![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খাপ খোলা সিরিঞ্জ সূঁচে তীক্ষ্ণ চিমটি কাটার মতন,
একটা ঠাণ্ডা হাওয়া দরজার নিচ দিয়ে খবরের কাগজের মতন ঘরে ঢুকে
এইমাত্র ছুঁয়ে গেল পুরুষালি বুক।
খবর পেলাম:
অনেক দূরে - ঘুমোচ্ছো তুমি
বেশ স্বস্তি-শান্তির নিবিষ্ট নিবিদ ঘুম;
পবিত্র তোমার প্রশ্বাসে পৃথিবী ফিরে পাচ্ছে প্রাকৃতিক ভারসাম্য।
-----------------------------
০৪ ঠা এপ্রিল, ২০২০
ছবিঃ Seed germination
১২ ই এপ্রিল, ২০২০ সকাল ৮:১৭
জাহিদ অনিক বলেছেন: হঠাৎ হঠাৎ উদয় হই সেটা ঠিকই বলেছো সোহানী আপু, ভালো লাগে না মাঝেমধ্যে কিছুই।
যাইহোক, আসলেই গৃহবন্দী দশায় ভালো থাকাটা বিলাশিতা যেখানে বেচে থাকাটাই দায়।
ভালো থেকো তুমিও।
২| ০৪ ঠা এপ্রিল, ২০২০ দুপুর ১২:৫৭
রাজীব নুর বলেছেন: বহুদিন পর ব্লগে আপনাকে দেখলাম।
চমৎকার কবিতা।
১২ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:৪৪
জাহিদ অনিক বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই।
ব্লগে নিয়মিত হতে পারছি না, চেষ্টা করছি
৩| ০৪ ঠা এপ্রিল, ২০২০ দুপুর ১:২৬
পদাতিক চৌধুরি বলেছেন: এতদিন পরে ছোট্ট কবিতায় মন ভরলো না।
তবে যেটুকু হয়েছে ভালো হয়েছে।
শুভেচ্ছা প্রিয় কবি ভাইকে।
১২ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:৪৫
জাহিদ অনিক বলেছেন: প্রিয় ব্রাদার, আপনার মন্তব্য পেয়ে ভালো লাগছে।
ভালো থাকবেন এই সময়ে।
৪| ০৪ ঠা এপ্রিল, ২০২০ বিকাল ৩:০৩
নেওয়াজ আলি বলেছেন: ।মনোরম লেখনী ।
১২ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:৪৫
জাহিদ অনিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা নেওয়াজ আলি
ভালো থাকবেন সতত
৫| ০৭ ই এপ্রিল, ২০২০ রাত ২:০৩
উম্মে সায়মা বলেছেন: সুন্দর সুন্দর
১২ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:৪৬
জাহিদ অনিক বলেছেন: থ্যাংকু দার্শনিক কবি
আপনার কবিতা পড়ি না অনেকদিন
৬| ১২ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:১৮
ইসিয়াক বলেছেন: ছোট্ট কবিতায় অনেক অনেক ভালো লাগা প্রিয় কবি ।
১৩ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৫৩
জাহিদ অনিক বলেছেন: মি: ইসিয়াক শুভেচ্ছা ও প্রীতি নেবেন। ভালো থাকবেন
৭| ১৩ ই এপ্রিল, ২০২০ রাত ৮:১১
আহমেদ জী এস বলেছেন: জাহিদ অনিক ,
প্রথম তিনটি লাইনের রূপকল্প ত্রিশূলের মতো বিঁধে গেলো যেন!
১৩ ই এপ্রিল, ২০২০ রাত ৮:১৬
জাহিদ অনিক বলেছেন: শ্রদ্ধেয়,
আপনি কবিতা জানেন, বুঝেন, পড়তে জানেন---
তবেই না ত্রিশূল বিঁধতে দিয়েছেন বুকে।
ভালোবাসা ও শ্রদ্ধা জানবেন।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা এপ্রিল, ২০২০ সকাল ১০:০২
সোহানী বলেছেন: তুমি দেখি হঠাৎ হঠাৎ উদয় হও। কি অবস্থা গুহবন্দী জীবনে.....।
সংক্ষিপ্ত কবিতায় ভালোলাগা।