নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যেসব কথা এই সামু ব্লগে লিখতে পারি না নানা কারনে- সেসব কথা আমার পার্সোনাল জার্নাল ব্লগে লিখি -- https://journalofjahid.com/

জাহিদ অনিক

ভালোবাসি কবি ও কবিতাকে

জাহিদ অনিক › বিস্তারিত পোস্টঃ

অবশ্যই প্রেমের কবিতা

২৫ শে এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৬:০৮



তোমার কবিতা পড়ার শখ হলে -
তুমি পড়ো
শেলী, শেক্সপিয়র, সিলভিয়া প্লাথ আর বাঙ্গালীদের মধ্যে শঙ্খ ঘোষ।
বৈশ্বিক রাজনীতি আর অর্থনীতি বদলে যায় তোমার খোলা চুল ছুঁয়ে -
দুপুরে তোমার খোলা পেটে রোদ লেগে বদলে যায় জলবায়ু।

আমার কবিতা পড়ার শখ হলে তোমার কথা ভাবি -
তোমার সমস্ত অস্তিত্ব জুড়ে শব্দেরা
খাঁ খাঁ চৈত্রের মাঠে দাঁড়িয়ে -
সৈনিকের মতন আমার দিকে বন্দুক তাক করে রাখে।

অথচ;
পারস্পরিক স্বার্থ সম্পর্কীয় একটা-দুইটা কূটনৈতিক বৈঠক করতে পারলে
আজ আমাদের কবিতার হাওয়া বদলে যেত,
আমরা সত্যিকার প্রেমের অভাব বুঝতে পারতাম।
কবিতার নামে -
তোমার আঁচল টেনে মুখ মুছে
খোলা পিঠে মুখ ঘষে প্রেম দেখিয়ে
এসব
মোলায়েম কবিতা লিখতে হতো না।

যখন আমার কবিতায় তুমি থাকতে
তখন সেটা দুটি রাষ্ট্রকে নিয়ে কথা বলত,
আমরা রাষ্ট্রদূত হতাম।
তোমার কবিতায় আমি শুনতে পাই জীবনের অনুসিদ্ধান্ত –
যেখানে প্রেম আর জীবন একই অন্তরঙ্গ বিন্দুতে এসে মিশেছে।

অথচ-
'প্রেম
রাষ্ট্র
জীবন'

এই অস্তিত্বগুলোকে সবসময় ভেবে এসেছি আলাদা আলাদা,
প্রেমিকা থেকে তুমি রাষ্ট্র হয়ে গেছো;
প্রেমিকার অবহেলা তাও সওয়া যায়, রাষ্ট্রের নয়।

মন্তব্য ২৪ টি রেটিং +৭/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৬:৩৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অসাধারণ।

৪ ও ৫ নম্বর পঙ্‌ক্তিদুটো খুবই ভালো লেগেছে :)

২৫ শে এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৭:১২

জাহিদ অনিক বলেছেন: থ্যাংকিউ সোনাবীজ ভাইয়া।

এই লাইন ২ টা মনে হয় আমারও ভালো লেগেছে B-)


অনেক অনেক কৃতজ্ঞতা জানবেন ভাইয়া

২| ২৫ শে এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৭:৪৮

শাওন আহমাদ বলেছেন: বাহ! ভালো ছিলো ভাই।

২৫ শে এপ্রিল, ২০২৩ রাত ৮:১৩

জাহিদ অনিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা জানবেন শাওন আহমাদ

৩| ২৫ শে এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৭:৫০

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আহা বহুদিন পর আপনার কবিতা পড়ার সুযোগ হলো। অনেক দিন থেকে তেমন কিছু পড়া হয়না। অনেক সুন্দর কবিতা পড়লাম।
ঈদ মোবারক।

২৫ শে এপ্রিল, ২০২৩ রাত ৮:১৫

জাহিদ অনিক বলেছেন: আপ্নাকেও অনেকদিন পরে দেখলাম সুজন ভাই। ভালো আছেন নিশ্চয়ই।

কবিতা ভালো লেগেছে জানতে পেরে ভালো লাগছে। ঈদ মোবারাক ভাই!

৪| ২৫ শে এপ্রিল, ২০২৩ রাত ৮:৩৭

ইসিয়াক বলেছেন:








মন ভরে গেল।

২৫ শে এপ্রিল, ২০২৩ রাত ৯:৫৮

জাহিদ অনিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ইসিয়াক ভাই!!
জানাশুনা মানুষ ব্লগে দেখলে ভালো লাগে, ঈদ ঈদ লাগে।

ঈদ মোবারাক!

৫| ২৫ শে এপ্রিল, ২০২৩ রাত ৯:৩২

সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ বলেছেন: আপনি সত্যিকারের কবি। দারুণ...

২৫ শে এপ্রিল, ২০২৩ রাত ৯:৫৯

জাহিদ অনিক বলেছেন: আপনার এই সুন্দর মন্তব্যে আপ্লুত হ'লাম সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ
সুন্দর থাকুন।

৬| ২৫ শে এপ্রিল, ২০২৩ রাত ১০:৫২

নান্দনিক নন্দিনী বলেছেন: বাহ্ বাহ্ দারুণ!

২৮ শে এপ্রিল, ২০২৩ সকাল ৯:৫৭

জাহিদ অনিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ নান্দনিক নন্দিনী

৭| ২৫ শে এপ্রিল, ২০২৩ রাত ১১:০২

শূন্য সারমর্ম বলেছেন:


!

২৮ শে এপ্রিল, ২০২৩ সকাল ৯:৫৭

জাহিদ অনিক বলেছেন: B:-/

৮| ২৬ শে এপ্রিল, ২০২৩ রাত ২:২২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: নিশ্চয়ই এটা প্রেমের কবিতা?

২৮ শে এপ্রিল, ২০২৩ সকাল ৯:৫৮

জাহিদ অনিক বলেছেন: নিশ্চয়ই

ভাল থাকবেন সৌরভ, শুভেচ্ছা

৯| ২৬ শে এপ্রিল, ২০২৩ রাত ৩:২৩

ফয়েজ উল্লাহ রবি বলেছেন: বেশ ভালো লেগেছে শুভেচ্ছা শুভ কামনা রইল। ভালো থেকো সুখে থেকো অনিক ।

২৮ শে এপ্রিল, ২০২৩ সকাল ৯:৫৯

জাহিদ অনিক বলেছেন: থ্যাঙ্কইইউ রবি ভাই। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল।

১০| ২৬ শে এপ্রিল, ২০২৩ সকাল ৮:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: বহুদিন পর আপনার কবিতা। বাঘা বাঘা সব কবির নাম আছে দেখছি। এদের কেউ কি আমার সমান শিক্ষিত? আমার কিন্তু একটা ফরেন ডিগ্রি আছে। নাকি তারা লেখালেখিতে আমার চেয়ে বেশি ডেডিকেটেড। :)
শেকসপিয়র নিয়ে মাতামাতির দিনগুলো ফেলে এসেছি।

প্রেমিকা যখন রষ্ট্রের সমান তখন তার কি আর অবহেলা সাজে?

২৮ শে এপ্রিল, ২০২৩ সকাল ১০:০৪

জাহিদ অনিক বলেছেন: বাঘা বাঘা সব কবির নাম আছে দেখছি। এদের কেউ কি আমার সমান শিক্ষিত? মনে হয় না কবি এরা এই আপনার থেকে বেশি শিক্ষিত। বাংলার জল হাওয়ার শিক্ষা তো মাত্রার উর্ধ্বে

শেকসপিয়র নিয়ে মাতামাতির দিনগুলো ফেলে এসেছি। আহা! আবার একবার মাতামাতি হোক!

প্রেমিকা যখন রষ্ট্রের সমান তখন তার কি আর অবহেলা সাজে? প্রেমিকার মূলত প্রেমিক থেকে ধীরে ধীরে রষ্ট্র হওয়ার দিকেই আগায়। তখন সে নিজেই অপজিশন নিজেই পজিশন।


অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা কবি, ভালো থাকবেন

১১| ২৬ শে এপ্রিল, ২০২৩ দুপুর ২:৪০

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন।
ভাষা সহজ ও সুন্দর ।

২৮ শে এপ্রিল, ২০২৩ সকাল ১০:০৪

জাহিদ অনিক বলেছেন: অনেক ধন্যবাদ রাজীব ভাই। সবসময় কবিতায় আপনাকে পাই। কৃতজ্ঞতা ও ভালোবাসা জানবেন

১২| ২৯ শে এপ্রিল, ২০২৩ রাত ২:০৬

শামসুল হক চাঁটগাঁইয়া বলেছেন: ভালো লাগলো ।

৩০ শে এপ্রিল, ২০২৩ দুপুর ১২:৫১

জাহিদ অনিক বলেছেন: ধন্যবাদ শামসুল হক চাঁটগাঁইয়া

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.