনিয়মিত...মানে উঁকিঝুঁকি দিতে আসব :P

এখন বলুন, ভাইয়া, কোন ক্যাটাগরিতে যাই?? B-) ;) :D

১৫ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৩৫

জাহিদ অনিক বলেছেন: এই ধরনের ব্লগারদের জন্য আরেকটা ক্যাটাগরি খুলতে হবে, সেটা হতে পারে এমন কিছু-

মন খারাপের ব্লগারঃ
এই ধরনের ব্লগারেরা নিজেরাই জানে না কখন ব্লগে যাবেন আর কখন যাবেন না। হয়ত দেখা যায় ব্রাইজার খুলেছেন ইউটিউব দেখার জন্য কিন্তু টাইপ করে বসলেন ব্লগের এড্রেস ! ইহারা হচ্ছেন মন খারাপ করা আত্মভোলা ব্লগার। ব্লগে লগিন তো দিলেন, কিন্তু কতক্ষণ ব্লগে থাকবেন সেটা তিনি নিজেও জানেন না !

৩৩| ১৫ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৩৮

মৌরি হক দোলা বলেছেন: হা....হা......

সেরকম একটা ক্যাটাগরি খোলা যেতেই পারে, কিন্তু আমি সেটাতেও নেই :(

১৫ ই আগস্ট, ২০১৮ রাত ৯:০৯

জাহিদ অনিক বলেছেন: হায়! হায় !
তাহলে আপনি নিজেই একটা ক্যাটাগরি লিখে দেন প্লিজ !

৩৪| ১৫ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৪২

শায়মা বলেছেন: ৩০. ১৫ ই আগস্ট, ২০১৮ রাত ৮:১৯ ০

পদাতিক চৌধুরি বলেছেন: আমি ডাক্তার বাবুর কাছে গেলাম রোগ জানতে। উল্টে উনিই আমাকে বললেন প্রেসক্রিপশনে রোগ লিখে নিতে। ঠিক আছে দেখি এখন শায়মাপু কী লেখেন। উত্তরের জন্য বরং অপেক্ষা করি। হা হা হ।


বাহা বাহা জাহিদুল অনিকুল ভাইয়ুর পোস্ট আর উত্তর দিচ্ছেন সর্বগিয়ানী আমি!!!!! :)

পদাতিক ভাইয়া আমার ক্লাসে আমি মিঃ মেন সিরিজ বাচ্চাদেরকে পড়ে শুনাতে খুবই লাইক করি। সেখানে একটা গল্প আছে মিঃ রং। সে যা করে সবই ভুল। তো তুমি মনে হয় মিঃ রং এর ক্যাটাগরীতে পড়ে গেছো! :(

১৫ ই আগস্ট, ২০১৮ রাত ৯:১৩

জাহিদ অনিক বলেছেন:

হা হা হা ---------- আমার উচিত ছিল লেখার পর তোমাকে দেখানো-- তখন এটা তুমি দিলেই ভালো হত ! আমি তোয়ার মত এত গুনবতী না !
সবার উত্তর কেমন চটপট দিয়ে যাচ্ছ ! আর সবাই তাতে খুশিও হচ্ছে।
বাহ ! ভাইয়ু ! বাহ !

৩৫| ১৫ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৪৪

খায়রুল আহসান বলেছেন: ভাল লিখেছেন। আপনার লেখাটা পড়ে সবাই একবার চুপে চুপে নিজের ক্যাটেগরীটা খুঁজে নেবেন। :)
তবে ক্যাটেগরীর সংখ্যাটা আরো দু'চারটে বাড়ালে মনে হয় আরেকটু মজার হতো।
পোস্টে প্লাস + +

১৫ ই আগস্ট, ২০১৮ রাত ৯:১৫

জাহিদ অনিক বলেছেন:
অনেক ধন্যবাদ প্রিয় কবি এই ম্যাওপ্যাও পোস্ট পড়ার জন্য ও সুন্দর মন্তব্য এবং প্লাস দেয়ার জন্য।
আরও দুই চারটা ক্যাটাগরি থাকলে বোধহয় সত্যিই ভালো হত।
কৃতজ্ঞতা, ভালো থাকবেন।

৩৬| ১৫ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৪৫

শায়মা বলেছেন: দেখলে তো কথাকথিভাইয়ুকে কেমন জানি আমি সাথে সাতেহ দৌড়ে এলো , দেখেন দেখেন আমাকে বলছে ভীতু!!!!!!!! হি হি হি এক্কেবারেই প্রমানিত!!!!!! :)

আর তুমি ভীতু কিনা একখানা অরিগামী গোলাপ সাহস করে করে দেখাও তাইলে ! :)

১৫ ই আগস্ট, ২০১৮ রাত ৯:১৭

জাহিদ অনিক বলেছেন:
অরিগ্যামী গোলাপ বানায়ে দিতে পারলেই সাহসী হয়ে যাব ??
এই তোমার সাহস মাপার স্কেল !


ঢুকিয়ে দিয়ে দেখ বাঘের খাঁচায় !!!!!!!!!!

৩৭| ১৫ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৫৬

পদাতিক চৌধুরি বলেছেন: যাক বাড়িতে গিয়ে অন্তত বলতে পারবো যে আমি মিঃ রং ক্যাটেগরিতে পড়ে গেছি। মুগ্ধ হলাম অবশেষে একটি প্লেসমেন্ট পেয়ে। এটা ঠিকই যে পোষ্টটি কবিভায়ের। তবে এক্সপার্ট একজন আছেন যিনি নেপথ্যে । আমরা অনেকেই নিজেদের পছন্দমত গ্রুপ পেয়ে গেছি। ধন্যবাদ আপুকে।

১৫ ই আগস্ট, ২০১৮ রাত ৯:২০

জাহিদ অনিক বলেছেন:


হা হা হা ! ঈদের ছুটিতে বাড়িতে সবার জন্য রঙ ক্যাটাগরি নিয়ে যাবেন ! বেশ বেশ !

এক্সপার্ট একজন আছেন যিনি নেপথ্যে । আমরা অনেকেই নিজেদের পছন্দমত গ্রুপ পেয়ে গেছি। ধন্যবাদ আপুকে। - একদম !

৩৮| ১৫ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৫৭

কথাকথিকেথিকথন বলেছেন:






৩৬. ১৫ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৪৫ ০

শায়মা বলেছেন: দেখলে তো কথাকথিভাইয়ুকে কেমন জানি আমি সাথে সাতেহ দৌড়ে এলো , দেখেন দেখেন আমাকে বলছে ভীতু!!!!!!!! হি হি হি এক্কেবারেই প্রমানিত!!!!!! :)

আর তুমি ভীতু কিনা একখানা অরিগামী গোলাপ সাহস করে করে দেখাও তাইলে ! :)


হা হা! কীভাবে পায়ে পড়ে ঝগড়া করতে চাইছে! আমি প্রস্থান করিলাম।

গোলাপ দেখাবো কেন!!

১৫ ই আগস্ট, ২০১৮ রাত ৯:২৪

জাহিদ অনিক বলেছেন:

আমি প্রস্থান করিলাম।
- না না তা কেন !
পরাজয়ে ডরে না বীর !

৩৯| ১৫ ই আগস্ট, ২০১৮ রাত ৯:০৩

সোহানী বলেছেন: হাহাহাহাহা.........শায়মার এ পোস্টটা লিখার দরকার ছিল। তুমি শুরু করেছো ঠিক আছে বাট শায়মা এর ২য় পার্ট দিবে। কারন দীর্ঘ ব্লগিং জীবনে ও যা যঙ্ঝাট পোহাইছে তা দিয়ে একটা বই রচনা করা যায়। কারন সে প্রায় সব রকম টাইপের মুখোমুছি হয়েছে।......

আর মন্তব্যে যা লিখছে মাইরি আমি হাসতে হাসতে মরলাম................. B-) B-)

১৫ ই আগস্ট, ২০১৮ রাত ৯:১০

জাহিদ অনিক বলেছেন:


হুম !!!!!!!!
আমিও তাই ভেবতেছি ব্যাঙ্ক একাউন্ট ট্রান্সফার করার মত যদি ব্লগের পোষ্টও ট্রান্সফার করা যেত তাহলে আমি এটা সত্যি শায়মা আপুর ব্লগে ট্রান্সফার করে দিতাম !

থেংকু সোহানী আপু।

৪০| ১৫ ই আগস্ট, ২০১৮ রাত ৯:০৯

খায়রুল আহসান বলেছেন: আমি প্রস্থান করিলাম - @কথাকথিকেথিকথন, রণে ভঙ্গ দিলেন?

১৫ ই আগস্ট, ২০১৮ রাত ৯:১২

জাহিদ অনিক বলেছেন:
ডোণ্ট অরি ডিয়ার স্যার !
শায়মা আপু আর কথাকেথির খুনসুটি !

৪১| ১৫ ই আগস্ট, ২০১৮ রাত ৯:১৩

সুমন কর বলেছেন: হাহাহা......ভালো বিশ্লেষণ করছো !! ;)
+।

১৫ ই আগস্ট, ২০১৮ রাত ৯:২৭

জাহিদ অনিক বলেছেন:
হা হা ! ধন্যবাদ সুমন দা ! :)

৪২| ১৫ ই আগস্ট, ২০১৮ রাত ৯:১৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আমি কোন ক্যাটাগরিতে পড়ি বুঝতে পারছি না।

১৫ ই আগস্ট, ২০১৮ রাত ৯:২৯

জাহিদ অনিক বলেছেন:
আপনি তো ব্লগের রম্য কিং !
সব জায়গাতেই আপনার পদচারনা !

আপনি নিশ্চয়ই একজন ভালো ব্লগার- জনগণের ব্লগার !

৪৩| ১৫ ই আগস্ট, ২০১৮ রাত ৯:২০

শায়মা বলেছেন: কথাকথি ভাইয়ু!!!!!!

তোমার জন্য অরিগ্যামী গোলাপ নহে ! সে এক অজানা রহস্য তোমার কাছে!

জাহিদ ভাইয়া বানাবে গোলাপ। এটা আমার চ্যালেঞ্জ যা সে কিছুতেই গ্রহণ করিতেছে না!!!!!! :)

সোহানী বলেছেন: হাহাহাহাহা.........শায়মার এ পোস্টটা লিখার দরকার ছিল। তুমি শুরু করেছো ঠিক আছে বাট শায়মা এর ২য় পার্ট দিবে। কারন দীর্ঘ ব্লগিং জীবনে ও যা যঙ্ঝাট পোহাইছে তা দিয়ে একটা বই রচনা করা যায়। কারন সে প্রায় সব রকম টাইপের মুখোমুছি হয়েছে।......

আর মন্তব্যে যা লিখছে মাইরি আমি হাসতে হাসতে মরলাম................. B-) B-)
সোহানী আপু আমিও হাসতে হাসতে মরেছি!!!!!!! আরও কিছু লিখতে চাই !!! অনেকদিন মারামারি নাই, ফাইটিং নাই, আমার কেমন কেমন লাগছে!!!!


বাঁধিয়ে দেই যুদ্ধ এই ঈদের ছুটিতে তারপর নো প্রবলেমো!!!!!!! ছুটি আছে আমিও আছি , একদম মারনাং কাটনাং শেষানং!!!!!!! তারপর চিরদিনের তরে জবান বনং! :P

আপু তোমার মন্তব্যের মুখোমুছি শব্দটি আমার বড় পছন্দ হইয়াছে। যাহারাই আমাকে ঝঞ্জাট দিতে আমার মুখোমুখি হইয়াছে আমি তাহাদেরকে একদম ধুয়ে মুছে মুছি মুছি করে দিয়েছি তাইনা বলো!!!!!!! :P

৪০. ১৫ ই আগস্ট, ২০১৮ রাত ৯:০৯ ০

খায়রুল আহসান বলেছেন: আমি প্রস্থান করিলাম - @কথাকথিকেথিকথন, রণে ভঙ্গ দিলেন?
১৫ ই আগস্ট, ২০১৮ রাত ৯:১২ ০

লেখক বলেছেন:
ডোণ্ট অরি ডিয়ার স্যার !
শায়মা আপু আর কথাকেথির খুনসুটি !


খায়রুলভাইয়া আসলেই ডোন্ট ওরি!!!!!! কথাকথি ভীতুর ডিম রণে ভঙ্গ দিয়েছে তাই বাট আবার আসবে ভাঙ্গা পা নিয়ে!!!! B-)

১৬ ই আগস্ট, ২০১৮ রাত ২:০৬

জাহিদ অনিক বলেছেন: শায়েমা আপু, সোহানী আপু কিন্তু ঠিকই বলেছে এই পোষ্ট তোমার দেয়া উচিত ছিল --------
আমি অত ভাল করে ক্লাশিফিকেশন করতে পারি নাই।
বাট ইউ হেল্পড মি এ লট !


@ বাই দ্যা রাস্তা ! তোমাদের মারামারি কবে শুরু হচ্ছে ?? আমি ছড়ায় ছড়ায় যুদ্ধ দেখব। ফুল লতা পাতা বাদ্ দিয়ে আসো ফাইট করো-- দরকার হলে সহযোদ্ধাদের খবর দেই !!!!!!!!!!!!!!!

৪৪| ১৫ ই আগস্ট, ২০১৮ রাত ৯:২২

শায়মা বলেছেন: ৪২. ১৫ ই আগস্ট, ২০১৮ রাত ৯:১৭ ০

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আমি কোন ক্যাটাগরিতে পড়ি বুঝতে পারছি না।


ভাইয়া তুমিও ১ নং ক্যাটাগরী! তবে আধা..... আমুদে ও কোনো কাজকর্ম নাই তাই সারাদিন ব্লগে পড়িয়া থাকিতে পারো বিশেষ করিয়া সামু পাগলার আড্ডা পোস্টে! :)

১৬ ই আগস্ট, ২০১৮ রাত ২:১৭

জাহিদ অনিক বলেছেন:
হা হা হা, আড্ডা পোষ্টে আমি যাই নাই তাই জানি না সেখানে কে কতটা একটিভ !
তুমি একটিভ বা সেখানে ? সেজন্য হিংসা হয় ? বুঝি বুঝি !

৪৫| ১৫ ই আগস্ট, ২০১৮ রাত ৯:২৭

শায়মা বলেছেন: ১৫ ই আগস্ট, ২০১৮ রাত ৯:১৭ ০

লেখক বলেছেন:
অরিগ্যামী গোলাপ বানায়ে দিতে পারলেই সাহসী হয়ে যাব ??
এই তোমার সাহস মাপার স্কেল !


ঢুকিয়ে দিয়ে দেখ বাঘের খাঁচায় !!!!!!!!!!


নো ওয়ে!!!!!!! #:-S

তোরে বাঘের খাঁচায় ঢুকানো হবে না!!!!!! :||

বুঝেছি বদমাইসি পাইসো না!!!!!!! X((

নিশ্চয়ই আজ সকালে আরন্যক রাখালভাইয়ুর শেষের কৌতুক পোস্টের শেষেরটা পড়েছো!!!!!!! X((

১৫ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৩১

জাহিদ অনিক বলেছেন:
নিশ্চয়ই আজ সকালে আরন্যক রাখালভাইয়ুর শেষের কৌতুক পোস্টের শেষেরটা পড়েছো!!!!!!! X((
হা হা হা হা-- ছিঃছিঃ !
আমি কিনা পা চাটতে যাব !
তুমি পড়েছ বোঝা গেল !!!

৪৬| ১৫ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৩৪

শায়মা বলেছেন: ছিঃ ছিঃ কেনো!!!!!!! B:-)

তুমিই তো বাঘের খাঁচাট ঢুকতে চাইলা বাবুজান!!!!!!!

১৬ ই আগস্ট, ২০১৮ রাত ২:২২

জাহিদ অনিক বলেছেন:

আমি তো বাঘের খাচায় ঢুকতে চেয়েছি বাঘ মামাকে হত্যা করে বিরত্ব দেখাতে !
পা চাটার জন্য নাকি !!!!!!!!!!!!!!

৪৭| ১৫ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৩৫

হিংস্র ঈগল বলেছেন: ৩ এবং ৪ নম্বরটা আমার সাথে মিলে যায়। অনেকদিন পর আইডি-পাসওয়ার্ড ফেরত পেলাম কিনা।

১৬ ই আগস্ট, ২০১৮ রাত ২:২৩

জাহিদ অনিক বলেছেন: বাহ ! অভিনন্দন হিংস্র ঈগল !
ব্লগে আবার ফিরুন তাহলে এবার---
শুভ কামনা নিরন্তর---

৪৮| ১৫ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৪৮

করুণাধারা বলেছেন: আমি আরেকটা ক্যাটাগরি যোগ করতে চাই।

ইহারা "বহুরূপী ব্লগার" ক্যাটাগরিতে পড়েন। ডজনখানেক নিক নিয়ে ইহারা ক্লান্তিহীনভাবে একেক নিকে একেক স্বাদের লেখা পরিবেশন করেন। গল্প, কবিতা, ভারি ভারি কথা বলা প্রবন্ধ, রেসিপি প্রবন্ধ, শিক্ষামূলক প্রবন্ধ, ভ্রমণ কাহিনী, কারিকুরি কাহিনী- কি না লেখেন এই ক্যাটাগরির ব্লগারেরা!!!!

ইহারা "দশভূজা ব্লগার" ক্যাটাগরিভুক্তও হতে পারেন।

সংশোধনী: লেখকের সাথে মিলিয়ে "ইহারা" বহুবচন ব্যবহৃত হয়েছে। প্রকৃতপক্ষে, এই শ্রেণীভুক্ত ব্লগারদের জন্য একবচন ব্যবহার করাটাই সঠিক হবে।

১৬ ই আগস্ট, ২০১৮ রাত ২:২৫

জাহিদ অনিক বলেছেন:


হা হা হা হা ------------
একেবারে যথাযত ক্যাটাগরী যোগ করেছেন-------
সংশোধনীটাও খাসা হয়েছে।

আই লাইক ইট !

অনেক ধন্যবাদ করুণাধারা

৪৯| ১৫ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৫৪

শায়মা বলেছেন: ৪৮. ১৫ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৪৮ ০

করুণাধারা বলেছেন: আমি আরেকটা ক্যাটাগরি যোগ করতে চাই।

ইহারা "বহুরূপী ব্লগার" ক্যাটাগরিতে পড়েন। ডজনখানেক নিক নিয়ে ইহারা ক্লান্তিহীনভাবে একেক নিকে একেক স্বাদের লেখা পরিবেশন করেন। গল্প, কবিতা, ভারি ভারি কথা বলা প্রবন্ধ, রেসিপি প্রবন্ধ, শিক্ষামূলক প্রবন্ধ, ভ্রমণ কাহিনী, কারিকুরি কাহিনী- কি না লেখেন এই ক্যাটাগরির ব্লগারেরা!!!!

ইহারা "দশভূজা ব্লগার" ক্যাটাগরিভুক্তও হতে পারেন।

সংশোধনী: লেখকের সাথে মিলিয়ে "ইহারা" বহুবচন ব্যবহৃত হয়েছে। প্রকৃতপক্ষে, এই শ্রেণীভুক্ত ব্লগারদের জন্য একবচন ব্যবহার করাটাই সঠিক হবে।




ইয়েস!!!!!!!!!!!!!!!!!!!!! এই ক্যাটাগরীকে আমার বিশেষ পছন্দ হয়েছে! একদম আমার মত! :)


লাভ ইউ আপুনি!!!!!!!!!!!! আমি একাই এই ক্যাটাগরীতে নিজেকে খুঁজে পেলাম! :) আর অন্য মালটিগুলাকে কিন্তু বহুরুপী বলা যাইবেক না বড় জোর দোরূপী বলিতে পারো!!!!!!! এক রূপে ভালো মানুষ আরেকরূপে কেচালবাজ শয়তানের লাঠি পাগল উন্মাদ ঘেন ঘেন পেন পেন একের পিছে আরেক লেগে থাকা ! তাহারা নিকৃষ্ঠ X(( আর বহুরূপি একেক নিকে একেক লিখন উৎকৃষ্ট সম্প্রদায় তাইনা !!!!!!!! :)


আর সংশোধনীটি পড়িয়া হাসিতে হাসিতে মরিয়া গেলাম!!!!
(সংশোধনী: লেখকের সাথে মিলিয়ে "ইহারা" বহুবচন ব্যবহৃত হয়েছে। প্রকৃতপক্ষে, এই শ্রেণীভুক্ত ব্লগারদের জন্য একবচন ব্যবহার করাটাই সঠিক হবে। )

:P

১৬ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:১১

জাহিদ অনিক বলেছেন:


B-)


B-)


B-)


B-)


B-)

৫০| ১৫ ই আগস্ট, ২০১৮ রাত ১০:০৭

করুণাধারা বলেছেন: অন্য মালটিগুলাকে কিন্তু বহুরুপী বলা যাইবেক না বড় জোর দোরূপী বলিতে পারো!!!!!!! এক রূপে ভালো মানুষ আরেকরূপে কেচালবাজ শয়তানের লাঠি পাগল উন্মাদ ঘেন ঘেন পেন পেন একের পিছে আরেক লেগে থাকা ! তাহারা নিকৃষ্ঠ X

অবশ্যই তারা নিকৃষ্ট। আমি কোথায় তাদের বহুরূপী ব্লগার ক্যাটাগরিতে ফেললাম? তারা হল ডক্টর জেকিল এন্ড মিস্টার হাইড ক্যাটাগরির, অথবা মিচকা শয়তান ক্যাটাগরির। B-)

১৬ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:১১

জাহিদ অনিক বলেছেন:

হা হা হা হা


B-)

৫১| ১৫ ই আগস্ট, ২০১৮ রাত ১০:২২

শায়মা বলেছেন: ৫০. ১৫ ই আগস্ট, ২০১৮ রাত ১০:০৭ ১

করুণাধারা বলেছেন: অন্য মালটিগুলাকে কিন্তু বহুরুপী বলা যাইবেক না বড় জোর দোরূপী বলিতে পারো!!!!!!! এক রূপে ভালো মানুষ আরেকরূপে কেচালবাজ শয়তানের লাঠি পাগল উন্মাদ ঘেন ঘেন পেন পেন একের পিছে আরেক লেগে থাকা ! তাহারা নিকৃষ্ঠ X

অবশ্যই তারা নিকৃষ্ট। আমি কোথায় তাদের বহুরূপী ব্লগার ক্যাটাগরিতে ফেললাম? তারা হল ডক্টর জেকিল এন্ড মিস্টার হাইড ক্যাটাগরির, অথবা মিচকা শয়তান ক্যাটাগরির। B-)


ঠিক ঠিক ! শুধু মিচকা শয়তানই না আসল কথা তাহারা লুজার বা হতাশাগ্রস্থ জীবন যুদ্ধে পরাজিত সৈনিক বলিয়া অন্যের আনন্দে বাগড়া দেওয়া ক্যাটাগরীর.... :P

১৬ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:১৭

জাহিদ অনিক বলেছেন:

তুমি উৎকৃষ্ট ব্লগার -- নো ডাউট
বাকী সব টাউট

৫২| ১৫ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৫৭

ভাইয়ু বলেছেন: আমি নতুন মানুষ, তবে আপাতত কোন ক্যাটাগরিতে পড়ি নাই ৷ যদি কখনো পড়ি তবে তা ঈদের পর জানিয়ে দেওয়া হবে, তবে কোন ঈদ সেটা বলা যাবেনা .... =p~

১৬ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:১৪

জাহিদ অনিক বলেছেন:
হা হা হা-- অবশ্যই আপনার ক্যাটাগরি আছে- এখানে না থাকলে আপনি বলে দিন--
আর ঈদের পরে আন্দোলনের অপেক্ষায় রইলাম
ধন্যবাদ ভাইয়ু

৫৩| ১৫ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৩৪

রাকু হাসান বলেছেন:



চমৎকার অভিজ্ঞতালব্ধ জ্ঞান শেয়ার করলেন । আমি কোন টা তে পড়লাম ,দ্বিধাগ্রস্ত ,নতুন তো ।

১৬ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:১৫

জাহিদ অনিক বলেছেন:
ধন্যবাদ রাকু হাসান--
আপাতত আর ক্যায়াগরি খুঁজে কাজ নেই-- আমরা সবাই রাজা

৫৪| ১৬ ই আগস্ট, ২০১৮ রাত ১২:২২

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: সুন্দর বলেছেন।।।। আপনার লেখা পড়ে ভালো লাগলো

১৬ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:১৭

জাহিদ অনিক বলেছেন:

অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা আব্দুল্লাহ্ আল মামুন

৫৫| ১৬ ই আগস্ট, ২০১৮ রাত ১:১০

ভ্রমরের ডানা বলেছেন:


আপনি বেশ মজাদার পোষ্ট দিয়েছেন! কিন্তু আমি কি কোন লেভেলে আছি!

১৬ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:১৮

জাহিদ অনিক বলেছেন:
হা হা,
আপনি আমি আমরা সবাই একই ক্যাটাগরীতে আছি- আমরা সবাই রাজা

৫৬| ১৬ ই আগস্ট, ২০১৮ রাত ১:৩৩

আরণ্যক রাখাল বলেছেন: ১ ছিলাম। ২ ও ৩ এর মাঝামাঝি আছি। তবে ৫ ছিলাম না কোনদিন। আরেকটা নিক ছিল। আরণ্যক উৎস নামে। পাসওয়ার্ড ভুলে গেছি৷ ওখানে হাবিজাবি লিখতাম শুধু- অকবিতা আর বুক রিভিউ- যতদূর মনে পড়ে।

১৬ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:১৯

জাহিদ অনিক বলেছেন:
আপনি ভালো লেখেন- সবার সাথে আপনার ইন্টার‍্যাকশনও ভালো।

৫৭| ১৬ ই আগস্ট, ২০১৮ রাত ১:৪৮

কুঁড়ের_বাদশা বলেছেন:

মিয়া ভাই,
আমি কোন দলের লুক? :P

১৬ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:২০

জাহিদ অনিক বলেছেন:

মিয়া ভাই------- আপনি আপাতত বিরোধী দলে আছেন-- তবে ওয়াক আউট কইরেন না।
শুভেচ্ছা

৫৮| ১৬ ই আগস্ট, ২০১৮ রাত ৩:০৩

চাঙ্কু বলেছেন: আরও মেলা ক্যাটাগরির বলগার আছে ;)

১৬ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:২১

জাহিদ অনিক বলেছেন:

বলেন----- বলেন--------- শুনি

৫৯| ১৬ ই আগস্ট, ২০১৮ ভোর ৫:২১

চঞ্চল হরিণী বলেছেন: আমি ৩ নং উদাসী ব্লগার ছিলাম দুই মাস আগ পর্যন্ত। গত দুই মাস যাবত কোন ক্যাটাগরি সেইটা খুঁজিয়া পাইতেছি না :|| । আমি ১ নং না, কারণ, কোনদিন ১টার বেশি পোস্ট দেই নাই আর প্রতিদিনও পোস্ট দেই না :P । 'সাপ্তাহিক ব্লগার' একটা ক্যাটাগরি করা যাইতে পারে ;) । যারা সপ্তাহে একটা বা দুইটা পোস্ট দেয় B-)
পোস্ট পড়িয়া বেশ ফান পাইলুম =p~

১৬ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:২৩

জাহিদ অনিক বলেছেন:
বাহ ! বেশ আপনাকে তবে "সাপ্তাহিক ব্লগার" ক্যাটাগরিতে মনোনয়ন দেয়া হইলো।
তবে আপনি ব্লগ উপভোগ করতেছেন।
শুভেচ্ছা চঞ্চল হরিণী

৬০| ১৬ ই আগস্ট, ২০১৮ সকাল ৮:৩৮

ডার্ক ম্যান বলেছেন: আমি কোন ক্যাটাগরিতে আছে বুঝতে পারছি না।

১৬ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:২৩

জাহিদ অনিক বলেছেন:

ডার্ক ম্যান !
ক্যাটাগরি খুঁজে না পেলে জানবেন আমি আপনি একই ক্যাটাগরীতে

৬১| ১৬ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:৩০

মোঃ মাইদুল সরকার বলেছেন: ক্যাটাগরি আরও বাড়ানো দরকার।

যেমন- উত্তেজিত ব্লগার, নিরামিষ ব্লগার, অলরাউন্ডার ব্লগার, নতুন ব্লগার, ফূর্তিবাজ ব্লগার..................।

১৬ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:২৪

জাহিদ অনিক বলেছেন:

উত্তেজিত ব্লগার, নিরামিষ ব্লগার, অলরাউন্ডার ব্লগার, নতুন ব্লগার, ফূর্তিবাজ ব্লগার
বাহ !
ভালো বলেছেন-- এইসব নিয়েও একদিন লিখবো।
ধন্যবাদ মাইদুল ভাই
শুভেচ্ছা

৬২| ১৬ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:৫২

নীলপরি বলেছেন: দারুণ লিখেছেন । মন্তব্যগুলোও দারুণ । সুন্দর অবজারভেশন ।
আঁতেল থুড়ি ইনটেলকচুয়াল ব্লগার বলে আরেক শ্রেণী হতে পারে বোধহয় । যেমন - এনারা আলোচনা পোষ্ট দিয়ে কারো কথা না শুনে নিজে কতোটা জানে তা জাহির করার চেষ্টা করে ।

উৎসাহদাতা ব্লগার - এনাদের কথা তো বলতে হয় । এনারা যে কোনো পরিস্থিতিতে পাশে থেকে লেখালেখিতে উৎসাহ দেন ।

তবে আমি কোন ক্যাটাগরিতে ? আমিও বুঝতে পারছি না ।

১৬ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:২৬

জাহিদ অনিক বলেছেন:

আঁতেল থুড়ি ইনটেলকচুয়াল ব্লগার বলে আরেক শ্রেণী হতে পারে বোধহয় । যেমন - এনারা আলোচনা পোষ্ট দিয়ে কারো কথা না শুনে নিজে কতোটা জানে তা জাহির করার চেষ্টা করে ।
- ভালো বলেছেন। কিছু ব্লগার সত্যিই আছেন এমন ইনারা গেয়ানী।

আপনি আমি সব একই ক্যাটাগরি---------- সবাই রাজা ক্যাটাগরি

৬৩| ১৬ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:০৭

রাজীব নুর বলেছেন: প্রিয় কবি আমি কোনো ধরনের ব্লগার?

১৬ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:২৭

জাহিদ অনিক বলেছেন:

আপনি ১ম শ্রেনীর ব্লগার
ধন্যবাদ রাজীব ভাই

৬৪| ১৬ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:১১

সেলিম আনোয়ার বলেছেন: উদাহারণ দিলে ভাল হতো। একাধিক উদাহরণ দিলে বেশি ভালো হতো। আর ব্লগার শ্রেনীবিভাজন করে কে কোন গ্রুপে লিস্ট বানিয়ে দিলে অসাধারণ হতো। তবে সেক্ষেত্রে অনেক বেশি পরিশ্রম করতে হতো ।

১৬ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:২৯

জাহিদ অনিক বলেছেন:
উদাহরণ দিলে নাম লিখতে হবে- নাম লিখতে গেলে কার নাম বাদ দিয়ে কারটা লিখবো এই ভয়ে আর দেইনি।
ব্লগে তো নানা কিসিমের ব্লগার আছেন-- সবার কথা তো আর লিখলেও শেষ অবে না।
তবে সেক্ষেত্রে অনেক বেশি পরিশ্রম করতে হতো । -- ঠিক ধরেছেন, এত পরিশ্রম কে করে !!!!!!!!!!!!

শুভেচ্ছা কবি।

৬৫| ১৬ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৪৪

ভুয়া মফিজ বলেছেন: অামার ক্যাটাগরীতো খুজিয়া পাইলাম না। :((
বিশ্লেষন ভালো হইয়াছে, তবে আরেকটু বিস্তারিত হইলে আরো ভালো হইতো!

১৬ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৩১

জাহিদ অনিক বলেছেন:

আরেকটু বিস্তারিত লিখতে গেলে আরও বেশী কষ্ট করতে হতো ! আমি তো ফাকিবাজ টাইপ ব্লগার !!!!!!!!
মন্তব্য পেয়ে ভালো লাগলো, শুভেচ্ছা ভাই ভুয়া মফিজ

৬৬| ১৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৩৩

অচেনা হৃদি বলেছেন: :(
জাহিদ ভাইয়া, আমি তো সাড়ে দুই মাস বয়সী বাচ্চা, মানে মাত্র দুই মাস তিন হপ্তা আগে ব্লগে এসেছি। আমাকে একটা ক্যাটাগরি দেন না প্লিজ। আমি খুব উৎসাহ পাবো!

=p~

১৬ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৩২

জাহিদ অনিক বলেছেন:

অচেনা হৃদি- আপনি ব্লগে দুইমাস হলেও ইতোমধ্যে আপনি ব্লগে ব্যপক সাড়া ফেলেছেন- আপনি তার আর নবীশ নেই, আপনিও তাই ফার্স্ট ক্লাস ব্লগার। শুভেচ্ছান্তে

৬৭| ১৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:০৪

তারেক ফাহিম বলেছেন: আমি না হয় পাঠকই রইলাম।

ক্যাটাগরী মনে হয় জুটবে না।

কোটা থুক্ক ক্যাটগরী বাড়ানো লাগবো আমাগোর লাই, নইলে কিন্তু আন্দোলন হুঁ।

১৬ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৩৩

জাহিদ অনিক বলেছেন:
ক্যাটাগরী জুটবে না কেন !!!!
আমরা সবাই তো আগে পাঠক- না পড়লে লিখবো কি ?
আমরা সবাই তাই আম জনতার ব্লগার
শুভেচ্ছা তারেক ফাহিম

৬৮| ১৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৪৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: গতরাতেই ফেইসবুকে পড়েছিলুম। দারুণ বুদ্ধিদীপ্ত ও হাস্যোদ্দীপক পোস্ট।

ক্যাটাগরাইজেশন অসাধারণ হয়েছে। যুগে যুগে ব্লগারদের অনেক ক্যাটাগরাইজেশন করা হয়েছে। এগুলো করার জন্য সূক্ষ্ম অন্তর্দৃষ্টি, সূক্ষ্ম রসবোধ এবং ব্লগের প্রতি নিবিড় মমত্ববোধ ও প্রগাঢ় পর্যবেক্ষণ শক্তির প্রয়োজন। আপনার পোস্ট পড়ে মনে আপনার মধ্যে এসব গুণের অবস্থিতি টের পাওয়া যায়।

নিবিষ্ট মনে ভাবলে আরো অনেক ক্যাটাগরি হয়ত বেরিয়ে আসবে। তবে আপনি যেগুলো বলেছেন এগুলো প্রধান। এর বাইরে হতে পারে- নিরীহ ব্লগার, ক্যাঁচাল ব্লগার, ঝাঁঝালো ব্লগার, মাল্টি ব্লগার, ইত্যাদি।

তবে, এই ব্লগে ইতিমধ্যে কিছু ব্র্যান্ড হয়ে গেছে, অনেকের লেখায় তাঁদের প্রভাব স্পষ্ট দেখতে পাওয়া যায়, যেমনঃ

শায়মা ব্লগার (যারা শায়মার মতো পোস্ট লেখে :) )

চাঁদগাজী ব্লগার- যাঁরা চাঁদগাজী সাহেবের মতো সবজান্তার ভাব করে/মারে, আদতে ভেতরটা ফাঁপা

রাজীব নুর ব্লগার- যাঁরা রাজীব নুরের মতো সারবত্তাহীন পোস্ট লেখে, কিন্তু মন্তব্যে ফুটে ওঠে ওটা না জানি কী মহৎ পোস্ট

নুরু ব্লগার - যাঁরা নুর মোহাম্মদ নুরুর মতো বলিষ্ঠ ও সাবলীল পোস্ট লিখে কিন্তু ধমক খাইয়া চুপসে যায়

খায়রুল আহসান ব্লগার- অত্যন্ত জ্ঞানী, সাবলীল পোস্ট লেখেন, মন্তব্য করেন অত্যন্ত জ্ঞানগর্ভ

আহমেদ জী এস ব্লগার- অতুলীয়/অলরাউন্ডার ব্লগার। মাত্র হাতে গোনা এমন কয়েকজন ব্লগার ব্লগে খুঁজে পাবেন

জুন ব্লগার - লেডি বতুতা ব্লগার। ইনি একের ভেতর সব। প্রধানত ভ্রমণ।

জাহিদ অনিক টাইপ- এটা পরে আরেকদিন বলবো। এরা প্রধানত লেডি কিলার পোয়েট :)

১৬ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৩৭

জাহিদ অনিক বলেছেন: হা হা হা হা --

যেকয়টা ক্যাটাগরী দিয়েছেন সবগুলা বেশ ইন্টারেস্টিং, যদিও শেষ ক্যাটাগরিটা ভুয়া বানোয়াট ও কাগজের কারবারমাত্র।
শায়মা, খায়রুল আহসান, রাজীব নূর, নুরু, আহমেদ জীএস, জুন এনাদের সম্পর্কে যা যা বলেছেন সব সত্য। ইনারা নিজেরাই এক একটা ক্যাটাগরি হয়ে গেছেন, বাকীরা তাদেরকে অর্জন করবেন।


আপনি মন্তব্য করেছেন এটা দেখেই ভেবেছিলাম--- আজকে আপনি আমাকে ছাই দিয়ে ধরবেন- এবং তাই !
আমি অনেক ভেবেও আপনাকে তেমনভাবে চাহি দিয়ে ধরার মত কোন ক্যাটাগরী খুঁজে পেলাম না। ( খুবই হতাশার ইমো হবে )


অনেক ধন্যবাদ ভাইয়া

৬৯| ১৬ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:২৯

নতুন নকিব বলেছেন:



আমার কি কোনো কাতারে স্থান হবে? বিশ্লেষন ভাল লাগলো।

ধন্যবাদ।

১৬ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৩৮

জাহিদ অনিক বলেছেন:
নতুন নকিব, আপনি তো বেশ ভালো লিখেন। বেশ সহনশীলও। আপনাকে নিয়ে অনেক কূটনামী হয়েছে তবুও আপনি অনড় আছেন।
আপনি অবশ্যই বেশ ভালো ব্লগার/ ফার্স্ট ক্লাস


শুভেচ্ছা

৭০| ১৬ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:৫৫

ডার্ক ম্যান বলেছেন: সোনাবীজ অথবা ধুলোবালি ছাই হচ্ছেন প্লে-বয় ব্লগার

১৬ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৩৯

জাহিদ অনিক বলেছেন: হায় হায় !!!!
ইহা কি বললেন !!!! কেনই বা বললেন !!!!!!!!! মাথামুণ্ডু বুঝিলাম না

৭১| ১৬ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৩০

ডার্ক ম্যান বলেছেন: আপনি হচ্ছেন লেডি কিলার টাইপ ব্লগার। সোনাবীজ ভাই ঠিকই বলেছেন। কারণ জুহুরি জহুর চিনে।
আমি আপনার ধারে কাছেও নাই। আপনার মত কবিতা লিখতে পারলে একজন লেখিকাকে .।.।.।।।

১৬ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৪০

জাহিদ অনিক বলেছেন:

আমি কোন খুন-খারাপীর মধ্যে নাই ভাই--
আমি নিরীহ নিপাট ভদ্দরনোক

৭২| ১৬ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৪৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ডার্কম্যান @

আমার জন্য প্লে-বয় নামটা সার্থক। আমি ফেইসবুক আর ব্লগে 'প্লে' অর্থাৎ 'গেইমস', বিশেষ করে ক্রিকেট নিয়ে অনেক বেশি পোস্ট মেরেছি কোনো এক কালে। অতএব, প্লে-বয় কেউ হয়ে থাকলে উহা আমিই বটেন।


আরেকটা ক্যাটাগরি বাদ পড়ে গেছে। 'গিয়াসলিটন' ক্যাটাগরি। তেনার কোনো কমেন্ট উপরে আছেন কিনা দেখতে পারি নাই। তবে তেনি ব্লগীয় রম্যকে এক ক্লাসিক পর্যায়ে নিয়ে গেছেন। আমি তাহার শুভবিবাহ কামনা করিতেছি।


আরো অনেক ক্যাটাগরি উঠতি পর্যায়ে আছেন, বা আমার অগোচরে রয়ে যেতে পারেন। আখেনাটেন, ভুয়া মফিজ তেনাদের অন্যতমা :)

১৬ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৪৯

জাহিদ অনিক বলেছেন:

গিয়াস ভাইএর ক্যাটাগরী আছে ভাইয়া--
শায়মা আপু দিয়েছে-------------



শায়মা বলেছেন: গিয়াসভাইয়ার ক্যাটাগরী এইখানে তোমার পোস্টে বা আমার কমেন্টে উল্লেখিত হয় নাই....

গিয়াসভাইয়া হলো বিবর্তনবাদী ব্লগার তবে সেটা এইখানে তাহার কর্মকান্ড দেখিয়া বিবেচিত নয় তাহা উনার যাবতীয় পোস্ট পড়িয়া ছেলেবেলা হইতে এ যাবৎকালে সকল রকম কান্ড কারখানা বিবেচিত করিয়া আমি এই সিদ্ধান্তে উপনীত হইয়াছি।

তাহার সকল শৈশব কৈশোর পড়িয়া বুঝিয়া গিয়াছি- ছোটবেলায় ভাইয়ার একখানা লেজ ছিলো ( শৈশব কৈশোরের বাঁদরামী পোস্টের সকল বিবরণ)

যৌবনে উনি মিচকা টাইপ ভালোমানুষী মুখোশ পরিয়াছিলেন- ( জেসনভাইয়ার কানে কানে বলা কুলসুম বিবি উপাখ্যান) :P

এখন বর্তমানে পুত্র কন্যার বাবা হইয়া এবং ভাবীর ভয়ে সিদা হইয়া নিজেই পড়ালেখায় মনোনিবেশ করিয়াছেন। ( ভালো ভালো জ্ঞান গর্ভ পোস্টিং এন্ড অসাধারণ সব জ্ঞানী গুনীদের কথা লইয়া বুক রাইটিং, পাবলিশিং)


তবে লেজটা পকেটে লুকানো আছে আজও খসিয়া পড়ে নাই! :)




আমার জন্য প্লে-বয় নামটা সার্থক। আমি ফেইসবুক আর ব্লগে 'প্লে' অর্থাৎ 'গেইমস', বিশেষ করে ক্রিকেট নিয়ে অনেক বেশি পোস্ট মেরেছি কোনো এক কালে। অতএব, প্লে-বয় কেউ হয়ে থাকলে উহা আমিই বটেন। - হা হা হা হা ;) B-) B-)

৭৩| ১৬ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৫১

ডার্ক ম্যান বলেছেন: ঋণী ব্লগার ক্যাটাগরিতে একমাত্র আছেন সোনাবীজ ভাই। তাঁর অসম্পর্কের ঋণ বইটিতে তিনি এর কয়েকজন ব্লগারের কাছে তাঁর ঋণের কথা বলেছেন

১৬ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৫৬

জাহিদ অনিক বলেছেন:
হ্যাঁ- তার বইটার পিডিএফ ভার্সন কিছুটা পড়েছিলাম

৭৪| ১৬ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৪৬

করুণাধারা বলেছেন: আরও দুই ক‍্যাটাগরী যোগ করতে চাই।

১) মাধবী হঠাৎ এল ব্লগার : কর্মব্যস্ত জীবনের মধ্যে যখন হঠাৎ কিছুটা লম্বা ছুটি পাওয়া যায়, তখনই ইহারা সামুতে আবির্ভূত হন, কিছু দিন অব্যাহতভাবে নানা ধরনের পোষ্ট দিতে থাকেন, একেবারে এলেন-দেখলেন- জয় করলেন ধাঁচে। তারপর আবার কর্মব্যস্ত দিন শুরু হলেই সামুকে করেন টাটা বাই বাই।

মাধবী হঠাৎ কোথা হতে এল ফাগুন দিনের স্রোতে,
এসে হেসেই বলে, "যাই যাই যাই"

যদিও ইহারা সামুর কোন না কোন জনপ্রিয় ব্লগার এর মাল্টি, কিন্তু ইহারা নিষ্কলুষ, ভদ্র, ও আনন্দ দায়ক টাইপের ব্লগার।

২)( বিশেষ) ওয়াচম্যান ব্লগার : ইহারা ওয়াচম্যান ক‍্যাটাগরীর সমস্ত বৈশিষ্ট্য ধারণ করেন। তবে ইহারা বিশেষ কারণে যে, ব্লগে নবাগত কে কোন পুরানো ব্লগারের মাল্টি, ওনারা ইহা আবিষ্কার করতে নিরত ব্যস্ত থাকেন।

১৭ ই আগস্ট, ২০১৮ রাত ১২:৩১

জাহিদ অনিক বলেছেন:
একেবারে এলেন-দেখলেন- জয় করলেন ধাঁচে।
বাহ ! এরা তো খুব বিখ্যাত লেখক তাহলে !!

২)( বিশেষ) ওয়াচম্যান ব্লগার : ইহারা ওয়াচম্যান ক‍্যাটাগরীর সমস্ত বৈশিষ্ট্য ধারণ করেন। তবে ইহারা বিশেষ কারণে যে, ব্লগে নবাগত কে কোন পুরানো ব্লগারের মাল্টি, ওনারা ইহা আবিষ্কার করতে নিরত ব্যস্ত থাকেন। --- হা হা হা হা ! ভালো বলেছেন


অনেক ধন্যবাদ করুণাধারা

৭৫| ১৬ ই আগস্ট, ২০১৮ রাত ৮:০৯

আহমেদ জী এস বলেছেন: জাহিদ অনিক ,




আমার তো মনে হয় ব্লগার দুই ধরনের - আন্তরিক এবং অনান্তরিক B:-)

১৭ ই আগস্ট, ২০১৮ রাত ১২:৪০

জাহিদ অনিক বলেছেন:

আমার তো মনে হয় ব্লগার দুই ধরনের - আন্তরিক এবং অনান্তরিক B:-)
- আপনার এই ক্যাটাগরীর উপরে আর কোন কথা নাই।
খুব সুন্দর করে বলেছেন।
কৃতজ্ঞতা জানবেন প্রিয়

৭৬| ১৬ ই আগস্ট, ২০১৮ রাত ৮:১৪

শায়মা বলেছেন: হা হা হা সোনাবীজ ভাইয়া!!!!!!!! আসলেই কিন্তুক জাহিদ অনিক ভাইয়ু লেডিকিলার ব্লগার তবে উনি লেডিদেরকে দেখে যে নিজেও মনে মনে কিল হইয়া যান সে খবর আমার কাছে আছে। প্রয়োজনে প্রমান দিয়া দিবক!!! :P


আর করুনাধারা আপু!!!!!!!!!!!!

মাধবী হঠাৎ কোথা হতে এল ফাগুন দিনের স্রোতে,
এসে হেসেই বলে, "যাই যাই যাই"

যদিও ইহারা সামুর কোন না কোন জনপ্রিয় ব্লগার এর মাল্টি, কিন্তু ইহারা নিষ্কলুষ, ভদ্র, ও আনন্দ দায়ক টাইপের ব্লগার।


নো এক্সাম্পল প্লিজ!!!!!!!!!!!!!!!!!!!!! আমি সময় হলেই বলে দেবো !!!!!!!!!!! :P :P :`>

১৭ ই আগস্ট, ২০১৮ রাত ১২:৪৯

জাহিদ অনিক বলেছেন:
ব্লগার তবে উনি লেডিদেরকে দেখে যে নিজেও মনে মনে কিল হইয়া যান সে খবর আমার কাছে আছে। প্রয়োজনে প্রমান দিয়া দিবক!!! :P
যুদ্ধক্ষেত্রে সবচেয়ে বড় জিনিস হচ্ছে শত্রুপক্ষের হাতিয়ার সম্পর্কে অবগত হওয়া ------- আমি তোমার অস্ত্র জেনে গেছি
ভয় পাই নাই !!!!!!! :P :P :`<

৭৭| ১৬ ই আগস্ট, ২০১৮ রাত ৮:১৭

শায়মা বলেছেন: ৭৫. ১৬ ই আগস্ট, ২০১৮ রাত ৮:০৯ ০

আহমেদ জী এস বলেছেন: জাহিদ অনিক ,




আমার তো মনে হয় ব্লগার দুই ধরনের - আন্তরিক এবং অনান্তরিক B:-)


ভাইয়া তোমার ক্যাটাগরীর কোনোই তুলনা নাহি!!!!!! তোমাকে নিয়ে তাহলে পুরাই পোস্ট রচনা করিতে হইবেক ভাইয়ামনি!!!!!!! চাঁদগাজী ভাইয়া যেমন সকল অপকমন্টের পরেও আমাদের প্রিয় তুমি ঠিক তাহার উল্টাটা......এমন করিয়া কে ভাবিয়া বলে, এমন করিয়া কে মন দিয়া পড়ে!!!!!!!!! তুমি শুধুই তোমার তুলনা!!!!! সবার ফেভারেট !!!!!!!! উই অল লাভ ইউ ভাইয়ামনি!!!! :)

১৭ ই আগস্ট, ২০১৮ রাত ১২:৫০

জাহিদ অনিক বলেছেন:

যথাযথা বলেছেন ----------

৭৮| ১৭ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:১৯

আহমেদ জী এস বলেছেন: ৭৭. ১৬ ই আগস্ট, ২০১৮ রাত ৮:১৭ @ শায়মা ,




আমাকে এমন করে চিত্রনে কি কোনও "মেকাপু" আছে ? নইলে "উই অল লাভ ইউ ভাইয়ামনি!!!! "র পরে এই :)" ফিচকে হাসি কেন দিলেন ? ;) চক্ষু বড় বড় করে ? মনে হচ্ছে তিনপ্রস্থ মেকাপের কেমিক্যালসে চোখ জ্বালা করছে ......... :P

[ আপনাদের এমন ভালোবাসা নিয়েই যেন ব্লগ জীবনটা কাটিয়ে দিতে পারি । শুভেচ্ছা জানবেন । ]

১৭ ই আগস্ট, ২০১৮ রাত ১০:০০

জাহিদ অনিক বলেছেন:

হা হা-- ধন্যবাদ আহমেদ জী এস সাহেব

৭৯| ১৭ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৩৬

শায়মা বলেছেন: জী এস ভাইয়া মেকাপ ছাড়া কি আমি বাঁচি বলো!!!!!!! মেকাপ ছাড়া তো আমি বাসাতেও থাকিনা! কাজেই মেকাপ পরেই আমি ব্লগে আসবো, লিখবো ইহা তো স্বাভাবিক!!!!!

১৭ ই আগস্ট, ২০১৮ রাত ১০:০২

জাহিদ অনিক বলেছেন:

তুমি মেকাপ নিয়েই থাকো--
গাছে মেকাপ দাও- মাছে মেকাপ দাও-- ব্লগেও দিও

৮০| ২২ শে জুন, ২০১৯ রাত ১১:১৩

খায়রুল আহসান বলেছেন: চমৎকার পোস্ট।
২৩ নং মন্তব্যটা দারুণ হয়েছে।

০২ রা আগস্ট, ২০১৯ রাত ১২:৫৭

জাহিদ অনিক বলেছেন: ধন্যবাদ :)

৮১| ২৩ শে জুন, ২০১৯ রাত ৮:৩২

খায়রুল আহসান বলেছেন: ৬৮ নম্বরে সোনাবীজ; অথবা ধুলোবালিছাই খুবই objective একটা মন্তব্য করেছেন (শুধু আপনার সম্বন্ধে ঠিক বলেন নাই)। এজন্য তাকে ধন্যবাদ।

০২ রা আগস্ট, ২০১৯ রাত ১২:৫৯

জাহিদ অনিক বলেছেন: ৬৮ নাম্বার মন্তব্যটা সত্যিই দারুণ।
(শুধু আপনার সম্বন্ধে ঠিক বলেন নাই ওটা ভাইয়া এমনি এমনি বলেছেন মজা করে, আমি জানি।

এতদিন পরে আপনাকে এই পোষ্টে দেখে খুব ভালো লাগছে প্রিয় কবি। শুভ রাত্রি।

৮২| ০২ রা আগস্ট, ২০১৯ দুপুর ২:০২

জাহিদ হাসান বলেছেন: হেইও মিতা। আমি আর তুমি দু’জনই আম জনতা ব্লগার।

নিয়মিত কবিতা,গল্প, রাজনীতি, সামাজিক সমস্যা নিয়ে যা খুশি তাই লিখি। ে

লও চা খাই। ব্লগে ফিরেছো অনেক দিন পরে। ওয়েলকাম ব্যাক

জাহিদ হাসান শিশির

১০ ই আগস্ট, ২০১৯ রাত ২:৩০

জাহিদ অনিক বলেছেন:
আম জনতার ব্লগার, খোজ নিচ্ছে আরেক আম জনতাকে-- ভালো লাগছে এই ব্যাপারটা।

অফ টপিক, এইটুকুন পেয়ালায় চা খাইয়া তৃপ্তি পাই না তো!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.