নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যেসব কথা এই সামু ব্লগে লিখতে পারি না নানা কারনে- সেসব কথা আমার পার্সোনাল জার্নাল ব্লগে লিখি -- https://journalofjahid.com/

জাহিদ অনিক

ভালোবাসি কবি ও কবিতাকে

জাহিদ অনিক › বিস্তারিত পোস্টঃ

প্রথম বন্ধনী

২০ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৩৩







প্রতিদিন ভাবি অক্লেশে আরও একবার তার প্রেমে পড়া যায় -
যার চোখে নীলমণি;
যার ঠোঁটে উপর ও নিচে অস্ফুট শব্দেরা করে আত্মগোপন
সেই হাসিতে আরও একবার খুব করে খুন হওয়া যায়,
দু’হাত প্রসারিত করে পাখির মত নিজেকে ফেলে দেয়া যায় পর্বত গিরিখাদে।

দিন শেষে যখন ভর করে বিষাদ;
মন চায় যাই ছুঁয়ে দেই----
ছুঁয়ে দেই তাকে কবিতা ও শব্দের বাহানায়-
ছুঁয়ে দেই শরীর তার;
যেখানে ইচ্ছে- ইচ্ছেমত যতক্ষণ খুশি,
ছুঁয়ে দেই তাকে; যাকে ছুঁলে কবিতারা হয়ে ওঠে শাশ্বত।


শীতের গরম স্নানে-
ইচ্ছে করে তাকে মাখি ফেনা-ওঠা সুগন্ধি সাবানের মত;
ইচ্ছে করে শুদ্ধ হই- তাকে ছুঁয়ে ঋদ্ধ হই
ইচ্ছে করে ইচ্ছেগুলো অবাধ্য হোক
ইচ্ছে করে তাকে নিয়ে বোতাম-খোলা কাব্য লিখি।
একটা জীবন থাক না পড়ে এমন প্রেমের পিছুটানে,
ইচ্ছে করে এমনভাবে প্রথম প্রেমে আরও পড়ি।


---------------------------
১৯/১/২০১৯

ছবিঃ ইন্টারনেট থেকে নেয়া

মন্তব্য ৫৮ টি রেটিং +১৭/-০

মন্তব্য (৫৮) মন্তব্য লিখুন

১| ২০ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৪২

হাবিব বলেছেন: অসাম শব্দের বুনট

২০ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫২

জাহিদ অনিক বলেছেন:
অনেক ধন্যবাদ হাবিব স্যার। প্রথম মন্তব্যে ভালোলাগা রইলো।
ভালো থাকুন সুস্থ থাকুন । শুভ সন্ধ্যা

২| ২০ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৪৩

Ashfi Tuhin বলেছেন: অসাধারণ

২০ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫৩

জাহিদ অনিক বলেছেন: অনেক ধন্যবাদ Ashfi Tuhin
ভালো থাকুন সুস্থ থাকুন।

৩| ২০ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:২৯

ফয়সাল রকি বলেছেন: বার বার প্রেমে পড়তে মন চায়।
+++

২০ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩০

জাহিদ অনিক বলেছেন:
প্রেমে পড়া পুণ্যের কাজ

৪| ২০ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২৯

চাঁদগাজী বলেছেন:


কবিতাটি অদ্ভুত লাগছে, মানব মনের অনুভুতিগুলো ভাষা পেয়েছে

২০ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩৪

জাহিদ অনিক বলেছেন: প্রত্যেকটা মানব মনের চিন্তা চেতনা প্রায় মৌলিক ও অদ্ভুত, অনুভূতিগুলোর বহিঃপ্রকাশও ভিন্ন ভিন্ন।
ধন্যবাদ ভালো থাকুন।

৫| ২০ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫৬

সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে।

২০ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:১৯

জাহিদ অনিক বলেছেন:

ধন্যবাদ সুমদ দা।
শুভ রাত্রি

৬| ২০ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:১৭

বিদ্রোহী ভৃগু বলেছেন:
প্রথম প্রেম যে একবারই হয় কবি!
বাকী জীবন কেবলই স্মৃতি চারণ ;)

শব্দের দারুন করিগরির কবিতায় ভাললাগা রইল :)

+++++

২০ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:২২

জাহিদ অনিক বলেছেন:

আমার কাছে একটু ভিন্ন, যতবারই প্রেমে পড়ি মনে হয় সবটাই প্রথম প্রেম।
ধন্যবাদ কবি ভায়া। ভালো থাকুন কবিতায় থাকুন

৭| ২০ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:৫৪

রাজীব নুর বলেছেন: কবিতা পবিত্র জিনিস। এখানে সব দায়ের অবসান। এখানে পরম শান্তি। সেই কবিতাকে ভালোবাসো। ... সব সময় মনে রেখ - লোকটা যখন কবিতা লিখছে - নিজেকে পুড়িয়ে লিখছে।' - রাম বসু

২০ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:২৩

জাহিদ অনিক বলেছেন: আহা ! রাম বসু ভালো বলেছেন।
ভালো থাকুন রাজীব ভাই।
শুভ রাত্রি

৮| ২০ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:৩৬

প্রামানিক বলেছেন: একই প্রেম বার বার হয় না। চমৎকার কবিতা। ধন্যবাদ

২০ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:২৪

জাহিদ অনিক বলেছেন:
অনেক ধন্যবাদ জনাব প্রামানিক।
ভালো থাকুন। একই প্রেম বারবার না হলেও অনেকভাবে হয়।

৯| ২০ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:৪৪

আর্কিওপটেরিক্স বলেছেন: আহা.....
শব্দের অনুপম প্রকাশ......
চমৎকার লেগেছে.....

২০ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:২৫

জাহিদ অনিক বলেছেন:
আহা ! মন্তব্যে ভালোলাগা রইলো আর্কিও---রিক্স।
ভালো থাকুন - শুভেচ্ছান্তে

১০| ২০ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:৪৬

তারেক ফাহিম বলেছেন: চমৎকার শব্দের কারিগর।

২০ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:২৬

জাহিদ অনিক বলেছেন:
অনেক ধন্যবাদ তারেক ফাহিম। ভালো থাকুন সুস্থ থাকুন। কবিতায় থাকুন।
শুভেচ্ছা ও শুভ রাত্রি

১১| ২০ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:৫৫

কালীদাস বলেছেন: স্যরি, এইটা ভাল লাগে নাই। শিরোনামটা কেমনে ভেতরের কনটেন্টের সাথে মিলে সেইটা পরিষ্কার হৈল না আমার কাছে।

২০ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:২৯

জাহিদ অনিক বলেছেন: বেশ ! কবিতা ভালোলাগে নাই সেটা অকপটে জানানোর জন্য ধন্যবাদ।

শিরোনামটা নিয়ে একটু কথা বলি---- প্রথম বন্ধনী বলতে ম্যাথের parenthesis ভাবলে চলবে না।
ধরুন একটা শব্দ, বন্ধনী। যে বেঁধে রাখে। প্রথমে যে বেঁধে রেখেছিল সে প্রথম বন্ধনী। প্রথম প্রেমিকা হতে পারে সে-----------

অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইলো। শুভেচ্ছা

১২| ২০ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৪৬

আখেনাটেন বলেছেন: কবি সাবধান, এই ইচ্ছে নামক জিনিসটা কিন্তু রাগী ষাঁড়। সামনে যাকে দ্যাখে তাকেই শিং বাঁকিয়ে তাড়া দিতে চায়। :P

২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ১:৫৬

জাহিদ অনিক বলেছেন: হ্যাঁ সে তো অবশ্যই ইচ্ছে একটা মানসিক রোগও বটে
থ্যাংকস আখেনাটেন।ভালো থাকুন সর্বদা। শুভ রাত্রি

১৩| ২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:০৪

মনিরা সুলতানা বলেছেন: প্রথম বন্ধনী !
সে এক অন্য রকম অনুভব ।

২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ১:৫৭

জাহিদ অনিক বলেছেন: ধন্যবাদ কবি,
প্রথম বন্ধনী অবশ্যই গুরুত্বপূর্ণ হোক সেটা ম্যাথম্যাটিক্সে কিংবা সম্পর্কে।
শুভেচ্ছা ও কৃতজ্ঞতা

১৪| ২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:২৭

বলেছেন: বোতাম খোলা ---বোতলে রাখা সুরা পান ---

দারুণ আবেদন কবিতায় +++

২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ১:৫৮

জাহিদ অনিক বলেছেন: অনেক ধন্যবাদ মিঃ ল।
কবিতার আবেদন পড়েছেন দেখে ভাললাগলো।
শুভেচ্ছা ও কৃতজ্ঞতা

১৫| ২১ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৩৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
কবিতার নাম করণ কি স্বার্থক হয়েছে।

কবিতা ভাল হয়েছে কিন্তু নামের সাথে কোন মিল কি আছে ?

২১ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫৯

জাহিদ অনিক বলেছেন:
শিরোনামটা নিয়ে একটু কথা বলি---- প্রথম বন্ধনী বলতে ম্যাথের parenthesis ভাবলে চলবে না।
ধরুন একটা শব্দ, বন্ধনী। যে বেঁধে রাখে। প্রথমে যে বেঁধে রেখেছিল সে প্রথম বন্ধনী। প্রথম প্রেমিকা হতে পারে সে-----------

অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইলো। শুভেচ্ছা মাইদুল ভাই

১৬| ২১ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৫৭

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: ভালো লাগল ।

২১ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:০১

জাহিদ অনিক বলেছেন:
অনেক ধন্যবাদ একজন অশিক্ষিত মানুষ
ভালো থাকুন

১৭| ২১ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৩৪

ফেনা বলেছেন: "প্রতিদিন ভাবি অক্লেশে আরও একবার তার প্রেমে পড়া যায় -
যার চোখে নীলমণি;
যার ঠোঁটে উপর ও নিচে অস্ফুট শব্দেরা করে আত্মগোপন
সেই হাসিতে আরও একবার খুব করে খুন হওয়া যায়,
দু’হাত প্রসারিত করে পাখির মত নিজেকে ফেলে দেয়া যায় পর্বত গিরিখাদে। "

--- এই অংশটুকু পড়েই ফিদা হয়ে গেছি।
সম্পুর্ণ কবিতাই মুগ্ধতা।

আপনার এই কবিতাটি জানাও ডট কম দিবার অনুমতি চাইছি। জানাবেন।

ভাল থাকবেন সতত।

২১ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:০২

জাহিদ অনিক বলেছেন:
নিশ্চয়ই ফেনা, আপনি জানাও ডট কমে কবিতাটি দিতে পারেন। আমার আপত্তি নেই।
ভালো থাকুন সতত। শুভেচ্ছা ও কৃতজ্ঞতা। আপনার আন্তরিক মন্তব্য ভালোলাগলো।

১৮| ২১ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৫৪

শিখা রহমান বলেছেন: জাহিদ তোমার এই কবিতাটা কি যে ভালো লেগেছে!! প্রিয়তে নিলাম।

তোমার মতো দুর্দান্ত লিখতে পারলে এই কবিতাটা আমিই লিখতাম। কবিতার প্রতিটা লাইন আমার কথাই বলে।

একরাশ ভালোবাসা কবিকে আর অতল মুগ্ধতা কবিতায়। শুভকামনা সতৎ প্রিয় কবি!!

২১ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:০৫

জাহিদ অনিক বলেছেন:

চমৎকার মন্তব্যে আপ্লূত হলাম প্রিয় কবি শিখা রহমান।
আপনি কবিতাটি প্রিয়তে রেখেছেন দেখে দারুনভাবে পুলকিত হলাম।
ভালো থাকুন প্রিয় কবি, আপনাকেও অশেষ ভালোবাসা ও শুভেচ্ছা রইলো আপু

১৯| ২১ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৪৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর কবিতা

২১ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫৬

জাহিদ অনিক বলেছেন:

থ্যাংকস ছবি আপু। শুভ সন্ধ্যা।
ভালো থেকো সুস্থ থাকো আপু

২০| ২১ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:২২

এম. বোরহান উদ্দিন রতন বলেছেন: চিত্রকর্মটি কোথায় থেকে নিয়েছেন? জানতে পারি কি ? তবে কবিতার কথাগুলো বেশ ভালো লেগেছে

২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:০৪

জাহিদ অনিক বলেছেন:

সর‍্যি , ছবিটা ইন্টারনেট থেকে নেয়া। লিখে দিতে ভুলে গিয়েছিলাম। এখন লিখে দিচ্ছি।
থ্যাংকস এ লট। ভালো থাকুন।

২১| ২১ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪৭

বাকুম বলেছেন: মুগ্ধ ❤❤

২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:০৭

জাহিদ অনিক বলেছেন:
অনেক ধন্যবাদ বাকুম।
ভালো থাকুন। কালো ভালোবাসায় ভাসিতো হলাম।
শুভেচ্ছান্তে

২২| ২১ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫৩

নীলপরি বলেছেন: অসাধারণ লিখেছেন কবি ।
+++++++
শুভকামনা

২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:০৮

জাহিদ অনিক বলেছেন: বাহ কবি নীলপরি, আপনার মন্তব্য পেয়ে ভালোলাগলো। ভালো থাকুন, শুভ সন্ধ্যা

২৩| ২১ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সুন্দর লিখেছেন।

মন্তব্যগুলো খুব মন দিয়ে পড়লাম। মন্তব্যের উপরও মন্তব্য করতে ইচ্ছে হচ্ছিল :)

'বোতাম-খোলা' কাব্য কথাটা ভালো লেগেছে। ওপরে আরো একজন বলেছেন।

আচ্ছা, প্রেমে পড়ার জন্য কি 'ইচ্ছে' করতে হয়? মনের ওপর কারো হাত নেই- মন এমনিতেই প্রেমে পড়ে যায় :)

২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:১৩

জাহিদ অনিক বলেছেন:
ওয়াও সোনাবীজ ভাইয়া,
অনেকদিন পরে কবিতায় আপনার মন্তব্য পেয়ে আপ্লূত হলাম। মন্তব্যের মত মন্তব্য হলে সত্যিই মন্তব্যের উত্তর দিতে ইচ্ছে করে।
উপরে কারও কারো মন্তব্য আমারও বেশ মনে ধরেছে।
প্রেমে পড়ার জন্য ইচ্ছে করতে হয় কী ? আমার তো মনে হয় প্রেম হয়ে গেলে তারপর নানা রকম ইচ্ছে জাগে ;)

অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইলো ভাইয়া। শুভ সন্ধ্যা

২৪| ২১ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫৯

জুন বলেছেন: এত প্রেম আর প্রেম :-* পাইছে কিসে জাহিদ অনিক B:-)
প্রেম ছাড়া কবিতার প্রত্যাশায় :P
কবিতায় ১৩ নং প্লাস দিলাম।

২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:২২

জাহিদ অনিক বলেছেন:


হা হা, জুন আপু--------------------
আমি সত্যিই বিব্রতবোধ করছি, আমার কবিতায় শুধু প্রেম আর বিরহের কথা থাকে বলে।
প্রেম ছাড়া আমার কয়েকটা কবিতা আছে, যেমন--

কবিতাশ্বর

যৌবনা পায়রা

অবকাশ

মন খারাপের আদ্যোপান্ত

প্রলাপ

এইগুলো তে চোখ বুলাতে অনুরোধ করছি।
(অনেকগুলো কবিতার লিংক দিয়ে ফেললাম সেজন্য সত্যিই আমার বিব্রতকর অবস্থা ও লজ্জিত, একচুয়ালি কেউ কবিতা পড়তে চাইলে নিজেকে আর সংবরণ করতে পারি না)

ভালো থাকুন জুন আপু। অনেকনেক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা

২৫| ২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:০১

আহমেদ জী এস বলেছেন: জাহিদ অনিক,




ধনুকের মতো বাঁকানো ঠোঁটের জ্যা'য়ে যখন টংকার ওঠে তখন খুন হয়ে যেতে মানা নেই। অমন হাসি নিয়ে ছোরার মতো হৃদয়ে প্রবেশ করে যে নারী , তাকে তো বারে বারে ছুঁয়ে দিতে ইচ্ছে করেই। কিন্তু হায় ! না আমি পারি তাকে ছুতেঁ, না সে আমাকে।

এই কবিতাটি মোটামুটি লেগেছে তবে উপরের লাইন দু'টো কবিতার আবেগের দিকে লক্ষ্য রেখে করা।

২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:২৪

জাহিদ অনিক বলেছেন:
শ্রদ্ধেয় আহমেদ জী এস,
মন্তব্যের প্রথম প্যারা যথাযথ কাব্যিক ও আবেগময়। আমাকে ইন্ধন জোগাবে নতুন কাব্যে। আপনি কবি বলেই হয়ত এভাবে মন্তব্য করতে পারলেন।

মন্তব্যের শেষ লাইনটির জন্য আমি সুযোগ পাচ্ছি নিজেকে শাণিত করার।
অনেক অনেক ভালো থাকুন ও সুস্থ থাকুন এই কামনা। শুভ সন্ধ্যা।

২৬| ২২ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:০৩

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

২২ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:১৭

জাহিদ অনিক বলেছেন: ধন্যবাদ কবি সেলিম আনোয়ার।
ভালো থাকুন সুস্থ থাকুন। সুভেচ্ছা ও শুভ্রাত্রি

২৭| ২৩ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:০৭

পদাতিক চৌধুরি বলেছেন: বেপরোয়া ইচ্ছেরা ডালা সাজিয়ে এভাবে ঋদ্ধ করুক আমাদের কবিতার ছন্দে । কাব্যিক আলপনায় মুগ্ধ হলাম।

শুভেচ্ছা ও ভালবাসা সতত।

২৮ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:৫২

জাহিদ অনিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় ব্রাদার পদাতিক চৌধুরী।
ভালো থাকুন সুস্থ থাকুন

২৮| ২৭ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৩৭

মোঃসালাহ্উদ্দিন বলেছেন: পাঠে মুগ্ধ হলাম।।শুভকামনা।।

২৮ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:৫৩

জাহিদ অনিক বলেছেন: অনেক ধন্যবাদ
শুভেচ্ছা ও কৃতজ্ঞতা

২৯| ১৬ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:৪০

খায়রুল আহসান বলেছেন: অসাধারণ কবিতা! কবিতার তিনটে স্তবকই আপন আপন দ্যোতনায় সুপ্রকাশিত।
প্রথম স্তবকে "খুন হওয়া যায়" কথাগুলো আমার একটু অপছন্দের- নিতান্তই ব্যক্তিগত অভিমত। খুন হবার বদলে "ভেসে যাওয়া যায়" বা এ ধরণের অন্য কোন কিছু বলা যায় কিনা, একটু ভেবে দেখতে পারেন। তবে কবি যেমনটি মনে করেন, সেটিই প্রকৃতপক্ষে সঠিক অভিব্যক্তি হতে পারে।
কবিতাটি চাঁদগাজী সাহেবের প্রশংসা পেয়েছে দেখে প্রীত হ'লাম। কবিতায় "মানব মনের অনুভুতিগুলো ভাষা পেয়েছে" - ওনার এ কথাগুলোর সাথ্যে আমি একমত। তবে ওনার মন্তব্য পড়ে মনে হলো, অদ্ভূত শব্দটা হয়তো তিনি নেতিবাচক কোন অর্থে নয়, অসাধারণ বা এরকম কিছু বোঝাতে ব্যবহার করেছেন।
'সব সময় মনে রেখ - লোকটা যখন কবিতা লিখছে - নিজেকে পুড়িয়ে লিখছে।' - রাম বসু - এমন একটা চমৎকার কথা উদ্ধৃত করার জন্য রাজীব নূর কে ধন্যবাদ।
আপনি সাধারণতঃ কবিতায় ব্যবহৃত ছবির সূত্র উল্লেখ করেন। এটাতে করেন নাই, যদিও একটা প্রতিমন্তব্যে উল্লেখ করে দিবেন বলে লিখেছেন।
কবিতায় প্লাস +।

২৮ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:০১

জাহিদ অনিক বলেছেন: "খুন হওয়া যায়" এটা বলতে আসলে বুঝিয়েছি এমন একটা অনুভুতি যে পেলে পাখি ভেবে পাহাড়ের উপর থেকে প্রচণ্ড উল্লাসে নিজেকে এক ঝটকায় খাদে ফেলা দেয়া যায়, সেরকম কিছু অনুভিতির কথা। মূলত প্রচণ্ড সুখানুভূতির কথাই বলেছি।
"ভেসে যাওয়া যায়" হ্যা, সেটাও বলা যায়। নিশ্চয়ই আপনার শব্দ চয়ন অপছন্দ করবার মতন নয় প্রিয় কবি।


এই প্রতিমন্তব্যটা এর আগে একবার লিখে, লগিন না করেই 'মন্তব্য প্রকাশ করুন' বাটুনে ক্লিক করেছিলাম, ফলে হারিয়ে গিয়েছিল। পরে কিছু একটা নিয়ে ব্যস্ত ছিলাম একটু তাই ঐ সময়ে আর ব্লগে ফেরা হয়নি।

দেরী করে মন্তব্যের উত্তর দেয়াতে আন্তরিকভাবে দুঃখিত ও লজ্জিত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.