নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যেসব কথা এই সামু ব্লগে লিখতে পারি না নানা কারনে- সেসব কথা আমার পার্সোনাল জার্নাল ব্লগে লিখি -- https://journalofjahid.com/

জাহিদ অনিক

ভালোবাসি কবি ও কবিতাকে

জাহিদ অনিক › বিস্তারিত পোস্টঃ

কবিতাশ্বর

১১ ই নভেম্বর, ২০১৮ ভোর ৫:৩৪

কিছু কবিতা প্রেমী মানুষ
যারা কবিতাকে বাইবেল মানে
কবিকে জানে ঈশ্বর
দোহাই তোমার, ওদের তুমি কাফের বলো না।

মূলত কবি ও ঈশ্বরের একই কাজ
নরকের মানচিত্র যদি পৃথিবী হয়
মিথ্যা আস্ফালনে কবিতা তবে স্বর্গের মন্ত্র।

কিছু কবিতা পবিত্র বাণীর মত
তসবীহ গুনে গুণে যারা করেছে কবিতার তাকবীর
সম্পূর্ণ বিশ্বাসে নিজেকে করেছে সমর্পণ
শব্দের গুঞ্জনে যে স্বত্তা নত মস্তকে করেছে সেজদায়ে তাহিয়্যাহ
দোহাই তোমার, ওদের তুমি কাফের বলো না।

কিছু কবিতা প্রেমী মানুষ
সুবেহ সাদিকের আবছা আলোয়
নিজেকে জড়িয়েছে মখমল জায়নামাজে
স্মরণ করেছে কবিতার কথা
স্বীকার করেছে আনুগত্য;
দোহাই তোমার, ওদের তুমি কাফের বলো না
তাদের পবিত্র কবিতা তুমি কবুল করো।





১১/১১/২০১৮

মন্তব্য ৪৮ টি রেটিং +১০/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ১১ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৫২

বিজন রয় বলেছেন: পবিত্র হলাম!!!

১২ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৮

জাহিদ অনিক বলেছেন:

শুভ সন্ধ্যা বিজন দা

২| ১১ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৫৮

স্বপ্নীল ফিরোজ বলেছেন:
অসাধারণ, সুন্দর।

১২ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৯

জাহিদ অনিক বলেছেন: ধন্যবাদ স্বপ্নীল ফিরোজ
ভালো থাকুন

৩| ১১ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:২২

দিশেহারা রাজপুত্র বলেছেন: নরকের মানচিত্র যদি পৃথিবী হয়...

বাহ!

১২ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:০১

জাহিদ অনিক বলেছেন:

থ্যাংকস রাজপুত্র
শুভ সন্ধ্যা

৪| ১১ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৫৭

হাবিব বলেছেন: ভালো লিগেছে..........

১২ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:০২

জাহিদ অনিক বলেছেন:
ধন্যবাদ হাবিব স্যার
ভালো থাকুন

৫| ১১ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৫৯

হাবিব বলেছেন: সুন্দর লিখেছেন.......

১২ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:০৩

জাহিদ অনিক বলেছেন:
থ্যাংকস জনাব
শুভ সন্ধ্যা

৬| ১১ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:৩৩

আহমেদ জী এস বলেছেন: জাহিদ অনিক ,




সুবেহ সাদিকের প্রার্থনা সঙ্গীতের মতোই স্বর্গের মন্ত্র আউড়ে যাওয়া কবিতা ।
তেমন কবিতা যদি মন্ত্রপূত হয় তবে কবি হবেন তার স্রষ্ঠা । মখমলের জায়নামাজের মতো অবারিত পৃথিবীর মানচিত্রে একমাত্র কবিই ঈশ্বরের সৃষ্টিকে উপস্থাপন করেন নতুন আঙ্গিকে । এ তার সৌর্য্য নয়, বিনম্র নিবেদন ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতার ।
তাই কবি ও কবিতার প্রেমিককে অন্য কিছু ভাবার সুযোগ নেই ।

১২ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:০৫

জাহিদ অনিক বলেছেন:
এ তার সৌর্য্য নয়, বিনম্র নিবেদন ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতার ।
- চমৎকার, ভালোলাগলো আপনার বিশ্লেষণ।
কৃতজ্ঞতা ও ধন্যবাদ
শুভ সন্ধ্যা জনাব

৭| ১১ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:৪৫

নীল আকাশ বলেছেন: বিশ্বসে না বিশ্বাসে হবে, জাহিদ ভাই?
হুজুররা আবার অর্ধেক বুঝে আপনার পিছনে না লাগে এই কবিতা পড়ে ;)
কবিতা ভালো লেগেছে......
শুভ কামনা রইল!

১২ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:০৬

জাহিদ অনিক বলেছেন:
ধন্যবাদ নীল আকাশ, আ-কার, ও-কার ঠিক করে দিয়েছি।

আপনি যা বলেছেন সেই ভয় অমূলক নয়।
শুভেচ্ছান্তে।শুভ সন্ধ্য্যা

৮| ১১ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৩২

শিখা রহমান বলেছেন: জাহিদ কবিতাটা ঠিক ভোরের মতো, প্রার্থনার মতো, কোথাও সমর্পণ আছে।

প্রথম আর শেষ স্তবকটা খুবই ভালো লাগেছে।

শুভকামনা কবিতাশ্বর। ভালো থেকো কবিতায়!!

১২ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:০৮

জাহিদ অনিক বলেছেন: কবিতাটা ঠিক ভোরের মতো, প্রার্থনার মতো, কোথাও সমর্পণ আছে। কবিদের কাছে কবিতা লুকানো যায় না। সব যেন নখের ডগায় দেখতে আপু।

থ্যাংকস শিখা আপু। অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শুভ সন্ধ্যা

৯| ১১ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৫৩

রাজীব নুর বলেছেন: খুব উপভোগ্য।

১২ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:০৯

জাহিদ অনিক বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই।
শুভ সন্ধ্যা

১০| ১১ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:০৮

Sujon Mahmud বলেছেন: নান্দনিক সৃষ্টি চুন্দর অইচে

১২ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:১০

জাহিদ অনিক বলেছেন:
ধন্যবাদ সুজন মাহমুদ
ভালো থাকুন

১১| ১১ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৩২

মনিরা সুলতানা বলেছেন: এমন এক একটা লেখা পড়লে আলোকিত হই!
অসাধারণ।

১২ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:১৪

জাহিদ অনিক বলেছেন: থ্যাংকস মনিরা আপু।
আপনার মন্তব্য ভাল লাগলো।
শুভ সন্ধ্যা

১২| ১১ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৬

পদাতিক চৌধুরি বলেছেন: আহা এই জন্যই আপনি ইউনিক। এমন পবিত্র কবিতা পাঠের সঙ্গে সঙ্গে মনটাও পবিত্রতায় ভরে গেল। হৃদয় উদ্বেলিত করে নিজের ভালো লাগা জানিয়ে গেলাম।

শুভকামনা প্রিয় কবি ভাইকে।

১২ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:১৫

জাহিদ অনিক বলেছেন: ধন্যবাদ ব্রাদার- আপনার মন্তব্য বেশ ভালো লাগলো।
মন পবিত্র হয় বেশী সকালে ও সন্ধ্যায়। শুভ সন্ধ্যা

১৩| ১১ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫২

মাহমুদুর রহমান বলেছেন: ধর্মকে কবিতার সাথে তুলনা দেয়া ঠিক না।এটা মানতে আমি নারাজ।

১২ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:১৬

জাহিদ অনিক বলেছেন:
আপনি ভুল বুঝেছেন। কবিতা বুঝিয়ে দেয়ার দায়িত্ব আমার না
ভালো থাকুন

১৪| ১১ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৫৩

সুমন কর বলেছেন: দারুণ ..........+।

১২ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:১৯

জাহিদ অনিক বলেছেন:
থ্যাংকস সুমন দা
ভালো থাকুন, সুস্থ থাকুন।
কৃতজ্ঞতা

১৫| ১১ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৪৯

তারেক ফাহিম বলেছেন: অসাধরন ++

১২ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:২১

জাহিদ অনিক বলেছেন:
থ্যাংকস তারেক ফাহিম।
ভালো থাকুন।
শুভ সন্ধ্যা

১৬| ১২ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:৫৬

শাহরিয়ার কবীর বলেছেন:


নরকের মানচিত্র যদি পৃথিবী হয়...

লাইনটা ভীষণ ভাবে মনে ধরেছে। :)

১২ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:২২

জাহিদ অনিক বলেছেন:

আহ ! কবি
থাকুন প্লিজ থাকুন

১৭| ১২ ই নভেম্বর, ২০১৮ রাত ৩:২৩

সৈয়দ ইসলাম বলেছেন: এটা কি সুবহে সাদিকের সময়ে লেখা নাকি?

১২ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:২৪

জাহিদ অনিক বলেছেন:
হতে পারে-- সম্ভাবনা আছে।
ধন্যবাদ সৈয়দ ইসলাম।
ভালো থাকুন সুস্থ থাকুন

১৮| ১২ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৩

বাকপ্রবাস বলেছেন: কবিতাও পবিত্র হয়ে উঠল যেন

১২ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:২৫

জাহিদ অনিক বলেছেন:
কবিতা; সে সময়েই পবিত্র। সব কালেই-সব যুগেই।
কবিতা নিষ্পাপ।

ধন্যবাদ ও শুভেচ্ছা প্রিয় বাকপ্রবাস

১৯| ১২ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:১১

বলেছেন:
কত বিস্ময় যে কবিতার অতলে লুকিয়ে রয়েছে তা বোধহয় একমাত্র ঈশ্বরই জানেন।
পবিত্র হলাম!!!

১২ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:২৩

জাহিদ অনিক বলেছেন:

ধন্যবাদ মিঃ ল
মন্তব্যে ভালোলাগা রইলো।
শুভ রাত্রি।

২০| ১২ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:২৩

আখেনাটেন বলেছেন: কবিরা দীর্ঘজীবী হোক।

১২ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:২৩

জাহিদ অনিক বলেছেন: প্লিজ ! এমন দোয়া করবেন না।
বাঁচতে অনীহা।

শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রিয় আখেনাটেন

২১| ১৪ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:৪৪

নীলপরি বলেছেন: কবিরা যখন পর ( অন্যের ) আত্মার স্তুতি লেখেন তখন তা পরমাত্মার প্রেমে পর্যবসিত হয় । শুধু ভয় লাগে নার্সিসাস কবিদের ।

কবিতার প্রতিটা শব্দ আত্মাকে স্পর্শ করলো ।
+++++++
শুভকামনা কবি

১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:১৩

জাহিদ অনিক বলেছেন:

নার্সিসাস প্রেমিক, আপনার কোনও একটা কবিতায় পড়েছিলাম। কবিতার নামটা মনে পড়ছে না।


কবিতায় আসার জন্য কৃতজ্ঞতা কবি।
শুভেচ্ছান্তে

২২| ১৪ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৫১

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।
+

১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:১৩

জাহিদ অনিক বলেছেন: ধন্যবাদ কবি, শুভ সন্ধ্যা

২৩| ১৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ৭:২৯

স্বপ্নীল ফিরোজ বলেছেন: Excellent!

২০ শে নভেম্বর, ২০১৮ সকাল ৭:২৫

জাহিদ অনিক বলেছেন: ধন্যবাদ স্বপ্নীল ফিরোজ
ভালো থাকুন, সুস্থ থাকুন
শুভেচ্ছান্তে

২৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:০৬

খায়রুল আহসান বলেছেন: কবিরাও স্রষ্টার প্রতি প্রার্থনায় অবনত থাকেন, তাঁর সৃষ্টির সৌন্দর্যকে নিপুণভাবে ফুটিয়ে তুলেন তার লেখনী দ্বারা। কবিরা শব্দশিল্পী।
আহমেদ জী এস এর চমৎকার মন্তব্যটার জন্য (৬ নং) তাকে স্পেশাল থ্যাঙ্কস! ২১ নং মন্তব্যটার জন্য নীলপরিকেও।


১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৫৬

জাহিদ অনিক বলেছেন: আপনার মন্তব্যে প্রীত হলাম প্রিয় কবি। কবিতা পাঠ ও সবগুলো মন্তব্য খুঁটিয়ে পড়ার জন্য আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ।
ফালগুনের শুভেচ্ছা রইলো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.