![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজেকে যখন ছাপোষা লাগে -
তখনো মনে হয় -
ক'দিন পরেই আমাকে ডাকবে লিবিয়া কিংবা আফগান।
অথচ
নিজের ভেতরের উপমহাদেশীয় বিপ্লবী'কে -
মেরে ফেলেছি - সেই কবে!
রিক্সা পেলে, বাসে না যেতে হলে; ভালো লাগে।
এদিক সেদিক এড়িয়ে -
কোনোমতে দিনটা পার করে দিতে পারলে; ভালো লাগে।
মাছের সাথে ঘন ডাল পেলে; ভালো লাগে।
এমন আর কখনো মনে হয় না-
কখনো সমুদ্রে যাই নি,
একবার চোখ ভ'রে জল দেখতে না পেলে কাঠ হয়ে যাবে চোখ।
বন্ধের দিনে-
ইচ্ছে করে না একটা বই খুলে পড়ি- দাড়ি কাটি - কিংবা হেটে আসি একবেলা।
আমি এখন জীবনানন্দের কোন বইয়ের
কোন পৃষ্ঠার মতন-
জীবন যাপন করি; জানি না।
তবুও-
এখনো মনে হয় -
একদিন কেউ এসে বলবে;
এই অন্ধকারে -
জন্ম রাতের মতন বৃষ্টির;
ঠিক কী মানে ...
[ ছবিটি ২০১৬'র]
১৮ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৩:১০
জাহিদ অনিক বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।
আপনি কি চাঁদগাজী? অনেকদিন আসা হয় না ব্লগে .।
২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৩:১৪
সোনাগাজী বলেছেন:
চাঁদগাজী ছিল ভয়ানক লোক, সামু উহাকে পিটায়ে মিটায়ে তাড়ায়ে দিয়েছে।
০৬ ই মে, ২০২২ রাত ২:৫৯
জাহিদ অনিক বলেছেন: আমি ওনাকে মিস করি
৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:২৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অসাধারণ লিখেছেন। আপ্লুত হয়েছি।
০৬ ই মে, ২০২২ রাত ৩:০০
জাহিদ অনিক বলেছেন: অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ভাইয়া
৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:৪৫
রাজীব নুর বলেছেন: সুন্দর আবেগ থেকে সুন্দর কবিতা। ভাষা সুন্দর।
০৬ ই মে, ২০২২ রাত ৩:০৩
জাহিদ অনিক বলেছেন: থ্যাংকইউ রাজীব ভাই
৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১২:২৬
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।
০৬ ই মে, ২০২২ রাত ৩:০৩
জাহিদ অনিক বলেছেন: ধন্যবাদ কবি
©somewhere in net ltd.
১|
১৮ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৩:০৯
সোনাগাজী বলেছেন:
কুঁড়েঘর কিংবা ইমারত যাই হোক, প্রতিদিন একটু একটু করে শ্রম দিতে হবে।