নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যেসব কথা এই সামু ব্লগে লিখতে পারি না নানা কারনে- সেসব কথা আমার পার্সোনাল জার্নাল ব্লগে লিখি -- https://journalofjahid.com/

জাহিদ অনিক

ভালোবাসি কবি ও কবিতাকে

জাহিদ অনিক › বিস্তারিত পোস্টঃ

না-পুরুষোচিত

০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ১০:৩৯




অকস্মাৎ নিজের কথা ভাবতে বসলে-
টের পাওয়া যায় বিশ্ব ছোট হয়ে গেছে,
একজন পুরুষের জীবন অতটা বিশাল নয়
যতটা চওড়া তার বুকের মাপ হয়ে থাকে।

পুরুষকে ভালোবাসা দিতে শিখে নাও
কেননা পুরুষ কুকুরের মত;
আধাবেলা ভালোবেসে দ্যাখো-
আজীবন তোমায় রেখে দিবে চোখের কোণে।





(০৩-১০-২০১৮)

মন্তব্য ৫০ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ১০:৪৯

অচেনা হৃদি বলেছেন: সামান্য দ্বিমত পোষণ করছি কবি ভাই।
পুরুষ কুকুরের মত- নিজের প্রেম জাগলে বিপরীত লিঙ্গের পিছে পিছে ঘুরে। কাজ শেষ, উনিও হাওয়া, বছরের আর বাকি এগারো মাস নিজের মত করে চলবে। সেই বিপরীত লিঙ্গটাকে আর মনেই রাখে না।

০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ১১:০৬

জাহিদ অনিক বলেছেন:
মন্তব্যের জন্য ধন্যবাদ অচেনা হৃদি।
আপনার বক্তব্য বিদ্বেষপূর্ণ ও কবিতার থিমের সাথে যাচ্ছে না। আপনার কথা অন্য প্রসঙ্গে।

২| ০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ১০:৫০

সৈয়দ ইসলাম বলেছেন:


পুরুষকে ভালোবাসা দিতে শিখে নাও
কেননা পুরুষ কুকুরের মত; 
আধাবেলা ভালোবেসে দ্যাখো- 
আজীবন তোমায় রেখে দিবে চোখের কোণে। 




আমি পুরুষের প্রেমে পড়বো, প্রয়োজনে আমি সমকামী হবো!

০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ১১:০৮

জাহিদ অনিক বলেছেন: কেন সমকামী জোর করে হতে হবে কেন?
এটা কেউ ইচ্ছে করে হয়ে যেতে পারে না। আবার ইচ্ছে করে ত্যাগ করেও ফেলতে পারে না।
পুরুষের প্রেমে পড়তে হলে সমকামী হতে হবে না, প্রেমে এমনি এমনি পড়া যাবে।

ধন্যবাদ ভাই

৩| ০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ১১:০৫

পদাতিক চৌধুরি বলেছেন: , আধাবেলা ভালবেসে দ্যাখো-
আজীবন তোমায় রেখে দিবে চোখের কোণে।

হা হা হা আমার মন কিন্তু সায় দিচ্ছে না।

০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ১১:০৮

জাহিদ অনিক বলেছেন: হুম্মম !! আচ্ছা বুঝলুম। থ্যাংকস ব্রাদার

৪| ০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ১১:০৭

চাঁদগাজী বলেছেন:

এটা কি কোন উপলদ্ধি, নাকি পদ্য লেখা নিয়ে পরীক্ষা নিরীক্ষা?

০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ১১:০৯

জাহিদ অনিক বলেছেন: উপলদ্ধি
ধন্যবাদ ও শুভেচ্ছা জনাব

৫| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ১২:২০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: নিতান্তই সত্য কথা কবি, পুরুষ কেবল ভালোবাসাতেই বাঁধা পড়ে থাকে।
দারুণ কাব্য, ভালো লাগা জানবেন কবিবর

০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:১৯

জাহিদ অনিক বলেছেন:

ধন্যবাদ-- অনেক ধন্যবাদ কবি
শুভেচ্ছান্তে

৬| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ১২:৫৯

রাকু হাসান বলেছেন:
ছোট এই কবিতার শেষ স্তবকটি দারুণ লিখেছেন কবি । পৃথিবীতে নারীকে কবিতার অভাব নেই কিন্তু তুলনায় আমরা পুরুষরা অবহেলিত :( :P । লিখেছেন অভিনন্দন । শেষ স্তবকের থিমের সাথে একমত । +

০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:২০

জাহিদ অনিক বলেছেন:
পৃথিবীতে নারীকে কবিতার অভাব নেই কিন্তু তুলনায় আমরা পুরুষরা অবহেলিত
হুম্মম্মম্মম্মম
ধন্যবাদ ভাই রাকু হাসান

৭| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ৩:২৬

শুভবাদী রোদ বলেছেন: বেশ ভাল লেগেছে কবিতার কথাগুলি।
কুকুরের উপমাটা সুন্দর লেগেছে পড়তে, কিন্তু লজিক্যাল কিনা সেটা ভাবনার বিষয়।

০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:২৫

জাহিদ অনিক বলেছেন: ভাবতে থাকুন.।। আরও বেশি বাশি ভাবতে হবে।
ধন্যবাদ

৮| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ ভোর ৪:১৯

বাকপ্রবাস বলেছেন: শুধু নিজের কথা ভাবা মানে স্বার্থপরতা, সংকুচিত ভাবনা, শুধু নিজের কথা ভাবতে নেই, ভাবনাটা হতে হবে সমষ্টিক, ব্যষ্টিক ভাবনা মানে কৃপণতা যার দরুণ পৃথিবীর মতো বিশাল এক ক্ষেত্র থেকে নিজেকে গুটিয়ে আনা। প্রথম দুই লাইন এর কথা বলছি। একজন সত্যিকারের পুরুষ এর ক্ষমতা, চরিত্র, পারঙ্গমতার কথা বর্ণনা লাইন দুই থেকে চার। যেখানে পুরুষ এর সেক্রিফাইস এর বিশালত্বের কাছে হার মানে তার জীবন তুচ্ছ হয়ে যায়। কুকুর যেমন প্রভূভক্ত হয়ে থাকে, নিজের জীবন বিলিয়ে দেয় তার প্রভূর তরে তেমনি প্রেমের জন্য সে নিজেকে সপে দেব আগ্নীতে, সমুদ্রে, কালে মহাকালে এমনই সে প্রেম কাঙ্গাল আর কমিটম্যান্ট প্রেমের প্রতি। লাইন পাঁচ থেকে ছয়। সামান্যতম প্রেম পেলে সে তার প্রতিদান দেবার জন্য প্রস্তুত, এনে দেবে সাপের মণি, প্রাণ ভোমরা, কী চাও বল। কবিতার সমাপ্তি তবু রয়ে যায় পুরুণ এর বিশালত্ব। এক জীবন হয়ে উঠুক পুরুণ জীবন।

০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:২১

জাহিদ অনিক বলেছেন:

ধন্যবাদ - ধন্যবাদ ভাই বাকপ্রবাস।
সুস্থ থাকুন। ভালো থাকুন শুভেচ্ছা

৯| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ ভোর ৬:১৭

শিখা রহমান বলেছেন: জাহিদ ওপরে সবার মন্তব্য পড়লাম। আমার কাছে অবশ্য কবিতাটার বক্তব্য খুব সহজ মনে হয়েছে। মনে হয়েছে কবিতাটা ভালোবাসার আকুতিকেই প্রকাশ করেছে। ভালোবাসা দিয়ে অনায়াসেই কাউকে বেঁধে ফেলা যায় আর সেই চিরন্তন কথাটাই কবিতায় উঠে এসেছে, শুধু পুরুষের আকুতিতে!!

কেন যেন সুনীলের খুব প্রিয় একটা লাইন মনে পড়ে গেলো "আমি মানুষের পায়ের পায়ের কাছে কুকুর হয়ে বসে
থাকি-তার ভেতরের কুকুরটাকে দেখবো বলে।"

ভালো থেকো। ভালোবাসায় থেকো প্রিয় কবি।

০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:২৩

জাহিদ অনিক বলেছেন: আমার কাছে অবশ্য কবিতাটার বক্তব্য খুব সহজ মনে হয়েছে। মনে হয়েছে কবিতাটা ভালোবাসার আকুতিকেই প্রকাশ করেছে। হ্যাঁ এরকম কিছু একটাই বলতে চেয়েছি। আপনি সঠিক ধরেছেন প্রিয় কবি।

শুভেচ্ছা ও কৃতজ্ঞতা রইলো

১০| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ সকাল ৮:৪৩

ইমু সাহেব বলেছেন: আমার কাছে কবিতাটা সঙ্গতিপূর্ণ ছিল । কবিতাটির ভাব এমন হতে পারে ,... নারী কে পুরুষকে চিনতে হবে । পুরুষ কাদামাটি আর নারী কারিগর । কাদামাটি যেভাবে গড়বে তেমনটিই হবে । ভালোবেসে গড়তে শেখ , তবেই সে শুধু তোমার ।।

০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:২৪

জাহিদ অনিক বলেছেন: আমার কাছে কবিতাটা সঙ্গতিপূর্ণ ছিল । অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা ভাই
ভালো থাকুন

১১| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ সকাল ৯:৩৮

রাজীব নুর বলেছেন: আমি যখন রাগি, মাথায় ভূত চাপে, তখন গাছকে ভাবি তৃণ আর ঘাসের ডগায় এক বিন্দু পানি দেখলেও মনে হয় আসমানের তারা । দুর্গা কে মনে হয় কালী ।

০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:২৬

জাহিদ অনিক বলেছেন: আহা ! অনেক চিন্তা অনেক কথা ----- কে শুনবে ! কে বলবে !
ধন্যবাদ রাজীব ভাই

১২| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৫:১৭

মিথী_মারজান বলেছেন: বাহ্!
কি নির্মল আকাঙ্খা ভালোবাসার তরে।
নিজেকে বিলিয়ে দেবার উদারতাটাও দারুণ।
সুন্দর কবিতা।:)

০৪ ঠা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:২৯

জাহিদ অনিক বলেছেন:
খুব সুন্দর করে বলেছেন মিথী আপু।
নিজেকে বিলিয়ে দেয়ার কিনা জানি না, তবে নিজের আকুলতার বহিঃপ্রকাশ কিছুটা আছে।
থ্যেংকু আপু

১৩| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
পুরুষ শব্দটা শুনলেই শক্তিশালী কোন যুবকের অবয়ব ভেসে উঠে। কিন্তু কল্পনা ও বাস্তব এর ফারাগ অনেক বেশি।

০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ১১:২৭

জাহিদ অনিক বলেছেন: পুরুষ শব্দটা শুনলেই শক্তিশালী কোন যুবকের অবয়ব ভেসে উঠে। কিন্তু কল্পনা ও বাস্তব এর ফারাগ অনেক বেশি - বাহ খুবই চমৎকার বলেছেন।
ধন্যবাদ ও শুভেচ্ছা মাইদুল ভাই

১৪| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৪০

সুমন কর বলেছেন: শেষটা ভালো লাগেনি। সুনীলের লাইনটির অর্থ ভিন্ন। পুরুষ'রা এতো সহজ না, যদি হয়ে থাকে তাহলে পুরুষ নিয়ে সন্দেহ থেকে যাবে..............

০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ১১:২৯

জাহিদ অনিক বলেছেন: সুনীলের লাইনটির অর্থ ভিন্ন। - হ্যাঁ একদম । সুনীল বলেছিল মানুষের পায়ের কাছে কুকুর হয়ে বসে থেকে সে মানুষের ভেতরের কুকুরটাকে দেখতে চায়।
আমি সেরকম কিছু বলিনি। কুকুর বলতে আমাদের মনে যে প্রভুভক্তি চেহারা ভেসে আসে সেটাই মুলত প্রেমের দিকে কনভার্ট করা যায়। প্রেমের ক্ষেত্রে পুরুষ তেমনি অনেক প্রত্যাশা নিয়ে থাকে।

ধন্যবাদ ও শুভেচ্ছা সুমন দা।
শুভ রাত্রি

১৫| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ৮:০৫

শাহরিয়ার কবীর বলেছেন:
পুরুষ মানুষ কুকুরের মত

কথাটা মনে ধরেছে গো প্রিয় কবি। :)

০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ১১:৩০

জাহিদ অনিক বলেছেন:

কবীর ভাইয়ু !
ঈদের চাঁদ হয়ে গেছেন !

১৬| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ১০:২১

খায়রুল আহসান বলেছেন: শেষের দুটো লাইন খুব ভাল লাগলো।
সবার মন্তব্য পড়ে শিখা রহমান এর ৯ নং মন্তব্যটাকেই আমার মনের কথা বলে মনে হলো। আপনার ১ নং প্রতিমন্তব্যটাও ভাল লেগেছে।

০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ১১:৩১

জাহিদ অনিক বলেছেন: শেষের দুটো লাইন খুব ভাল লাগলো। ধন্যবাদ প্রিয় কবি। আপনার মন্তব্যে অনুপ্রেরণা পেলাম।
শিখা রহমান নিজে একজন কবি, আপনিও। তাই আপনারা কবিতা বুঝতে পারেন। কবিতার ভাষা আপনাদের চেনা।

ধন্যবাদ ও শুভেচ্ছা।

১৭| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ১০:৩৭

নীলপরি বলেছেন: মোহময় কবিতা । সুন্দর লিখেছেন কবি ।++++

বক্তব্য সবার ক্ষেত্রে প্রযোজ্য নয় । :)
তবে পৃথিবীতে অনেক ভালো মানুষ আছেন । বেশীরভাগই ভালো মানুষ । জানি আর মানিও ।

শুভকামনা

০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ১১:৩৫

জাহিদ অনিক বলেছেন: বক্তব্য সবার ক্ষেত্রে প্রযোজ্য নয় । :) হুম্মম্মম্ম কবি আপনি বলে দিয়েছেন। এই অপ্রিয় সত্য কথাটি আমি উচ্চারণ করতে চাইনি।

শুভেচ্ছান্তে প্রিয় কবি।

১৮| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ১০:৫১

প্রামানিক বলেছেন: কুকুরের উপমায় চমৎকার কবিতা। ধন্যবাদ

০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ১১:৩৬

জাহিদ অনিক বলেছেন:
ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রিয় ছড়াকার!

১৯| ০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ১:৫৮

মনিরা সুলতানা বলেছেন: সুন্দর লিখেছ !

০৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:১৮

জাহিদ অনিক বলেছেন: ধন্যবাদ ! ধন্যবাদ ! ধন্যবাদ !
ধন্যবাদ হে কবি B:-)

২০| ০৫ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:১৮

উম্মে সায়মা বলেছেন: বাহ! সমর্পনের কবিতা। ভালো লেগেছে। +++

০৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:২০

জাহিদ অনিক বলেছেন: ধন্যবাদ ধন্যবাদ কবি

২১| ০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:০৫

আখেনাটেন বলেছেন: আধাবেলা ভালোবেসে দ্যাখো-
আজীবন তোমায় রেখে দিবে চোখের কোণে।
-- সত্যি কি তাই?

০৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:২০

জাহিদ অনিক বলেছেন: সত্যি সত্যি সত্যি

২২| ০৬ ই অক্টোবর, ২০১৮ রাত ৩:৫৮

বলেছেন: মতামত টি মনপ হয় নারীর জন্য মানানসই।
পুরুষ মানুষ তো কাজ শেষ টা টা।
বেলা শেষে তো আর নাই।
সহমত হতে পারলুম না কারণ আমিও পুরুষ।

০৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:২৩

জাহিদ অনিক বলেছেন: বেশ ! দ্বিমত পোষণ করার জন্য ধন্যবাদ।

২৩| ০৭ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৩৩

শামছুল ইসলাম বলেছেন: পুরুষ মানুষ ভালোবাসার কাঙাল।

তাকে একটু ভালোবাসা দিলেই সে প্রভুভক্ত কুকুরের মত সারা দিন/সারা জীবন তাঁর চারপাশে ঘুর ঘুর করবে।

শেষের চারটা লাইন অনেক ভাবনার খোরাক জোগাবে ।

@শিখা রহমানের মন্তব্যটা খুব ভালোলেগেছে।

১৭ ই অক্টোবর, ২০১৮ ভোর ৬:৫৭

জাহিদ অনিক বলেছেন: ধন্যবাদও কৃতিজ্ঞতা জানিবেন শামছুল ইসলাম ভাই
রিপ্লাই দিতে অনেক দেরী হয়ে গেল।

২৪| ১৩ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৩০

নীলপরি বলেছেন: কেমন আছেন কবি ? আপনাকে ইনস্টাতেও দেখছি না ।

১৭ ই অক্টোবর, ২০১৮ সকাল ৭:০০

জাহিদ অনিক বলেছেন: কবি, কিছুদিন একটু অফলাইনে ছিলাম। আপনি খোজ নিচ্ছিলেন এটা সত্যিই পরম পাওয়া।
আপনি কেমন আছেন? আশা করি ভালো।
শুভেচ্ছা। শুভ সকাল

২৫| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৯

নাহিদ০৯ বলেছেন: আপনার বই বের করবেন না? এবার ব্লগডে তে আসলেই পারতেন। আপনার দেখা পেলে খুব খুব ভালো লাগতো।

২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:২৯

জাহিদ অনিক বলেছেন:

সবাই তো বই বের করছে। আমি জানি না কবে কী করব। বড্ড এলোমেলো সবকিছু।
যাইহো, ব্লগার মিলনমেলায় যাওয়া হলো না। দেখি পরের বারে।
থ্যাংকস ভাই, নাহিদ শূন্য নয়।

ভালো থাকুন সর্বদা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.