নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসি কবি ও কবিতাকে
হাতের খপ্পর থেকে এক ঝটকায় যে কব্জিটা'কে ছাড়িয়ে নেবে
তারপর---------
হাঁপাতে হাঁপাতে পিছনে ফিরে দেখবে- কেউ পিছু নিয়েছে কিনা;
এত বেশুমার সাহস কোথায় তোমার!
ভয় হয়? তাই না? আর যদি ফিরে না ডাকি!
বেসামাল তুমি পারবে নিজেকে সামলে নিতে?
মূলত আমার থেকে দূরে গিয়ে বাঁচার তেমন কোনো অবকাশ নেই তোমার।
ধর্মঘটের দিনগুলোতে -
পায়েচলা পথ ধ'রে যতদূরে হেঁটে যেতে চাও
যেতে পারবে? একলা একা?
বাস নেই- অটো নেই--- ট্রাম নেই- মেট্রো নেই,
এমনকি আমার পা'য়ে যে পা মিলিয়ে হাঁটবে
সেই আমিও যদি না থাকি? হাঁটতে পারবে তো?
ধরনি ছাড়া হাঁটতে জানো তুমি?
এলোমেলো অবিন্যস্ত- পেঁচিয়ে যাবে না পা?
মূলত আমাকে না ধ'রে- না ছুঁয়ে হাঁটার কোন সুযোগ তোমার নেই।
যদি আমাকে পেতে চাও গরমে তুলে রাখা মোটা কাপড়ের মত
শীতে পেতে চাও ভাঁজ খোলা সুগন্ধি মাখা গরম গাউনের মত;
জানবে তুমি-
অতটা নমনীয়, সুগন্ধি মিহি মখমল আমি নই;
কিছুটা আমি রুক্ষ- চুলে মধ্যে নাক ডোবালে খুঁজে পাবে উৎকট মেছো গন্ধ;
আমাকে ভালোবেসে নাও যেমন আমি আছি- ছিলাম-থাকব।
ঘষেমেজে নিজের মত করে পেতে চাইলে আমাকে আর পেলে কোথায়?
কেননা এই সত্য জেনে ও বুঝে গেছ তুমি -
মূলত আমাকে ভালো না বেসে আর কোন উপায় নেই তোমার।
ছবিঃ Pinterest
জাহিদ অনিক
২৮ শে অক্টোবর, ২০১৮
২৮ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:২০
জাহিদ অনিক বলেছেন:
ধন্যবাদ কবি।
শুভ সন্ধ্যা
শীতের শুভেচ্ছা
২| ২৮ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:১৭
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
যদি আমাকে পেতে চাও গরমে তুলে রাখা মোটা কাপড়ের মত
শীতে পেতে চাও ভাঁজ খোলা সুগন্ধি মাখা গরম গাউনের মত;
জানবে তুমি-
অতটা নমনীয়, মিহি মখমল, সুগন্ধি আমি নই;
কিছুটা আমি রুক্ষ- আমার চুলে খুঁজে পাবে উৎকট মেছো গন্ধ;
আমাকে ভালোবেসে নাও যেমন আমি আছি- ছিলাম-থাকব
ঘষেমেজে নিজের মত করে পেতে চাইলে আমাকে আর পেলে কোথায়?
কেননা এই সত্য জেনে ও বুঝে গেছ তুমি -
মূলত আমাকে ভালো না বেসে আর কোন উপায় নেই তোমার।
অসম্ভব সুন্দর হয়েছে পুরো কবিতা। ভালবাসা নির্মল সচ্ছ।
২৮ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:২১
জাহিদ অনিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন সৈয়দ তাজুল ইসলাম
শুভ সন্ধ্যা
৩| ২৮ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:২৮
হাবিব বলেছেন: ভালো লেগেছে+++
২৮ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:২২
জাহিদ অনিক বলেছেন: ধন্যবাদ হাবিব স্যার।
ভালো থাকুন
৪| ২৮ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৩৪
পদাতিক চৌধুরি বলেছেন: বাহা !! অপূর্ব লাগলো অনন্যোপায় ভালবাসা । কথা কাব্যে মুগ্ধতা ++++
শুভেচ্ছা অফুরান প্রিয় কবি ভাইকে ।
২৮ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:২৩
জাহিদ অনিক বলেছেন: ধন্যবাদ
ধন্যবাদ ব্রাদার।
শুভেচ্ছান্তে
৫| ২৮ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩৯
আখেনাটেন বলেছেন: সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+ -- অামি কি অার দ্বিমত করতে পারি কবি?
২৮ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:২৪
জাহিদ অনিক বলেছেন: দ্বিমত নিশ্চয়ই করতে পারেন--
শুভেচ্ছান্তে ও কৃতজ্ঞতা জনাব আখেনাটেন
৬| ২৮ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৩
সুমন কর বলেছেন: মিষ্টি কবিতা, সুন্দর হয়েছে। +।
২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:১৯
জাহিদ অনিক বলেছেন: থ্যাংকু সুমন দা!
শুভেচ্ছান্তে
শুভ রাত্রি
৭| ২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:০৭
কথাকথিকেথিকথন বলেছেন:
প্রেম স্বয়ং পরষ্পর স্বাধীন। অধিকার করেছে তাকে পরাধীন।
সুন্দর কবিতা। ভাল লেগেছে।
২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:২০
জাহিদ অনিক বলেছেন: অনেক ধন্যবাদ কথা কেথি
ভালো থাকুন। শুভেচ্ছা
৮| ২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:২৯
রাজীব নুর বলেছেন: এই সমাজে কিছু মানুষের চেয়ে পশু পাখি কীট পতঙ্গের জীবন বহুগুনে সার্থক এবং নিষ্ঠাবান ।
২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:২২
জাহিদ অনিক বলেছেন: ঠিক বলেছেন
ধন্যবাদ রাজীব নুর ভাই
৯| ২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৫৬
চাঁদগাজী বলেছেন:
এগুলো কি আসলে কোন ধরণের অনুভবতা, নাকি স্ফুলিংগ?
২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:২৫
জাহিদ অনিক বলেছেন: যেটা ইচ্ছে ভেবে নিতে পারেন-
স্ফুলিঙ্গ নাকি বুদবুদ, নাকি ম্যাওপ্যাও--
ধন্যবাদ ও কৃতজ্ঞতা
১০| ২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৫২
তারেক ফাহিম বলেছেন: অনুভব শুধু শীত আর গরমে অবশ্য দেশে দুই ঋতুর সাথেই আমরা বেশ পরিচিত।
কবিতায় ভালোলাগা প্রিয়।
২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:২৬
জাহিদ অনিক বলেছেন: ধন্যবাদ তারেক ফাহিম
ভালো থাকুন সুস্থ থাকুন। শুভেচ্ছা। শুভ রাত্রি
১১| ২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:০৭
মনিরা সুলতানা বলেছেন: একটু অন্যরকম কবিতা ;
ভালোলেগেছে
২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:২৬
জাহিদ অনিক বলেছেন: খুবই সহজ সরল কবিতা।
ভালো লেগেছে জেনে ভালো লাগল।
ধন্যবাদ ও কৃতজ্ঞতা কবি।
শুভেচ্ছান্তে
১২| ২৯ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:১৪
নীলপরি বলেছেন: বাহ! বাহ!বাহ- দারুণ হয়েছে শব্দছবি । কবিতায় ++++++
আর , প্রেমিকের কনফিডেন্সের তারিফ না করে উপায় নেই! ( jokes apart )
শুভকামনা কবি
০১ লা নভেম্বর, ২০১৮ বিকাল ৫:০৭
জাহিদ অনিক বলেছেন: jokes apart - না বললেও বুঝে নিতাম।
থ্যাংকস কবি।
শুভেচ্ছা ও শুভ কামনা।
১৩| ২৯ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:১৬
মোঃ মাইদুল সরকার বলেছেন:
মেরিলিন মনরোর ছবিটা ভালই লাগলো।
ধন্যবাদ নাগরিক কবি।
০১ লা নভেম্বর, ২০১৮ বিকাল ৫:০৯
জাহিদ অনিক বলেছেন: বাহ ! তাই এটা মেরিলিনের ছবি!
মাইরি আমি তো চিনতেই পারি নাই !
ভাগ্যিস আপনি কয়ে দিলেন
ধন্যবাদ মাইদুল ভাই
শুভেচ্ছান্তে
১৪| ২৯ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:১৪
অমক বিন তমক বলেছেন: ঘষে মেজে নিজের মত করে পেতে চাইলে আমাকে আর পেলে কোথায়!
সবাই সবাইকে নিজের মত করে পেতে চায়।
০১ লা নভেম্বর, ২০১৮ বিকাল ৫:১০
জাহিদ অনিক বলেছেন: হ্যাঁ ঠিক বলেছে অমক বিন তমক
ভালো থাকুন। শুভেচ্ছা
১৫| ২৯ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:০৭
মুক্তা নীল বলেছেন: *আমাকে ভালোবেসে নাও যেমন আমি আছি ছিলাম থাকবো * এরই নাম প্রেম, এরই নাম সত্যিকারের ভালোবাসা। অনেক সুন্দর কবিতা। উদাস হয়ে গেলাম....
০১ লা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৫
জাহিদ অনিক বলেছেন: অনেক ধন্যবাদ মুক্তা নীল
আপনার মন্ত্যব্যে ভালো লাগা রইলো।
শুভেচ্ছা ও কৃতজ্ঞতা
১৬| ২৯ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:৩৯
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: পড়লাম। একবার না দুবার না তিন তিন বার। ভালো লেগেছে অসম্ভব!!
ভালো থাকুন নিরন্তর।
০১ লা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৯
জাহিদ অনিক বলেছেন: ওরে বাবা ! এতবার পড়ে তো ঋণী করে ফেললেন
ধন্যবাদ ও কৃতজ্ঞতা দেশ প্রেমিক বাঙালী।
শুভেচ্ছান্তে
১৭| ৩০ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৩
উম্মে সায়মা বলেছেন: বাহ! বেশ ভালো হয়েছে কবিতার ভাব।++
যুগ যুগ ধরে মানুষ এটাই চেয়ে এসেছে, অন্যকে বোঝাতে চেয়েছে। তবু কে বোঝে কার কথা! সবাই অন্যকেও নিজের মত করেই গড়ে নিতে চায়, পেতে চায়।
০১ লা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২০
জাহিদ অনিক বলেছেন: যুগে যুগে মানুষ যা চায় তা পায় না সত্যি
কবিতায় আপনার মন্তব্য পেয়ে ভালো লাগলো দার্শনিক কবি
কৃতজ্ঞতা ও ধন্যবাদ
১৮| ৩০ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৫০
ভ্রমরের ডানা বলেছেন:
নিজের মত গড়তে গিয়ে হয় শীব নয়ত বাদর গড়ে.....
০১ লা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৪
জাহিদ অনিক বলেছেন:
হ্যাঁ কবি
কবিরা পাপী তার পাপ জমিয়ে জমিয়ে পাপের পাহাড় গড়ে
১৯| ০৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:০৩
মিথী_মারজান বলেছেন: অনোন্যপায় হয়ে যেতে হয় জন্যই হয়তঃ ভালোবাসা এত রহস্যময়।
এতটা পিছুটান থাকে জন্যই দূরত্ব ছাপিয়ে অদৃশ্য এক বাঁধনে কোথায় যেন বাঁধা পরে দুটি মন।
কবিতায় ভালোলাগা...।
০৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:১৪
জাহিদ অনিক বলেছেন:
হ্যাঁ আপু
আপনি ঠিক বলেছেন মনে হয়।
অনোন্যপায় হয়ে যেতে হয় জন্যই হয়তঃ ভালোবাসা এত রহস্যময়।
ভালো থাকুন মিথী আপু, শুভেচ্ছান্তে
২০| ০৭ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৫৩
সামিয়া বলেছেন: কবিতায় ভালো লাগা, তোমার কবিতার বই এর কি খবর ?
০৭ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২০
জাহিদ অনিক বলেছেন:
আমার কবিতার বই-- কবে আসবে আমিও জানি না আপু।
থ্যাংকস সামিয়া আপু
শুভ সন্ধ্যা
২১| ০৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর কবিতা
০৭ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২১
জাহিদ অনিক বলেছেন:
থ্যাংকস ছবি আপু
শুভ সন্ধ্যা
২২| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৪১
খায়রুল আহসান বলেছেন: কবি'র কনফিডেন্স অবশ্যই অনেক পাঠকের জন্য প্রেরণাদায়ক হবে।
অনন্যোপায় হয়েও তো ভিন্ন পথেই চলে কতজন!
খুব সুন্দর কবিতা, + +।
০৮ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:০১
জাহিদ অনিক বলেছেন: কবির কনফিডেন্স পাঠকের কতটা কাজে লাগবে জানি না- তবে এই বিপুল আস্থা কী কবির নাজুক অবস্থারই বহিঃপ্রকাশ নয়!
ধন্যবাদ প্রিয় কবি।
শুভেচ্ছা ও কৃতজ্ঞতা। শুভ সন্ধ্যা
©somewhere in net ltd.
১| ২৮ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:৪৩
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+