নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসি কবি ও কবিতাকে
আমি তেমন প্রথম তরুণ
আধো শিশুর মত মুখে স্তন গুঁজে দেখব
আবার আমি শিশু হয়ে যেতে পারি কী না।
কানের ভেতরে সাপের জিহ্বা নেড়ে শুনতে চাইব
আমার জন্ম শব্দ শুনতে পাই কী না।
ব্যক্তিগত নারীর মুখে মুখ লাগিয়ে শুনতে চাইব
তার নিজস্ব কোনও ভাষা আছে কী না।
আমি এমন চির বর্ণচোরা
রং কৌটা থেকে রং তুলে প্রেমিকার শরীরে মাখব নিজ হাতে
আমি এমন ব্রতী,
লাল আলতা, নূপুরের বাঁধন বেধে-
পায়ে চুমু খেয়ে পড়ে থাকব রাতভর।
আমি সদৃশ কিংশুক, যেন গন্ধম ;
কামড়ের এমন দাগ লেপটে থাকে বুকে
যেন করেছ সংগম বিষ পিঁপড়ার সাথে।
আমি এমন হৃতমান,
বারশিঙ্গা হরিণের ঘায়ে ভেঙ্গে যাবে প্রস্থর কঠিন অভিমান;
তবু প্রেম!
আমার অধরা প্রেমিকা;
তাকে আমার জানা হলো না।
৪/১/১৯
০৫ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২৭
জাহিদ অনিক বলেছেন:
কি রাখব ঢেকে বলেন তো ?
পাতিলের দুধ তো নয় যে কড়াই দিয়ে ঢেকে রাখব মাছি পড়ার ভয়ে;
স্তনে মাছি বসে না।
২| ০৫ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১১
সনেট কবি বলেছেন: অবশেষে ওকাজ করবেন?
০৫ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২৭
জাহিদ অনিক বলেছেন:
কী কাজ বলেন তো ?
৩| ০৫ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১৩
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: ৷৷ আহ!
অনিক ভাই,
এ যেন কবিতা না, প্রেমিকাকে খোঁজতে খোঁজতে গেঁথে ফেলা এক মালা। আসলেই কবিতার ঘ্রাণ মনোমুগ্ধকর।
প্লাস++++
০৫ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২৮
জাহিদ অনিক বলেছেন:
আহা !
সৈয়দ তাজুল ইসলাম
ভালো থাকুন ও কবিতায় থাকুন
৪| ০৫ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১৪
ল বলেছেন: ১৮+ কবিতায় ++++
ব্যক্তিগত নারীর মুখে মুখ লাগিয়ে শুনতে চাইব
তার নিজস্ব কোনও ভাষা আছে কী না।---
""''''দারুণ""" হৃদয়ে নির্যাস মাখানো প্রেম ও কামনার করুন আকুতি """'
নিরন্তর শুভেচ্ছা যুগান্তরের কবি।।
০৫ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩১
জাহিদ অনিক বলেছেন:
ঠিক আছে, বাচ্চাদের কবিতাও লিখব কখনো কখনো !
হৃদয়ে নির্যাস মাখানো প্রেম ও কামনার করুন আকুতি --- আহা !
৫| ০৫ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১৪
মোস্তফা সোহেল বলেছেন: সব সময় সব কিছু না জানায় ভাল কবি।
০৫ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩৫
জাহিদ অনিক বলেছেন:
হ্যাঁ তা ঠিক সব কিছু জেনে গেলে আর থাকে না কিছু, তাইতো অজানিতা।
ধন্যবাদ সোহেল ভাই
শুভ সন্ধ্যা
৬| ০৫ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১৬
আর্কিওপটেরিক্স বলেছেন: ভালো লাগে নি...
০৫ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩৬
জাহিদ অনিক বলেছেন:
সব কবিতা ভাল লাগতে নেই
৭| ০৫ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২৮
রাজীব নুর বলেছেন: স্তন তো শিশুর জন্যই।
ঝুলে যাওয়া রমনীর স্তন কেউ পছন্দ করে না।
০৫ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪০
জাহিদ অনিক বলেছেন:
কেস ঝুলে গেছে সেটা কে বলল ?
আমি তো শিশুর মুখের স্তনের কথাই বলেছি।
ধন্যবাদ
৮| ০৫ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪২
চাঁদগাজী বলেছেন:
মনে হয়, আপনি সুখানন্দের মহানুভবতা পেয়েছেন, নষ্ট কবি!
০৫ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫০
জাহিদ অনিক বলেছেন:
আপনি নিজেকে কবিতা ভালোবাসেন বলে দাবী করতেন।
হয় আমি কবিতা লিখতে জানি না, না হয় আপনারা কবিতা বোঝেন না।
মন্তব্য কি থিম বুঝে করেছেন নাকি শব্দ পড়ে ?
০৭ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৫৬
জাহিদ অনিক বলেছেন:
মনে হয় সবার রাগ আপনার উপর ঝেড়েছি
এতটা বলা উচিত হয়নি, আমি দুঃখিত। সত্যিই লজ্জিত
৯| ০৫ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫১
আহমেদ জী এস বলেছেন: জাহিদ অনিক,
যে দিন যায়, সে দিন যায়! স্তনে মুখ গোঁজা শিশু পিতা হয়ে ওঠে! ব্যক্তিগত নারী পরনারীর ঘোমটা টানে!
তবুও কবিদের অজানিত স্বপ্নাকাঙ্খা ঝরে ঝরে পরে কলমের কালি হয়ে খাতার পাতায়, তারপরে একদিন কবিতা হয়।
বারশিঙ্গা হরিণের ঘায়ে..... লাইনটি সুন্দর।
০৫ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫৬
জাহিদ অনিক বলেছেন:
স্তনে মুখ গোঁজা শিশু পিতা হয়ে ওঠে! উপরের একদুই জনকে আমি এই কথাটা বোঝাতে পারিনি।
আপনি কবি ও শিল্পী, আপনার মন্তব্য পেয়ে ভালো লাগলো প্রিয়।
শুভেচ্ছা ও কৃতজ্ঞতা
১০| ০৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:০৫
রাবেয়া রাহীম বলেছেন: নীচ থেকে দুই নাম্বার স্তাবক ভয়ঙ্ক্র সুন্দর হয়েছে।
অনিঃশেষ কষ্ট জাগানিয়া অনুভব নিয়ে প্রেম আর প্রেমিকার সন্ধান ।
দারুন কবি !! অনেক বেশী পূর্ণ একটি কবিতা।
ভালোবাসা রইল ।
০৭ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৩৪
জাহিদ অনিক বলেছেন:
কবিতা পূর্ণ হলেই ভয় হয়।
কবিতার অনেক পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়।
ধন্যবাদ কবি
১১| ০৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:১৪
ফেনা বলেছেন: "আমি সদৃশ কিংশুক, যেন গন্ধম ;
কামড়ের এমন দাগ লেপটে থাকে বুকে
যেন করেছ সংগম বিষ পিঁপড়ার সাথে। "
-জাহিদ অনিক
এমন দাগ; নষ্ট সমাজ করে ভিন্ন ভাগ
কামের সাগরে সবে সাতারকাটে
আমি দেখালেই তোমার বুক ফাটে
আমাকে নষ্ট কবি বলে করে দিলে ভাগ!!
নষ্ট তোমাদের চোখ, নষ্ট তোমাদের হৃদয়।
--- ফেনা
কিছু দৃষ্টি / নিউরণ ভ্রমে আচ্ছন্ন ব্লগারদের জন্য।
০৭ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৪০
জাহিদ অনিক বলেছেন:
সত্যি বলতে কবিতা সবার জন্য না।
আপনার মন্তব্য পেয়ে ভালো লাগলো
ভালো থাকুন, সুস্থ থাকুন সাগরের মোহনায় ফেনায় থাকুন
১২| ০৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ৩:১০
বাকপ্রবাস বলেছেন: আপনার প্রতিটা কবিতা পড়ে মনে হয় কবিতাই পড়লাম,যেখানে কবিতার নামে ফেনা তোলা হয়না, প্রতিটা লাইন ও শব্দ বিভাজন করে কবিতাই পাওয়া যায়। ভাল লাগে
০৭ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৪২
জাহিদ অনিক বলেছেন:
প্রতিটা লাইন ও শব্দ বিভাজন করে কবিতাই পাওয়া যায় বাকপ্রবাস, ভালো লাগলো আপনার মন্তব্য খুব।
ভালো থাকুন কবিতায় থাকুন
১৩| ০৬ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২০
সুমন কর বলেছেন: মোটামুটি লাগল !
০৭ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৫৭
জাহিদ অনিক বলেছেন:
থ্যাংকস সুমন দা, সবসময় পাশে থাকার জন্য।
ভালো থাকুন, সুস্থ থাকুন
১৪| ০৭ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৪৪
সামিয়া বলেছেন: অনেক কবিতা হয়ে গেছে, বই তো অনায়াসে হতে পারতো।
০৭ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৫৯
জাহিদ অনিক বলেছেন:
কবিতার বই হওয়ার জন্য প্রকাশক লাগে, প্রুফ রিডার লাগে- আরও কত কিছু লাগে।
আমি কোনও প্রকাশক চিনিনা, কোনও প্রকাশকও আমাকে চেনে না/ কিভাবে হবে আপু কবিতার বই !
থ্যাংকস সামিয়া আপু। ভালো থেকো শুভেচ্ছা ও ভালোবাসা
১৫| ০৭ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৫৯
মিথী_মারজান বলেছেন: কি যে সুন্দর একটা কবিতা!!!
অজানিতাকে কল্পনায় রেখে ভেঙেচুরে নিজেকে খোঁজা।
অজানাকে জানার,অজানিতাকে রাঙিয়ে দেবার আকাঙ্খায়,কি দারুন কাব্যিক ব্রত!
সিমিলি, মেটাফোরগুলো অসাধারন লেগেছে ভাইয়া।
কবিতায় মুগ্ধতা।
০৭ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:০১
জাহিদ অনিক বলেছেন:
আমার ভালোলাগে যখন কবিতায় কবিদের সুন্দর সুন্দর মন্তব্য পাই।
আপনি অনেকদিন পরে ব্লগে এলেন মিথী মারজান আপু। এসেই আমার এই কবিতায় এলেন এটাও একটা নিরব পাওয়া।
ভালো থাকুন প্রিয় কবি মিথী আপু, কবিতায় থাকুন
১৬| ০৯ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:০৬
নীলপরি বলেছেন: শব্দে শব্দে অন্বেষণ ভালো লাগলো ।
কবিতায় +++++
শুভকামনা
১০ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৩০
জাহিদ অনিক বলেছেন:
: শব্দে শব্দে অন্বেষণ ঠিক বলেছেন।
ধন্যবাদ কবি
১৭| ২৪ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:০২
খায়রুল আহসান বলেছেন: কবিতা চমৎকার হয়েছে। + +
সবচেয়ে চমৎকার তিনটে মন্তব্যঃ ৮, ১৫ ও ১৬ নম্বর, এসেছে যথাক্রমে আহমেদ জী এস, মিথী_মারজান এবং নীলপরি এর কাছ থেকে।
৭ নম্বরে দুটো প্রতিমন্তব্য এসেছে। দ্বিতীয়টির জন্য ধন্যবাদ। ভাল লেগেছে এ সৌজন্য ও অনুশোচনাবোধ।
২৫ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:৩০
জাহিদ অনিক বলেছেন: অনেক পুরাতন একটা কবিতা পড়ে খুব অনুপ্রেরণামূলক মন্তব্যে ভীষণ আপ্লুত হলাম প্রিয় কবি।
এই কবিতায় কিছু নেগেটিভ মন্তব্য পেয়েছিলাম। আপনার থেকে পজেটিভ মন্তব্য পেয়ে ভালো লাগছে।
শুভ সন্ধ্যা প্রিয় কবি
©somewhere in net ltd.
১| ০৫ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০৮
uzzalhosain বলেছেন: আরে এতো পাপ্ত বয়স্কদের কবিতা । তবে বেশি খোলামেলা হয়ে গেছে