নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যেসব কথা এই সামু ব্লগে লিখতে পারি না নানা কারনে- সেসব কথা আমার পার্সোনাল জার্নাল ব্লগে লিখি -- https://journalofjahid.com/

জাহিদ অনিক

ভালোবাসি কবি ও কবিতাকে

জাহিদ অনিক › বিস্তারিত পোস্টঃ

মানুষ সমুদ্রে আর পাহাড়ে যায় কারণ ---

১৬ ই এপ্রিল, ২০২২ সকাল ৯:১১



মানুষ সমুদ্রে আর পাহাড়ে যায়
কারণ
সমুদ্র আর পাহাড় মানুষের মত নির্জীব নয়।
সামুদ্রিক জলের উচ্ছ্বাস পায়ে এসে লাগলে,
আমাদের মনেও প্রাণোচ্ছল ভাব জেগে ওঠে।

পাহাড় চূড়ার বিশালতা আমাদের মুগ্ধ করে,
পাহাড়ি বাতাস আমাদের কানে এসে লাগলে ভালো লাগে,
ইচ্ছে করে সে' বাতাসকে জড়িয়ে ধরে গাছের মত শিকড় গজাই।

যদি কিছু মানুষ থাকে মানুষের পাশে
যারা সমুদ্র জলের মত উচ্ছ্বাসিত;
যদি এমন কিছু মানুষের সান্নিধ্যে যাওয়া যায়-
যাদের বুক পাহাড়ের মতন;
তবে আমাদের আর পাহাড় কিংবা সমুদ্রে না গিয়ে,
সেসব মানুষের সাথে দু'দিন কাটিয়ে দিলেই
মন তৃপ্ত করে বাড়ি ফেরা যেত।

এমন মানুষ যদি থাকে আশেপাশে
যারা-
নিজেরাই একেকটা পাহাড় কিংবা সমুদ্রের থেকে কম কিছু নয়-
তবে তাদের বুকে তৈরি হত টুরিস্ট স্পট আর রাতের ক্যাম্পিং।

১৫'ই এপ্রিল/২২

মন্তব্য ১৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৬ ই এপ্রিল, ২০২২ সকাল ৯:৩৮

আলমগীর সরকার লিটন বলেছেন: চমৎকার লেখেছেন কবি দা

৩০ শে আগস্ট, ২০২২ দুপুর ১২:৩৫

জাহিদ অনিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জনবেন আলমগীর সরকার লিটন ভাই।
মন্তব্যে আপ্লুত হয়েছি।

২| ১৬ ই এপ্রিল, ২০২২ সকাল ১০:৩০

সামিউল ইসলাম বাবু বলেছেন: অনিন্দ্য সুন্দর

৩০ শে আগস্ট, ২০২২ দুপুর ১২:৩৫

জাহিদ অনিক বলেছেন: অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা জানবেন সামিউল ইসলাম বাবু

৩| ১৬ ই এপ্রিল, ২০২২ সকাল ১০:৩০

সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ বলেছেন: আজকাল তো মানুষ কিছু দিতে বা নিতে কোনোটায় পারে না। সবকিছুকে "টেকেন ফর গ্রান্টেড" হিসেবে নেয়, উলটো আরো অবহেলা ছুড়ে দেয়।

৩০ শে আগস্ট, ২০২২ দুপুর ১২:৩৬

জাহিদ অনিক বলেছেন: সবকিছুকে "টেকেন ফর গ্রান্টেড" হিসেবে নেয় - মানুষের ভুল ভাঙ্গে সবকিছু শেষ হয়ে যাওয়ার পরে।

অনেক সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ

৪| ১৬ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:৪৪

রাজীব নুর বলেছেন: চমৎকার কবিতা।
ভাষা সুন্দর।
কবিতায় আবেগ আছে।

৩০ শে আগস্ট, ২০২২ দুপুর ১২:৩৭

জাহিদ অনিক বলেছেন: থ্যাংকিউ রাজীব নুর ভাই !
ভালোবাসা সব সময়।

৫| ১৬ ই এপ্রিল, ২০২২ বিকাল ৫:৪৮

জগতারন বলেছেন:
সুন্দর!
লাইক দিলাম!!

৩০ শে আগস্ট, ২০২২ দুপুর ১২:৩৮

জাহিদ অনিক বলেছেন: অনেক ধন্যবাদ জানবেন জগতারন
শুভেচ্ছা জানবেন

৬| ১৬ ই এপ্রিল, ২০২২ রাত ১১:৫২

সোবুজ বলেছেন: বেড়াতে

৩০ শে আগস্ট, ২০২২ দুপুর ১২:৪১

জাহিদ অনিক বলেছেন: হ্যাঁ তা তো ঠিকই। সমুদ্র আর পাহাড়ে মানুষ বেড়াতেই যায় বটে।

৭| ১৮ ই এপ্রিল, ২০২২ রাত ২:৫৩

সোহানী বলেছেন: আরে দারুন বলেছো তো!! মানুষের মাঝের পাহাড় সমুদ্র আর সতিকারের পাহাড় সমুদ্র!!! দাড়াঁও আরেকটু ভাবি ;)

৩০ শে আগস্ট, ২০২২ দুপুর ১২:৩৯

জাহিদ অনিক বলেছেন: মানুষের মাঝের পাহাড় সমুদ্র আর সতিকারের পাহাড় সমুদ্র!!! ভেবে কিছু পেলে সোহানী আপু?


হ্যা আছে কিছু মানুষের মধ্যে সত্যিকারের সাগর আর পাহাড়।


সুন্দর ও ভালো থেকো আপু।

৮| ০৯ ই মে, ২০২২ সকাল ১০:৫৮

কালো যাদুকর বলেছেন: দারুন দৃস্টি ভম্গি। এরকম কবিতা ব্লগে খুব একটা দেখা যায় না।
আমরা জীবণে মাত্র কয়েকবার এরকম আলোকিত মানুষের দেখা পাই।
ধন্যবাদ।

৩০ শে আগস্ট, ২০২২ দুপুর ১২:৪১

জাহিদ অনিক বলেছেন: অনেক অনেক আপ্লুত হয়েছি আপনার সুন্দর মন্তব্যে কালো যাদুকর

শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানবেন। ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.