নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যেসব কথা এই সামু ব্লগে লিখতে পারি না নানা কারনে- সেসব কথা আমার পার্সোনাল জার্নাল ব্লগে লিখি -- https://journalofjahid.com/

জাহিদ অনিক

ভালোবাসি কবি ও কবিতাকে

জাহিদ অনিক › বিস্তারিত পোস্টঃ

ক্ষণিকা

০৭ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫৯








তোমার চুল জংগলে মুখ গুঁজে
কীভাবে যে এতটা বড় হয়ে গেলাম;
বিশ্বাস করো,
নিজেকে এতখানি সুপুরুষ এর আগে কখনো ভাবিই নি।


তারপর ক্রমাগত -
বড় হতে হতে -
হঠাৎ চাইলাম ছোট হতে; ছোটলোক হতে!
আবার কাঁদতে চাইলাম শিশুর মত;
যেমন কেঁদেছিলাম জন্মের প্রথম দিন।
প্রেমিকারা কি মায়ের মত হতে পারে?
শিশুর কান্না থামাতে পারে?


শোনো ভালো মেয়ে-
আসো ভালোবাসো;
নদীর কাছে জলের গল্প করো
আর,
রাত্রির কাছে সন্ধ্যার পবিত্রতা বলো।


সময় এলে থমকে যেও
দমকা হাওয়া যেমন যায়;
বিদায়ের মানপত্র পড়তে এসো না,
চিরতরে চলে যেতে যদিওবা জানি; বিদায় জানাতে জানি না।




------------------------------------

৭/১/২০১৯
(ছবিঃ ইন্টারনেট থেকে নেয়া)

মন্তব্য ৩৪ টি রেটিং +৮/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০৫

শায়মা বলেছেন: ভালোবাসো শুধু ভালোবাসো

:) :) :)

০৭ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০৭

জাহিদ অনিক বলেছেন:

সব কবিতা হয়ত গান হতে পারে, কিন্তু এই গানটা ঠিক কবিতার মত।

২| ০৭ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২২

মনিরা সুলতানা বলেছেন: ঠিক সন্ধ্যার ছায়া নামিয়ে দেয়া স্নিগ্ধ কবিতা!
গোধূলী লগ্নে’র পবিত্রতা মেখে আছে কবিতার গায়ে।

০৭ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২৯

জাহিদ অনিক বলেছেন:
কবিতার গায়ে লেপ্টে থাকা স্নিগ্ধতা কবিরাই দেখতে পায়।
শুভ সন্ধ্যা

৩| ০৭ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২৭

নীলপরি বলেছেন: বাহ! দারুণ

শুভকামনা কবি

০৭ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩১

জাহিদ অনিক বলেছেন:
শুভেচ্ছা ও ধন্যবাদ কবি।
শুভ সন্ধ্যা

৪| ০৭ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩১

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
নির্মল ভালবাসার এক ছবি অংকিত হয়েছে কবিতায়।

যেন সব অপুর্ণতা প্রিয়তমা পূর্ণ করে দেয়।

০৭ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩৩

জাহিদ অনিক বলেছেন: ধন্যবাদ সৈয়দ তাজুল ইসলাম
আপনার মন্তব্যে প্রীত হ'লাম।
আপনাকেও শুভেচ্ছা

৫| ০৭ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩৫

আর্কিওপটেরিক্স বলেছেন: এটা ভালো লেগেছে B-))

০৭ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩৯

জাহিদ অনিক বলেছেন:
কবিতা ভালো লেগেছে জেনে আনন্দিত হ'লাম।
ধন্যবাদ আর্কিওপটেরিক্স
ভালো থাকুন। শুভেচ্ছান্তে

৬| ০৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:১৪

রাজীব নুর বলেছেন: আজ সারাদিনে সামুতে অনেক কবিতা পোষ্ট হয়েছে। আমি কসম খেয়ে বলতে পারি আপনার কবিতাটাই সবচেয়ে সেরা।

০৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৪০

জাহিদ অনিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ রাজীব ভাই।
আপনার মন্তব্যে আপ্লুত হলাম।

৭| ০৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৩৭

মনিরা সুলতানা বলেছেন: শায়মার দেয়া গান টা তো সুন্দর !!
মাত্রই শুনলাম;

কবিতায় ম্যাচিং ম্যাচিং !

০৮ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩২

জাহিদ অনিক বলেছেন:
হ্যাঁ গানটা খুব সুন্দর।
ফিরতি মন্তব্যে আবারও ধন্যবাদ রইলো মনিরা আপু

৮| ০৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:২৭

হাবিব বলেছেন:




কবিতার পুরুষ আপনি......
আপনি আসলেই জাত কবি!

০৮ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩৬

জাহিদ অনিক বলেছেন:
কবিতার পুরুষ, কবিতার নাড়ী, কবিতার শিশু কবিতার পাঠক হতে চাই মাঝমাঝে।
ধন্যবাদ হাবিব স্যার

৯| ০৮ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৭:১৭

জুনায়েদ বি রাহমান বলেছেন: দারুণ একটা কবিতা পড়লাম।

০৮ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৪৮

জাহিদ অনিক বলেছেন: ধন্যবাদ মিঃ বি রহমান।
ভালো থাকুন

১০| ০৮ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:২৩

নজসু বলেছেন:



মেয়েরা মমতাময়ী।
হোক সে মা কিংবা প্রেমিকা।
সন্তানের জন্য মায়ের হৃদয় যতটা ব্যতিথ হয় আর কোন নারীর হবে কিনা জানিনা।

প্রিয় কবি আমার,
আপনার কবিতায় সর্বদা মুগ্ধতা থাকে আমার।

০৮ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫০

জাহিদ অনিক বলেছেন:
নসজু, আপনার মন্তব্যে ভালো লাগলো, কিন্তু সব সময়ে মুগ্ধতা থাকাটাও আবার আমার জন্য একটু সমস্যা।
ভালো থাকুন, সুস্থ থাকুন।

১১| ০৮ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০০

বলেছেন:
প্রেমিকার কি মায়ের মতো হতে পারে!! -- কবি রুপক অর্থে নারীবাদী হয়ে ওঠে।।।

বিদায় জানাতে জানি না!!!-----এভাবে চলা যাওয়া কবির শাস্ত্রে নেই। --



মুগ্ধতা!!!

০৯ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:১২

জাহিদ অনিক বলেছেন:

কবির কোনো শাস্ত্র নেই যদিও আপনার জীবনের ব্যকরণ আছে।
ধন্যবাদ মিঃ ল

১২| ০৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:১১

ইসিয়াক বলেছেন: শুভকামনা।শুভরাত্রি।ধন্যবাদ

০৯ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:১২

জাহিদ অনিক বলেছেন:
ধন্যবাদ ইসিয়াক
ভালো থাকুন

১৩| ০৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৩৪

সুমন কর বলেছেন: সুন্দর এবং মিষ্টি। +।

০৯ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:১৩

জাহিদ অনিক বলেছেন:

থ্যাংকস ! সুমন দা' :)

১৪| ১৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:০৩

নাহিদ০৯ বলেছেন: আপনার কবিতা যে কতবার করে পড়ি। দারুন লাগলো কবিতার আকুতি’র ভাষা।

১৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:৪৩

জাহিদ অনিক বলেছেন: এরকম নিরবিচ্ছিন্ন ভালোবাসা দেন বলেই হয়ত লিখতে ইচ্ছে করে।
ভালোবাসা ও শুভেচ্ছা রইলো নাহিদ শূন্য নয়।

১৫| ২৩ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩৫

মোঃসালাহ্উদ্দিন বলেছেন: অনবদ্য।। শুভকামনা।।

২৮ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:৫৩

জাহিদ অনিক বলেছেন:
ধন্যবাদ মোঃ সালাহউদ্দিন
ভালো থাকুন

১৬| ২৫ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:১৫

ভ্রমরের ডানা বলেছেন:



খুবই আবেগঘন! ভাল লেগেছে!

২৮ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:৫১

জাহিদ অনিক বলেছেন: ধন্যবাদ কবি।
কেমন আছেন? দেখি না অনেকদিন

১৭| ৩০ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:২৬

খায়রুল আহসান বলেছেন: "প্রেমিকারা কি মায়ের মত হতে পারে?
শিশুর কান্না থামাতে পারে?" - পারে! ক্ষণিকারাও পারে, স্থায়ীরাও পারে, অদৃশ্যরাও পারে। তবে তাদের সংখ্যাটি অতি নগণ্য। কান্নায় ভাসিয়ে দিতে পারার সংখ্যাটাই ঢের বেশী।

২৮ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:৫০

জাহিদ অনিক বলেছেন: শ্রদ্ধেয় কবি, অনেকটা দেরী করে এসেছি রিপ্লাই করতে। মার্জনা করবেন নিজ গুণে।

আপনার মন্তব্যের প্রত্যাকটি কথাই সঠিক। প্রেমিকারা চাইলে হয়ত অনেক কিছুই পারে। পুরুষ পারে না।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সতত শ্রদ্ধা ও শুভকামনা জানবেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.