নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসি কবি ও কবিতাকে
কিছুক্ষণ হলো একটা স্টেশনে এসে দাঁড়ালাম;
বসলাম না; দাঁড়ালাম।
গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া মানুষের প্রতি শ্রদ্ধা জানাতে -
আমি দাঁড়ালাম।
আমি স্টেশনে দাঁড়িয়ে;
যারা যাচ্ছেন অথবা আসছেন
নিজ নিজ ঘরে, নীড়ে, প্রিয়জনের কাছে
তাদেরকে শ্রদ্ধা জানাচ্ছি।
এইতো একজন নারী নামলেন কম্পার্টমেন্ট থেকে-
তার হাতে ছিমছাম ব্যাগ-
ফোনটাকে কান আর স্কন্ধদেশের সাহায্যে ঠেসে ধরে
কথা বলতে বলতে আগাচ্ছেন;
তার অপেক্ষায় কেউ উন্মুখ -
হয়ত তার বাবা, প্রেমিক অথবা তার শিশু।।
যারা স্টেশনে নামছেন অথবা উঠছেন
কিংবা,
ছেড়ে যাওয়া মানুষের অপেক্ষায়
তাদেরকে শ্রদ্ধা;
তোমাদের অপেক্ষাকে আমার সশ্রদ্ধ উষ্ণ শুভেচ্ছা৷
আমি দেখছি মানুষের হেঁটে যাওয়া
দেখছি মানুষ যেতে যেতে হঠাত থেমে যাচ্ছে
থেমে গিয়ে -
একজন আরেকজনকে তীব্র আলিঙ্গনে জড়াচ্ছেন।
গাড়ি চেপে এই পৃথিবীর এক স্থান থেকে অন্যত্র চলে যাওয়া;
কেউ ছেড়ে যাচ্ছেন
কেউবা আবার যাচ্ছেন আসবেন বলে;
কেউবা অপেক্ষায় আছেন স্টেশন চত্বরে
প্রিয় মানুষকে অভ্যর্থনা জানাতে।
আমি মানুষের এই মেলবন্ধন আর প্রস্থান দেখছি-
মনে মনে আঁকছি তীব্র ট্রাজেডি -
আর;
কিছুক্ষণ পর পর ছেড়ে যাওয়া গাড়ির তীব্র সাইরেন শুনে
বুকের মধ্যে কষছি তীব্র গণিত;
হিসেব করছি ছেড়ে যাওয়া গাড়ির গতিবেগ, যাত্রীদের ভর,
মনের সমন্বিত দুঃখবোধ, আর রক্তের গতি প্রকৃতি।
রাতের শেষ গাড়িটা ছেড়ে গেলে
স্টেশনে এবার আমি একটু বসি;
কথা বলি মনে মনে গার্ড, টিকিট মাষ্টার, আর লোহার দরজাদের সাথে-
আমি যা যা ভাবি; ওরা তা রোজ দেখে।
ওরা বলে
মানুষ আসলে যাত্রী নয়;
বলে - মানুষের বুকও স্টেশন -
মানুষ ওঠে নামে।
২৫ শে আগস্ট, ২০২৩ সকাল ১০:৪২
জাহিদ অনিক বলেছেন: হ্যাঁ ইস্টিশন ব্লগটিতে আমারও যাওয়া আসা হতো। ব্লগার নীলয় নীলের হত্যার পরে বোধয় সেটা ধীরে ধীরে বন্ধ হয়ে যায়।
অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা জানবেন কামাল১৮
২| ২৪ শে আগস্ট, ২০২৩ রাত ১১:২৭
আহমেদ জী এস বলেছেন: জাহিদ অনিক,
চমৎকার.... চমৎকার!!!!!!
মানুষের মন্টাও যেন একটা স্টেশন, যেখানে মানুষরাও ওঠে আর নামে......কি নিদারূন একটি সত্য ! শুধু আমরা বুঝে উঠতে পারিনে!
২৫ শে আগস্ট, ২০২৩ সকাল ১০:৪৪
জাহিদ অনিক বলেছেন: অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবনে শ্রদ্ধেয় আহমেদ জী এস
মানুষের মন আসলে অনেক কিছুই; স্টেশন, চত্বর, রাতের নক্ষত্র .......
ভালো থাকুন, সুস্থ থাকুন শ্রদ্ধেয়। মন্তব্যে ভালোলাগা রইলো।
৩| ২৫ শে আগস্ট, ২০২৩ দুপুর ১২:২৬
রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধদ কর।
২৫ শে আগস্ট, ২০২৩ রাত ১০:৫৬
জাহিদ অনিক বলেছেন: ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন রাজীব ভাই
৪| ২৫ শে আগস্ট, ২০২৩ রাত ৮:৩৯
শাহ আজিজ বলেছেন: ভাল লাগলো কবিতা । জীবনটাই একটা স্টেশনের প্লাটফর্ম ।
২৫ শে আগস্ট, ২০২৩ রাত ১০:৫৬
জাহিদ অনিক বলেছেন: অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন শাহ সাহেব
৫| ২৬ শে আগস্ট, ২০২৩ দুপুর ১:২৫
রাজীব নুর বলেছেন: আপনি কবিতা সহজ ও শ্রুতিমধুর শব্দ ব্যবহার করেন। এজন্যই আপনার কবিতা গুলো হৃদয়গ্রাহী হয়।
২৬ শে আগস্ট, ২০২৩ দুপুর ১:৪৬
জাহিদ অনিক বলেছেন: কবিতার শব্দ চয়নের ক্ষত্রে আমি একটু মুডি আসলে
এমন কোনো শব্দ নেই না যেটা বেখাপ্পা, উচ্চারণে দাঁত ভাঙে আর কবিতার ভাবের সাথে যায় না।
ঠিক যে শব্দটা দিয়ে আমি বোঝাতে পারবো যে কী বোঝাতে চাইছি; সেটাই নেই।
সেটার উপযুক্ত শব্দ না পেলে থেমে থাকি। মাস দিন বছর অপেক্ষা করি উপযুক্ত শব্দের।
তাও না পেলে নিজে নিজে চেষ্টা করি শব্দ বানাতে। যেমন একটা শব্দ বানিয়েছিলাম শঙ্খসখ।
কবিতায় কীভাবে শব্দ নেয়া হয় এটা নিয়ে ভেবেছেন এজন্য অনেক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানবেন রাজীব ভাই।
©somewhere in net ltd.
১| ২৪ শে আগস্ট, ২০২৩ রাত ১১:০৯
কামাল১৮ বলেছেন: ইস্টিশন একটি ব্লগের নাম।এক সময় আমার খুব প্রিয় ব্লগ ছিলো এটি।