![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি মন খারাপ করলে -
আমার জবাবদিহি করতে হয় অন্ধকারে বসে থাকা পিতলের পেঁচার কাছে।
অন্ধকার তেড়ে আসে-
আমি চোখ বন্ধ করে ঋদ্ধ পুরুষের মত বসে থাকি মাটিতে ৷
আদতে আমি ঈশ্বরের অভিশাপ,
দুধ দাঁতের শিশুর মত নেমে আসি তোমার কোলে পিঠে।
তুমি বোবার মত চেয়ে থাকো আমার মুখের দিকে-
মনে মনে আমার মৃত্যু চেয়ে অভিযোগ করো আকাশের বড় মেঘ'কে।
(০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২২)
২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:৪৭
ইসিয়াক বলেছেন: চমৎকার।
শুভেচ্ছা রইলো প্রিয় কবি।
©somewhere in net ltd.
১|
০৮ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:৪৫
ইসিয়াক বলেছেন: কবি আপনার পোস্ট প্রথম পাতায় আসেনি কেন?