নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যেসব কথা এই সামু ব্লগে লিখতে পারি না নানা কারনে- সেসব কথা আমার পার্সোনাল জার্নাল ব্লগে লিখি -- https://journalofjahid.com/

জাহিদ অনিক

ভালোবাসি কবি ও কবিতাকে

জাহিদ অনিক › বিস্তারিত পোস্টঃ

বিদায় শব্দটির তীব্রতর সমার্থক শব্দ খুঁজিতে খুঁজিতে

০৫ ই আগস্ট, ২০২৩ রাত ১২:৪১

কোনও এক সন্ধ্যায়, ভালোবাসিবার সমগ্র আক্ষেপ লইয়া মনে মনে বিদায় শব্দটির তীব্রতর সমার্থক শব্দ খুঁজিতে খুঁজিতে 'এ ধরা হইতে বিদায় লইব।

সেইদিন কেহ হয়ত বুঝিবে-
কেবলমাত্র ভালোবাসা পাইবার না, ভালোবাসা প্রদান করিবারও যে একটা প্রবল আক্ষেপ কাহারো থাকিতে পারে। এই ধরাধামে অল্পকিছু মানুষই রহিয়াছে যাহারা উত্তম ও উপযুক্তভাবে ভালোবাসাকে সম্প্রদান করিতে পারে। যাহারা ভালোবাসাকে প্রদান করিতে শিখিয়া লয় তাহারা উহা পাইতে জানে না, পাইতে যে হয় কখনো কখনো তাহাও জানে না।

আমাদের এই সময়ের ভালোবাসা আর প্রেম -
অধিকাংশ সময়েই 'বাংলা ভাষার' প্রতি আমাদের প্রেম যেইরকম সেইরকমই; আমরা দেখিতে পাইতেছি যে ভাষাটি বিনা-প্রেমে প্রায় মারা যাইতেছে; অথচ আমরা দূর হইতে দেখা আর আফসোস করা ছাড়া আর কিছুই করিতে পারিতেছি না।

আমাকেও যাহারা ভালোবাসে, তাহারাও আমার জন্য কেবলই আফসোস করিয়া থাকে, অন্যকিছু করে না, করিতে পারে না আসলে।

০৪ ঠা আগস্ট, ২০২৩

মন্তব্য ৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই আগস্ট, ২০২৩ রাত ২:৩৯

রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: অনেকদিন পর জাদুকরী জাহিদ অনিকের লেখা পড়লাম।

০৫ ই আগস্ট, ২০২৩ সকাল ১০:০৪

জাহিদ অনিক বলেছেন: অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন, রিম সাবরিনা জাহান সরকার
অনেকদিন আপনার ভ্রমণ সাহিত্য পড়া হয় না। একবার আপনার ওখানে হানা দিতে হবে B-)

২| ০৬ ই আগস্ট, ২০২৩ রাত ১০:৪৯

রাজীব নুর বলেছেন: আফসোস হয় একদিন দুনিয়া থেকে বিদায় নিতে হবে।

০৮ ই আগস্ট, ২০২৩ সকাল ১০:০১

জাহিদ অনিক বলেছেন: থ্যাংকিউ রাজীব ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.