নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসি কবি ও কবিতাকে
সমুদ্র ঢেউয়ের মতন -
অনেক দূর থেকে তোমাকে দেখতে পেয়ে
আমি আরও কাছ থেকে তোমায় দেখব বলে, স্পর্শ করব বলে,
তোমাতে অবগাহন করব বলে উল্লাসে সোল্লাসে এগিয়ে যাই তোমার দিকে।
কী প্রবল বাতাস তোমাকে একটু একটু করে বয়ে নিয়ে আসে আমার কাছাকাছি।
কোনও কোনও ঢেউ নিয়ে আসে তোমার দীর্ঘশ্বাস,
কোনও ঢেউ নিয়ে আসে তোমার ভরাট বুকের উপরে পড়ে থাকা একটা দুইটা চুল৷
বাতাস উড়িয়ে নিয়ে আসে তোমার শরীরের গন্ধ-
আমি টের পাই তোমার অস্তিত্ব।
আমার অপেক্ষা ক্রমাগত বাড়ছে বলে-
তুমি একটা ঢেউয়ের কাছে পাঠালে তোমার নাক-ফুল আর কোমরবন্ধনী৷
রেশমি সে ঢেউ আমার কাছে আসতে আসতে প্রবল উত্তাল হয়ে ভারী বর্ষা নিয়ে আসে।
তবু আমি বসে থাকি-
সবগুলো ঢেউ একত্রিত করে তোমাকে দেখব বলে জলবতী মেয়ে৷
রাত্রি গভীর হলে তুমি সমুদ্রকে বলো, যা যা পাঠিয়েছিলে আমার কাছে সব ফেরত নিতে।
সব ঢেউ সমস্ত বেলাভূমির মাটি, হাওয়া, আর জল থেকে তোমার যা কিছু ছিল সব ফিরিয়ে নেয় মধ্য সাগরে।
সমুদ্র সব ফিরিয়ে নিচ্ছে দেখে আমি প্রবল শক্তিতে চুমু খাই তোমার সমস্ত অস্তিত্বে।
সব ঢেউ ফিরে গেলে-
তুমি সে চুমু টের পাও তোমার নাভিমূলে?
২৬ শে সেপ্টেম্বর, ২০২২
২৮ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:২১
জাহিদ অনিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ রানার ব্লগ। কবিতা পাঠ ও মন্তব্যে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন।
২| ২৭ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:৩৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কবিতা খুব সুন্দর। সব মুগ্ধতা এসে জড়ো হলো শেষের প্রশ্নে।
শুভেচ্ছা রইল।
২৮ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:২৬
জাহিদ অনিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা সোনাবীজ; অথবা ধুলোবালিছাই ভাইয়া।
হ্যাঁ, সব শেষে এসে জড়ো হলো শেষ প্রশ্নে।
৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:৪২
ইসিয়াক বলেছেন: অন্তঃস্থল থেকে উঠে আসা প্রেম অবগাহন করলাম যেন।
চমৎকার।
২৮ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:২৮
জাহিদ অনিক বলেছেন: অন্তঃস্থল থেকে উঠে আসা প্রেম অবগাহন করলাম যেন। হ্যাঁ একদম তাই।
অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ইসিয়াক
৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:০৫
মরুভূমির জলদস্যু বলেছেন:
সুন্দর হয়েছে।
২৮ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:২৯
জাহিদ অনিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মরুভূমির জলদস্যু!
৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:১৬
রাজীব নুর বলেছেন: আমার প্রিয় কবি আপনি।
২৮ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:৩১
জাহিদ অনিক বলেছেন: অনেক ধন্যবাদ রাজীব নুর ভাই, এটা একটা বড় পাওয়া ভাই আপনার থেকে। ভালোবাসা নিয়েন।
৬| ২৮ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:২৮
মনিরা সুলতানা বলেছেন: আরেয়ে আমাদের জাহিদ অনিক কবি দেখছি !!!
বেশ আয়েশ করে পড়া গেলো কবিতা।
২৮ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:৩২
জাহিদ অনিক বলেছেন: থ্যাঙ্কু কবি! কবিতা পড়েছেন দেখেই ভালো লাগছে। শুভেচ্ছা নিন। প্রীতি নিন। ভালো থাকুন। নৌকা মার্কায় ভোট দিন
৭| ২৮ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:৩৫
মনিরা সুলতানা বলেছেন: অবস্থা দৃষ্টে মনে হচ্ছে গাংচিল মার্কায় ভোট দিতে হবে।
০১ লা অক্টোবর, ২০২২ সকাল ১১:১৩
জাহিদ অনিক বলেছেন:
মার্কাটা ভালো। ভোটে গেলে নিব । থ্যাংকু কবি
©somewhere in net ltd.
১| ২৭ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:১৬
রানার ব্লগ বলেছেন: বাহ বেশ লিখেছেন !!!