নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যেসব কথা এই সামু ব্লগে লিখতে পারি না নানা কারনে- সেসব কথা আমার পার্সোনাল জার্নাল ব্লগে লিখি -- https://journalofjahid.com/

জাহিদ অনিক

ভালোবাসি কবি ও কবিতাকে

জাহিদ অনিক › বিস্তারিত পোস্টঃ

আমার সমস্ত সত্তা, এই অন্ধকার রাত্রি

২০ শে জুলাই, ২০২৩ রাত ২:৪৬


আজ কতদিন পরে এলে তুমি,
মনে আছে সেই যে এলে-
তখন অক্টোবর, শীত।

আমার;
এই বিশালতা
এই ক্ষুদ্রতা
কিচ্ছুটি ধারণ করবার শক্তি নেই কারও -

তবুও
আমার সমস্ত সত্তা দিয়ে তোমাকে চাইছি;
সমস্ত সত্তা আসলে কি জানি না

সকল
ইন্দ্রিয়
শক্তি
দিয়ে তোমাকে চাইলে;
অন্ধকার হয়ে আসে পুরো পৃথিবী আমার।।

মন্তব্য ১৬ টি রেটিং +৭/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২০ শে জুলাই, ২০২৩ রাত ৩:৪২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
আপনি একটা কবিতা লিখতে কতটুকু সময় নেন?

২০ শে জুলাই, ২০২৩ সকাল ১০:১৫

জাহিদ অনিক বলেছেন: একটা কবিতা লিখতে আসলে একটা প্রবল দুঃখ পরিমান সময় লাগে


ভালো আছেন আশা করছি সৌরভ ভাই

২| ২০ শে জুলাই, ২০২৩ ভোর ৬:৪৯

ইসিয়াক বলেছেন: প্রেম মানুষকে হাসায়,কাঁদায়। প্রেম মানুষকে উজ্জীবিত করে আবার নষ্ট প্রেম মানুষকে ধ্বংসও করে।
প্রেমের নানাবিধ বৈচিত্রের টানে মানুষ মানুষের প্রেমে পড়ে।

২০ শে জুলাই, ২০২৩ সকাল ১০:১৬

জাহিদ অনিক বলেছেন: প্রেম মানুষ্কে অনেক কিছুই দেয়। হাসি কান্না আনন্দ বেদনা ---


ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন কবি

৩| ২০ শে জুলাই, ২০২৩ সকাল ১০:০৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর

২০ শে জুলাই, ২০২৩ সকাল ১০:১৭

জাহিদ অনিক বলেছেন: থ্যাংকিউ ছবি আপু।


ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইলো আপু

৪| ২০ শে জুলাই, ২০২৩ সকাল ১০:১৮

মোস্তফা সোহেল বলেছেন: অনেক দিন পরে কবি ফিরলেন মনে হয়।
কবিতা ভাল লেগেছে।

২০ শে জুলাই, ২০২৩ সকাল ১০:২৯

জাহিদ অনিক বলেছেন: অনেকদিন পরে না আসলে, থাকি কীর্তিনাশার এপার ওপারেই।
থ্যাংকিউ সোহেল ভাই। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন

৫| ২০ শে জুলাই, ২০২৩ সকাল ১০:৫৫

বাকপ্রবাস বলেছেন: খুব সুন্দর। প্রেমের কবিতা লিখতে মানা, তায় চেষ্টা করিনা, এমন কবিতা পড়লে লোভ হয় লেখার। পারবওনা আর ঘরনির নিষেধাজ্ঞাতো আছেই

২০ শে জুলাই, ২০২৩ দুপুর ১২:৪৪

জাহিদ অনিক বলেছেন: বেশ ঘরনির মানা থাকলে তো আর কোনো কথাই নেই। কবিতা থাক, সুখী সুন্দর আর নিপাট জীবনের কামনা জানাচ্ছি। সুন্দর থাকুন ভালো থাকুন সর্বদা

৬| ২০ শে জুলাই, ২০২৩ দুপুর ২:৫৭

রাজীব নুর বলেছেন: হ্যালো কবি?
কেমন আছেন?

২০ শে জুলাই, ২০২৩ রাত ১০:৪৫

জাহিদ অনিক বলেছেন: রাজীব ভাইইইই

ভালো আছি এক কথায় বলে দিতে চাই না আসলে। ভাল মন্দ খারাপ ভালো সবকিছু মিলয়ে আছি আর কি! আপনি কেমন আছেন ভাই?

৭| ২০ শে জুলাই, ২০২৩ রাত ৮:৩৬

রাজীব নুর বলেছেন: আপনাকে আমি সামুতে মিস করি।

২০ শে জুলাই, ২০২৩ রাত ১০:৪৬

জাহিদ অনিক বলেছেন: আমিও মিস করি রাজীব ভাই আপনাকে, অন্য অনেককে, সামুকে, সেজন্যি বার বার আসি ফিরে

৮| ২০ শে জুলাই, ২০২৩ রাত ১১:৪০

আহমেদ জী এস বলেছেন: জাহিদ অনিক,




হ্যা.... আপনিও যেন কতোদিন পরে এলেন! সেই তো এলেন এপ্রিল পেরিয়ে এই জুলাইয়ে, তীব্র গরম মাড়িয়ে। এসেই বললেন - অন্ধকার হয়ে আসে পুরো পৃথিবী আমার!
পৃথিবী সবটা অন্ধকার হয়না কখনও। কোথাও না কোথাও আলো জেগে থাকে। সেই জেগে থাকা আলোয় দেখা যায় কোনও কবির মুখ, যে কিনা চাইছে কোনও একজনকে সমস্ত সত্তা দিয়ে! তবুও তার পৃথিবী অন্ধকার হয়ে আসে কেন ?

২১ শে জুলাই, ২০২৩ দুপুর ১২:০৬

জাহিদ অনিক বলেছেন: আসলে কিছুদিন পরপর আসি হয়ত, ইদানীং খেয়াল করেছি খুব বেশি মন খারাপ অথবা খুব বেশি মন উচ্ছ্বল না হলে ব্লগে আসা হয়ে ওঠে না। ব্লগ যেন একটা মন খারাপ করার পর আশ্রয়স্থল।

আসলে ঠিক বলেছেন শ্রদ্ধেয় কবি, পৃথিবী কোনো না কোনো প্রান্তে জেগে থাকে। জেগে থাকে আলো, শব্দ, বাতাস, কবিতা

আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.