![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অরণ্যে এসেছে সময় পাতা ঝরার-
অনেক দিনের ইচ্ছে -
এবার হেঁটে যেতে চাই হলদে পাতার বুকের উপর দিয়ে –
পায়ে পরে ছোটবেলার বুটজুতো।
হাঁটতে চাই একা, চাই না কেউ না আসুক সঙ্গে।
এ’ কবিতা কোনও সামাজিক আন্দোলন কিংবা বিক্ষোভের কিংবা সার্বজনীন কথা নয়-
লিখছি ব্যক্তিগত খুব একান্ত ব্যক্তিগত কথা।
আমি জানি আমি হাঁটছি না কোনও জঙ্গলে এবারেও-
কোনো শীত আমাকে তাড়িয়ে নিয়ে যাচ্ছে না অলৌকিক কোনো পাহাড়ে;
আমি কেবল
মস্তিষ্কের পেছনে চাপ দিচ্ছি মনে মনে -
আর চেষ্টা করছি কেবল লিখবার, তিনবার দিনে দুঃসময়ের কবিতা।
যদি কেউ খুঁজে পাও এখানে তোমাদের কথা, সে দায় আমার নয়-
সে কথার বন্ধুত্ব আমি গ্রহণ করব না-
করব না আপন কথার অংশীদার আর কাউকে-
আমার মত একই ধরনের কথা বুকের মধ্যে নিয়ে
আমার মত একই ধরনের ইচ্ছে মনে নিয়ে আরও কেউ হাঁটতে চায় অরণ্যে;
আমি চাই না সে চলার সঙ্গী।
আমি যাব না আমি জানি-
তবু জঙ্গলে আসবে নিশ্চুপ শীত -
কোথাও-বা জ্বলে উঠবে মশাল- গুহার মধ্যে ওম নেবে নেকড়ে ছানারা -
আমি শুধু হাঁটব না -
জঙ্গলে -
একলা-
পরে ছোটবেলার জুতো।
০১ লা নভেম্বর, ২০২১
০১ লা নভেম্বর, ২০২১ বিকাল ৪:০৬
জাহিদ অনিক বলেছেন: ধন্যবাদ ছবি আপু
২| ০১ লা নভেম্বর, ২০২১ বিকাল ৩:৪৬
কবিতা পড়ার প্রহর বলেছেন: এই শীতে না হোক।
অন্য কোনো শীতে
নিশ্চয় হাঁটা হবে।
০১ লা নভেম্বর, ২০২১ বিকাল ৪:০৭
জাহিদ অনিক বলেছেন: শুভেচ্ছা ও কৃতজ্ঞতা কবিতা পড়ার প্রহর
৩| ০১ লা নভেম্বর, ২০২১ বিকাল ৩:৫৬
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: হাঁটতে থাকুন ছোটবেলার জুতো পায়ে।
০১ লা নভেম্বর, ২০২১ বিকাল ৪:০৭
জাহিদ অনিক বলেছেন: ভালোবাসা রইলো সৌরভ ভাই
৪| ০১ লা নভেম্বর, ২০২১ বিকাল ৪:১৪
মোঃ মাইদুল সরকার বলেছেন:
এই শীতে কবিও ফিরুক ব্লগে, আর আমরা ওম খুজবো কবিতার ভাজে।
০১ লা নভেম্বর, ২০২১ বিকাল ৪:২৭
জাহিদ অনিক বলেছেন:
ধন্যবাদ। ভালো থাকবেন মাইদুল ভাই
৫| ০১ লা নভেম্বর, ২০২১ বিকাল ৫:১৬
ইসিয়াক বলেছেন: কতদিন পরে.....এভাবে দুরে থাকলে চলে প্রিয় কবি।
একটু ব্যস্ততা,
পরে এসে কবিতা পড়ে কমেন্ট করবো।
শুভ কামনা রইলো।
০১ লা নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:০১
জাহিদ অনিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা জানবেন মিঃ ইসিয়াক
৬| ০১ লা নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৫৭
ইসিয়াক বলেছেন: কারো জন্য কোন কিছু কি থেমে থাকে?থাকে না।
হারানো দিনগুলো ফেরানো যায় না। রয়ে যায় স্মৃতিচিহ্ন। ইচ্ছেরা খুব করে এসে জড়ো হয়। কিন্তু ফেরা আর হয় না।
তবু আশা নিয়ে বাঁচে মানুষ।
সুন্দর কবিতা।
লিখতে থাকুন প্রিয় কবি।
শুভেচ্ছা রইলো।
৭| ০১ লা নভেম্বর, ২০২১ রাত ৯:৪৫
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
আপনি বরাবর'ই সুন্দর কবিতা লিখেন। চাঁদগাজী স্যার আপনার কবিতা পছন্দ করেন। উনি প্রায়ই আপনার খোঁজ খবর নেন।
ব্লগে নিয়মিত হওয়া দরকার আপনার।
৮| ০২ রা নভেম্বর, ২০২১ সকাল ৭:২৯
চাঁদগাজী বলেছেন:
অনুপস্হিত থাকার কারণে কি দায়িত্ব বেড়ে গেছে, অকারণ এত কথা কেন?
৯| ০৭ ই নভেম্বর, ২০২১ রাত ১০:৩৩
মনিরা সুলতানা বলেছেন: আনন্দ নিয়ে পড়া গেলো।
©somewhere in net ltd.
১|
০১ লা নভেম্বর, ২০২১ বিকাল ৩:৩৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: ব্লগে আবার স্বাগতম
সুন্দর লিখেছো ভাইয়া
শুভেচ্ছা রইলো