নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসি কবি ও কবিতাকে
একজন পরিপক্ব নারীর সামনে
নিজেকে মনে হয় যেন কর ফাঁকি দেয়া ঋণখেলাপি-
কোথায় যেন - কিসে যেন -
রয়ে গেছে এক আজন্মের ঋণ।
পূর্ণবতী নারীকে আমার 'নারী' বলতে ভয় হয়,
তক্কে তক্কে থাকি কখন একটু 'নারী' বলে একান্তে ডাকতে পাব!
তাকে তাই ডাকি পরিপূর্ণ চাঁদ-
তাকে ডাকি রাত্রির বুকে জলের ছলাৎছল।
সৃষ্টি প্রজাতির সবচেয়ে স্পর্শকাতর -
সবচেয়ে আরাধ্য -
প্রাপ্তবয়স্ক নারীকে আমি ভয় পাই;
না থাকে তার কিশোরীর চপলতা
না থাকে বৃদ্ধার স্নেহ-
না সে ভালোবাসে - না করে সে অবহেলা
না টানে কাছে- না ঠেলে দূরে।
আমার অতীত বর্তমান ভবিষ্যৎ,
সবকিছু ডুবে যায় এক প্রাপ্তবয়স্কা'র চোখ সমুদ্রে।
-----------------------------
কবিতা- জাহিদ অনিক
ছবিতা- শায়মা আপু
২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১১
জাহিদ অনিক বলেছেন: ধন্যবাদ ও শুভেচ্ছা কবি
২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৯
রাকু হাসান বলেছেন: সুন্দর অভিব্যক্তি । তৃতীয় স্তবকে অদ্ভুদ নারী কে দেখতে পেলাম । কবিতা ভালো লাগছে ।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩৩
জাহিদ অনিক বলেছেন: অদ্ভুত নারী- বেশ বলেছেন।
ধন্যবাদ ভাই রাকু হাসান।
৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩১
টুটুল বলেছেন: পরিপক্ক ভাবনার প্রতিফলন পেলাম আপনার কবিতায়।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:২৯
জাহিদ অনিক বলেছেন: ধন্যবাদ ভাই টুটুল
শুভেচ্ছান্তে
৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৩
ল বলেছেন: জীবনের অদ্ভুদ রসায়ন ---অদ্ভুদ নারী
"কাউকে প্রচন্ড ভাবে ভালোবাসার মধ্যে এক ধরনের দুর্বলতা আছে। নিজেকে তখন তুচ্ছ এবং সামান্য মনে হয়। এই ব্যাপারটা নিজেকে ছোট করে দেয়।"
_____হুমায়ুন আহমেদ
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৩২
জাহিদ অনিক বলেছেন: ধন্যবাদ ল।
ভালো থাকুন সতত
৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:০২
পদাতিক চৌধুরি বলেছেন: আহা!! মুঠো মুঠো শ্রদ্ধাগুলো মিলেই যেন তৈরী হল আরাধ্য। থাকনা হৃদয়ে সে দেবী হয়ে।
নারীর প্রতি আমাদের দৃষ্টিভঙ্গির বদল হোক। সভ্যতা পরিপূর্ণতা পাক সৃষ্টিশীলতার রূপে।
শুভকামনা কবিভাইকে। ( আমি কিন্তু আপনার ব্রাদার ডাকটাকে অনেকদিন পাচ্ছিনা।)
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৩
জাহিদ অনিক বলেছেন: নারীর প্রতি আমাদের দৃষ্টিভঙ্গির বদল হোক। সভ্যতা পরিপূর্ণতা পাক সৃষ্টিশীলতার রূপে। - খুব সুন্দর বলেছেন ব্রাদার।
শুভেচ্ছা ও ভালোবাসা
৬| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:১৮
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা খুব সুন্দর লিখেছেন++
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৩
জাহিদ অনিক বলেছেন: শুভেচ্ছা ---------- শুভেচ্ছা কবি
৭| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২৭
চাঁদগাজী বলেছেন:
কবি সৃষ্টিকে বুঝার ও অনুভব করার শুরু করেছেন, সামনের দিনগুলোতে কবিতা রচনা হবে।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৪
জাহিদ অনিক বলেছেন: বাহ ! আপনি যেন একজন কবির ভিতরে উঁকি দিয়ে দেখে নিলেন- আগামীতে কি ঘটতে যাচ্ছে
শুভেচ্ছা
৮| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৩৬
সৈয়দ ইসলাম বলেছেন:
অনেক ভাল লাগলো।
আসলেই প্রাপ্ত বয়স্কা উর্বশীর কাছে যেতে ভয় হয়,
এটা ছিল আমার; এখন দেখি অন্যেরও হয়!
কবিতার সাথে ছবির মিল
ছবির সাথে কবিতার
এ কবিতায় মুগ্ধতা
রয়েছে সবার।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৫
জাহিদ অনিক বলেছেন: আসলে এটা ঠিক ভয় না- অন্যকিছু। একেক জনের একেক রকম বহিঃপ্রকাশ
শুভেচ্ছান্তে সৈয়দ ইসলাম
৯| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪৩
রূপক বিধৌত সাধু বলেছেন: সৃষ্টি প্রজাতির সবচেয়ে স্পর্শকাতর -
সবচেয়ে আরাধ্য -
প্রাপ্তবয়স্ক নারীকে আমি ভয় পাই;
না থাকে তার কিশোরীর চপলতা
না থাকে বৃদ্ধার স্নেহ-
না সে ভালোবাসে - না করে সে অবহেলা
না টানে কাছে- না ঠেলে দূরে।" এরা প্রতারণাটা ভালো পারে!
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৬
জাহিদ অনিক বলেছেন:
সব নারীই ছলনার আশ্রয় নেয়- সেটা প্রতারণা কিনা জানি না।
ধন্যবাদ সাধু
১০| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:০৩
মনিরা সুলতানা বলেছেন: তুমি শায়মা দুজনেই চমৎকার এঁকেছো।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৬
জাহিদ অনিক বলেছেন: ধন্যবাদ ! ধন্যবাদ কবি
১১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:০৫
অচেনা হৃদি বলেছেন: কবিতা ছবিটা দুটোই বেশ মানানসই!
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৭
জাহিদ অনিক বলেছেন: ধন্যবাদ হৃদি।
শুভেচ্ছান্তে
১২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১৩
যবড়জং বলেছেন: সুন্দর সুন্দর++++
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৮
জাহিদ অনিক বলেছেন: ধন্যবাদ যবড়জং
শুভেচ্ছান্তে
১৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১৯
শায়মা বলেছেন: আমি কবিতা ছবিতা দেখে মুগ্ধ মুগ্ধ এবং মুগ্ধ!!!!
কেনো মুগ্ধ জানিনা!
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৯
জাহিদ অনিক বলেছেন:
আমিও মুগ্ধ তোমার চিত্রকর্মে -
১৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
কোন ঘাটে তোর ঠেকলো তরী
ভীষন তুফান মূখে
নারীর চোখের অবাক সবাক
ভিন্ন অনুভবে
++++
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৪০
জাহিদ অনিক বলেছেন:
সই কেবা শুনাইল শ্যাম নাম | কানের ভিতর দিয়া মরমে পশিল গো আকুল করিল মোর প্রাণ
শুভেচ্ছান্তে কবি ভায়া
১৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১৫
সাইন বোর্ড বলেছেন: প্রথম দুই প্যারা অসাধারন লেগেছে ।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৪২
জাহিদ অনিক বলেছেন: ধন্যবাদ সাইনবোর্ড।
পরের দুই প্যারা তুলনামূলক কম ভালো লাগায় দুঃখ প্রকাশ করছি।
১৬| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫৯
ফারিহা হোসেন প্রভা বলেছেন: যেখানেই থাকুক নারী,সেখানেই আমি হাজির।
অনেক ধন্যবাদ এতো সুন্দর একটি কাব্য আমাদের উপহার দেওয়ার জন্য।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৪২
জাহিদ অনিক বলেছেন: হা হা হা- আপনি তো হাজির হয়েই আছেন। আপনি নিজেই এক নারী।
ধন্যবাদ ও শুভেচ্ছা প্রভা
১৭| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৪৭
সুদীপ কুমার বলেছেন: পরিপক্ক নারী।পরিপক্ক কবিতা।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৩
জাহিদ অনিক বলেছেন: ধন্যবাদ। ধন্যবাদ সুদীপ কুমার
১৮| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:৪৯
বাকপ্রবাস বলেছেন: বেশ ভাল।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৪
জাহিদ অনিক বলেছেন: ধন্যবাদ ও শুভেচ্ছা ভাই বাকপ্রবাস
১৯| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:১৩
খায়রুল আহসান বলেছেন: চমৎকার কবিতা। কবিতা ছবিতা মিলে চমৎকার পরিবেশনা। কর ফাঁকি দেয়া ঋণখেলাপির তুলনাটা বেশ ভাল লেগেছে।
কবিতায় ভাল লাগা + +
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৪
জাহিদ অনিক বলেছেন: ধন্যবাদ। ধন্যবাদ শ্রদ্ধেয় প্রিয় কবি।
শুভেচ্ছা ও কৃতজ্ঞতা।
২০| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:২৮
রাজীব নুর বলেছেন: প্রতিটা শব্দ খুব মূল্যবান।
সহজ সরল ভাষায় একটার পর একটা শব্দ সাজিয়ে খুব সুন্দর লিখেছেন।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৫
জাহিদ অনিক বলেছেন: অনেক ধন্যবাদ রাজীব ভাই। খুব সুন্দর মন্তব্য করেছেন।
ভালো থাকুন
২১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৪০
মিথী_মারজান বলেছেন: ও-য়া-ও!!!
যেমন সুন্দর কবিতা, তেমন সুন্দর ছবিতা!
দুটোতেই সমান ভালোলাগা।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৬
জাহিদ অনিক বলেছেন: থ্যাংকু মিংথী আপু।
২২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:২২
জুন বলেছেন: প্রাপ্তবয়স্ক নারীকে ভয় পান শুনে কিছু বলতে ভয় পাচ্ছি জাহিদ অনিক ৷
যাইহোক কবিতায় ভালোলাগা রইলো
+
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:২৭
জাহিদ অনিক বলেছেন: হা হা হা ---------- এই ভয় বাঘের ভয় কিংবা ভূতের ভয় নয় জুন আপু।
ধন্যবাদ ও শুভেচ্ছা আপু।
ভালো থাকুন সর্বদা। অনেক অনেক কৃতজ্ঞতা
২৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:২৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
সাধু, সাধু, সাধু!
কবিতা সুন্দর হইয়াছে।
বিমোহিত হইলাম।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৩০
জাহিদ অনিক বলেছেন: ধন্যবাদ ! ধন্যবাদ ভাই সাজ্জাদ হোসেন।
ভালো থাকুন। শুভেচ্ছান্তে
২৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৩৮
তারেক ফাহিম বলেছেন: সুন্দর ++
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৪০
জাহিদ অনিক বলেছেন: ধন্যবাদ তারেক ফাহিম
শুভেচ্ছান্তে
২৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:১৬
আহমেদ জী এস বলেছেন: জাহিদ অনিক ,
পরিপক্ক , পূর্ণবতী আর প্রাপ্তবয়স্কা নারীর মধ্যে আছে যোজন যোজন তফাৎ ; ঠমকে-গমকে, ছলায়-কলায়, স্নেহ-ভালোবাসায় ।
কিশোরী থেকে প্রাপ্তবয়স্কা নারী , ফুল থেকে ফল । প্রাপ্তবয়স্কা থেকে পরিপক্ক -পূর্ণবতী নারী , ফল থেকে বীজ । কিন্তু কে বলতে পারে সে কি তার শুরু না শেষ ?
তাই কবিকে শুধাই - "কারে তুমি বেশী ভালোবাস ?"
২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৪১
জাহিদ অনিক বলেছেন:
পরিপক্ক , পূর্ণবতী আর প্রাপ্তবয়স্কা নারীর মধ্যে আছে যোজন যোজন তফাৎ - জ্বি বইলকুল। একজন সম্পূর্ণা, একজন নবীনা অন্যজন প্রবীণা।
প্রাপ্তবয়স্কা থেকে পরিপক্ক -পূর্ণবতী নারী , ফল থেকে বীজ । কিন্তু কে বলতে পারে সে কি তার শুরু না শেষ ? একদম জানা নেই।
ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন শ্রদ্ধেয়
২৬| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৫১
মোস্তফা সোহেল বলেছেন: বাহ খুব সুন্দর কবিতা।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৪৩
জাহিদ অনিক বলেছেন: ধন্যবাদ মোস্তফা সোহেল ভাই।
ভালো থাকুন
২৭| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৫৬
মোঃ মাইদুল সরকার বলেছেন:
নারীর মন-
বুঝা বড় মুশকিল।
নারীরা আবার ক্ষেপে না যায়।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৪৫
জাহিদ অনিক বলেছেন: ক্ষেপলেই বা কি !
ধন্যবাদ মোঃ মাইদুল সরকার ভাই
২৮| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৪২
তারেক_মাহমুদ বলেছেন: আরে বাহ চমৎকার কথামালা
সৃষ্টি প্রজাতির সবচেয়ে স্পর্শকাতর
সবচেয়ে আরাধ্য
আসলেই তাই।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৪৭
জাহিদ অনিক বলেছেন: ধন্যবাদ ভাই তারেক_মাহমুদ
অনেক শুভেচ্ছা
২৯| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৩
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: অনেক ধন্যবাদ রাজীব ভাই। খুব সুন্দর মন্তব্য করেছেন।
ভালো থাকুন
আপনিও ভালো থাকবেন।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৪৯
জাহিদ অনিক বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই
৩০| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৬
এ.এস বাশার বলেছেন: ভালো লিখেছেন অনিক ভাই,,,,, কথামালা চমৎকার.....
২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫০
জাহিদ অনিক বলেছেন: ধন্যবাদ ভাই এ.এস বাশার
৩১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৭
সুমন কর বলেছেন: ফেবুতে কিছুটা পড়েছিলাম, এখন পুরোটা পড়লাম। সুন্দর হয়েছে।
+।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫১
জাহিদ অনিক বলেছেন:
ধন্যবাদ সুমন দা
৩২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৬
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫২
জাহিদ অনিক বলেছেন: ধন্যবাদ কবি
৩৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪৩
নতুন নকিব বলেছেন:
দারুন অভিব্যক্তি। +++
২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫৫
জাহিদ অনিক বলেছেন: ধন্যবাদ ও শুভেচ্ছা জনাব
৩৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪৫
উদাসী স্বপ্ন বলেছেন: আপনের তো দেখি আগাগোড়াই ভয়
২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫৩
জাহিদ অনিক বলেছেন:
হুম্মম্মম অনেক ভয় --- অনেক ভয় উদাসী স্বপ্ন
৩৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫৪
নীলপরি বলেছেন: এককথায় অনবদ্য হয়েছে কবি ।++
শুভকামনা রইলো
২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫৫
জাহিদ অনিক বলেছেন:
থ্যাংকস কবি
৩৬| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৫১
hayet777 বলেছেন: “নহি দেবী, নহি সামান্যা নারী।
পূজা করি মোরে রাখিবে ঊর্ধ্বে
সে নহি নহি,
হেলা করি মোরে রাখিবে পিছে
সে নহি নহি।
যদি পার্শ্বে রাখ মোরে
সংকটে সম্পদে,
সম্মতি দাও যদি কঠিন ব্রতে
সহায় হতে,
পাবে তবে তুমি চিনিতে মোরে”...জগতের সকল মেঘে তাঁরা দের প্রতি শুভেচছা...কবিতাখানি ভালো লাগলো !
২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫৮
জাহিদ অনিক বলেছেন: আমি চিত্রাঙ্গদা, আমি রাজেন্দ্রনন্দিনী। এইটা আবার অন্য জিনিস। রবী ঠাকুরের গীতবিতান।
ধন্যবাদ মিঃ hayet777
৩৭| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১৯
hayet777 বলেছেন: জগতের সকল মেঘে ঢাকা তাঁরা দের প্রতি শুভেচছা...কবিতাখানি ভালো লাগলো !
২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫৮
জাহিদ অনিক বলেছেন: ধন্যবাদ ! ধন্যবাদ !
৩৮| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:০৯
hayet777 বলেছেন: বৈষ্ণব পদাবলী ও জানেন দেখছি... সাধু ! সাধু !
২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:২১
জাহিদ অনিক বলেছেন: ধন্যবাদ ফিরে এসে মন্তব্য করায়
৩৯| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৪৭
খায়রুল আহসান বলেছেন: জুন এবং hayet777 এর মন্তব্যদুটো (যথাক্রমে ২২ ও ৩৬ নং) ভাল লাগলো। +
২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৭
জাহিদ অনিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রিয় কবি।
শুভেচ্ছান্তে
©somewhere in net ltd.
১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২০
সনেট কবি বলেছেন: বেশ