![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সন্ধ্যে নামলে চোখ পোড়ায়-
চোখের মধ্যে আহ্নিক গতিতে আবর্তন করো তুমি।
গায়ের 'পর চাদর, চাদরের বুকে জমিন;
জমিনে কথা গাছ।
সূর্যোদয়ের মতন প্রত্যেকদিন বোধেরও উদয় হয়
নরওয়ের মধ্যরাতের সূর্যোদয়ের মতন
রাত্রে গভীর রাত্রে;
বোধ উদয় হয়
এখন
এখানে
তুমুল রাত্রে
১৫ ই জানুয়ারি, ২০২০ রাত ১০:১২
জাহিদ অনিক বলেছেন: আছে, আছে ভালোবাসা এখানেও আছে। উদিত বোধের প্রতি ভালোবাসা।
২| ১৬ ই জানুয়ারি, ২০২০ রাত ১২:৪২
ভ্রমরের ডানা বলেছেন: প্রথম দুটি লাইনেই কবিতার উচ্চারণ উচ্চতা! সুগভীরতা এখানেই কবি!
১৬ ই জানুয়ারি, ২০২০ সকাল ৮:৫৫
জাহিদ অনিক বলেছেন: অনেক শুকরিয়া কবি।
সকালের শুভেচ্ছা জানবেন।
৩| ১৬ ই জানুয়ারি, ২০২০ সকাল ৯:৫৪
রাজীব নুর বলেছেন: চমৎকার কবিতা।
ভাষা সুন্দর। সুন্দর আবেগ।
২০ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:২৮
জাহিদ অনিক বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই।
কেমন আছেন?
৪| ১৬ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৩৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর কবিতা
২০ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:২৮
জাহিদ অনিক বলেছেন: থ্যাংকিউ ছবি আপু। ভালো থাকবেন।
৫| ২৩ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:৩৩
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
চমৎকার আবেগের প্রকাশ।
চমৎকার কবিতা। ++
২৩ শে জানুয়ারি, ২০২০ দুপুর ২:০২
জাহিদ অনিক বলেছেন: ধন্যবাদ জানবেন কবি স্বপ্নবাজ সৌরভ।
শুভেচ্ছা ও ভালোবাস
৬| ২৮ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৩৫
এস সুলতানা বলেছেন: চমৎকার কবিতা
২৯ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৫১
জাহিদ অনিক বলেছেন: ধন্যবাদ এস সুলতানা, কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানবেন
৭| ২৯ শে জানুয়ারি, ২০২০ রাত ১:৪৩
সামু পাগলা০০৭ বলেছেন: সাম্প্রতিক ব্লগার অংশে দেখে খোঁজ নিতে আসলাম। কেমন আছো বান্দর?
ওটা কি পড়েছ? কোট?
কোট পড়া বান্দর,
লাগছে কি সুন্দর!
২৯ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৫৩
জাহিদ অনিক বলেছেন: হেই ! সামু পাগলা!
অনেকদিন পরে!
ভালো আছি, তুমি কেমন আছো?
ওটা কি পড়েছ? কোট? -- কোট আনকোট কোনোকিছুই পরি নাই, গায়ে একটা কুর্তার মতন কালোপনা কাপড় চাপিয়েছি কেবল।
দুই লাইনের ছড়া সুন্দর হইছে !
৮| ৩০ শে জানুয়ারি, ২০২০ রাত ১:১৩
সামু পাগলা০০৭ বলেছেন: হেই অনিক বান্দর!
হ্যাঁ অনেকদিন পরে খোঁজটা নিতে আমিই আসলাম, তুমি খোঁজ নাওনি কেন এতদিন? বান্দর তো লাফিয়ে জলদি এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে। তবুও খোঁজ নিলে না......
দেখোতো! নিজের প্রশংসা শুনে কেমন লালটু মার্কা হয়ে গিয়েছ! ললল।
৩০ শে জানুয়ারি, ২০২০ রাত ১:১৫
জাহিদ অনিক বলেছেন: তুমি খোঁজ নাওনি কেন এতদিন? সত্যি এই প্রশ্নের উত্তর নাই আমার কাছে। সত্যিই লজ্জিত। দুঃখিত।
যাইহোক, তুমি কিন্তু এখনো বলোনি কেমন আছো তুমি?
হা হা
৯| ৩০ শে জানুয়ারি, ২০২০ রাত ১:২১
সামু পাগলা০০৭ বলেছেন: ইটস ওকে, যাও মাফ করলাম।
এহ এমন ভাব যেন আমি ভালো আছি কিনা জানার ওপরে তার লক্ষ টাকার লটারি নির্ভর করছে! বলব না, আবারো না বলেই চলে যাচ্ছি.......
৩০ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:২১
জাহিদ অনিক বলেছেন: বাব্বা! সামু পাগলা দেখি সত্যিই রেগে গেছে!
মিলিয়ন ডলার লটারি না হোক, কেমন আছ না আছো, এটা জানতে ইচ্ছে করে নিশ্চয়ই। কেউ ভালো থাকলে সেটা শুনতেও ভালো লাগে।
বলব না, আবারো না বলেই চলে যাচ্ছি....... আচ্ছা সর্যি, (জানি না কেন সর্যি) এবার এলে বলে যেও কিন্তু।
১০| ৩১ শে জানুয়ারি, ২০২০ সকাল ৮:২২
সামু পাগলা০০৭ বলেছেন: তুমি তো বান্দর, গাধা না, তাহলে না জেনে সরি কেন বলবে?
জানতে ইচ্ছে করলে আমার খোঁজ নিতে নিজেই আসতে, আমি আসার পরে হুট করে মনে হলো ভদ্রতা দেখানোর কথা!
আমি ভালো ই আছি। খুশি?
০১ লা ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:০৩
জাহিদ অনিক বলেছেন: আচ্ছা আচ্ছা ! বুঝতে পেরেছি।
যাক আর রাগ করে থেকো না।
বই মেলার মাস শুরু হয়ে গেছে। শুভেচ্ছা রইলো।
©somewhere in net ltd.
১|
১৫ ই জানুয়ারি, ২০২০ রাত ১০:১১
চাঁদগাজী বলেছেন:
ভালোবাসাহীন আকর্ষযনের কাহিনী