নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যেসব কথা এই সামু ব্লগে লিখতে পারি না নানা কারনে- সেসব কথা আমার পার্সোনাল জার্নাল ব্লগে লিখি -- https://journalofjahid.com/

জাহিদ অনিক

ভালোবাসি কবি ও কবিতাকে

জাহিদ অনিক › বিস্তারিত পোস্টঃ

মানুষ মিথোজীবী

২৫ শে আগস্ট, ২০২০ রাত ৯:০৮

প্রত্যেকটা সন্ধ্যায় একবার প্রেমে পড়া জরুরী,
কিছু একটা খুঁজে পেতে হয়।
কফি খেতে খেতে কারও কথা ভাবতে পারার সৌভাগ্য থাকা দরকার,
নচেৎ অভ্যস্ত হতে হবে তিমির মতন একাকী জীবনে।

এখনো মানুষের -
কারও অভিমানে কিছু আসে যায়,
এমন তো নয় যে কিচ্ছু আসে যায় না।
মানুষ মূলত কো-ডিপেন্ডেড মিথোজীবী প্রাণী-
মানুষ আসলে অতটা স্বনির্ভর নয়।
মানুষ অতটা সেরা জীব নয়-
যতটা পাখিরা পারে ছেড়ে যেতে নীড়।

মন্তব্য ৩২ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ২৫ শে আগস্ট, ২০২০ রাত ৯:১৪

আখেনাটেন বলেছেন: কবিকে পাখির মতো নীড় ছাড়তে ইচ্ছুক মনে হচ্ছে।

২৫ শে আগস্ট, ২০২০ রাত ৯:২৬

জাহিদ অনিক বলেছেন: আমার নীড় নেই, থাকলে ছেড়ে দেই।

২| ২৫ শে আগস্ট, ২০২০ রাত ১০:১৬

শায়মা বলেছেন: মানুষও নীড় ছাড়ে......
কবিরা ছাড়ে না.....

মানে কল্পনার নীড়! :)

২৫ শে আগস্ট, ২০২০ রাত ১০:৩১

জাহিদ অনিক বলেছেন: এত যে কিসের দায় কবিদের !

৩| ২৫ শে আগস্ট, ২০২০ রাত ১০:৪১

চাঁদগাজী বলেছেন:


মানুষ হাজার কারণে জড়িয়ে যায়, হাজার কারণে থেকে যায়, যেতে যেতে ফিরে আসে।

২৭ শে আগস্ট, ২০২০ রাত ১২:২১

জাহিদ অনিক বলেছেন: মানুষের থেকে যেতে হয় কেন যেন!

৪| ২৫ শে আগস্ট, ২০২০ রাত ১০:৫৮

সামু পাগলা০০৭ বলেছেন: হেই অনিক! কেমন আছ?

তুমি কি প্রতি সন্ধ্যায় একবার করে প্রেমে পড়? একই মানবীর প্রেমে বারবার পড় নাকি আলাদা আলাদা? ;) এখন প্লিজ কবির প্রেম কবিতা টাইপ দার্শনিক উত্তর দিও না। মেজাজ বিলা হয়ে যায় ওসব শুনলে। সত্যি বল। ;)

তোমার কবিতা আগে আরো গভীর হতো। এখন হচ্ছেনা, শ্রম কম দিচ্ছ নাকি কাব্যিক আবেগ ভীড় করছে না সে আমি জানি না। তবে বলব, সবকিছুকে একপাশে রেখে স্বরূপে ফেরো।
ভালো থেকো।

২৭ শে আগস্ট, ২০২০ রাত ১২:২৫

জাহিদ অনিক বলেছেন: আচ্ছা মেজাজ বিলা যেন না হয়, সেরকম উত্তরই দিচ্ছি তোমাকেঃ

প্রত্যেকদিন একই মানবীর প্রেমে পড়া যায়। যায় না তা না। প্রেমে কতটা কি ভারসাম্য আছে সেসবের উপর নির্ভর করে। তবে, মানুষ একই সাথে একাধিক সম্পর্কে যেতে পারে। এই ভ্যারাইটি বা ভার্সেটিলিটি আছে মানুষের মধ্যে।

আসা যাক আমার কথায়, আমি প্রেমে পড়ি হুট করে। আবার চলেও যায় যখন তখন এসব প্রেম।


তোমার কবিতা আগে আরো গভীর হতো। মনে হয় সত্য বলেছো। দেখি কতটা কী আসে!

আমি ভালো আছি, তুমি কেমন আছ? নিশ্চয়ই ভালো আর চাঙা!

৫| ২৫ শে আগস্ট, ২০২০ রাত ১০:৫৯

রাজীব নুর বলেছেন: কবি ভাই আমি আপনার উপর রাগ করেছি।

২৭ শে আগস্ট, ২০২০ রাত ১২:২৬

জাহিদ অনিক বলেছেন: রেগে আছেন এটা ভালো কথা। মানুষ প্রিয় মানুষদের উপরেই রেগে থাকে।

৬| ২৬ শে আগস্ট, ২০২০ রাত ৩:০১

নেওয়াজ আলি বলেছেন: হৃদয় ছোঁয়া লিখনীতে মন উৎফুল্ল হলো ।

২৭ শে আগস্ট, ২০২০ রাত ১২:২৭

জাহিদ অনিক বলেছেন: নেওয়াজ আলি, অনেক অনেক শুভেচ্ছা।
ভালো থাকবেন। কবিতা পড়ার জন্য এবং মন্তব্যের জন্য কৃতজ্ঞতা জানবেন।

৭| ২৬ শে আগস্ট, ২০২০ সকাল ১০:৩৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক সুন্দর লিখেছেন। মিথোজীবী মানিয়ে গেলেও কো-ডিপেন্ডেন্ট ইংরেজি শব্দটা বেমানান লাগলো। 'পরস্পর-নির্ভরশীল' - এমনকী একটা নতুন শব্দ 'পরস্পরজীবী'ও ভেবে দেখতে পারেন।

লাস্টের দুই লাইনই কবিতাটিকে খুব তাৎপর্যময় করে তুলেছে।

২৭ শে আগস্ট, ২০২০ রাত ১২:২৯

জাহিদ অনিক বলেছেন: হ্যা ভাইয়া, আপনি ঠিক ধরেছেন। বাংলা কবিতায় ইংরেজী বাংলা হরফে ঠিক মানায় না। আমিও ভেবেছিলাম।
পরে কেন যেন আর বদলাই নাই। উচিত ছিল।

অনেক ধন্যবাদ ভাইয়া, গঠনমূলক মন্তব্যের জন্য।
শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানবেন ভাইয়া।

৮| ২৭ শে আগস্ট, ২০২০ রাত ১:০২

সামু পাগলা০০৭ বলেছেন: আসা যাক আমার কথায়, আমি প্রেমে পড়ি হুট করে। আবার চলেও যায় যখন তখন এসব প্রেম।
যাক নিজের কথা বললে। মন্তব্যের শুরুটা পড়তে পড়তে আমি তো ভাবলাম এদিক সেদিকের কথা বলে আমাকে ভুলিয়ে দেবে। হাহা।

আমি ভালো আছি, তুমি কেমন আছ? নিশ্চয়ই ভালো আর চাঙা!
সবাই অনুমান করে নেয় যে ভালোই আছি! কেন খারাপ থাকতে পারিনা? মানুষের আজকাল প্রশ্ন করে উত্তর পাবার ধৈর্য্যটুকুও নেই। নিজেই প্রশ্ন করে, নিজেই উত্তর দেয়।

২৭ শে আগস্ট, ২০২০ রাত ১:৩৮

জাহিদ অনিক বলেছেন: মানুষের আজকাল প্রশ্ন করে উত্তর পাবার ধৈর্য্যটুকুও নেই। নিজেই প্রশ্ন করে, নিজেই উত্তর দেয়। - না ঠিক তা না, 'কেমন আছো/আছেন?' এই প্রশ্নটা আমার করা হয় না সচারাচার কাউকে।
মনে হয় যাকে এই প্রশ্নটা করছি তিনি হয়ত কখনো সখনো উত্তর নাও দিতে চাইতে পারে, কিংবা এই প্রশ্নের উত্তরটা বেশ এক ঘেয়েমী কিনা, তাই নিজেই একটা সম্পূরক উত্তর দিয়ে রাখি, যেন তিনি উত্তর দিতে না চাইলেও কাজ চলে যায়।

৯| ২৭ শে আগস্ট, ২০২০ রাত ১:৫৬

সামু পাগলা০০৭ বলেছেন: যেন তিনি উত্তর দিতে না চাইলেও কাজ চলে যায়।
হিহি এই কাজটা আমিও অন্য অনেকের সাথে করি কিন্তু তোমার সাথে করিনা। আমরা তো দোস্ত দোস্ত! :)

ভালো থেকো, ভালো লিখ! :)

০১ লা এপ্রিল, ২০২১ সকাল ৯:৫৩

জাহিদ অনিক বলেছেন: হাহা।

হেই, তুমিও ভালো থেক।

১০| ৩০ শে আগস্ট, ২০২০ রাত ১:৩২

রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: শেষের দুই লাইন যাদুময়।

০১ লা এপ্রিল, ২০২১ সকাল ৯:৫৪

জাহিদ অনিক বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা, অনেকদিন আপনার ব্লগে যাওয়া ও পড়া হয় না। অনেক কিছু মিস করে যাচ্ছি।

১১| ২২ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৫৪

উম্মে সায়মা বলেছেন: খুব সত্যি কথা কবি। ভালো লেগেছে।

০১ লা এপ্রিল, ২০২১ সকাল ৯:৫৫

জাহিদ অনিক বলেছেন: হ্যালো সায়েমা আপু! , অনেকদিন পরে রিপ্লাই দিতে এসছি। দেখি আপনার কোনো নতুন লেখা আছে কিনা ব্লগে

১২| ৩০ শে মে, ২০২১ রাত ৯:৫৬

নান্দনিক নন্দিনী বলেছেন: অনেকদিন বাদে ব্লগে আসলেন। নতুন কবিতা কোথায়?

আশা করি ভালো ছিলেন এবং আছেন।

৩০ শে মে, ২০২১ রাত ১০:০৯

জাহিদ অনিক বলেছেন: নান্দনিক নন্দিনী,
হ্যাঁ, অনেক দিন পরেই এলাম। আজ আমার উইকেন্ড তাই সন্ধ্যার পরে একবার এলাম।
কেমন আছেন আপনি? আমি ভালো আছি।

কবিতা, অনেক দিন লিখি নাই আসলে। লিখতে বোধয় ভুলে যাচ্ছি। শব্দও ভুলে গেছি। ঝালাই করতে হবে।
আপনি মনে রেখেছেন যে আমি কবিতা লিখতাম, এতে অনেক অনুপ্রেরণা পেলাম।

শুভেচ্ছা নিবেন সতত।

১৩| ৩০ শে মে, ২০২১ রাত ১১:৫৮

নান্দনিক নন্দিনী বলেছেন: আমি ভালো আছি অনিক।
আপনার কিছু লেখা কি ড্রাফটে নিয়েছেন?
মিছিল এবং চিঠি নিয়ে একটা কবিতা ছিলো (আমার ভীষণ প্রিয়) আজ সেটা খুঁজে পেলাম না যে!

২৯ শে অক্টোবর, ২০২১ সকাল ৯:৫০

জাহিদ অনিক বলেছেন: হ্যাঁ, ওটা বোধয় ড্রাফটে দিয়েছি। খুঁজে পেলে লাইভ করে দিচ্ছি।


অনেক পুলকিত হচ্ছি আপনি ওটা মনে রেখেছেন।

১৪| ৩১ শে মে, ২০২১ সকাল ১০:৩৯

নতুন নকিব বলেছেন:



কবিতা, অনেক দিন লিখি নাই আসলে। লিখতে বোধয় ভুলে যাচ্ছি। শব্দও ভুলে গেছি। ঝালাই করতে হবে।
আপনি মনে রেখেছেন যে আমি কবিতা লিখতাম, এতে অনেক অনুপ্রেরণা পেলাম।


-ব্লগার নান্দনিক নন্দিনীকে প্রদত্ত আপনার উপরের এই প্রত্যুত্তর অংশটুকু দেখে কিছুটা আশ্চর্য্য হলাম বৈকি! বলেন কি, আপনার শব্দ ভুলে যাওয়ার কথাটা খুব যেন লেগেছে! আপনি তো শব্দের কারিগর ছিলেন। কত দিন মনে করেছি আপনাকে। আপনার কোনো পোস্টে হয়তো আসা হয়ে ওঠেনি, কিন্তু আপনার অপেক্ষায় ছিলাম নিয়তই।

আবার আপনার নতুন লেখা পাব। কবিতার শব্দ জালে নতুন প্রত্যাশাদের ফুটিয়ে তুলবেন সেই প্রতীক্ষায়....

শুভেচ্ছা ও কৃতজ্ঞতা...

২৯ শে অক্টোবর, ২০২১ সকাল ৯:৪৭

জাহিদ অনিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় নতুন নকিব আপনার সুবিশাল ও আন্তরিক মন্তব্যের জন্য।




ভালো থাকবেন সুস্থ থাকবেন।

১৫| ১১ ই জুলাই, ২০২১ রাত ৯:৫৯

অর্ক বলেছেন: দারুণ প্রিয় কবি! তিন বছর পর ব্লগে এসে আপনার শূন্যতা অনুভব করছি। হার্দিক শুভেচ্ছা রইলো। আশা করি সব কুশল মঙ্গল।

আরও আসুক।

২৯ শে অক্টোবর, ২০২১ সকাল ৯:৪৮

জাহিদ অনিক বলেছেন: হ্যালো অর্ক!

অনেকদিন পরেই পরে হলেও আছি আপনাদের সাথেই।
মনে হচ্ছে আপনিও অনেক দিন পরেই এলেন।

ভালো আছেন আশা করছি।

১৬| ১৭ ই অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৬:৩২

পদাতিক চৌধুরি বলেছেন: খুব বাজে খুব বাজে। 25 শে আগস্ট 2000 কুড়ির পর আপনার কোনো পোস্ট নেই!!!! দুর্ভাগ্যজনক। জানিনা আপনাকে আবার কবে নিয়মিত দেখতে পাবো....

২৯ শে অক্টোবর, ২০২১ সকাল ৯:৪৯

জাহিদ অনিক বলেছেন: ব্যাড, ভেরি ব্যাড।

কবিতা ইদানিং লেখা হয় নাই আসলে খুব একটা, লেখা হলে অবশ্যই ব্লগে আসবে।

ইন দ্যা মিন টাইম, আপনাদের লেখাইয় মন দিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.