![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেমন অন্ধকারে থাকি আমি,
মানুষের কথা আলো হলেও আমি দেখতে পাই না।
গলার মধ্য থেকে সরে গেছে অন্তর এমন,
গোঙ্গানি ছাড়া বেরোয় না কিছুই৷
আমার কপালে হাত রাখে অভিশাপ;
যীশু খোদা ঈশ্বর, সব মরে টরে গেছে?
যদিওবা মন থেকে চাই না -
দু'একবার ভিড়ের মধ্যে
অন্য কোনও মানুষের মন নিয়ে বাঁচতে পারলে বড় বাঁচা যেত!
(জানুয়ারি ১০,২০২২)
১৬ ই জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:০৬
জাহিদ অনিক বলেছেন: অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা প্রিয় ইসিয়াক ভাই।
শুভেচ্ছা আপনাকেও
২| ১৪ ই জানুয়ারি, ২০২২ সকাল ১১:০৯
মনিরা সুলতানা বলেছেন: ব্যস্ততা আর বাস্তবতা যে চেপে বসেছে .....
ফিরে আসায় শুভেচ্ছা।
১৬ ই জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:০৬
জাহিদ অনিক বলেছেন: থ্যাংকু কবি।
শুভেচ্ছা ও কৃতজ্ঞতা
৩| ১৪ ই জানুয়ারি, ২০২২ রাত ৮:২৪
শায়মা বলেছেন: অন্য মানুষের মন?
দেয়া নেয়া করে ফেলো তাইলে অন্য মানুষের সাথে।
১৬ ই জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:০৬
জাহিদ অনিক বলেছেন: না, না, সবকিছুতে প্রেমে পড়ে গেলে সমস্যা ভাইয়ু !
৪| ১৫ ই জানুয়ারি, ২০২২ সকাল ১০:৪৪
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অন্য মানুষের মন! ভাবছি ... ভাবছি
"কারো স্পর্শে আচমকা যদি মনে পড়ে যায়
হঠাৎ যদি মনে পড়ে যায়
ভীষণ প্রেমময়ী কোন
মানবীর মানবীয় মুখ!
এতেই হবে ফিরে আসা যাবে ফের।"
ফিরে আসায় ভালোবাসা কবি।
১৬ ই জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:০৮
জাহিদ অনিক বলেছেন: কবিতাংশ ভালো লেগেছে।
অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইলো স্বপ্নবাজ সৌরভ
সুস্থ থাকবেন
৫| ১৫ ই জানুয়ারি, ২০২২ সকাল ১১:২৯
আহমেদ জী এস বলেছেন: জাহিদ অনিক,
অন্ধকার থেকে আলোয় এলেন অনেক অনেকদিন পরে।
ঠিকই বলেছেন এখন যীশু, খোদা, ঈশ্বর কোনখানেই নেই। মরেই গেছে সব! তাই এদেশের সুবিধাবাদীদের মনগুলো নিয়ে বাঁচতে পারলেই মনে হয় বড় বাঁচা বাঁচা যেতো!!!!!!!!!
১৬ ই জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:০৯
জাহিদ অনিক বলেছেন: এইখানের এই আলোতে মাঝেমাঝে আসি, নামে - বেনামে।
আপনার মন্তব্য পেয়ে ভালো লাগছে শ্রদ্ধেয় জী এস ভাইয়া।
সুস্থ থাকুন। শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানবেন।
©somewhere in net ltd.
১|
১৪ ই জানুয়ারি, ২০২২ সকাল ১০:২৭
ইসিয়াক বলেছেন: জীবন সুন্দর কবি
হয়তো কোন সমস্যা!
নিতান্ত সাময়িক।
বাঁচতে হবে প্রাণ খুলে আলো অথবা আঁধারে।
শুভ কামনা রইলো।