নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসি কবি ও কবিতাকে
সাক্ষাৎকারটিতে যারা যারা অংশ নিয়েছেন
ভ্রমরের ডানা (১)
ভ্রমরের ডানা (2)
জামিল কাউসার সুজন
মোঃ মাইদুল সরকার
ব্লগিং নাম : বাকপ্রবাস
সত্যপথিক শাইয়্যান
মিথী মারজান
হাফিজ রাহমান।
মনিরা সুলতানা
জাহিদ অনিক
উম্মে সায়মা
অনুপম ঘোষ
শায়মা
নাঈম জাহাঙ্গীর নয়ন
মোঃ আব্দুল্লাহ্ আল মামুন
Suhani Bhattacharjee(নীলপরী)
Barnali
রোমেল আজিজ
শিখা রহমান
আপনার নাম ?
জামিল কাউসার সুজন
আপনি যদি কোন অনলাইন প্লাটফর্মে লেখালেখি করে থাকেন তবে তার লিঙ্ক --
Not Submitted
সাক্ষাৎকার দিতে কেমন লাগে ? কোনটা বেশী ভালো লাগে সাক্ষাৎকার দিতে না নিতে ?
দিতে
আপনার প্রিয় লেখক/কবি/গল্পকার কে ?
মারজুক রাসেল
খুবই সাধারণ প্রশ্ন, সবাইকেই করা হয়ে থাকে, এর থেকে রেহাই নেই। লেখালেখির সাথে যুক্ত হলেন কিভাবে ?
হঠাৎ ইচ্ছে করে
সাহিত্যের কোন জগত আপনাকে বেশী টানে ? গল্প/কবিতা/ উপন্যাস/থ্রিলার বা অন্যকিছু ?
সবকিছু
একজন বিখ্যাত লেখক আর আপনার মধ্যে পার্থক্য কোথায় বলে মনে করেন ?
কোন পার্থক্য নাই
আপনার লেখা গল্প বা কবিতার মধ্যে আপনার প্রিয় লেখা বা প্রিয় চরিত্র কোনটা ?
নীলাশা
লেখালেখিতে সবচেয়ে বড় উৎসাহ কিভাবে পেয়েছেন ?
বন্ধুর কাছ থেকে
লেখকের ইগো কি তার লেখালেখিতে সহায়ক নাকি অন্তরায় ?
অন্তরায়
শখের লেখক থেকে কখনো প্রফেশনাল লেখক হতে চেয়েছেন কিনা ?
হ্যা। চেয়েছি। চাই
যে কেউ চাইলে লেখক বা কবি হয়ে যেতে পারে যদি তার মধ্যে ইমোশন থাকে, কিভাবে মূল্যায়ন করবেন ?
স্বাভাবিক ভাবে
লেখালেখিতে এসে সবচেয়ে বড় প্রাপ্তি কি ?
মন ভালো হয়ে যায়
পরিবারের লোকদের থেকে কিরকম উৎসাহ বা গঞ্জনা পেয়েছেন ?
কিছু পাই নি। না সহায়তা না গঞ্জনা
একটা গল্প বা কবিতা লেখার জন্য ফিল্ড ওয়ার্ক কতটা জরুরী, যেমন আমরা জানি যে আহমেদ ছফা ক্ষুধা নিয়ে লেখার জন্য সারাদিন রাত না খেয়ে ক্ষুধার তীব্রতা বুঝেছেন ।
অভিজ্ঞতা থাকলে ভালো,না থাকলেও লেখা যায়।
অনেকেই বলেন যে শব্দের মধ্যে একটা জোর আছে, পাওয়ার আছে- শক্তি আছে; আপনি নিজে কখন অনুধাবন করেছিলেন যে আসলেই লেখার মধ্যে এক ধরনের শক্তি আছে !
হ্যা
পাঠকের কাছে লেখকের ব্যক্তিগত জীবন উন্মুক্ত থাকা উচিত না- এটা কিভাবে দেখেন?
পজিটিভ
জাতীয় দুর্যোগের সময়ে লেখকদের সমসাময়িক বিষয় নিয়ে কলম ধরা উচিত- বাংলাদেশের প্রেক্ষাপটে কিভাবে মূল্যায়ন করবেন ?
Not answered
আপনি রাইটার্স ব্লকে বিশ্বাস করেন কিনা ?
হ্যা করি
কখনো গুগলে নিজের নাম লিখে সার্চ করেছেন ?
না
একজন লেখক কি অন্য আরেকজন সমসাময়িক লেখককে তার শত্রু ভাবেন ? ভাবলে কেন ?
না। কখনোই না।
সাক্ষাতকারটি শেষ হয়ে গেলে আপনি বেঁচে যান ?
হ্যা
আপনার কোন প্রশ্ন জিজ্ঞাসা বা মতামত থাকলে- ----
না নেই
========================================================
আপনার নাম ? *
মোঃ মাইদুল সরকার
আপনি যদি কোন অনলাইন প্লাটফর্মে লেখালেখি করে থাকেন তবে তার লিঙ্ক --
http://www.somewhereinblog.net/blog/MdMaidulSarker
সাক্ষাৎকার দিতে কেমন লাগে ? কোনটা বেশী ভালো লাগে সাক্ষাৎকার দিতে না নিতে ?
সাক্ষাৎকার দিতে ভাল লাগে। দিতেই ভাল লাগে বিশি।
আপনার প্রিয় লেখক/কবি/গল্পকার কে?
লেখক-আল তামাস, হুমায়ুন আহমেদ, সমরেশ মজুমদার, সুনীল । কবি - আল মাহমুদ, পূর্ণেন্দু পত্রী, শামসুর রাহমান, জসীমউদ্দীন, নজরুল, রবীন্দ্রনাথ। গল্পকার- সাবের, সেলিনা রহমান, জাফরইকবাল আরও অনেকে।
খুবই সাধারণ প্রশ্ন, সবাইকেই করা হয়ে থাকে, এর থেকে রেহাই নেই। লেখালেখির সাথে যুক্ত হলেন কিভাবে ?
স্কুলে থাকতেই কবিতা লেখা শুরু। তারপর বিভিন্ন ম্যাগাজিন/স্থানীয় পতিকায় লেখার মাধ্যমে ও বর্তমানে সাম হ.ইন ব্লগে লেখা প্রকাশিত হওয়ার পর উৎসাহিত হয়ে নিজের ভাল লাগায়।
সাহিত্যের কোন জগত আপনাকে বেশী টানে ? গল্প/কবিতা/ উপন্যাস/থ্রিলার বা অন্যকিছু ?
উপন্যাস তারপর গল্প তারপর কবিতা।
একজন বিখ্যাত লেখক আর আপনার মধ্যে পার্থক্য কোথায় বলে মনে করেন ?
বিখ্যাতদের অনেক বই বেরিয়েছে আমার এখন তেমন কোন বই বের হয়নি।
আপনার লেখা গল্প বা কবিতার মধ্যে আপনার প্রিয় লেখা বা প্রিয় চরিত্র কোনটা ?
কবিতায়-ফাহিমা প্রধান, জয়নব,, আশালতা আর গল্পে-মৃদুল, ফারহানা।
লেখালেখিতে সবচেয়ে বড় উৎসাহ কিভাবে পেয়েছেন ?
বিভিন্ন জনের প্রশংসা এবং যৌথভাবে কবিতার বই প্রকাশ এর মাধ্যমে।
লেখকের ইগো কি তার লেখালেখিতে সহায়ক নাকি অন্তরায় ?
কখনো সহায়ক আবার কখনো অন্তরায়।
শখের লেখক থেকে কখনো প্রফেশনাল লেখক হতে চেয়েছেন কিনা ?
হতে চাই। মাঝে মাঝে মন চায়।
যে কেউ চাইলে লেখক বা কবি হয়ে যেতে পারে যদি তার মধ্যে ইমোশন থাকে, কিভাবে মূল্যায়ন করবেন ?
অবশ্যই লেখালেখির অভ্যাস থাকতে হবে, পড়ার চর্চা বেশি থাকতে হবে। শুধু ইমোশনেই কাজের কাজ হয়না।
লেখালেখিতে এসে সবচেয়ে বড় প্রাপ্তি কি ?
2017 সালের বই মেলায় যৌথভাবে কবিতার বই প্রকাশ এবং ব্লগে বিভিন্ন গুনীজনের প্রসংশা।
পরিবারের লোকদের থেকে কিরকম উৎসাহ বা গঞ্জনা পেয়েছেন ?
কারো কাছ থেকে অল্প উৎসাহ কিন্তু গঞ্জনা নয়।
একটা গল্প বা কবিতা লেখার জন্য ফিল্ড ওয়ার্ক কতটা জরুরী, যেমন আমরা জানি যে আহমেদ ছফা ক্ষুধা নিয়ে লেখার জন্য সারাদিন রাত না খেয়ে ক্ষুধার তীব্রতা বুঝেছেন ।
অবশ্যই দরকারী। তাতে করে প্রকৃত বিষয় বস্তু ফুটে উঠে।
অনেকেই বলেন যে শব্দের মধ্যে একটা জোর আছে, পাওয়ার আছে- শক্তি আছে; আপনি নিজে কখন অনুধাবন করেছিলেন যে আসলেই লেখার মধ্যে এক ধরনের শক্তি আছে !
অবশ্যই শক্তি আছে। অধুবান করি, করেছি।
পাঠকের কাছে লেখকের ব্যক্তিগত জীবন উন্মুক্ত থাকা উচিত না- এটা কিভাবে দেখেন?
ব্যক্তি জীবন পুরোপুরি উন্মক্ত না হওয়াই ভাল।
জাতীয় দুর্যোগের সময়ে লেখকদের সমসাময়িক বিষয় নিয়ে কলম ধরা উচিত- বাংলাদেশের প্রেক্ষাপটে কিভাবে মূল্যায়ন করবেন ?
অবশ্যই তখন কলম ধরা উচিৎ। শুধু বাংলাদেশ নয়, যে কোন দেশেই এটা হওয়া উচিৎ। কারন এতে করে বিষয়টি জাতীয় ভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠে।
আপনি রাইটার্স ব্লকে বিশ্বাস করেন কিনা ?
কারো কারো ক্ষেত্রে এ ধরনের সমস্যা হতে পারে।
কখনো গুগলে নিজের নাম লিখে সার্চ করেছেন ?
হ্যা করেছি।
একজন লেখক কি অন্য আরেকজন সমসাময়িক লেখককে তার শত্রু ভাবেন ? ভাবলে কেন ?
শত্রু ভাবেন না, কিন্তু তার জনপ্রিয়তাকে ইর্ষা করেন।
সাক্ষাতকারটি শেষ হয়ে গেলে আপনি বেঁচে যান ?
না। তা কেন
আপনার কোন প্রশ্ন জিজ্ঞাসা বা মতামত থাকলে- ----
সুন্দর একটি বিষয় তুলে ধরার জন্য ধন্যবাদ।
============================================================
আপনার নাম ? *
ব্লগিং নাম : বাকপ্রবাস
আপনি যদি কোন অনলাইন প্লাটফর্মে লেখালেখি করে থাকেন তবে তার লিঙ্ক --
http://www.somewhereinblog.net/blog/sadhabib
সাক্ষাৎকার দিতে কেমন লাগে ? কোনটা বেশী ভালো লাগে সাক্ষাৎকার দিতে না নিতে ?
কখনো দেয়া হয়নি সাক্ষাৎকার
আপনার প্রিয় লেখক/কবি/গল্পকার কে ?
প্রিয় লেখক : এস এম জাকির হোসাইন, প্রিয় কবি ছড়াকার সুকুমার রায়, গল্পকার নির্দিষ্ট করে নেই, মূলত সাহিত্য এর সব জায়গায় যখন যেটা বা যাকে ভাল লাগে ওমনটা।
খুবই সাধারণ প্রশ্ন, সবাইকেই করা হয়ে থাকে, এর থেকে রেহাই নেই। লেখালেখির সাথে যুক্ত হলেন কিভাবে ?
ছাত্রজীবনে টুকটাক ছড়া লেখার চেষ্টা ছিল, পরে ব্লগে কমেন্ট করতে গিয়ে ভাবলাম নিজেওতো লিখতে পারি চেষ্টা করলে সেই সুবাদে টুকটাক লেখা হয়
সাহিত্যের কোন জগত আপনাকে বেশী টানে ? গল্প/কবিতা/ উপন্যাস/থ্রিলার বা অন্যকিছু ?
ছড়া আর অণুগল্প
একজন বিখ্যাত লেখক আর আপনার মধ্যে পার্থক্য কোথায় বলে মনে করেন ?
একজন বিখ্যাত লেখক আমার চাইতে অনেক অসুখী, আমি তাদের চাইতে অনেকটা সুখী এটায় পার্থক্য আর সবচেয়ে বড় পার্থক্য হল তারা জ্ঞানী আর আমি পাঠক
আপনার লেখা গল্প বা কবিতার মধ্যে আপনার প্রিয় লেখা বা প্রিয় চরিত্র কোনটা ?
টুম্পা নামে ছোটদের ছড়া লেখা আর মিরু নামে কবিতা লিখতে গিয়ে লেখা হয়না পারিবারীক অশান্তি হবে ভেবে
লেখালেখিতে সবচেয়ে বড় উৎসাহ কিভাবে পেয়েছেন ?
লেখায় যখন অন্যরা কমেন্ট ও প্রশংসা করে
লেখকের ইগো কি তার লেখালেখিতে সহায়ক নাকি অন্তরায় ?
প্রত্যের মানুষ নিজের মন মানসিকতায় বেড়ে উঠে, একই ইগো কারো জন্য মঙ্গল হতে পারে আবার অন্য কারো জন্য অমঙ্গল হতে পারে, সেটা ব্যাক্তি বিশেষ ভেদে ভিন্ন
শখের লেখক থেকে কখনো প্রফেশনাল লেখক হতে চেয়েছেন কিনা ?
না, চাইনি
যে কেউ চাইলে লেখক বা কবি হয়ে যেতে পারে যদি তার মধ্যে ইমোশন থাকে, কিভাবে মূল্যায়ন করবেন ?
প্রশ্নটা স্বস্তা এবং উত্তরটা সহজ। না।
লেখালেখিতে এসে সবচেয়ে বড় প্রাপ্তি কি ?
মনের তৃপ্তি
পরিবারের লোকদের থেকে কিরকম উৎসাহ বা গঞ্জনা পেয়েছেন ?
কোনটাই, না
একটা গল্প বা কবিতা লেখার জন্য ফিল্ড ওয়ার্ক কতটা জরুরী, যেমন আমরা জানি যে আহমেদ ছফা ক্ষুধা নিয়ে লেখার জন্য সারাদিন রাত না খেয়ে ক্ষুধার তীব্রতা বুঝেছেন ।
মানুষ ফিল্ডেই আছে, প্রতিদিন ওয়ার্ক করেই সে টিকে থাকে, লিখে থাকে, তবুও বিশেষ কোন লেখার জন্য আরো বেশী ওয়ার্ক প্রয়োজন মনে পড়লে করবে সেটা নিজস্ব ব্যাপার। এক লেখা একজন লেখক নিজেই মূল্যায়ন করা যায়, সে যদি ভাবে আমি এই লেখাটা এমন করে লিখব তাহলে তেমন হবে, আবার যদি ভাবে, না, আমি সময় নিয়ে প্রতিটা পয়েন্ট যাচাই বাছায় করে লিখবে তাহলে সেটার মান অবশ্যই ভাল হবে, লেখব নিজেই ঠিক করবে সে কম লিখে কোয়ালিটি দেবে নাকি বেশী লিখে কোয়ান্টিটি দেবে। সেখানে অন্যের হাত নেই।
অনেকেই বলেন যে শব্দের মধ্যে একটা জোর আছে, পাওয়ার আছে- শক্তি আছে; আপনি নিজে কখন অনুধাবন করেছিলেন যে আসলেই লেখার মধ্যে এক ধরনের শক্তি আছে !
অবশ্যই,লেখা এক প্রকার শক্তি
পাঠকের কাছে লেখকের ব্যক্তিগত জীবন উন্মুক্ত থাকা উচিত না- এটা কিভাবে দেখেন?
উন্মোক্ততা আমার ভাল লাগেনা, প্রত্যেকে নিজের একটা জগৎ থাকবে সেটা তার নিজের, সেখান থে কিছু কিছু প্রকাশ হবে বাকীটা থেকে যাবে, লেখকদের উন্মোচন আমি চাইনা।
জাতীয় দুর্যোগের সময়ে লেখকদের সমসাময়িক বিষয় নিয়ে কলম ধরা উচিত- বাংলাদেশের প্রেক্ষাপটে কিভাবে মূল্যায়ন করবেন ?
সেটা শুধু লেখক নয়, প্রত্যেকের উচিত, লেখরা এগিয়ে আসলে সাধারণরা উৎসাহ পায়
আপনি রাইটার্স ব্লকে বিশ্বাস করেন কিনা ?
না
কখনো গুগলে নিজের নাম লিখে সার্চ করেছেন ?
নাম ধরে সার্চ দিইনি, তবে লেখার শিরোনাম ধরে দেয়া হয়েছে, সেই সূত্রে নিজের অনেক লেখা একসাথে দেখেছি, এভাবে নিজেকে দেখতে আমার মন চায়না।
একজন লেখক কি অন্য আরেকজন সমসাময়িক লেখককে তার শত্রু ভাবেন ? ভাবলে কেন ?
শত্রু ভাবতেই পারে, মানুষ মাত্রই এই গুণটা সবার আছে, হিংসা থাকা ভাল কিন্তু সেটা প্রকাশ করা ভালনা
সাক্ষাতকারটি শেষ হয়ে গেলে আপনি বেঁচে যান ?
আমাকেতো জোর করে আনা হয়নি, নিজ থেকেই দেয়া হয়েছে, ব্লগে বাংলা লিখে এখানে কপি পেষ্ট করতে হয়েছে ঝামেলা বলতে সেটাই
আপনার কোন প্রশ্ন জিজ্ঞাসা বা মতামত থাকলে- ----
নাই
======================================================
আপনার নাম ? *
সত্যপথিক শাইয়্যান
আপনি যদি কোন অনলাইন প্লাটফর্মে লেখালেখি করে থাকেন তবে তার লিঙ্ক --
http://www.somewhereinblog.net/blog/shaiyan
সাক্ষাৎকার দিতে কেমন লাগে ? কোনটা বেশী ভালো লাগে সাক্ষাৎকার দিতে না নিতে ?
এটা নিয়ে অবশ্য এই প্রথম চিন্তা করছি। আমার মনে হয়, আমি দিতে পছন্দ করি। কারণ, অপেক্ষাকৃত কম কথা বলতে হয়।
আপনার প্রিয় লেখক/কবি/গল্পকার কে ?
হূমায়ুন আহমেদ
খুবই সাধারণ প্রশ্ন, সবাইকেই করা হয়ে থাকে, এর থেকে রেহাই নেই। লেখালেখির সাথে যুক্ত হলেন কিভাবে ?
যেদিন থেকে পরীক্ষার খাতায় প্রথম রচনা লিখতে হয়েছিলো, সেদিন থেকে। তবে, ব্লগে লেখা শুরু করেছিলাম আমার এক আত্মীয়ের অনুরোধে।
সাহিত্যের কোন জগত আপনাকে বেশী টানে ? গল্প/কবিতা/ উপন্যাস/থ্রিলার বা অন্যকিছু ?
গল্প
একজন বিখ্যাত লেখক আর আপনার মধ্যে পার্থক্য কোথায় বলে মনে করেন ?
বিখ্যাত লেখক আমাকে অনুসরণ করেন না। কিনতু, আমি তাঁকে অনুসরণ করছি।
আপনার লেখা গল্প বা কবিতার মধ্যে আপনার প্রিয় লেখা বা প্রিয় চরিত্র কোনটা ?
শেরান
লেখালেখিতে সবচেয়ে বড় উৎসাহ কিভাবে পেয়েছেন ?
নিজের বিবেক থেকে
লেখকের ইগো কি তার লেখালেখিতে সহায়ক নাকি অন্তরায় ?
কারো কারো ক্ষেত্রে অন্তরায়, কারো কারো ক্ষেত্রে না।
শখের লেখক থেকে কখনো প্রফেশনাল লেখক হতে চেয়েছেন কিনা ?
চেয়েছি। তাই, স্ক্রীন প্লে রাইটিং শিখছি।
যে কেউ চাইলে লেখক বা কবি হয়ে যেতে পারে যদি তার মধ্যে ইমোশন থাকে, কিভাবে মূল্যায়ন করবেন ?
সবার মানুষেরই ইমোশন আছে। কিনতু, একজন লেখক বা কবি হওয়ার মতো যথেষ্ট ইমোশন সবার থাকেন না।
লেখালেখিতে এসে সবচেয়ে বড় প্রাপ্তি কি ?
নিজের বিবেকের কাছে আমি অপরাধী নই।
পরিবারের লোকদের থেকে কিরকম উৎসাহ বা গঞ্জনা পেয়েছেন ?
পরিবারের লোকদের থেকে যথেষ্ট উৎসাহ পেয়েছি।
একটা গল্প বা কবিতা লেখার জন্য ফিল্ড ওয়ার্ক কতটা জরুরী, যেমন আমরা জানি যে আহমেদ ছফা ক্ষুধা নিয়ে লেখার জন্য সারাদিন রাত না খেয়ে ক্ষুধার তীব্রতা বুঝেছেন ।
৮০-২০ রুল। লেখার আগে মোট প্রাপ্ত সময়ের ৮০ ভাগ চিন্তায় ব্যয় করতে হয়। বাকি ২০ ভাগ লেখার জন্যে।
অনেকেই বলেন যে শব্দের মধ্যে একটা জোর আছে, পাওয়ার আছে- শক্তি আছে; আপনি নিজে কখন অনুধাবন করেছিলেন যে আসলেই লেখার মধ্যে এক ধরনের শক্তি আছে !
আছে! আমি তা অনুভব করি। সবার আগে আমার লেখা আমার নিজের উপরই পাওয়ার বিস্তার করে।
পাঠকের কাছে লেখকের ব্যক্তিগত জীবন উন্মুক্ত থাকা উচিত না- এটা কিভাবে দেখেন?
আমি দ্বিমত পোষন করি। কারণ, দেখা গেছে অনেক বড় লেখকের ব্যক্তিগত জীবন মৃত্যুর পরবর্তী সময়ে প্রকাশের পর লেখক সম্পর্কে সংশয়ের জন্ম দিয়েছে। লেখক জীবিত থাকলে হয়তো সেই ভুল বুঝাগুলো নিজে দূর করতে পারতেন।
জাতীয় দুর্যোগের সময়ে লেখকদের সমসাময়িক বিষয় নিয়ে কলম ধরা উচিত- বাংলাদেশের প্রেক্ষাপটে কিভাবে মূল্যায়ন করবেন ?
সিডর বা বন্যার মতো জাতীয় দুর্যোগে লেখকদের অবশ্যই কলম ধরা উচিৎ। কিনতু, রাজনৈতিক দুর্যোগে ভেবে-চিন্তে।
আপনি রাইটার্স ব্লকে বিশ্বাস করেন কিনা ?
এখনো না।
কখনো গুগলে নিজের নাম লিখে সার্চ করেছেন ?
করেছি।
একজন লেখক কি অন্য আরেকজন সমসাময়িক লেখককে তার শত্রু ভাবেন ? ভাবলে কেন ?
মাঝে মাঝে লেখকের লেখাগুলোকে শত্রু মনে করি। যখন দেখি মানবতার জন্যে সেইসব লেখকের লেখা হুমকির।
সাক্ষাতকারটি শেষ হয়ে গেলে আপনি বেঁচে যান ?
এনজয় করেছি খুব।
আপনার কোন প্রশ্ন জিজ্ঞাসা বা মতামত থাকলে- ----
উপরের প্রশ্নগুলো প্রশ্নকারী'র কাছে থাকলো আমার প্রশ্ন হিসেবে।
==========================================================
আপনার নাম ? *
মিথী মারজান
আপনি যদি কোন অনলাইন প্লাটফর্মে লেখালেখি করে থাকেন তবে তার লিঙ্ক --
http://www.somewhereinblog.net/mobile/blog/mithy_marzan
সাক্ষাৎকার দিতে কেমন লাগে ? কোনটা বেশী ভালো লাগে সাক্ষাৎকার দিতে না নিতে ?
সাক্ষাৎকার দিতে নিজেকে সেলিব্রিটি লাগে, :p সত্যি কথা হলো ব্যাপারটা ইন্টারেস্টিং। সাক্ষাৎকার নেয়ার চেয়ে দিতেই মনেহয় বেশি মজা।
আপনার প্রিয় লেখক/কবি/গল্পকার কে ?
রবীন্দ্রনাথ ঠাকুর, সুনীল গঙ্গোপাধ্যায়, শিখা রহমান।
খুবই সাধারণ প্রশ্ন, সবাইকেই করা হয়ে থাকে, এর থেকে রেহাই নেই। লেখালেখির সাথে যুক্ত হলেন কিভাবে ?
চিঠিপত্র লিখতে গিয়ে লেখাটা কবিতার ফর্মেটে লিখে ফেলেছিলাম। তখন মনে হলো, আরে! আমিও দেখি কবিতা লিখতে পারি! (যদিও সেটা অবশ্যই একটা বোগাস কবিতা ছিলো!)
সাহিত্যের কোন জগত আপনাকে বেশী টানে ? গল্প/কবিতা/ উপন্যাস/থ্রিলার বা অন্যকিছু ?
কবিতা আর উপন্যাস
একজন বিখ্যাত লেখক আর আপনার মধ্যে পার্থক্য কোথায় বলে মনে করেন ?
প্রফেশনাল লেখকদের চিন্তাধারা এবং লেখার ধরণটা হয় ইউনিভার্সাল কিন্তু আমার লেখাগুলো ব্যক্তিক।
আপনার লেখা গল্প বা কবিতার মধ্যে আপনার প্রিয় লেখা বা প্রিয় চরিত্র কোনটা ?
লাল টিপ
লেখালেখিতে সবচেয়ে বড় উৎসাহ কিভাবে পেয়েছেন ?
আব্বু রেগুলার ডায়েরী লিখতো, মাঝে মাঝে আমাদের সেটা পড়তেও দিতো। সেগুলো পড়তে খুব ভালো লাগতো আর তেমন করে লিখতে ইচ্ছা করতো। এরপর ডায়েরী লেখার অভ্যাস থেকেই লেখার প্রতি ভালোলাগার শুরু।
লেখকের ইগো কি তার লেখালেখিতে সহায়ক নাকি অন্তরায় ?
বেশিরভাগ ক্ষেত্রেই অন্তরায়। কারণ এই ইগো সমস্যায় অনেক সময় লেখালেখি থেকে নিজেকে গুটিয়ে নেয়।
তবে পজিটিভলি নিলে এই ইগো থেকেই লেখক আরো বেশি ভালো লেখার জন্ম দেয়।
শখের লেখক থেকে কখনো প্রফেশনাল লেখক হতে চেয়েছেন কিনা ?
আমার লেখাগুলো শুধু নিজের জন্যই লেখা। লিখতে ভালোলাগে, লেখাতে স্মৃতিগুলো সাজিয়ে রাখি শুধুমাত্র এটুকুই। প্রফেশনাল লেখক হতে ছোটবেলায় ইচ্ছা করতো তবে এখন আর সে ইচ্ছা নেই।
যে কেউ চাইলে লেখক বা কবি হয়ে যেতে পারে যদি তার মধ্যে ইমোশন থাকে, কিভাবে মূল্যায়ন করবেন ?
লেখক হতে হলে ইমোশন তো অবশ্যই জরুরী। তবে সেই সাথে মান সম্মত লেখার স্টাইল এবং ইমাজিনেটিভ হতে হবে।
লেখালেখিতে এসে সবচেয়ে বড় প্রাপ্তি কি ?
কবি বা লেখকদের আমার কাছে কেমন যেন অন্যভূবনের মানুষ মনে হতো। একধরণের ফ্যান্টাসী কাজ করতো কবিদের নিয়ে। ব্লগে লেখালেখি করতে এসে বেশ কিছু কবি বা লেখকের সান্নিধ্য পেয়েছি, তাদের সাথে ইন্টারএ্যাকশন এবং
অনেক ভাল বন্ধুত্ব হয়েছে। এটাই আমার কাছে বড় প্রাপ্তি।
পরিবারের লোকদের থেকে কিরকম উৎসাহ বা গঞ্জনা পেয়েছেন ?
উৎসাহ এবং গঞ্জনা দুটোই পাবার সম্ভাবনাই আছে ৫০/৫০। টুকটাক যে লেখালেখি করি এটা পরিবারের কেউ এখনো জানেনা তাই কোনটাই এখনো ফেইস করতে হয়নি। তবে জানলে ব্যক্তিভেদে দুইটাই আমি পাবো।
একটা গল্প বা কবিতা লেখার জন্য ফিল্ড ওয়ার্ক কতটা জরুরী, যেমন আমরা জানি যে আহমেদ ছফা ক্ষুধা নিয়ে লেখার জন্য সারাদিন রাত না খেয়ে ক্ষুধার তীব্রতা বুঝেছেন ।
অনুভূতি নিজের মধ্যে ধারণ না করলে কোনভাবেই খুব বেশি রিয়েলিস্টিক লেখা আসবেনা। তাই ফিল্ড ওয়ার্কের প্রয়োজন আছে বলেই আমার মনেহয়।
অনেকেই বলেন যে শব্দের মধ্যে একটা জোর আছে, পাওয়ার আছে- শক্তি আছে; আপনি নিজে কখন অনুধাবন করেছিলেন যে আসলেই লেখার মধ্যে এক ধরনের শক্তি আছে !
অনেক গান বা কবিতা আছে যেখানে খুব অল্প কথায় জীবনকে খুঁজে পাওয়া যায়। যে কোন সময়ের মন খারাপ বা ভালোলাগা দুটো মুহূর্তের অনুভূতিরই সুন্দর প্রকাশ পাওয়া যায়। অনেক ছোট্ট অনেক লাইনও আছে যেটা পড়লে মনেহয়, হুম, আমিও তো ঠিক এটাই বলতে চাই, অথবা, আরে! এটাই তো আমি!
ছোট্ট একটা এক্জাম্পল হলো- 'মুক্ত আমি রুদ্ধ দ্বারে, বন্দী করে কে আমারে!' রবী ঠাকুরের এই অল্প কয়টা শব্দ প্রথমদিন পড়ার পর আমি অনেক শক্তি আর সাহস খুঁজে পেয়েছিলাম। নিজেকে নিয়ে অন্যভাবে ভাবতে পেরেছিলাম।
পাঠকের কাছে লেখকের ব্যক্তিগত জীবন উন্মুক্ত থাকা উচিত না- এটা কিভাবে দেখেন?
লেখকের তৈরী ক্যারেক্টার আর লেখকের ব্যক্তিগত জীবনের মধ্যে বেশিরভাগ পাঠক সবসময় মিল খোঁজার চেষ্টা করে। আর মিল না পেলে লেখকের প্রতি তখন আস্হা হারিয়ে ফেলে পাঠক। আমরা বেশিরভাগ সময়েই ভুলে যাই লেখকের তৈরী ক্যারেক্টার মানেই লেখকের জীবন না। তাই লেখকের ব্যক্তিগত জীবন আড়ালে থাকাই ভালো।
জাতীয় দুর্যোগের সময়ে লেখকদের সমসাময়িক বিষয় নিয়ে কলম ধরা উচিত- বাংলাদেশের প্রেক্ষাপটে কিভাবে মূল্যায়ন করবেন ?
লেখনী হল প্রতিবাদের অন্যতম মাধ্যম এবং খুব সহজে পাঠক প্রভাবিত হতে পারে সমসাময়িক লেখা পড়ে। হতে পারে পোস্টারে লেখা কিছু শব্দ, গল্প বা কবিতা যে কোন কিছু। বাংলাদেশের মত অস্হির রাজনৈতিক আর সামাজিক প্রেক্ষাপটে আগের বিভিন্ন আন্দোলন বা দাবী দাওয়ার ক্ষেত্রেও বিভিন্ন কলাম, পোস্টার, স্লোগান, কবিতার ঝংকার সব কিছুর একটা গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।সুতরাং জাতীয় দূর্যোগে সমসাময়িক বিষয় নিয়ে অবশ্যই লেখকদের কলম ধরা উচিত।
আপনি রাইটার্স ব্লকে বিশ্বাস করেন কিনা ?
হুম, বিশ্বাস করি।
কখনো গুগলে নিজের নাম লিখে সার্চ করেছেন ?
করেছি।
একজন লেখক কি অন্য আরেকজন সমসাময়িক লেখককে তার শত্রু ভাবেন ? ভাবলে কেন ?
যারা প্রফেশনাল লেখক তারা এমনটা বেশি ভাবে। অনেক সময় নিজের লেখার প্রতি আস্হা কম থাকলে এমনটা করে অথবা জনপ্রিয়তার লোভে এসব হয়ে থাকে।
সাক্ষাতকারটি শেষ হয়ে গেলে আপনি বেঁচে যান ?
বাঁচাবাঁচির কিছু নাই তো! এটা তো আর পরীক্ষার মত সিরিয়াস কিছু না। আমার কাছে মজা লেগেছে ব্যাপারটা।
আপনার কোন প্রশ্ন জিজ্ঞাসা বা মতামত থাকলে- ----
সাক্ষাৎকার ব্যাপারটা তো দেখি দারুণ ইন্টারেস্টিং!!!
=============================================
আপনার নাম ? *
ভ্রমরের ডানা (২)
আপনি যদি কোন অনলাইন প্লাটফর্মে লেখালেখি করে থাকেন তবে তার লিঙ্ক --
সামু http://www.somewhereinblog.net/blog/VromorerDana
সাক্ষাৎকার দিতে কেমন লাগে ? কোনটা বেশী ভালো লাগে সাক্ষাৎকার দিতে না নিতে ?
দিতে বেশি মজা, আগেও একবার দিয়েছি আবার দিতে এলুম।
আপনার প্রিয় লেখক/কবি/গল্পকার কে ?
প্রিয় লেখক কাজী আনোয়ার, কবি রবী বাবু, গল্পকার, মানিক সাহেব!
খুবই সাধারণ প্রশ্ন, সবাইকেই করা হয়ে থাকে, এর থেকে রেহাই নেই। লেখালেখির সাথে যুক্ত হলেন কিভাবে ?
লেখালেখি ভাল লাগে তাই...
সাহিত্যের কোন জগত আপনাকে বেশী টানে ? গল্প/কবিতা/ উপন্যাস/থ্রিলার বা অন্যকিছু ?
এখন কবিতা, আগে ছিল উপন্যাস! তার আগে থ্রিলার!
একজন বিখ্যাত লেখক আর আপনার মধ্যে পার্থক্য কোথায় বলে মনে করেন ?
বিষয় নির্ধারণে
আপনার লেখা গল্প বা কবিতার মধ্যে আপনার প্রিয় লেখা বা প্রিয় চরিত্র কোনটা ?
এলিটা
লেখালেখিতে সবচেয়ে বড় উৎসাহ কিভাবে পেয়েছেন ?
সামুতে লাইক কমেন্ট পেয়ে
লেখকের ইগো কি তার লেখালেখিতে সহায়ক নাকি অন্তরায় ?
ইগো হল বিষ!
শখের লেখক থেকে কখনো প্রফেশনাল লেখক হতে চেয়েছেন কিনা ?
প্রফেশনাল হমু! স্বাক্ষাৎকারের টাকা দেন আগে!
যে কেউ চাইলে লেখক বা কবি হয়ে যেতে পারে যদি তার মধ্যে ইমোশন থাকে, কিভাবে মূল্যায়ন করবেন ?
ইমোশন ইজ এভ্রিথিং ইন পোয়েট্রি...
লেখালেখিতে এসে সবচেয়ে বড় প্রাপ্তি কি ?
সামুর ভালবাসা...
পরিবারের লোকদের থেকে কিরকম উৎসাহ বা গঞ্জনা পেয়েছেন ?
আফসোস কেউ জানল না....
একটা গল্প বা কবিতা লেখার জন্য ফিল্ড ওয়ার্ক কতটা জরুরী, যেমন আমরা জানি যে আহমেদ ছফা ক্ষুধা নিয়ে লেখার জন্য সারাদিন রাত না খেয়ে ক্ষুধার তীব্রতা বুঝেছেন ।
ফিল্ড ওয়ার্কই সব!
অনেকেই বলেন যে শব্দের মধ্যে একটা জোর আছে, পাওয়ার আছে- শক্তি আছে; আপনি নিজে কখন অনুধাবন করেছিলেন যে আসলেই লেখার মধ্যে এক ধরনের শক্তি আছে !
আমি ফিল করি! ফিল করেই কবিতা লেখি!
পাঠকের কাছে লেখকের ব্যক্তিগত জীবন উন্মুক্ত থাকা উচিত না- এটা কিভাবে দেখেন?
পজেটিভলি!
জাতীয় দুর্যোগের সময়ে লেখকদের সমসাময়িক বিষয় নিয়ে কলম ধরা উচিত- বাংলাদেশের প্রেক্ষাপটে কিভাবে মূল্যায়ন করবেন ?
লেখা উচিৎ!
আপনি রাইটার্স ব্লকে বিশ্বাস করেন কিনা ?
হুম!
কখনো গুগলে নিজের নাম লিখে সার্চ করেছেন ?
ব্লগের নিক বারবার করি! সেলিব্রেটি হইতে চাই!
একজন লেখক কি অন্য আরেকজন সমসাময়িক লেখককে তার শত্রু ভাবেন ? ভাবলে কেন ?
কাওকে শত্রু ভাবলে কেউ কবি হয়না। এটা নিশ্চিত।
সাক্ষাতকারটি শেষ হয়ে গেলে আপনি বেঁচে যান ?
না, এখন মজা পাচ্ছি, আরো প্রশ্ন করেন।
আপনার কোন প্রশ্ন জিজ্ঞাসা বা মতামত থাকলে- ----
আপনি প্রেম করেছেন কয়টা?
===============================================
এই পর্যন্ত মোট ১৯ জন ব্লগার-কবি ও লেখক সাক্ষাৎকারটিতে অংশ নিয়েছেন। সবারটা একত্রে একবারে প্রকাশ করলে বেশ বড় হয়ে যাবে। তাই পর্ব আকারে প্রকাশ করছি।
সাথেই থাকুন।
শুভ রাত্রি
সাক্ষাৎকারে অংশ নিতে চাইলে ---------
http://www.somewhereinblog.net/blog/jahidonik/30249776
১১-৯-২০১৮
(জাহিদ অনিক)
১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:২৪
জাহিদ অনিক বলেছেন: একচুয়ালি একজন একজন করেই সাক্ষাৎকার নেয়া হয়েছিল। মোট ১৯ জন অংশ নিয়েছেন।
এখন সেটা পর্ব আকারে প্রকাশ করা হচ্ছে। যদি একজন একজন করা প্রকাশ করা হয় তাহলে ১৯ টা পোষ্ট লাগবে।
ধন্যবাদ চাস্কু।
২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:২০
মাহমুদুর রহমান বলেছেন: খুব সুন্দর।
১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:২৭
জাহিদ অনিক বলেছেন: অনেক ধন্যবাদ Mahmudur Rahman
৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:৩৯
স্রাঞ্জি সে বলেছেন:
আপনার প্রিয় খাবার কি....???
১১ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:২২
জাহিদ অনিক বলেছেন:
ব্লাক কফি
৪| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:৪৭
সনেট কবি বলেছেন: খুব সুন্দর।
১১ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:২৩
জাহিদ অনিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা সনেট কবি
৫| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:৫০
ভাইয়ু বলেছেন: আমার মনে হয় প্রতিটা সাক্ষাতকারে প্রশ্নের বৈচিত্রতা আনা জরুরী৷
১১ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:২৩
জাহিদ অনিক বলেছেন: গুড সাজেশান। থেংকু ভাইয়ু
শুভেচ্ছান
৬| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:১৩
সৈয়দ ইসলাম বলেছেন: খুবই ভাল একটি উদ্যোগ
এ পরিচয় পর্ব হয়ে থাকুক সকলের জন্য আড্ডার খুরাক।
১১ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:২৪
জাহিদ অনিক বলেছেন:
সেটাই -- ধন্যবাদ সৈয়দ ইসলাম
৭| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:০৭
নতুন নকিব বলেছেন:
অনেক সুন্দর। আপনার আয়োজনে অংশ নিতে ইচ্ছে হচ্ছে। দেখি সময় পেলে যোগ দেব, ইনশা-আল্লাহ।
১১ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:২৫
জাহিদ অনিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ নতুন নকিব ভাই।
আপনার অংশ গ্রহনের কথা শুনে ভালো লাগলো।
শুভেচ্ছান্তে
৮| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:১৯
রাজীব নুর বলেছেন: ভালো উদ্যোগ।
১১ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:২৬
জাহিদ অনিক বলেছেন: আহা ! আমি আপনার সাক্ষাৎকার আশা করেছিলুম ---------------
৯| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:২০
সুমন কর বলেছেন: ভালো আয়োজন। তাদের কথাগুলো শেয়ার করার জন্য ধন্যবাদ।
১১ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:২৭
জাহিদ অনিক বলেছেন:
ধন্যবাদ জানিয়ে চলে গেলে হবে না সুমন দা
আপনার অংশগ্রহন চাই--- নিরবে নিভৃতে আর নয়।
শুভেচ্ছা ও কৃতজ্ঞতা ভাইয়া
১০| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৩৯
মনিরা সুলতানা বলেছেন: বাহ!!
সবার টা পড়তে তো অনেক মজা লাগছে !!!
তবে ভ্রমরের ডানার সাথে এ অন্যায়ের প্রতিবাদ জানায়ে গেলাম।
দুই দুই বার ইন্টারভিউ দিয়ে ও ডানা ভাই তোমাকে করা প্রশ্নের উত্তর পায় নাই
প্রতিবাদ প্রতিবাদ ; ডানা ভাই ভয় নাই
রাজপথে কেউ নাই।
১১ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৪৪
জাহিদ অনিক বলেছেন:
হা হা হা হা -- রাজপথে আসলেই কেউ নাই। বিরোধী দিল বারবার বলে ঈদের পরে আন্দোলন।
এক এক করে তাদের ২০ টা ঈদ পার হয়ে গেল। আন্দোলন আর এলো না। (নিজপেপার থেকে বলছি)
ডানা ভাই এর প্রশ্নের কোন সঠিক উত্তর আমার জানা নাই। বিষয়টা নিয়ে এখনো ভাবছি। জানতে পারলে অবশ্যই অবশ্যই জানাবো।
হুম। সবার মন্তব্য পড়তে পেরে আপনার যেমন ভালো লেগেছে আমারও তেমনি সবারটা নিতে পেরেও ভালো লেগেছে।
মন্তব্য ও প্লাসে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা কবি
১১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:০৫
মোস্তফা সোহেল বলেছেন: ভাল আয়োজন। কবি জাহিদ অনিক ভাইয়ারটা আগে পেলে মন্দ হত না
১১ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:১৮
জাহিদ অনিক বলেছেন:
হা হা হা ! আপনি এখনো দেন নাই ------------- দিয়ে দিন দিয়ে দিন !
আমারটা আসবে আসবে বিজ্ঞাপন বিরতির পরে।
ধন্যবাদ সোহেল ভাই
১২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:১৯
তারেক_মাহমুদ বলেছেন: গুনি ব্লগারদের সাক্ষাতকার পড়ে ভাল লাগলো।
১১ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:১৯
জাহিদ অনিক বলেছেন:
আমরা আপনার সাক্ষাৎকারও পড়তে চাই--- তারেক মাহমুদ ভাইয়া।
ধন্যবাদ ও শুভেচ্ছা রইলো।
১৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:২৫
বাকপ্রবাস বলেছেন: নিজের সাক্ষাৎকার পড়তে ভালই লাগল। যদিও কিছু টাইপো ছিল এবং দায়টা আমারই। ধন্যবাদ আপনাকে সুন্দর এই আয়োজনের
১১ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:২১
জাহিদ অনিক বলেছেন:
তাই !!! আচ্ছা ব্রাদার ! টাইপোগুলো আমি আসলে তাড়াহুড়ো করে দেখেছি বলে চোখে পড়ে নাই। এডিট করে ঠিক করে দিব। no sweat ।
অনেক অনেক ধন্যবাদ ভাই অংশ নেয়ার জন্য। শুভেচ্ছা ও কৃতজ্ঞতা
১৪| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৪
শিখা রহমান বলেছেন: জাহিদ সাক্ষাৎকারগুলো পড়তে ভালো লেগেছে। আমার সাক্ষাৎকার দেয়ার চাইতে নিতে ভালো লাগে। আর তাই অন্যদের জানতে বেশ লাগলো। কয়েকজনের দুষ্টুমিভরা উত্তরগুলো পড়তে মজা লেগেছে।
আর মিথী মনি জেনে রেখো তোমার জন্য লিখতে পারি এক পৃথিবী। আমি সম্মানিত, অভিভূত এবং সামান্য লজ্জিত। এমন ভালোবাসা হাত পেতে নিলাম।
উদ্যোগের জন্য ধন্যবাদ। আর নীরার মতো আমিও ভ্রমরের ডানার প্রশ্নের উত্তর জানার দাবী রেখে গেলাম।
১১ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:২৭
জাহিদ অনিক বলেছেন:
হ্যাঁ শিখা রহমান, আপনি আপনার সাক্ষাৎকারেও বলেছেন সে কথা যে আপনার সাক্ষাৎকার দেবার থেকে নিতে বেশী ভালো লাগে। অতি শ্রীঘ্রই আপনার সহ বাকীদের সাক্ষাৎকার প্রকাশ করা হবে। আশা করি সেখানে বেশ চমৎকার কিছু কথা আমরা সবাই দেখতে পাবো। মজার কথা হচ্ছে, যেহেতু আমি আপনাদের সকলের সাক্ষাৎকার পড়ে ফেলেছি তাই আমার কাছে এইটা একটা অন্যরকম আনন্দ যে, আমি একা দেখেছি আর কেউ দেখে নাই। অনেকটা ছোটবেলায় ঈদের চাঁদ সবার আগে দেখার মত।
মিথী আপু আপনাকে তার প্রিয় লেখকের তালিকায় রেখেছেন। আমি মনে করি এটা একটা যাথাযথ ও চমৎকার বিশ্লেষন। আপনার লেখার মান ব্লগের অন্য যেকোন লেখকের তুলনায় বেশ প্রশংসনীয়। আমি ব্যক্তিগতভাবে আপনার লেখার ফ্যান।
মিথী আপু ও আপনাকে - আপনাদের দুজনকেই শুভেচ্ছা।
ভ্রমরের ডানা যে প্রশ্ন আমাকে করেছেন------------ উহা সিলেবাসের বাইরে থেকে এসেছে। আমার কমন পড়ে নাই হা হা হা
চমৎকার মন্তব্যের জন্য আবারও কৃতজ্ঞতা শিখা আপু। ভালো থাকবেন।
১৫| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:২২
চিটাগং এক্সপ্রেস বলেছেন: দারুণ উদ্যোগ কবি
অসংখ্যজন বুকে হৃদয়ে এঁকেছে তোমার ছবি ।
১১ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:২৯
জাহিদ অনিক বলেছেন:
অনেক ধন্যবাদ ভাই চিটাগং এক্সপ্রেস চমৎকার মন্তব্যের মাধ্যমে নিজের অস্তিত্বের জানান দিলেন।
শুভেচ্ছান্তে
১৬| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৫৯
ইব্রাহীম আই কে বলেছেন: সাক্ষাৎকারগুলো পড়তে ভালোই লাগলো। মাঝে মাঝে কিছু ব্যতিক্রম ধর্মি উদ্যোগ নিলে এই সুযোগে সবার ব্যপারে কিছু কিছু জানা যায় আর তাই ব্লগে আসতেও ভালো লাগে।
ধন্যবাদ এমন একটা উদ্যোগ নেওয়ার জন্য।
১১ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:০০
জাহিদ অনিক বলেছেন:
অনেক ধন্যবাদ ভাই ইব্রাহীম আই কে
আপনার পড়তে ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো।
শুভেচ্ছা অফুরান। ভালো থাকবেন।
১৭| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:১৬
ফেনা বলেছেন: ভাল উদ্যোগ । মনের হয় ভেরিয়েশন আনলে আরো ভাল হবে।
১১ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৫১
জাহিদ অনিক বলেছেন:
মন্তব্য ও পরামর্শের জন্য ধন্যবাদ ভাই ফেনা।
১৮| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৮
সনেট কবি বলেছেন: অবশেষে আমিও সাক্ষাৎকার জমা দিলাম।
১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৫৮
জাহিদ অনিক বলেছেন:
অনেক ধন্যবাদ সনেট কবি। আমি চেক করে নিচ্ছি।
পর্যায়ক্রমে সবারটাই প্রকাশ পাবে।
শুভেচ্ছান্তে
১৯| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৩
মোঃ মাইদুল সরকার বলেছেন: নিজের ও কয়েক জনের সাক্ষাৎকার পড়ে ভাল লাগলো।
পরের পর্বের জন্য অপেক্ষা।
আপনারটাও চাই জাহিদ ভাই।
ধন্যবাদ।
১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৫৯
জাহিদ অনিক বলেছেন:
ধন্যবাদ মাইদুল ভাই।
আমারটা সহ বাকী যাদেরটা আছে সবারটাই আসবে----------
আসিতেছে ------------- আসিতেছে --------------- হা হা হা
ভালো থাকুন
২০| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৫
শায়মা বলেছেন: অনেক অনেক মজা লাগলো!!!
১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০০
জাহিদ অনিক বলেছেন:
তোমারটা পড়তে আরও বেশি মজা-------- দাড়াও আগামী পর্বেই ------------- ভাইয়ু
২১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৮
সেলিম আনোয়ার বলেছেন: পরিশ্রমী পোস্ট। দারুন । কেহ কোন ব্লগারের কবিতা গল্প উপন্যাস পছন্দ করে না । দারুন তো ।
১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০১
জাহিদ অনিক বলেছেন: না না না , না প্রিয় !
মিথী মারজান লিখেছেন যে তিনি শিখা রহমানের লেখা পছন্দ করেন।
শুভেচ্ছান্তে
২২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২০
চাঁদগাজী বলেছেন:
বেশ কয়েকবার পড়লাম
১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০৩
জাহিদ অনিক বলেছেন:
কয়েকবার !!!! বাপ রে !
তারপর বলুন---------------- কি বুঝলেন ? কেমন লাগলো?
শুধু পড়লাম বললে তো চলবে না
২৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫১
ল বলেছেন: সুন্দর আইডিয়া
১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০৩
জাহিদ অনিক বলেছেন:
ধন্যবাদো শুভেচ্ছান্তে, ল
ভালো থাকুন
২৪| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৩৩
ব্লগ মাস্টার বলেছেন: পোস্ট টা স্টিকে হওয়ার ধরকার ছিল ।
১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০৬
জাহিদ অনিক বলেছেন:
হা হা হা হা
ধন্যবাদ ব্লগ মাস্টার
২৫| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০৫
আখেনাটেন বলেছেন: চমৎকার সাক্ষাৎকার পর্ব।
১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০৭
জাহিদ অনিক বলেছেন:
চমৎকার মন্তব্য ------ পুঁই পুঁই
২৬| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: খুব পরিশ্রমের কাজ।
কয়েকজন ব্লগারের উপস্থিতি নিশ্চিত করা গেলে দারুণ হত:
আহমেদ জী এস
অপর্ণা মম্ময়
নায়ক রাজীব
গিয়াস লিটন
চাঁদগাজী সাহেব
জুন আপু
চাঙ্কুপাঙ্কু
উদাসী স্বপ্ন
অপু তানভীর
বি এম বরকত উল্লাহ
রেজওয়ান তানিম
ভুয়া মফিজ
করুণাধারা
চঞ্চল হরিণী
পদাতিক চৌধুরি
ঋতো আহমেদ
সনেট কবি
জাদিদ (দেখি তারে কে কে চিনে)
আপনার প্রশ্নগুলো সাহিত্যঘেঁষা। যাদের নাম বললাম তাদের লেখালেখিই মূলত এ ব্লগের সাহিত্যের মান নির্ণায়ক। আলস্য বশত তারা হয়ত দেন নি বা নজরে আসে নি, আপনি তাদের উপর হ্যামার করুন। কাজটা ব্লগের একটা সম্পদ হয়ে থস্কবে।
আমি ব্লগ মাস্টারের সাথে একমত। এটাকে স্টিকি করা হোক। যাদের নাম বললাম তাদের সাক্ষাতকার অবশ্যই নিবেন।
সম্ভব হলে আরো কিছু প্রশ্ন যোগ করতে পারেন:
বর্তমান ব্লগ সাহিত্য সম্পর্কে তাদের মূল্যায়ন, প্রিন্ট মিডিয়া ও ফেইসবুকের সাথে ব্লগের দ্বন্দ্ব, ইত্যাদি
১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২৪
জাহিদ অনিক বলেছেন: সত্যি কথা বলতে আমি যখন প্রথমে এটা পোষ্ট দেই যে আমি একটা সাক্ষাৎকার নিতে চাই-- তখন যাদের সাথে নিয়মিত কথা হয়। চিনিজানি তাদেরকে বললাম-- তারা মোটামুটি আগ্রহ নিয়েই ফর্মটা ফিলাপ করলো।
যেমন, শায়মা আপুকে বলামাত্রই সে করে দিল। তার উত্তরে যে কি পরিমান উচ্ছ্বাস আছে সেটা পড়লেই বুঝতে পারবেন।
এরপরে কয়েকদিন কেটে গেল, আমি ভেবেছিলাম চার পাচ ছাড়া আর কেউ হয়ত দিবে না। এইভাবে যে কুড়ি জনের মত হয়ে যাবে সেটা ভাবি নাই।
হ্যাঁ কাজটা কিছুটা পরিশ্রমের। কিন্তু মজা পেয়েছি করতে।
আপনি যাদের নাম দিয়েছেন তারা অবশ্যই ব্লগের সম্পদ। আমার মনে হয় আপনি খায়রুল আহসান সাহেবের নামটা মিস করে গেছেন মনের ভুলে।
ওহ আমি আরেকটা নাম মনে করিয়ে দিতে চাই- আমার মনে হয় সোনাবীজ অথবা ধুলাবালি ছাই ভাইএরও এই সাক্ষাতকারটা দেয়া উচিত।
জাদিদ (দেখি তারে কে কে চিনে) চিনি।
পোষ্ট স্টিকি করা হবে কি হবে না সেটা মডারেশনের কাজ। আমার এই ব্যাপারে কোন কথা নাই।
২৭| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২০
শূন্যনীড় বলেছেন: দারুণ কর্মযজ্ঞ শুরু করেছেন কবি, শুভকামনা আপনার এমন আন্তরিক প্রচেষ্টায়।
ভালো লাগলো সাক্ষাৎকার গুলো।
বাকিগুলোও পাওয়ার অপেক্ষায়
১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২৭
জাহিদ অনিক বলেছেন:
অনেক ধন্যবাদ শূন্যনীড়।
ভালো থাকুন শুভেচ্ছান্তে।
২৮| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২২
আখেনাটেন বলেছেন: চমৎকার মন্তব্য ------ পুঁই পুঁই -- হা হা হা । কবি সাহেবকে দেখছি 'পুই পুই' রোগে ভর করেছে। সর্বনাশ।
*মনে করেছিলাম সাক্ষাৎকারটা এবার দিয়ে দিব। কিন্তু উপরে সোনাবীজ ভাইয়ের মন্তব্য তো ঠান্ডা জল ঢেলে দিল।
১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২৬
জাহিদ অনিক বলেছেন:
আহারে ! সোনাবীজ ভাইয়া একা আর কত নাম মুখস্থ করবেন---------
আমরা আছি কি করতে এই মর্ত্যে !!!
দিয়ে ফেলুন----------- আপনার হিউমার আশা করি সেখানে --
২৯| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: জাহিদ অনিক@
আমি সত্যিই লজ্জিত, দু:খিত ও বিব্রত এবং আপনার কাছে কৃতজ্ঞ ব্লগার খায়রুল আহসানের নামটা উল্লেখ করার জন্য। কীভাবে তার নাম বলতে মিস করলাম জানি না।
১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩৩
জাহিদ অনিক বলেছেন:
ইহা কোন ব্যাপার না ভাইয়া। আমরা তাকে মন থেকেই শ্রদ্ধা করি। তিনি সেটা বুঝতে পারেন।
৩০| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৪১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ
এই সাক্ষাতকাতকার সিরিজ আরো সমৃদ্ধ ও স্মরণীয় করে তোলার জন্য এসব ব্লগদরদীর অংশগ্রহণ কামনা করিতেছি
প্রীশু
আখেনাটেন
পাঠকের প্রতিকৃতি
প্রিয় কবি সেলিম আনোয়ার ভাই
বিদ্রোহী
মাইদুল সরকার তারে খুব দরকার
ফুলঝুরি
কথন
মোস্তফা
১২ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৫৮
জাহিদ অনিক বলেছেন:
হ্যাঁ ভাইয়া
আমি আশা করি তারা সকলেই সাক্ষাৎকারে অংশ নিবেন।(আপনি সহ)
৩১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৪৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: এটি ব্লগেও প্রকাশিত হয়ে যাবে ভাবিনি তো! যাক ভালো হয়েছে, সবাই দেখতে পারবে সাক্ষাৎকার গুলো।
আপনার এমন আন্তরিক প্রচেষ্টা সকলকে সাহসী করে তুলবে।
শুভ হোক আপনার এমন মহান উদ্যোগ।
শুভকামনা জানবেন সবসময়
১২ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:০০
জাহিদ অনিক বলেছেন:
হা হা হা-- ব্লগারদের সাক্ষাৎকার নিব আর ব্লগে পোষ্ট করব না ---------- তাই কি হয় কবি !!
শুভেচ্ছান্তে
৩২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:১৫
মেহেদী হাসান হাসিব বলেছেন: ভাল উদ্যোগ
১২ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:১২
জাহিদ অনিক বলেছেন:
ধন্যবাদ ও শুভেচ্ছা Mehedi Hasan Hasib
৩৩| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৫০
উম্মে সায়মা বলেছেন: খুব সুন্দর হয়েছে সাক্ষাৎকারগুলো। ডানা ভাইয়েরটা পড়ে খুব মজা পেয়েছি। মনি আপু আর শিখা আপুর মত আমিও শেষ প্রশ্নের উত্তরের দাবী জানাচ্ছি
১২ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:১৫
জাহিদ অনিক বলেছেন:
পরের পর্বে আপনিসহ বাকীদের সাক্ষাৎকার আসিতেছে----------------
ডানা ভাইএর প্রশ্ন আমার সিলেবাসে নাই-- পরীক্ষায় কমন পড়ে নাইক্কা।
থেংকু কবি
৩৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৪২
মোঃ মাইদুল সরকার বলেছেন: সোনবীজ ভাই- আমিতো একবার দিলাম সাক্ষাৎকার। এবার আপনারটা দেখতে চাই।
জাহিদ অনিক ভাই- এক জন কত বার সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে পারবে।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:১০
জাহিদ অনিক বলেছেন:
হুম !!! সোনাবীজ ভাইএরটা আমিও দেখতে চাই-----------
একজন যতবার ইচ্ছে অংশ নিতে পারবেন। কোন ধরাবাধা নেই। পর্যায়ক্রমে সব প্রকাশিত হবে।
শুভেচ্ছান্তে
৩৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:২৩
নীলপরি বলেছেন: লেখকদের কথা জেনে খুব ভালো লাগলো ।
দারুণ একটা কাজ করেছেন ।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:২৫
জাহিদ অনিক বলেছেন:
ধন্যবাদ কবি।
৩৬| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:০৭
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: আমি আমার নাম দেখিতেছি ।।।। কেচাল গুলো কই? যেই গুলো ইন্টার্ভিউ করে দিয়াছি।।
ওহ। আমাদের ব্লগার দের কত বড় ভাগ্য। আমাদের ইন্টার্ভিউ ও কাউ নেয়।।। এই সুখ কোথায় রাখি
১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:২৭
জাহিদ অনিক বলেছেন:
হ্যাঁ ভাই আব্দুল্লাহ্ আল মামুন , আপনার সাক্ষাৎকার পেয়েছি। জমা করা আছে আমার কাছে। আগামী পর্বে অর্থাৎ পর্ব-৩ এ আপনারটা সহ যারা বাকী আছেন তাদেরটা প্রকাশ পাবে।
অংশ গ্রহন করার জন্য অনেক অনেক ধন্যবাদ ও সাধুবাদ।
ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভেচ্ছান্তে
৩৭| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৮
ভ্রমরের ডানা বলেছেন:
আমার প্রশ্নের উত্তর কই!
১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৭
জাহিদ অনিক বলেছেন:
অসংখ্য বার প্রেম করেছি কবি
৩৮| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৩
ভ্রমরের ডানা বলেছেন:
আমার প্রথম স্বাক্ষাতকার কই কবি ভাই?
১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৫
জাহিদ অনিক বলেছেন:
আসিবেক ভাই-- আসিবেক--- আগামী পর্বেই আসিবেক ।
৩৯| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১০
ভ্রমরের ডানা বলেছেন:
ও, আমি ভেবেছি আপনি ওটা মেরে দিয়েছেন!
১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১২
জাহিদ অনিক বলেছেন:
হুম্মম্মম্মম্মম্মম্মম্মম্ম ওটা মেরে দিয়ে কটকটি খাব
৪০| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৩৫
আর্কিওপটেরিক্স বলেছেন: সাক্ষাৎকার ভালো লাগলো
০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ৮:০৭
জাহিদ অনিক বলেছেন: অনেক ধন্যবাদ আর্কিওপটেরিক্স
ভালো থাকুন সতত।
©somewhere in net ltd.
১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:২১
চাঙ্কু বলেছেন: আমার মনে হয় আমি ব্লগের বাইরে এত লোকের সাক্ষাৎকার না নিয়ে, ব্লগেই একজন একজন করে ব্লগারের সাক্ষাৎকার নেন। তাতে ইন্টারেকশনটা ভালো হবে।