নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসি কবি ও কবিতাকে
বলরুমে হাইহিল পড়া বেঁটে মেয়েটা অপ্রস্তুত তাকিয়ে দেয়ালে টাঙানো ঘড়ির দিকে-
এখনো কিছু মিনিট হাতে আছে, এক হাতে দস্তানা পড়ে নিয়েছে
অন্যহাতেও পড়বে, নাকি এই হাতের থেকেও খুলে ফেলবে সেই চিন্তা
কিংবা উপযুক্ত সঙ্গী খুঁজে পাওয়া নিয়ে যখন প্রবল অস্বস্তি-বোধ;
খালি হাতের উপর ভারী একটা হাত রেখে পুরুষালী গলায় জিজ্ঞেস করলাম
- ডু ইউ ড্যান্স, মিসেস -- -----
আকস্মিকতায় কিছুটা বেঁকে গিয়ে এক ঝটকায় দস্তানাটা পড়ে,
হাতে হাত রাখতে রাখতে বললে,
- ইলি, মিস ইলি।
স্বল্প-দুর থেকে এতক্ষণ চোখে যে সংশয় ও দ্বিধা রেখা যাচ্ছিলো
কাছে আসতেই সেটা মনে হল সম্মোহনী রূপ নিল
অর্কেস্ট্রা দু’বার কেশে উঠে তালে বাজতে শুরু করলো
মিস ইলি হাতে হাত রেখে চোখ ইশারা করে বললে,
- মিস্টার, এসেই যখন পড়েছ কোমরটা শক্ত করে ধরো, পড়ে যাব তো!
স্যাক্সোফোন বেজে উঠতেই একে অপরের আরও কাছাকাছি চলে গেলাম-
স্টেপগুলো কেমন গুলিয়ে যাচ্ছিলো, এক-দুই-তিন--- তিন-দুই-এক
দু’পা পেছন থেকে সামনে ঘুরতেই মিস ইলি এক ঝটকায় নিজেকে টেনে এনে ফেলল আমার হাতের তালুর উপরে-
ভায়োলিনের দুই স্কেল বেজে উঠতেই মিস ইলির কোমর ধরে-
আলতো ক’রে ছুড়ে ফেললাম উপরের ঝাড়বাতি বরাবর,
স্টেপ গুণে গুণে ফিরে আসতেই শূন্য থেকে আবার হাতের গ্রীবায়-
একদম যেন গলে যাওয়া মোমের মত এঁটে গেলেন মিস ইলি।
অর্কেস্ট্রা একদম চুপ-
গ্র্যান্ড হল জুড়ে শুধুমাত্র কেবল পতিত হওয়া সাদা পোশাকি রমণীদের
ফুসফুস দ্রুত ওঠানামা করার সরল ছন্দিত স্পন্দন-
আর ঘন নিঃশ্বাসের ভারী শব্দ।
দু’টি ত্রিভুজ চোখ যেন নীলাভ ধোঁয়াশে বিষ হয়ে আচ্ছন্ন করে ফেলছে মগজ ও রক্তনালী-
পা’এর বিন্যাসের সাথে সমঝোতা করতে পারছে না হাতের কব্জি-
পেঁচিয়ে পেঁচিয়ে যেন পড়ে যাচ্ছি বলরুম ফ্লোরে;
মনে হলো অনেকক্ষণ – কয়েক হাজার বছর পরে অকস্মাতই অর্কেস্ট্রা আবার বেজে উঠল-
আবার আমরা পা’য়ে পা মেলাতে লাগলাম।
বিদায়ের ভায়োলিন করুণ শব্দে থেমে থেমে বেজে একসময় নিশ্চুপ হয়ে গেল-
নিজেকে ছাড়িয়ে নিয়ে,
মাথা ঝুঁকে জাপানিজ কুর্নিশ করে-
কোথায় যেন হাওয়ায় মিলিয়ে গেলেন মিস ইলি।
তবুও আমি-
এক হাতে একটি হাত, অন্য হাতে একটি চিকন কোমর জড়িয়ে ধ’রে
স্টেপ গুণে যাচ্ছি-------- এক-দুই-তিন!
জাহিদ অনিক
০৩ রা নভেম্বর, ২০১৮
০৪ ঠা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫২
জাহিদ অনিক বলেছেন: হা হা কেমন করলেন বল ড্যান্স !
ধন্যবাদ ও শুভেচ্ছা ব্রাদার
২| ০৩ রা নভেম্বর, ২০১৮ রাত ১০:৩৫
রাজীব নুর বলেছেন: ছোটবেলায় আমি ভাবলাম বড় হয়ে বলড্যান্স করবো কোনো সুন্দরীর সাথে।
০৪ ঠা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৩
জাহিদ অনিক বলেছেন: আহা ~ আমিও ভাবতাম - এখনও ভাবি
ধন্যবাদ রাজীব ভাই
শুভেচ্ছান্তে
৩| ০৩ রা নভেম্বর, ২০১৮ রাত ১০:৪৩
ফেনা বলেছেন: অনেক ভাল হউএছে।
শুভকামনা।
এবার নিশ্চন্তে নাচতে থাকুন।
০৪ ঠা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৩
জাহিদ অনিক বলেছেন: ধন্যবাদ ফেনা
শুভেচ্ছা ও কৃতজ্ঞতা
৪| ০৩ রা নভেম্বর, ২০১৮ রাত ১১:৩০
মাহমুদুর রহমান বলেছেন: কবিতা ভালো হয়েছে।
০৪ ঠা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৫
জাহিদ অনিক বলেছেন: ধন্যবাদ মাহমুদুর রহমান
ভালো থাকুন সুস্থ থাকুন -শুভেচ্ছান্তে
৫| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ১২:১৩
শামছুল ইসলাম বলেছেন: এখনো স্টেপ গুনছেন... এক-দুই-তিন। ভাবী কিন্তু রাগ করবে!
০৪ ঠা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭
জাহিদ অনিক বলেছেন:
না এখন আর গুনছি না
হাহা কেউ রাগ করবে না, ডোণ্ট ওরি।
থ্যাংকস - শুভেচ্ছান্তে
৬| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ১১:৪৮
নীলপরি বলেছেন: বাহ । খুব সুন্দর হয়েছে । ++
০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ১১:৫৮
জাহিদ অনিক বলেছেন: থ্যাংকু কবি
শুভ রাত
৭| ০৫ ই নভেম্বর, ২০১৮ রাত ২:১৮
চাঁদগাজী বলেছেন:
অনুবাদ, নাকি অন্য কারো লেখা থেকে অনুপ্রাণিত, নাকি আসলে নিজের?
০৫ ই নভেম্বর, ২০১৮ রাত ২:২১
জাহিদ অনিক বলেছেন:
এই প্রশ্নের উত্তর আমি দেব না- দুঃখিত
৮| ০৫ ই নভেম্বর, ২০১৮ রাত ২:৪৩
মনিরা সুলতানা বলেছেন: বাহ বেশ !!
তোমার স্টেপ গোণার মত করে ,আমাদের কাছে ও রয়ে গেলো এর রেশ ......
চমৎকার লেখা!
০৫ ই নভেম্বর, ২০১৮ রাত ২:৪৮
জাহিদ অনিক বলেছেন:
থ্যাংকস কবি মনিরা আপা
মন্তব্য ও প্লাসে কৃতজ্ঞতা জানবেন
শুভ রাত্রি
৯| ০৫ ই নভেম্বর, ২০১৮ রাত ৩:৩৬
শিখা রহমান বলেছেন: জাহিদ কবিতায় মুগ্ধতা আর মুগ্ধতা। কবিতাটার ছত্রে ছত্রে নাচের ছন্দ। এমনই দুর্দান্ত লিখেছো যে কবিতাটা তুষার রায়ের বিখ্যাত "ব্যান্ডমাষ্টার" কবিতাকে মনে করিয়ে দিলো।
কবিতাটায় ভালোবাসা আর কবিকে ধন্যবাদ এমন সুন্দর কবিতাটার জন্য। শুভকামনা প্রিয় কবি।
০৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:১৩
জাহিদ অনিক বলেছেন:
বাহ শিখা আপু
আপনার থেকে এমন মন্তব্য পেয়ে ভালো লাগছে সত্যি। আমার মনে হয় কবিতার মূল্যায়ন হওয়াটা জরুরী।
অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রিয় কবি
১০| ০৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ৭:৫২
মিথী_মারজান বলেছেন: ওয়াও!
অসাধারন!
একই সাথে মিউজিক্যাল এবং ম্যাজিক্যাল একটা কবিতা।
মনেহল, মিস্ ইলি সেই রাত বারোটায় ছুটে পালানো সিন্ডারেলা আর আপনি সেই রূপকথার ঘোরলাগা রাজপুত্র।
০৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:১৫
জাহিদ অনিক বলেছেন:
একই সাথে মিউজিক্যাল এবং ম্যাজিক্যাল একটা কবিতা। বাহ আপনার মন্তব্যটা বেশ সুন্দর।
আপনি সেই রূপকথার ঘোরলাগা রাজপুত্র। - হেহেহেহ
শুভেচ্ছান্তে আপু
শুভ সকাল
১১| ০৭ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২২
আখেনাটেন বলেছেন: কবি এত কবিতা নয় যেন শব্দের ঝংকার।
অাপনার পড়া কবিতাগুলোর মধ্যে অন্যতম সেরা কবিতা আমার কাছে।
০৭ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৪
জাহিদ অনিক বলেছেন:
আপনার মন্তব্যের মাধ্যমে আপ্লূত হলাম।
ভালো থাকুন আখেনাটেন।
শুভ সন্ধ্যা
১২| ১১ ই নভেম্বর, ২০১৮ ভোর ৪:৩৩
ল বলেছেন: যুগান্তরের কবি
১১ ই নভেম্বর, ২০১৮ ভোর ৫:৫৯
জাহিদ অনিক বলেছেন:
আপনার মন্তব্য বিশাল। অতটা বিশাল আমি নই।
অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
১৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:২৪
খায়রুল আহসান বলেছেন: চমৎকার একটা কবিতা পড়লাম। নৃ্ত্যের ছন্দ এবং সুরের ঝংকার, দুটোই অনুভব করলাম। ব্যতিক্রমী একটি থীমের অনবদ্য উপস্থাপনা- খুব সুন্দর হয়েছে।
শিখা রহমান (৯) এবং মিথী_মারজান (১০) এর মন্তব্যদুটো ভাল লেগেছে।
কবিতায় প্লাস + +।
আগামীকাল ভোট দিতে যাবেন?
কখন?
কোন এলাকা?
০১ লা জানুয়ারি, ২০১৯ সকাল ১১:২২
জাহিদ অনিক বলেছেন: কবিতায় আপনার চমৎকার মন্তব্য পেয়ে ভালো লাগলো প্রিয় কবি।
৩০ তারিখে ভোট দিতে গিয়েছিলাম, আমার হোমটাউন পটুয়াখালী ১ আসনে ভোট দিয়েছি।
সকালের একটু পরে ভোট কেন্দ্রে গিয়েছিলাম।
আপনার প্রশ্নের উত্তর দিতে অনেক দেরী হয়ে গেল, আমার নিজের কিছু অসুস্থ্যতা ছিল এবং বাড়িতে এসে ইন্টারনেট স্পিড কম ছিল এই ক'দিন। আশা করি আপনি ভালো আছেন এবং ভোট সুষ্ঠ স্বাভাবিকভাবে দিতে পেরেছেন।
অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন প্রিয় কবি
©somewhere in net ltd.
১| ০৩ রা নভেম্বর, ২০১৮ রাত ১০:০৬
পদাতিক চৌধুরি বলেছেন: হা হা হা দারুণ বল ডান্স হয়েছে। আমি এখন ট্রাই করছি ......
শুভকামনা প্রিয় কবি ভাইকে।