নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসি কবি ও কবিতাকে
সমস্ত রাত কেমন অস্থিরতায় কেটে যাচ্ছে-
তোমার, আমার আর তারাদের।
আমি ভাবছি, হবে।
তুমি ভাবছো,কিচ্ছুটি নেই।
তারারা ভাবছে,
আমাদের নেই
আর
কোনো
দূরত্ব৷
লজ্জা,
আমাদের দূরে থেকে নিয়ে আসে আরও দূরে,
তারাদের কাছাকাছি।
ঠিক যেন,
তখন আমরা তারাদের মতন
দূর
থেকে
আমাদের
দেখে
ভাবতে পারি-
এখনকার তারারা যা ভাবছে
এখনকার আমাদের দেখে।
(১২ ই নভেম্বর, ২০২২)
১৯ শে নভেম্বর, ২০২২ সকাল ৮:০১
জাহিদ অনিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন স্বপ্নবাজ সৌরভ
ভালোবাসা অবিরাম
২| ১৬ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:২৭
Naznin71 বলেছেন: ভালো লাগা
১৯ শে নভেম্বর, ২০২২ সকাল ৮:০৩
জাহিদ অনিক বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানবেন Naznin71
কবিতা ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগছে।
ভালো কাটুক আপনার ব্লগ লাইফ। ওয়েলকাম টু সামু ব্লগ।
৩| ১৬ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৩১
সোনাগাজী বলেছেন:
ভালোবাসা হৃদয়ে এলে, সব দেয়াল ভেংগে পড়ে, সব দিনকে মনে হয় আলোকিত, সব রাতে তারা ফুটে।
১৯ শে নভেম্বর, ২০২২ সকাল ৮:০৭
জাহিদ অনিক বলেছেন: হৃদয়ে ভেঙ্গে এলেই বড় বড় শব্দের আর কথাদের দেয়াল দাঁড়ায়।
কবিতা পাঠ ও মন্তব্যে অনিঃশেষ কৃতজ্ঞতা জানাবেন।
৪| ১৬ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৩৮
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
সোনাগাজী বলেছেন,
ভালোবাসা হৃদয়ে এলে, সব দেয়াল ভেংগে পড়ে, সব দিনকে মনে হয় আলোকিত, সব রাতে তারা ফুটে।
১৯ শে নভেম্বর, ২০২২ সকাল ৮:০৮
জাহিদ অনিক বলেছেন: উনি কবিতা বুঝেন। উনি দার্শনিক। ভালো কথাই বলেছেন স্বপ্নবাজ সৌরভ ভাই।
৫| ১৬ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:২০
সোনাগাজী বলেছেন:
আপনার পোষ্ট মন্তব্য করলে উত্তর পাওয়া যায় না; আপনি কি কবিতা লিখে আমাদের প্রতি করুণা করছেন?
১৬ ই নভেম্বর, ২০২২ রাত ৮:৩৯
জাহিদ অনিক বলেছেন: দুঃখিত আমাকে ভুল বুঝবেন না।
আমি যখন এই কবিতাটা পোষ্ট করলাম তখন আমি অফিসে। অফিশ সেহষ হয় রাত ১০ টায়। এর পরে বাসায় গিয়ে আর ব্লগে আসা হয় না। রবিবার ছুটির দিনেই তাই ব্লগে সময় দেই। তাই দেরী করে রিপ্লাই পেয়ে থাকেন হয়ত।
আমি কৃতজ্ঞ আপনাদের প্রতি আমাকে এতটা ভালোবাসেন বলে।
কবিতাটা লিখেছি ১২ তারিখে
ছবিটা বানিয়েছি কাল রাতে।
আর পোষ্ট করলাম আজকে। সময়ের আসলেই বড্ড অভাব। আমি নিজেও এই অভিশপ্ত জীবন থেকে মুক্তি চাই।
সত্যি কথা বলতে আসলে,
বরং কবিতা যারা লিখেন তারাই বেশিভাগ সময় করুণার পাত্র হয়ে যায়।
৬| ১৬ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৪২
শায়মা বলেছেন: তারারাও আমাদের কথা ভাবে ভাইয়ু!
১৯ শে নভেম্বর, ২০২২ সকাল ৮:০৯
জাহিদ অনিক বলেছেন: ভাবে, আলবৎ ভাবে।
থ্যাংকিউ ভাইয়ুমনি
৭| ১৬ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৫৯
আহমেদ জী এস বলেছেন: জাহিদ অনিক,
আমার -আপনার আর তারাদের রাত অস্থিরতায় কাটেনা , কাটে উদ্বেগে!
কখন যে খসে যেতে হয় আমাদের , কখন যে খসে পড়ে তারারা !!!!!!!!!!!!
১৯ শে নভেম্বর, ২০২২ সকাল ৮:১২
জাহিদ অনিক বলেছেন: তারাদের দেখে দেখে অথবা নিজেদের দেখে দেখে- নিজদের বেহাল অবস্থা দেখে তারাদের গতি দেখে পথ ঠিক করাবর উদ্দেশ্যেই হয়ত লিখে যাই কিছু কিছু কথা।
আপনার মূল্যবান মন্তব্য পেয়ে ভালো লাগা কাজ করছে শ্রদ্ধেয় জী এস ভাইয়া। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
৮| ১৬ ই নভেম্বর, ২০২২ রাত ১১:১০
নেওয়াজ আলি বলেছেন: তারারা ভাবছে লজ্জা লাগছে কিনা
১৯ শে নভেম্বর, ২০২২ সকাল ৮:১৩
জাহিদ অনিক বলেছেন: লজ্জা লাগে বৈকি।
অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন প্রিয় নেওয়াজ আলি সাহেব।
৯| ১৭ ই নভেম্বর, ২০২২ রাত ৮:৪৭
ইসিয়াক বলেছেন: আহা প্রেম!
১৯ শে নভেম্বর, ২০২২ সকাল ৮:১৪
জাহিদ অনিক বলেছেন: প্রেম, প্রেমই বটে যত সব দুঃখের গোরা।
মন্তব্যে প্রীত হলাম প্রিয় কবি ইসিয়াক সাহেব। ভালোবাসা ও শুভেচ্ছা জানবেন
©somewhere in net ltd.
১| ১৬ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:২৩
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আহা।