নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যেসব কথা এই সামু ব্লগে লিখতে পারি না নানা কারনে- সেসব কথা আমার পার্সোনাল জার্নাল ব্লগে লিখি -- https://journalofjahid.com/

জাহিদ অনিক

ভালোবাসি কবি ও কবিতাকে

জাহিদ অনিক › বিস্তারিত পোস্টঃ

অকথ্য

৩০ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:২৮





কেউ লিখুক
অন্তত কিছু একটা লিখুক!
আমার চোখ কতদিন দ্যাখে না শব্দের ঝড়
আমার কান কতদিন শোনেনা শব্দের সিঞ্জন;
কতদিন আমি শব্দের বুনো গন্ধ পাই না।
কেউ লিখুক-
কিছু অন্তত লিখুক।

তাসের কার্ড পেটাতে পেটাতে কেউ অন্তত একটা খিস্তি দিক
মাতাল পাড় উন্মাদ ডেকে উঠুক মাঝরাতে-
যুবতী তার কাঁপা গলায় একটু গোঙ্গানি দিয়ে উঠুক-
মা'এর স্তন কামড়ে শিশু একবার কেঁদে উঠুক!

জাহাজের কাপ্তান নোঙর তুলে ভ্যাপু বাজাক
সৈনিক তার পায়ে পায়ে মাদল বাজাক,
একজন বাদক সেতারে একটু বাজাক খেয়াল বন্দিস!
একজন কবি অন্তত দু'চারটা শব্দ লিখুক।

একজন পুরুষ দাবী করুক সে পুরুষ
একজন নারী তার চুল খুলে ঝড় ডাকুক-
মেঘ একবার গুড়গুড় ডাকুক
বৃষ্টি একবার আসুক!

কেউ একবার -
অন্তত কিছু একটা লিখুক
কেউ পথের সাথে একবার হাঁটুক
কানেকানে ফিসফিস; কেউ একবার কিছু অন্তত বলুক।


-----------------------

ছবিঃ ইন্টারনেট
৩০/১/২০১৯

মন্তব্য ৩৬ টি রেটিং +১০/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ৩০ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৩৩

ঋতো আহমেদ বলেছেন: বাহ্,, আপনার কবিতা দিনে দিনে ঈর্ষনীয় হয়ে উঠছে। ভালো লেগেছে।+++

ছবিটা কি রাবির কোনো দেয়ালের?

৩০ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩৪

জাহিদ অনিক বলেছেন: হুম্ম কবিদের ঈর্ষার কারণ হতে পারলে ভালোই লাগে।
শুভ সন্ধ্যা ঋতো আহমেদ। ছবিটা ইন্টারনেট থেকে নিয়েছি, রাবির দেয়াল থেকে কিনা আমি সত্যি জানি না।

২| ৩০ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৩৩

কাওসার চৌধুরী বলেছেন:



আপনার ব্যতিক্রমধারী ভাবনা আর উপস্থাপনা আমার ভাল লাগে। এগুলো পাঠকের মনে ভাবনার খোরাক যোগায়। আজকের কবিতাটিও ভাবনায় বৈচিত্র্য আছে। ++++

৩০ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩৩

জাহিদ অনিক বলেছেন: কবিতা ভালো লেগেছে এবং উপস্থাপনা আপনার ভালো লাগে এটা জেনে খুব ভালো লাগছে আমারও।
অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রিয় লেখক কাওসার চৌধুরী
ভালো থাকুন শুভেচ্ছা

৩| ৩০ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: বৈচিত্র্যময় আপনার লেখা। ভালো লাগলো। ++

৩০ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩৫

জাহিদ অনিক বলেছেন: অনেক ভালো লাগলো আপনার মন্তব্য স্বপ্নবাজ সৌরভ
ভালো থাকুন সতত, শুভ সন্ধ্যা

৪| ৩০ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:০০

চাঁদগাজী বলেছেন:


কোন মানুষ যেন নির্জনতায় না ভোগেন, জীবন যেন থেমে না যয়।

৩০ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩৫

জাহিদ অনিক বলেছেন: নির্জনতা কখনো কখনো বড্ড আরাধ্য। তবে হ্যাঁ জীবন থামিয়ে দিতে নেই।'
অনেক ধন্যবাদ

৫| ৩০ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪৪

শায়মা বলেছেন: আহারে ভাইয়াটার কোথাও কেউ নেই ...... :(


এটাকে বলে রবিনসন ক্রুশো সিন্ড্রোম। কবিদের হয় ....

৩০ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩৬

জাহিদ অনিক বলেছেন: হুম ! কোথাও কেউ না থাকাটাও একটা থাকা, একটা শূন্যতা থাকা। সেটাকে অনুভব করা--- নেই বলে কিছু নেই হয়ত।

৬| ৩০ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:১০

তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: সুখ নিয়ে কিংবা দুঃখ নিয়ে হলেও হোক, একটা জীবন নতুন করে বাঁচুক।

৩০ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩৮

জাহিদ অনিক বলেছেন: আহ দারুণ আহবান।একটা জীবন নতুন করে বাঁচুক। ধন্যবাদ তাজেরুল ইসলাম স্বাধীন
ভালো থাকুন, সুস্থ থাকুন।শুভেচ্ছা

৭| ৩০ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:৩৮

রাজীব নুর বলেছেন: আপনার এই কবিতাটা অত্যাধিক সুন্দর হয়েছে।
দশে দশ দিলাম।

৩১ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:১৪

জাহিদ অনিক বলেছেন: দশে দুই তিন দিন প্লিজ !

৮| ৩০ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:৪৯

সুমন কর বলেছেন: হুম, ২/৪টা শব্দ লেখা উচিত !! :(

ভালো হয়েছে।

৩১ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:১৫

জাহিদ অনিক বলেছেন: আপনি অনেকদিন লেখেন না সুমন দা

৯| ৩০ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৪৬

হাবিব বলেছেন: জাহিদ ভাইয়ের লেখার মাঝে যেন অন্য রকম স্বাধ

৩১ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:১৬

জাহিদ অনিক বলেছেন:
ধন্যবাদ হাবিব স্যার-- আমি চেষ্টা করি ভিন্ন কিছু লিখবার রোজ--
ভালো থাকুন

১০| ৩১ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৩৬

শিখা রহমান বলেছেন: জাহিদ তোমার এই কবিতাটা অন্য রকম, কিন্তু কি যে ভালো!!

এই প্রথম তোমার কবিতার কোন লাইন বা স্তবক আলাদাভাবে বেশী ভালো লেগেছে বলতে পারছি না।
কবিতাটার সব লাইনেই এত্তো ভালোলাগা আর মুগ্ধতা।

ভালো থেকো কবিতায় আর কবিতারা ভালোবাসুক তোমাকে।
শুভকামনা প্রিয় কবি।

৩১ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:১৮

জাহিদ অনিক বলেছেন: হ্যা শিখা আপু-- এই কবিতাটা আমার অন্যগুলো থেকে আলাদা। আপনার মন্তব্যে আপ্লুত হলাম এবং প্রীত হ'লাম।
ভালোবাসা ও শুভেচ্ছা আপনার জন্যও।

১১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৩:৪৯

বলেছেন: কেউ লিখুক -- মিথ্যা হ'লে বলুক কবি তোমার জন্য ললাটে দিয়েছে ভালোবাসার তিলক।


দারুণ উপলব্ধি কবিতায় মুগ্ধতা++++

০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৪০

জাহিদ অনিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মিঃ ল
ভালো থাকুন সুস্থ থাকুন

১২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৩৬

নীলপরি বলেছেন: বাহ! দারুণ কবি । অসাধারণ ।

++++++
শুভকামনা

০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৪১

জাহিদ অনিক বলেছেন: আন্তরিক অনেক ধন্যবাদ কবি-
শুভেচ্ছা ও ভালোবাসা রইলো।

১৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:০৭

শাহরিয়ার কবীর বলেছেন:

একটু ভিন্ন স্বাদের কবিতা পড়লাম। :)


কবিতাটি সুন্দর হয়েছে+++

০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৩৫

জাহিদ অনিক বলেছেন: কবির মন্তব্য পেয়ে ভালো লাগলো।
ভালো থাকুন ভাইয়ু

১৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:১৪

নাহিদ০৯ বলেছেন: বরাবর এর মতোই সুন্দর। কিন্তু প্রতিবার ই আলাদা আলাদা একটা ভালো লাগা থাকে আপনার কবিতায়।

কবিতার আমি কখনোই ভক্ত ছিলাম না। বিরক্ত লাগত, অর্থহীন কথাবার্তা। ওষুধ যেমন তেতো হলেও জোর করে খাওয়া লাগে, স্কুলে থাকতে ঠিক সেরকমভাবে কবিতা মুখস্ত করতে হত আমাকে। আর এই আমাকে কবিতার পাঁড় ভক্ত বানিয়ে দিয়েছে যে কয়জনের কবিতা তার মধ্যে আপনি একজন।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ২:২২

জাহিদ অনিক বলেছেন: আহা! কি বললেন নাহিদ ভাই ! আপনার এই মন্তব্যটা তোমার প্রিন্ট করে লেমিনেট করে ফ্রেমে বাধিয়ে রাখতে ইচ্ছে করছে

১৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:২১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: প্রিয় এক কবিকে খুঁজে পেলাম। আপনার মতোই কাউকে খুঁজতে ছিলাম এতদিন।
বাহির-পানে চোখ মেলেছি --- আমার হৃদয়-পানে চাই নি।
ভালো থাকবেন।

২০ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:২৭

জাহিদ অনিক বলেছেন: স্বপ্নবাজ সৌরভ,
আপনার মন্তব্য আমাকে আপ্লুত করে দিলো। ভালো থাকুন। শুভ দুপুর।

১৬| ১৭ ই নভেম্বর, ২০১৯ সকাল ১০:৩২

খায়রুল আহসান বলেছেন: "একজন নারী তার চুল খুলে ঝড় ডাকুক" - মমতাময়ী নারী কি অসম্ভব ক্ষমতাময়ী হয়ে উঠতে পারেন কবির কল্পনায়!
চমৎকার একটি কবিতা লিখেছেন। আবেগ আকুলতা যেন কবিতা ছাড়িয়ে পাঠকের মনে আস্তানা গেড়ে বসে!
কবিতায় প্লাস + +

১৯ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:০১

জাহিদ অনিক বলেছেন: মমতাময়ী নারী কি অসম্ভব ক্ষমতাময়ী হয়ে উঠতে পারেন কবিতার লাইন পড়ে এমন বিশ্লেষণী মন্তব্য কেবল একজন কবির থেকে আশা করতে পারি।

অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন প্রিয় কবি।
প্লাস ও চমৎকার মন্তব্যে ভালো অনুভব করছি।

১৭| ১৭ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:৩৭

নীল আকাশ বলেছেন: কবিতার নামে কিছু একটা লেখার চেস্টা করেছি। পড়ে দেখার দূঃসাহস দেখাবেন নাকি?

১৯ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:০৩

জাহিদ অনিক বলেছেন: নীল আকাশ, প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি আপনার লেখা আমি খুব অল্পই বোধয় পড়েছি। আসলে ব্লগে কিছুদিন ধরে সেভাবে থাকতে পারছি না। নিশ্চয়ই আপনার লেখা পড়ব। কবিতা সব সময় পড়তে চাই, কবিকে পড়তে চাই।


শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানবেন।

১৮| ২৪ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:০৪

খায়রুল আহসান বলেছেন: এর আগেও আপনার দুটো কবিতায় মন্তব্য রেখে এসেছি (ক্ষণিকা ও প্রথম বন্ধনী)। আশাকরি, সময় করে একবার দেখে নেবেন।

২৮ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:৫৫

জাহিদ অনিক বলেছেন: বিনীতভাবে ক্ষমা চাচ্ছি শ্রদ্ধেয় কবি, আপনার মন্তব্যের উত্তর দিতে অনেক অনেক দেরী করে ফেলছি।
আমি লজ্জিত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.