নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসি কবি ও কবিতাকে
মুহুর্মুহু ভালোবাসা যখন বুকের মধ্যে আঘাত হানবে আমার - তখন আছড়ে পড়া ঢেউএর মতন;
তোমার ও'সব ভাবলেশহীন পা ফেলে চলে যাওয়ার কথাই মনে পড়বে। মনে পড়বে সবুজ দিন - সবুজ ঘাসের কথা।
বাহান্ন পৃষ্ঠার বইএর মাঝখানে আঙ্গুল ‘এসে দুই ভাগ হয়ে মিশেছে তোমার সিঁথির মতন। সিঁথি ধরে চলে পৌঁছে যাব নিরুন্তর বয়ে চলা অথর্ব এক জীবনের কাছে; যে জীবন আমার ||
আমার যাওয়ার ইচ্ছে ছিল এসব ধ্বনিপ্রধান গণ্ডী থেকে বেরিয়ে, শঙ্কা থেকে বের হয়ে শঙ্খসখ করে হেঁটে যাওয়া আনুমানিক বৃহস্পতির বলয়ে ||
[শঙ্খসখ]
০৫ ই মার্চ, ২০২৩ সকাল ১১:০৫
জাহিদ অনিক বলেছেন: ধন্যবাদ সোনাগাজী মন্তব্যের জন্য। না আসলে কবিতার বই বের করি নি। তবে এই কবিতার শিরোনাম শব্দ টা আমারই বানানো। ইচ্ছে আছে এই নাম দেয়ার যদি বই বের করি।
২| ০৫ ই মার্চ, ২০২৩ রাত ২:৪৪
মিরোরডডল বলেছেন:
শঙ্খসখ শব্দটা আগে শুনিনি।
বাহান্ন পৃষ্ঠার বইএর মাঝখানে আঙ্গুল ‘এসে দুই ভাগ হয়ে মিশেছে তোমার সিঁথির মতন। সিঁথি ধরে চলে পৌঁছে যাব নিরুন্তর বয়ে চলা অথর্ব এক জীবনের কাছে; যে জীবন আমার
কি চমৎকার কথামালা!
০৫ ই মার্চ, ২০২৩ সকাল ১১:০৮
জাহিদ অনিক বলেছেন: শঙ্খসখ এই শব্দ টা আসলে হুট করেই মাথায় এসে গেলো।
অনেক ধন্যবাদ মিরোরডডল
৩| ০৫ ই মার্চ, ২০২৩ ভোর ৬:৫৬
সোহানী বলেছেন: দারুনতো............
০৫ ই মার্চ, ২০২৩ সকাল ১১:০৯
জাহিদ অনিক বলেছেন: থ্যাঙ্কিউ সোহানী অপুউ
৪| ০৫ ই মার্চ, ২০২৩ সকাল ১০:২১
নান্দনিক নন্দিনী বলেছেন: ভাবলেশহীন মুখের কথা জানি, যেভাবে মুখ করে ব্রেকাপ করতে হয়।
এবার 'ভাবলেশহীন পা ফেলে চলে যাওয়া...'
দারুণ।
০৫ ই মার্চ, ২০২৩ সকাল ১১:১১
জাহিদ অনিক বলেছেন: আসলে সবকিছুরই তো একটা ভাবলেশহীন ভার্সন হয় আসলে।
থ্যাঙ্কিউ নান্দনিক নন্দিনী
৫| ০৫ ই মার্চ, ২০২৩ সকাল ১১:০৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুন কবিতামালা
০৫ ই মার্চ, ২০২৩ সকাল ১১:১২
জাহিদ অনিক বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ কাজী ফাতেমা ছবি আপু
৬| ০৫ ই মার্চ, ২০২৩ সকাল ১১:১০
শূন্য সারমর্ম বলেছেন:
বৃহস্পতির বলয়ে আমাকে নিয়ে যাবেন।
০৫ ই মার্চ, ২০২৩ সকাল ১১:১৪
জাহিদ অনিক বলেছেন: হ্যাঁ তা তো নিয়ে যাওয়া যায়, কিন্তু সবার বৃহস্পতির বলয় তো আর এক নয়!
মন্তব্যে কৃতজ্ঞতা রইলো শূন্য সারমর্ম
৭| ০৫ ই মার্চ, ২০২৩ দুপুর ১২:৩২
রাজীব নুর বলেছেন: আপনার একটা বই প্রকাশ করা দরকার। এত সময় কেন নিচ্ছেন বুঝতে পারছি না।
০৫ ই মার্চ, ২০২৩ দুপুর ১২:৪৫
জাহিদ অনিক বলেছেন: মুলত দুটো কারনে এখনো বই বের করে উঠতে পারিনি রাজীব ভাই,
১) আমার কেন বই বের করা উচিত সেটা এখনো নিশ্চিত হতে পারিনি
২) আমার কোনো প্রকাশক পরিচিত নেই যিনি আমার কবিতার মূল্যায়ন করবেন
ধন্যবাদ রাজীব নুর ভাই। ভালোবাসা নিবেন
৮| ০৫ ই মার্চ, ২০২৩ সন্ধ্যা ৭:২৮
নেওয়াজ আলি বলেছেন: চমৎকার নিবেদন
ভালো লাগলো
০৭ ই মার্চ, ২০২৩ রাত ১:২৯
জাহিদ অনিক বলেছেন: অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন নেওয়াজ আলি
৯| ২৫ শে এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৬:৩১
আমি সাজিদ বলেছেন: চমৎকার শব্দ বিন্যাস। আপনাকে প্রথম পাঠ করছি। ভালো লাগা জানিয়ে যাচ্ছি।
২৫ শে এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৭:১৮
জাহিদ অনিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন আমি সাজিদ
আপ্নাকেও আমি ব্লগে এই প্রথম দেখছি। যদিও আপনি অনেক পুরানো দেখা যাচ্ছে। নাইস টু মিট ইউ। শুভেচ্ছা ও ভালোবাসা রইলো।
©somewhere in net ltd.
১| ০৫ ই মার্চ, ২০২৩ রাত ২:২৩
সোনাগাজী বলেছেন:
এটা কি আপনার কবিতার বই?