নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যেসব কথা এই সামু ব্লগে লিখতে পারি না নানা কারনে- সেসব কথা আমার পার্সোনাল জার্নাল ব্লগে লিখি -- https://journalofjahid.com/

জাহিদ অনিক

ভালোবাসি কবি ও কবিতাকে

জাহিদ অনিক › বিস্তারিত পোস্টঃ

আজ একাদশী তিথি

০৪ ঠা জানুয়ারি, ২০২০ রাত ১১:০৩






বুধ থেকে শুক্র, রবি থেকে মঙ্গল-
আজ দেখা পাইনি তোমার।
আজ সকাল থেকে সন্ধ্যা খাইনি কিছু;
আজ দেখা পাইনি তোমার
আজ শনি, আজ একাদশী তিথি।

ঘুমুচ্ছো তুমি-
রেগে নেই, ক্রোধে নেই-
অল্প একটু ভালো নেই,
ঘুমন্ত মানুষের উপর রেগে থাকতে নেই।

বুকের মধ্যে মাটি-
যার বুকে মাটি তার বুকে কথা গাছ।
আমি মরে যাব কথা না বলে-
আমি মরে যাব তোমাকে না দেখে-
আজ দেখা পাইনি তোমার
আজ শনি, আজ নির্জলা একাদশী তিথি।




ছবিঃ নিজ

মন্তব্য ২৫ টি রেটিং +৮/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জানুয়ারি, ২০২০ রাত ১১:১৬

চাঁদগাজী বলেছেন:


কোটী মানুষ চলে গেছে প্রবাসে, কত শুক্র, শনি আসছে যাচ্ছে, কত পুর্ণিমার আলোয় কতজন চোখের জলে ভাসছে!

০৯ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১২:১৭

জাহিদ অনিক বলেছেন: সময়ের সাথে সাথে সবকিছুরই পরিবর্তন আসে। টাইম হিলস এভ্রিথিং।

থ্যাংকিউ মিঃ চাঁদগাজী

২| ০৪ ঠা জানুয়ারি, ২০২০ রাত ১১:৪৯

ডঃ এম এ আলী বলেছেন:
কবিতা সুন্দর হয়েছে।
এই নির্জলা একাদশী ব্রত ধনধান্য ও পুন্যদায়িনী। এই ব্রত পালনকারীকে মৃত্যুর পরও যমদূতগণ স্পর্শ করতে পারে না। পক্ষান্তরে বিষ্ণুদূতগণ তাকে বিষ্ণুলোকে নিয়ে যান। এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থে স্নান, দান, জপ, কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে যায়। যে ব্যক্তি ভক্তিসহকারে এই একাদশী মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করেন তার স্থান হয় বৈকুন্ঠধাম ।
তাই আজ একাদশি তিথী নিয়ে রচা কীর্তন তথা কবিতা পাঠে ধন্য হলাম ।

নববর্ষের শুভেচ্ছা রইল

০৯ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১২:২০

জাহিদ অনিক বলেছেন: আসলে মূলত কবিতাটি আক্ষরিক অর্থেই একাদশী তিথী নিয়ে রচিত নয়। একটা মেটাফোর। যেভাবে একজন মানুষের সাধারণ একটা দিন কোনো কোনো ক্ষেত্রে একাদশী তিথীতে রূপান্তরিত হতে পারে।

অনেক অনেক ধন্যবাদ প্রিয় শ্রদ্ধেয় ডঃ এম এ আলী
আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা ও কৃতজ্ঞতা।

৩| ০৫ ই জানুয়ারি, ২০২০ রাত ১২:১৩

ইউসুফ হাওলাদার শাওন বলেছেন: কতো যে জল বয়ে যাচ্ছে শুক্র শনি রাতে,
কষ্টের অষ্টপ্রহর, নিদারুণ বেদনায় জর্জরিত কবি

০৯ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১২:২১

জাহিদ অনিক বলেছেন: এই বেদনা, এই কষ্ট অনুভব করেছেন, শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিবেন ইউসুফ হাওলাদার শাওন
ভালো থাকবেন, শুভ কামনা সতত।

৪| ০৫ ই জানুয়ারি, ২০২০ রাত ১:৫৬

আর্কিওপটেরিক্স বলেছেন: সময় কেবল বয়ে যায় !

০৯ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১২:২২

জাহিদ অনিক বলেছেন: সময় এরকম হলে ভালো হত তাই না?

T -5,-4,-3,-2--------

৫| ০৫ ই জানুয়ারি, ২০২০ সকাল ৯:৩৭

রাজীব নুর বলেছেন: প্রানবন্ত।
দারুন আবেগ।

০৯ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১২:২৩

জাহিদ অনিক বলেছেন: অনেক ধন্যবাদ রাজীব নুর ভাই।
আপনাকে শুভেচ্ছা ও ভালোবাসা

৬| ০৫ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:১৩

ইসিয়াক বলেছেন: সুন্দর

০৯ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১২:২৩

জাহিদ অনিক বলেছেন: অসংখ্য ধন্যবাদ মিঃ ইসিয়াক।
সতত কবিতার মানুষ, ভালো থাকবেন

৭| ০৫ ই জানুয়ারি, ২০২০ রাত ৮:৪৭

নেওয়াজ আলি বলেছেন: চমৎকার লেখনী ।

০৯ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১২:২৪

জাহিদ অনিক বলেছেন: অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা নেওয়াজ আলি
ভালো থাকবেন, শুভকামনা রইলো।

৮| ০৬ ই জানুয়ারি, ২০২০ সকাল ১১:২৭

নার্গিস জামান বলেছেন: ভীষণ সুন্দর :)

০৯ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১২:২৫

জাহিদ অনিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ নার্গিস জামান
মন্তব্যের জন্য কৃতজ্ঞতা ও শুভেচ্ছা রইলো। ভালো থাকবেন

৯| ০৯ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১২:২৩

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

০৯ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১২:২৫

জাহিদ অনিক বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় কবি।
ভালোবাসা জানবেন

১০| ০৯ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১২:৩৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো লাগলো কবিতা

০৯ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১২:৩৮

জাহিদ অনিক বলেছেন: থ্যাংকইউ ছবি আপু।
কবিতা পাঠ ও মন্তব্যে অনেক অনেক শুভেচ্ছা জানেবন। ভালো থাকেবন

১১| ০৯ ই জানুয়ারি, ২০২০ রাত ১০:২৬

মনিরা সুলতানা বলেছেন: অনেকদিন পর পড়ছি তোমাকে !
ভালো লেখা।

১৩ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:১৭

জাহিদ অনিক বলেছেন: থ্যাংকু মনিরা আপু, কবি। দেরী করে রিপ্লে দেয়ার জন্য ক্ষমা চাচ্ছি।
শুভ অপরাহ্ন

১২| ১৪ ই জানুয়ারি, ২০২০ রাত ১:২১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: এটা আসলে মারাত্মক আবেগপ্রবণ গান।

২৯ শে অক্টোবর, ২০২১ সকাল ৯:৫১

জাহিদ অনিক বলেছেন: আবদুলহাক ভাই,
কেমন আছেন। আপনি কবি ও শিল্পী, তাই সবকিছুতেই গান খুঁজে পান।


১৩| ১১ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:৪৪

খায়রুল আহসান বলেছেন: "ঘুমন্ত মানুষের উপর রেগে থাকতে নেই" - চমৎকার কথা!

প্রথম প্রতিমন্তব্যে কবি বলেছেনঃ "টাইম হিলস এভ্রিথিং"! সময় সবকিছু ভুলিয়ে দিলেও, ক্ষতের দাগ থেকে যায়।

কবিতায় অষ্টম ভাললাগা! + +

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.