![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তখন আমি কান পাতলেই শুনতে পেতাম –
বৃষ্টির ধারাপাত।
এখন আমার স্পর্শে আর –
জল কাটে না তোমার শরীর।
বৃষ্টি এসে মান করে যায়,
আমায় দেখে ভেংচি কেটে
রামধনু হয় বাঁকা মেঘ!
মুখ খোলো না শামুক ঝিনুক-
বলো না, ভালোবাসি!
১৭ ই জুলাই, ২০২০ দুপুর ১২:৫২
জাহিদ অনিক বলেছেন: সোনাবীজ ভাই, থ্যাংকিউ ভেরি মাচ।
২| ১১ ই জুলাই, ২০২০ দুপুর ১:০১
নেওয়াজ আলি বলেছেন: দারুণ লেখা । ভালো থাকুন।
১৭ ই জুলাই, ২০২০ দুপুর ১২:৫৫
জাহিদ অনিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন নেওয়াজ আলি
৩| ১১ ই জুলাই, ২০২০ দুপুর ১:১৮
শায়মা বলেছেন: এখন তুমি কি শোনো কান পেতে!
শুস্ক উষর বদ্ধ জলাভূমি;
ঢেউ ওঠে না, জংলা ফুলও আর ফোটে না তাতে!
রামধনুরা ভেংচি কাঁটে!!
মান করে যায় বৃষ্টি মেয়ে??
ভাঙ্গাও না হয় তার অভিমান....
এত্ত কিছু কি আছে আর!!
তুমি প্রেমিক, তুমি কবি
আঁকতে পারো কথার ছবি
শব্দে ভোলাও, গান গেয়ে যাও
আঙ্গুল ডগায় পুতুল নাচাও.....
শামুক ঝিনুক থাক গুটিয়ে
লুকিয়ে রাখুক মুক্তো মানিক
তুমি ভোলাও বাঁশির সূরে
যাও হয়ে যাও বংশিবাদক
তাহার তরে তাহার তরে .......
১৭ ই জুলাই, ২০২০ দুপুর ১২:৫৬
জাহিদ অনিক বলেছেন: বাপ রে--------
এই ভয়টাই তো পাচ্ছিলাম, তুমি আস্ত কবিতার জবাব লিখে ফেলেছ !
৪| ১১ ই জুলাই, ২০২০ দুপুর ১:৪১
করুণাধারা বলেছেন: ভালো লাগলো অনেক দিন পর ফিরে আসায়...
১৭ ই জুলাই, ২০২০ দুপুর ১২:৫৭
জাহিদ অনিক বলেছেন: ব্লগে আসাটা কমে যাচ্ছে, তবুও চেষ্টা করছি। আপনাদের সকলের দেখা পেয়ে ভালো লাগছে। ভালো থাকবেন, অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন
৫| ১১ ই জুলাই, ২০২০ দুপুর ২:১৫
বিজন রয় বলেছেন: ব্লগে পোস্ট দিলেন যে বড্ড!!
১৭ ই জুলাই, ২০২০ দুপুর ১২:৫৭
জাহিদ অনিক বলেছেন: বিজন দা, আমার উপর রেগে/অভিমান করে আছেন বুঝতে পারছি।
৬| ১১ ই জুলাই, ২০২০ বিকাল ৪:০৪
চাঁদগাজী বলেছেন:
ঝিনুকের বুকে নতুন মুক্তা জন্ম নিয়েছে, মুখ খোলা যাবে না
১৭ ই জুলাই, ২০২০ দুপুর ১২:৫৮
জাহিদ অনিক বলেছেন: আচ্ছা। ঝিনুকের নীরবে চাষ করা মুক্তা
৭| ১১ ই জুলাই, ২০২০ বিকাল ৪:২৯
রাজীব নুর বলেছেন: সহজ ভাষায় খুব সুন্দর কবিতা।
কবি আজকাল ব্লগে এত কম আসেন কেন? কি নিয়ে ব্যস্ত? কবিতা না নারী? না চাকরি?
১৭ ই জুলাই, ২০২০ দুপুর ১২:৫৮
জাহিদ অনিক বলেছেন: কবি আজকাল ব্লগে এত কম আসেন কেন? কি নিয়ে ব্যস্ত? কবিতা না নারী? না চাকরি? --- কী নিয়ে যে ব্যস্ত যদি জানতাম!
৮| ১১ ই জুলাই, ২০২০ বিকাল ৪:৫১
ইসিয়াক বলেছেন: খুব সুন্দর।
১৭ ই জুলাই, ২০২০ দুপুর ১২:৫৯
জাহিদ অনিক বলেছেন: অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা মিঃ ইসিয়াক
৯| ২৫ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:৪৮
আখেনাটেন বলেছেন: বেশ!
কবিকে নিরব দেখছি এ বছর।
২৫ শে আগস্ট, ২০২০ রাত ৯:১১
জাহিদ অনিক বলেছেন: এইত আছি! আপনাদের মধ্যেই
কেমন আছেন? আশা করি ভালো।
১০| ২৫ শে আগস্ট, ২০২০ রাত ৯:১৭
আখেনাটেন বলেছেন: হুম; করোনাকালে জোর করে ভালো থাকতে হচ্ছে।
২৫ শে আগস্ট, ২০২০ রাত ৯:২৫
জাহিদ অনিক বলেছেন: কী আর করা!
করোনাকাল!
১১| ১২ ই অক্টোবর, ২০২১ রাত ১১:৫৭
চাঁদগাজী বলেছেন:
১৪ মাস পরে, আপনাকে ব্লগে লগিন করা দেখলাম।
১৬ ই অক্টোবর, ২০২১ রাত ১১:৪৪
জাহিদ অনিক বলেছেন: অনেক দিন পর পর ব্লগে আসি প্রিয় চাঁদ্গাজী! ব্লগের প্রতি ভালোবাসার টান তো রয়েই যায় ব্যস্তাতার মধ্যেও।।
কেমন আছেন আপনি?
ভালো আছেন আশা করি।
©somewhere in net ltd.
১|
১১ ই জুলাই, ২০২০ দুপুর ১২:৫৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ওয়ল কাম ব্যাক।
এখন আমার স্পর্শে আর জল কাটে না তোমার শরীর। সুন্দির।